পাকিস্তানের বেলুচিস্তানে ভূমিকম্প, নিহত ২০
https://parstoday.ir/bn/news/world-i98332-পাকিস্তানের_বেলুচিস্তানে_ভূমিকম্প_নিহত_২০
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের আজ (বৃহস্পতিবার) ভোরে সংঘটিত ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছেন। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক নাসীর নাসির এ তথ্য জানিয়েছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ০৭, ২০২১ ১৮:১৭ Asia/Dhaka
  • খোলা আকাশের নিচে অবস্থান করছেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
    খোলা আকাশের নিচে অবস্থান করছেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের আজ (বৃহস্পতিবার) ভোরে সংঘটিত ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছেন। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক নাসীর নাসির এ তথ্য জানিয়েছেন।

রাত তিনটার দিকে রিকটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ সময় লোকজন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। উদ্ধার কর্মীরা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ১০২ কিলোমিটার পূর্বে এবং মাটির ২০ কিলোমিটার গভীরে

বেলুচিস্তান প্রদেশের হারনাই শহরের ডেপুটি কমিশনার সোহেল আনোয়ার জানান, ১০০র বেশি মাটির ঘর ভেঙে পড়েছে। ভূমিকম্পের বেশকিছু সরকারি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত মানুষ এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন

সোহেল আনোয়ার বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে উদ্ধারকর্মীরা কাজ করছেন এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/৭