মত প্রকাশের স্বাধীনতায় ভূমিকা: শান্তিতে নোবল পেলেন দুই সাংবাদিক
https://parstoday.ir/bn/news/world-i98376-মত_প্রকাশের_স্বাধীনতায়_ভূমিকা_শান্তিতে_নোবল_পেলেন_দুই_সাংবাদিক
এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন দুই সাংবাদিক। এদের একজন হলেন ফিলিপাইনের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মোরাতোভ। আজ শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৮, ২০২১ ১৯:২৫ Asia/Dhaka
  • মত প্রকাশের স্বাধীনতায় ভূমিকা: শান্তিতে নোবল পেলেন দুই সাংবাদিক

এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন দুই সাংবাদিক। এদের একজন হলেন ফিলিপাইনের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মোরাতোভ। আজ শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি।

মারিয়া রেসা ফিলিপাইনভিত্তিক অনলাইন নিউজ ওয়েবসাইট র‌্যাপলার-এর সহ-প্রতিষ্ঠাতা। আর দিমিত্রি মোরাতোভ রুশ সংবাদপত্র নোভায়া গেজেতার এডিটর ইন চিফ।

মারিয়ার ক্ষেত্রে নরওয়ের নোবেল কমিটি বলেছে, তিনি তার জন্মস্থান ফিলিপাইনে ক্ষমতার অপব্যবহার, সহিংসতার ব্যবহার ও ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের বিরুদ্ধে মতপ্রকাশের স্বাধীনতাকে ব্যবহার করছেন।

দিমিত্রি ক্ষেত্রে নোবেল কমিটি বলেছে, তিনি তার দেশ রাশিয়ায় ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে কয়েক দশক ধরে বাক্‌স্বাধীনতা রক্ষায় কাজ করছেন।

এই কমিটি আরও বলেছে, মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় ভূমিকার কারণে মারিয়া রেসা এবং দিমিত্রি মোরাতোভকে এই পুরস্কার দেওয়া হয়েছে। নোবেল কমিটি মনে করে, গণতন্ত্র এবং শান্তির পূর্ব শর্তই হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষা।

১৯৩৫ সালের পর এই প্রথম শান্তিতে নোবেল পেলেন কোনো সাংবাদিক। ১৯৩৫ সালে জার্মান সাংবাদিক কার্ল ফন অসিয়েতস্কি শান্তিতে নোবেল পান।

গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।