শূন্য থেকে ভিয়েনা আলোচনা শুরু হওয়া উচিত নয়: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i98520
ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে এ পর্যন্ত যে আলোচনা হয়েছে তাতে ছেদ পড়লেও একেবারে প্রথম থেকে শুরু করা উচিত হবে না।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ১২, ২০২১ ১২:৫৪ Asia/Dhaka
  • মিখাইল উলিয়ানভ
    মিখাইল উলিয়ানভ

ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে এ পর্যন্ত যে আলোচনা হয়েছে তাতে ছেদ পড়লেও একেবারে প্রথম থেকে শুরু করা উচিত হবে না।

গতকাল (সোমবার) টুইটারে দেয়া এক পোস্টে উলিয়ানভ এসব কথা বলেছেন। তিনি বলেন, আগে যে ছয় দফা সংলাপ হয়েছে তাতে গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী অগ্রগতি অর্জন হয়েছিল।

২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকাকে বের করে নেন। এরপর প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানের ওপর আগের সমস্ত নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হয় এবং ওয়াশিংটন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে।

মার্কিন পদক্ষেপের জবাবে ইরানও পরমাণু সমঝোতার বেশকিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয়। পরে জো বাইডেন আমেরিকার ক্ষমতায় আসার পর পরমাণু সমঝোতায় ফিরে আসার কথা বলেন এবং এ নিয়ে ভিয়েনায় আলোচনা শুরু হয়। এর মাঝে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আলোচনা স্থগিত রয়েছে।#      

পার্সটুডে/এসআইবি/১২