জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে গ্লাসগোতে বিশ্ব নেতারা
https://parstoday.ir/bn/news/world-i99444-জাতিসংঘের_জলবায়ু_সম্মেলনে_যোগ_দিতে_গ্লাসগোতে_বিশ্ব_নেতারা
বিশ্ব নেতারা এখন জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে গ্লাসগোতে অবস্থান করছেন। এ সম্মেলনে যোগ দিতে গ্লাসগোতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনও উপস্থিত হয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০১, ২০২১ ২০:৪০ Asia/Dhaka

বিশ্ব নেতারা এখন জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে গ্লাসগোতে অবস্থান করছেন। এ সম্মেলনে যোগ দিতে গ্লাসগোতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনও উপস্থিত হয়েছেন।

জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-২৬ ও অন্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে বৃটেন ও ফ্রান্স সফর করছেন বিশ্ব নেতারা।

জীবাষ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বৈশ্বিক উষ্ণায়ন কমিয়ে আনা আর ভুক্তভোগী দেশগুলোর জন্য জলবায়ু তহবিলের প্রতিশ্রুতি আদায়ের বড় প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে এবারের জাতিসংঘের জলবায়ু সম্মেলন। বিশ্বের রাষ্ট্রপ্রধান ও সরকারের প্রতিনিধিরা গ্লাসগোতে জড়ো হয়েছেন প্রত্যাশা পূরণের চাপ নিয়ে৷ প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত তা কতটা পূরণ হবে? #  

পার্সটুডে/মো.আবুসাঈদ/০১   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।