85
ফার্সি ভাষায় সাফার سفر মানে সফর (৮৫তম পর্ব)
পাঠক, আজ আমরা ইরান থেকে পবিত্র হজ্জ্ব পালনের উদ্দেশ্যে মক্কা শরীফে যাওয়ার বিষয়ে আলোচনা করবো। ইরানীরা দেশের বাইরে যে সব ভ্রমনে যায়, তার মধ্যে আল্লাহর ঘর যিয়ারত করার উদ্দেশ্যে মক্কায় যাওয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। হজ্জ্বে যাওয়ার সময় ইরানে যে সব অনুষ্ঠান হয় তার মধ্যে খোদা হাফেজি বা বিদায় সংবর্ধনা অন্যতম। যিনি হজ্জ্ব করতে যাবেন, তিনি সাধারণত সফর শুরু করার আগে আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের বাড়িতে যান।