ফার্সি ভাষায় নামজ نماز মানে নামাজ (৭৭তম পর্ব)
পাঠক! ফার্সি ভাষা শিক্ষার আসর, 'ফার্সি ভাষা মিষ্টি ভাষা'র আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন।
আপনারা যারা ফার্সি শিখতে আগ্রহী, তাদের জন্য ফার্সি ভাষা শিক্ষার এ আসর কিছুটা হলেও উপকারে আসছে, এ আশা করে শুরু করছি আজকের আসর। ইরানে অধ্যয়নরত বিদেশী ছাত্র মোহাম্মাদ তার ইরানী বন্ধু সাইদের সাথে আজ দক্ষিণ তেহরানের একটি পুরনো এলাকায় ঘুরতে গেছে। ঐ এলাকার বাড়িঘর ও রাস্তাঘাট মোহাম্মাদের কাছে নতুন ধরনের মনে হয়। বেলা ডুবে গেছে এবং সন্ধ্যা হয়ে আসছে। মসজিদে মাগরিবের আজান শোনা যাচ্ছে। সাঈদ কাছাকাছি একটি মাজার চেনে, যেখানে প্রতি ওয়াক্তের নামাজ জামাতে আদায় করা হয়। সে ঐ মাজারে মাগরিবের নামাজ পড়তে যাওয়ার প্রস্তাব করলে মোহাম্মাদ তাতে সম্মত হয়। তারা ওজু করে মাজারে প্রবেশ করে। মাজারের দেয়ালগুলোতে কাঁচের কাজ করা। অর্থাৎ মাজারের দেয়ালে ত্রিভুজাকৃতির অসংখ্য ছোট ছোট আয়না বসানো এবং এগুলো দিয়ে ফুল ও তারকা তৈরি করা হয়েছে। লাইটের আলো এসব ফুল ও তারকা'র ওপর পড়ার ফলে আলোর যে প্রতিফলন তৈরি হয়েছে, তা মাজারের মধ্যে এক নূরানী পরিবেশ তৈরি করেছে। ইরানের এ সুন্দর শিল্প মোহাম্মাদের কাছে খুব আকর্ষণীয় মনে হয়। সে এ সম্পর্কে সাঈদের কাছে প্রশ্ন করে। এ সময়ে তাদের মধ্যে কী কথা হয় তা জানার আগে চলুন আজকের কথোপকথোনে ব্যবহৃত ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেই।
تو نگاه می کنی - الان - نماز - آن شروع می شود - من نگاه می کنم - چه - آینه - زیبا - زیبایی - اینها هستند - آینه کاری - بسیار - کوچک - می گوییم - چگونه - آنها چسبانده اند - به هم - کار - سخت - هنرمند - ایرانی - با دقت - آنها می چسبانند - هنر - قدیمی - مسجد - مسجدها - زیارتگاه - آنها تزیین می کنند - آنها می پوشانند - دیوار - تمام - آره - ما می بینیم - روشن - نورانی - همین طور است - عجله کن
তুমি দেখছো। এখন। নামাজ। ওটি শুরু হবে। আমি দেখছি। কী। আয়না। সুন্দর। সৌন্দর্য। এগুলো হয় বা আছে। আয়নার কাজ। অনেক। ছোট। আমরা বলি। কীভাবে। তারা লাগিয়ে দিয়েছে। পরস্পরের সাথে। কাজ। কঠিন। শিল্পী। ইরানী। সতর্কতার সাথে। তারা লাগিয়ে দেয়। শিল্প। পুরনো বা প্রাচীন। মসজিদ। মসজিদগুলো। যিয়ারতের যায়গা বা মাজার। তারা সাজিয়ে রাখে। তারা পরিয়ে দেয়। দেয়াল। সব। হ্যাঁ। আমরা দেখছি। উজ্জ্বল বা পরিস্কার। নূরানি বা পবিত্র। ঠিক তাই। তাড়াতাড়ি করো।
মোহাম্মাদ গভীর মনযোগ দিয়ে মাজারের দেয়ালের কারুকাজ দেখছিল। এ সময় নামাজ শুরু হয়ে যাচ্ছে দেখে সাঈদ মোহাম্মাদের কাছে গিয়ে তাকে তাগাদা দেয়। চলুন শোনা যাক, তারা কী বলছে-
سعید - به چه نگاه می کنی ؟ الان نماز شروع می شود .محمد - به این دیوار نگاه می کنم . چه آینه های زیبایی ! سعید - اینها آینه های بسیار کوچک هستند . به این هنر ، آینه کاری می گوییم . محمد - چگونه این آینه های کوچک را به هم چسبانده اند ؟ خیلی کار سختی است . سعید - آره . این کار هنرمندان ایرانی است . آنها با دقت ، این آینه های کوچک را به هم می چسبانند . محمد - این یک هنر قدیمی است ؟سعید - بله . این هنر قدیمی ایرانی هاست . آنها مسجدها و زیارتگاهها را با آینه کاری تزیین می کنند . محمد - تمام دیوارها را با آینه های خیلی کوچک می پوشانند ؟ سعید - آره . در خیلی از محلهای زیارتی ، آینه کاری می بینیم . محمد - آینه کاری ، فضا را خیلی روشن و نورانی می کند .سعید - همین طور است . عجله کن . نماز شروع می شود .
সাঈদ : কী দেখছো? এখনই নামাজ শুরু হয়ে যাবে।মোহাম্মাদ : এই দেয়ালগুলো দেখছি। আয়নাগুলো কী সুন্দর!সাঈদ : এগুলো খুবই ছোট আয়না। এই শিল্পকে "আয়নার কাজ" বলে। মোহাম্মাদ : এই আয়নাগুলোকে কীভাবে পরস্পরের সাথে লাগিয়ে রাখা হয়েছে? কাজটাতো বেশ কঠিন।সাঈদ : হ্যাঁ। ইরানী শিল্পীরা এগুলো করেছেন। তারা অত্যন্ত সতর্কতার সাথে এই ছোট আয়নাগুলোকে পরস্পরের সাথে যুক্ত করেছেন।মোহাম্মাদ : এটি কি একটি পুরনো শিল্প?সাঈদ : হ্যাঁ। এটি ইরানীদের একটি পুরনো শিল্প। তারা মসজিদ ও মাজারগুলোকে আয়নার কারুকাজ দিয়ে সাজিয়ে থাকেন।মোহাম্মাদ : তারা কী সব দেয়ালকে ছোট ছোট আয়না দিয়ে ঢেকে দেন?সাঈদ : হ্যাঁ। অনেক মাজারেই আয়নার কাজ চোখে পড়ে।মোহাম্মাদ : আয়নার কাজ মাজারের ভেতরের পরিবেশকে অনেক উজ্জ্বল ও নূরানী করে তোলে।সাঈদ : ঠিক তাই। তাড়াতাড়ি করো। নামাজ শুরু হয়ে যাচ্ছে।
মোহাম্মাদ ও সাঈদের কথোপকথন শুনলেন এতক্ষণ। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয় নি।
এরপর মোহাম্মাদ ও সাঈদ নামাজের কাতারে গিয়ে দাঁড়ায় এবং জামাতের সাথে নামাজ আদায় করে। নামাজ শেষ হওয়ার পর মোহাম্মাদ আবারো দেয়ালের সূক্ষ্ম কারুকাজগুলো দেখতে থাকে। ছোট ছোট আয়নাগুলোকে পাশাপাশি সাজিয়ে সুন্দর সুন্দর আকৃতি দেয়া হয়েছে। এর ভেতরে আলোর প্রতিফলন যে কোন মানুষের দৃষ্টি আকর্ষণ করবেই। মোহাম্মাদ এর আগে কখনো এই ধরনের শিল্পকর্ম দেখে নি। ফার্সী ভাষার একটি প্রবাদবাক্যের কথা তার মনে পড়ে যায়, যেখানে বলা হয়েছে "ইরানীদের কাছে রয়েছে সকল শিল্পের সমাহার"। মোহাম্মাদ ও সাঈদ ধীরে ধীরে মাজার ত্যাগ করে। মাজারের আঙ্গিনাটিও বেশ চমৎকার। এর ঠিক মাঝখানে রয়েছে বহু বছরের পুরনো একটি গাছ। আঙ্গিনার চারিদিকে সাজানো রয়েছে নানান ধরনের ফুলের টব। মোহাম্মাদ ভাবতে থাকে, ইরানের মসজিদ ও মাজারগুলোর পরিবেশ সত্যিই আধ্যাত্মিক ও মন কাড়ার মতো। এখানে আসলে যে কারো মন শান্ত হবেই। তো পাঠক! আগামী সপ্তার আসরে আবারো আপনাদের সঙ্গ পাওয়ার আশা রেখে আজ এখানেই শেষ করছি ফার্সি ভাষা শিক্ষার আসর।#
পার্সটুডে/নাসির মাহমুদ/আবু সাঈদ/২৮