ইরান বর্তমানে বিশ্বের ৮০ দেশে কৃষিপণ্য রপ্তানি করছে
-
মোহাম্মদ মাহদি বোরোমান্দি
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের কৃষি উপমন্ত্রী মোহাম্মাদ মাহদি বোরোমান্দি বলেছেন, ইরান বর্তমানে বিশ্বের ৮০টি দেশে কৃষিপণ্য রপ্তানি করছে।
ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, কৃষি উপমন্ত্রী মোহাম্মদ মাহদি বোরোমান্দি বলেছেন, ইরানের বাগান ভিত্তিক কৃষি খাত থেকে বৈদেশিক আয় ২.৯ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৪.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তিনি আরও বলেছেন, অচিরেই দেশীয় ও আন্তর্জাতিক বাজারে অংশগ্রহণের জন্য কৃষিপণ্যগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করা হবে।
মোহাম্মদ মাহদি বোরোমান্দি পেস্তার বিশেষ অবস্থান নিয়েও কথা বলেন। তিনি আরও বলেন, শুধুমাত্র পেস্তা থেকেই ইরান বছরে প্রায় ১.৭ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করে থাকে। বর্তমানে ৬.৫ লাখ হেক্টর জমিতে পেস্তা চাষ হচ্ছে, এই হিসেবে ইরান বিশ্বের অন্যতম বৃহৎ পেস্তা উৎপাদনকারী দেশ।
ইরানের কৃষি মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা বজায় রাখার একমাত্র উপায় হলো নিজদের জ্ঞান-অভিজ্ঞতা ও অভ্যন্তরীণ সক্ষমতার ওপর নির্ভর করা। তিনি আরও বলেন, কঠিন পরিস্থিতিতেও কৃষক ও জনগণ এই খাতে ভালো সাফল্য পাচ্ছে।#
পার্সটুডে/এসএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।