চুক্তির অর্থ হলো ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধের সমাপ্তি: হামাস
https://parstoday.ir/bn/news/event-i152820-চুক্তির_অর্থ_হলো_ফিলিস্তিনি_জনগণের_বিরুদ্ধে_যুদ্ধের_সমাপ্তি_হামাস
পার্সটুডে-হামাস আন্দোলনের মুখপাত্র হাজেম কাসেম, শার্মুশ-শেখ চুক্তিকে এই আন্দোলন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধের সমাপ্তি বলে মনে করেন।
(last modified 2025-10-09T14:17:29+00:00 )
অক্টোবর ০৯, ২০২৫ ২০:১৩ Asia/Dhaka
  • হামাস আন্দোলনের মুখপাত্র হাজেম কাসেম
    হামাস আন্দোলনের মুখপাত্র হাজেম কাসেম

পার্সটুডে-হামাস আন্দোলনের মুখপাত্র হাজেম কাসেম, শার্মুশ-শেখ চুক্তিকে এই আন্দোলন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধের সমাপ্তি বলে মনে করেন।

আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে হাজেম কাসেম বলেছেন: আমাদের দৃষ্টিতে, এই চুক্তির অর্থ আমাদের জনগণের বিরুদ্ধে যুদ্ধের সমাপ্তি।

তিনি মুখপাত্র আরও বলেন: দখলদাররা চেষ্টা করছে সময়সূচি, তালিকা এবং কিছু সম্মত পদক্ষেপ নিয়ে খেলা করতে।

মুখপাত্র বলেছেন: দখলদারদের অবশ্যই চুক্তিগুলো মেনে চলতে হবে এবং আমরা মধ্যস্থতাকারীদেরকে বলবো চুক্তি মেনে চলতে তাদের উপর যেন চাপ প্রয়োগ করা হয়।

তিনি আরও বলেন: মধ্যস্থতাকারীদের কাছ থেকে আমরা যা বুঝতে পেরেছি তা হল এই চুক্তি গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধের সমাপ্তির সূচনা।

কাসেম বলেন: দখলদাররা প্রত্যাহার সংক্রান্ত বিষয়, বন্দীদের তালিকা এবং শরণার্থীদের প্রত্যাবর্তন সম্পর্কিত প্রসঙ্গগুলো এড়িয়ে যাচ্ছে

তিনি স্পষ্ট করে বলেন: গুরুত্বপূর্ণ বিষয় হলো চুক্তি অনুযায়ী বন্দীদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মাঠ পর্যায়ের পরিস্থিতি প্রস্তুত করা।

‌এই মুখপাত্র বলেন: "আমাদের দৃষ্টিতে, এই চুক্তি আমাদের জনগণের বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধের সমাপ্তি ঘটাবে।"

তিনি জোর দিয়ে বলেন: "জামিনদাতা দেশ এবং মধ্যস্থতাকারীদের অবশ্যই দখলদারদের চুক্তি মেনে চলতে বাধ্য করতে হবে।"

কাসেম বলেন: "জীবিত বা মৃত সকল বন্দীকে চুক্তির প্রথম পর্যায়ে হস্তান্তর করা হবে।"

তিনি আরও বলেন: "পরিস্থিতি অনুকুল থাকলে, সকল বন্দীকে একবারে হস্তান্তর করা যেতে পারে।"

এই মুখপাত্র বলেন: "আমরা মধ্যস্থতাকারীদেরকে বন্দীদের মৃতদেহ হস্তান্তর সম্পর্কিত সমস্যাগুলো সম্পর্কে অবহিত করেছি।"

তিনি আরও বলেন: "আমরা প্রথম পর্যায়ের হস্তান্তর বাস্তবায়ন করতে প্রস্তুত এবং চুক্তির সাফল্য ও যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।"

কাসেম বলেন: "হামাস গাজা সরকারের অংশ হবে না এবং আমরা এই বিষয়ে প্রয়োজনীয় সকল নমনীয়তা দেখিয়েছি।"

তিনি আরও বলেন: "হামাস তাদের জনগণের প্রতি জাতীয়, নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে।" মুখপাত্র বলেন: "আমরা যুদ্ধবিরতি অর্জনের জন্য মধ্যস্থতাকারীদের সাথে বিভিন্ন উপায় অন্বেষণ করছি, তবে অস্ত্র সমর্পণের ওপর ভিত্তি করে নয়।" তিনি জোর দিয়ে বলেন: "ফিলিস্তিনি জনগণকে রক্ষা করা এবং ফিলিস্তিনিদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নিশ্চিত করার জন্য প্রতিরোধের অস্ত্র বৈধ।" কাসেম বলেন: "ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন পরিচালনার জন্য সকলের অংশগ্রহণে ফিলিস্তিনি জাতীয় সংলাপকে আমরা সমর্থন করি এবং ফিলিস্তিনি জাতীয় সংগ্রাম পরিচালনার জন্য একটি জাতীয় ফর্মুলা খুঁজে পেতে হামাসের কোনও বাধা নেই।#

পার্সটুডে/এনএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।