'ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল'
(last modified Thu, 28 Mar 2024 10:05:07 GMT )
মার্চ ২৮, ২০২৪ ১৬:০৫ Asia/Dhaka
  • 'ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল'

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মামহমুদ বলেছেন, ইসরাইলি ভাস্করের কাছ থেকে ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল।

আজ (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউনূস সেন্টার থেকে বরাবরের মতো মিথ্যাচার করা হয়েছে। তবে গাজায় নারী-শিশুদের হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের পরও কোনো প্রতিবাদ জানাননি ইউনূস।’

সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘জাহাজ ও নাবিকদের উদ্ধারে নানামুখী তৎপরতা চালাচ্ছে সরকার। নাবিকদের মুক্ত করার জন্য আমরা নানামুখী তৎপরতা চালাচ্ছি। শুধু এটুকু বলতে চাই-আমরা অনেক দূর এগিয়েছি।

সম্প্রতি সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হওয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২ বাংলাদেশি ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ গুলি করে। বাংলাদেশের পক্ষ থেকে আগে থেকেই সীমান্তে হত্যা বন্ধে অনুরোধ করা হয়েছে। বিজিবি পতাকা বৈঠক করে  এ হত্যার প্রতিবাদ জানিয়েছে। তবে এখনো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রতিবাদ করা হয়নি।’#

পার্সটুডে/জিএআর/২৮