চাঞ্চল্যকর তথ্য: কিশোরীসহ এক হাজারের বেশি নারীকে ভারতে পাচার
https://parstoday.ir/bn/radio/bangladesh-i92520-চাঞ্চল্যকর_তথ্য_কিশোরীসহ_এক_হাজারের_বেশি_নারীকে_ভারতে_পাচার
প্রিয় পাঠক/শ্রোতা! ২জুন বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
জুন ০২, ২০২১ ১৫:৫৫ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২জুন বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • ‘বঙ্গবন্ধুর ৪ খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত’-ইত্তেফাক
  • ৩৭১ ইউপিতে ভোটের তফসিল ঘোষণা -যুগান্তর
  • একাই হাজারের বেশি নারীকে ভারতে পাচার করেছেন মেহেদি -প্রথম আলো
  • এমসি কলেজে ধর্ষণ : অধ্যক্ষ-হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ -কালের কণ্ঠ
  • বাংলাদেশে সুশাসন আজ কবরে-মানবজমিন
  • সাত জেলায় সংক্রমণ উদ্বেগজনক -সমকাল
  • সরকারি টাকায় নাস্তার অভিযোগে তদন্তের মুখে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী - বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • সরকারি চাকরি ছেড়ে আড়াই লাখ টাকা বেতনে মমতার উপদেষ্টা আলাপন -আনন্দবাজার পত্রিকা
  • ম্যাগি, কিটক্যাট এসব কি আদৌ ‘নিরাপদ’? খোদ নেসলের তথ্য ঘিরে চাঞ্চল্য -সংবাদ প্রতিদিন
  • আলাপনের বিরুদ্ধে কি ফৌজদারি প্রক্রিয়া চালাতে পারে কেন্দ্র!–আজকাল

শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক

‘বঙ্গবন্ধুর ৪ খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত’-ইত্তেফাক বঙ্গবন্ধুর চার খুনি শরিফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও এবিএমএইচ নূর চৌধুরীর মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া বীরত্বের খেতাব, পদক ও সনদ বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ বুধবার (২ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। যাচাই-বাছাইয়ের পর খেতাব বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই গেজেট জারি করা হবে।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মোসলেহ উদ্দিনসহ পাঁচজন পালিয়ে আছেন, যাদের মধ্যে চারজন মুক্তিযোদ্ধা হিসেবে বীরত্বের খেতাব পেয়েছিলেন।

ভাসানচরে যুক্ত হচ্ছে জাতিসংঘ, ৪ বছরেও প্রত্যাবাসন শুরু না হওয়ায় হতাশ রোহিঙ্গারা-মানবজমিন

 ভাসানচর এবং কক্সবাজারে থাকা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে ঢাকা সফরে আসা জাতিসংঘের অ্যাসিসট্যান্ট হাই কমিশনার ফর প্রটেকশন গিলিয়ান টিগ্রস ও অ্যাসিসট্যান্ট হাইকমিশনার ফর অপারেশনস রাউফ মাজুও প্রায় অভিন্ন সুরে বলেছেন, বাংলাদেশসহ সব জায়গায় শরণার্থীদের পাশে থাকবে ইউএনএইচসিআর। তাদের ভাষাটি ছিল’ রোহিঙ্গাদের পাশে আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। এসময় তারা করোনা থেকে রক্ষায় রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকার  যা করেছে তার ভূয়সী প্রশংসা করেন।বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড.একে আবদুল মোমেনের সঙ্গে বিদায়ী বৈঠকে তারা এসব কথা বলেন।এ সময় যৌথ  সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, পালিয়ে আসার চার বছরেও দেশে ফিরতে না পেরে হতাশ রোহিঙ্গারা। যে কারণে তারা ভাসানচরে বিক্ষোভ দেখিয়েছে।

বাংলাদেশে সুশাসন আজ কবরে: জাফরুল্লাহ-মানবজমিন

গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশে আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা মানেই এক দিনের ভোট না। গণতন্ত্রই হচ্ছে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা। বাংলাদেশে সুশাসন আজ কবরে। বুধবার দুপুরে রাজধানীর পুরানো পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম হলে ‘সুশাসনে গণতন্ত্রের বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে নারীরা রাস্তায় বেরিয়ে না আসলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। সবাইকে মেয়েদেরকে সমান চোখে দেখতে হবে।

একাই হাজারের বেশি নারীকে ভারতে পাচার করেছেন মেহেদি-প্রথম আলো

ভারতে পাচার হওয়া এক কিশোরী সম্প্রতি দেশে ফিরে হাতিরঝিল থানায় একটি মামলা করেছেন। এরপর ওই মামলায় তিনজনকে গতকাল মঙ্গলবার সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মেহেদি হাসান বাবু (৩৫) মামলার বাদী ওই সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ। আজ বুধবার শ্যামলীতে নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মো. শহিদুল্লাহ।

এমসি কলেজে ধর্ষণ : অধ্যক্ষ-হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ-কালের কণ্ঠ

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ  ধর্ষণের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার কারণে ওই কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার (২ জুন) এ রায় দেন। গত বছরের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীকে সঙ্গে নিয়ে এমসি কলেজে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন গৃহবধূ। স্বামীকে বেঁধে মারধর করে ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণ করা হয়। খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে। ওই দিন রাতেই শাহপরাণ থানায় মামলা করেন নির্যাতিতার স্বামী।

সরকারি টাকায় নাস্তার অভিযোগে তদন্তের মুখে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন

বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের সানা মেরিন। তিনি স্বচ্ছ ব্যক্তিত্ব ও কাজের মানুষ হিসেবে বেশ পরিচিত হলেও এবার সরকারি কোষাগার থেকে পরিবারের জন্য সকালের নাস্তার বিল মেটানো নিয়ে বিপাকে পড়েছেন। জানা গেছে,  প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কেসারান্তায় প্রতি মাসে এ বাবদ ৩০০ ইউরো খরচ করা হয়েছে। ফিনল্যান্ডের একটি জনপ্রিয় ট্যাবলয়েডে এই খবর প্রকাশ হওয়ার পরেই ব্যাপক শোরগোল সৃষ্টি হয়। পরে এ নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।পুলিশ বলছে, প্রধানমন্ত্রী  সাধারণ মানুষের করের টাকায় অবৈধভাবে নিজের ও পরিবারের সদস্যদের নাস্তার খরচ মিটিয়েছেন কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে ফিনল্যান্ডের বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগে, সরকারি টাকায় প্রধানমন্ত্রী তার নিজের ও পরিবারের সকলের নাস্তার বিল কেন মেটাবেন। যদিও প্রধানমন্ত্রী সানা মেরিন দাবি করেন, আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন তারাও এই সুবিধা ভোগ করেছেন।

সাত জেলায় সংক্রমণ উদ্বেগজনক পরিস্থিতি খারাপ হচ্ছে জয়পুরহাটে-সমকাল

দেশের সীমান্ত সংলগ্ন সাত জেলায় করোনাভাইরাসের সংক্রমণ কমার লক্ষণ নেই। বরং উদ্বেগজনক হারে সংক্রমণ বেড়ে চলেছে। যশোরে মাসজুড়ে সংক্রমণের হার কম থাকলেও গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে। আক্রান্তদের মধ্যে 'ডেল্টা' ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় উদ্বিগ্ন জেলার বাসিন্দারা। সংক্রমণে নতুন রেকর্ড হয়েছে রাজশাহী ও নওগাঁয়। নাটোরে এক দিনেই শনাক্তের হার ১৬ শতাংশ বেড়ে ৫৩ দশমিক ৫৩ শতাংশ হয়েছে। খুলনা জেলা কিছুটা স্থিতিশীল থাকলেও উদ্বেগজনক হারে বাড়ছে কুষ্টিয়া ও সাতক্ষীরায়। আর নতুন করে চোখ রাঙাচ্ছে সীমান্তবর্তী জয়পুরহাট। এ জেলায় হঠাৎ করে গত দু'দিনে শনাক্ত হয়েছেন ৫৭ জন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটিসহ জনস্বাস্থ্যবিদরা এসব জেলায় বিশেষ লকডাউনের সুপারিশ করলেও সেটি বাস্তবায়নে তৎপরতা দেখা যায়নি স্থানীয় প্রশাসনের। এই মুহূর্তে লকডাউন ঘোষণা না দিয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সাতক্ষীরা, নওগাঁ ও নাটোরের জেলা প্রশাসক। খুলনায় লকডাউন দেওয়া হবে কিনা আজ বুধবার বসে সিদ্ধান্ত নেবেন সেখানকার জেলা প্রশাসক।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

সরকারি চাকরি ছেড়ে আড়াই লাখ টাকা বেতনে মমতার উপদেষ্টা আলাপন-আনন্দবাজার পত্রিকা

কেন্দ্র ও রাজ্য টানাপড়েনের মধ্যে সরকারি চাকরি ছেড়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন রাজ্যের সদ্য সাবেক মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার বিকালে নবান্নে গিয়ে তিনি তার দায়িত্ব বুঝে নেন। নবান্ন সূত্রে জানা গেছে, সাবেক রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থের কক্ষেই আলাপন বসবেন।  খবর আনন্দবাজার পত্রিকার।

বিধানসভা নির্বাচনের আগে ওই পদ থেকে সুরজিৎকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। ভোট শেষে ওই পদে আর সুরজিৎকে ফিরিয়ে আনা হয়নি। তিনি রয়েছেন অন্য সরকারি পদে। সেই থেকেই তার ঘরটি ফাঁকা রয়েছে। এবার সেই ঘরেই বসবেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন।

রাজ্যের মুখ্যসচিব পদে থেকে ৩১ মে অবসর নেন আলাপন। সেই বিতর্কে ইতি পড়ার আগেই মমতা ঘোষণা করেন, তার মুখ্য উপদেষ্টা হিসেবে আলাপন কাজ করবেন আগামী তিন বছর। মাসে আড়াই লাখ টাকা বেতনের সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন তিনি।

আজকালের খবর-আলাপনের বিরুদ্ধে কি ফৌজদারি প্রক্রিয়া চালাতে পারে কেন্দ্র! বিস্তারিত খবরে লেখা হয়েছে,তাঁকে নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে টানাপড়েন চলছে। কেন্দ্রীয় সরকার তাকে দিল্লিতে তলব করে। অথচ তিনি যাননি পরিবর্তে তিনি অবসর নেন। এখন তিনি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা। তাতেও টানাপোড়নে ইতি ঘটবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় সরকারের একটি সূত্র মনে করছে আলাপনের বিরুদ্ধে ফৌজদারি প্রক্রিয়া শুরু হতে পারে।

ম্যাগি, কিটক্যাট এসব কি আদৌ ‘নিরাপদ’? খোদ নেসলের তথ্য ঘিরে চাঞ্চল্য-সংবাদ প্রতিদিন

বিশ্বের বৃহত্তম খাদ্য সংস্থা নেসলে। তাদের তৈরি ম্যাগি, কিটক্যাট, নেসক্যাফে প্রভৃতি পণ্য প্রচণ্ড জনপ্রিয়। কিন্তু কতটা ‘নিরাপদ’ এইসব পণ্য? কোনও খাদ্য সংস্থা কিংবা সরকারি দাবি নয়, খোদ নেসলেই জানাচ্ছে তাদের ৬০ শতাংশের বেশি খাদ্য ও পানীয় তথাকথিত ‘স্বাস্থ্যকর’ খাদ্যের মধ্যে পড়ছে না। এর আগেও ম্যাগিকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছিল। আবারও আলোচনায় উঠে এল ম্যাগি-সহ নেসলের তৈরি পণ্যের গুণমান সংক্রান্ত প্রশ্ন।

শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।