ব্লুমবার্গের প্রতিবেদন
মার্কিন নির্মিত এফ-সিক্সটিন জঙ্গিবিমানের প্রথম চালান পৌঁছেছে ইউক্রেনে
মার্কিন নির্মিত এফ-সিক্সটিন জঙ্গিবিমানের প্রথম চালান ইউক্রেনে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র ব্লুমবার্গকে জানিয়েছে, এফ-সিক্সটিন জঙ্গিবিমানের চালানটি ছোট। তবে এ ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
এফ-সিক্সটিন জঙ্গিবিমানের এই চালান কোন দেশ থেকে এসেছে সেটি পরিষ্কার নয়। গতবছর ডেনমার্ক, নেদারল্যান্ড, বেলজিয়াম, কানাডা, লুক্সেমবার্গ, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া এবং সুইডেনসহ বেশ কয়েকটি দেশ ইউক্রেনকে এফ-সিক্সটিন জঙ্গিবিমান সরবরাহ করার ঘোষণা দিয়েছিল। পরে এই তালিকায় যুক্ত হয় গ্রিস, আমেরিকা, বুলগেরিয়া এবং ফ্রান্স।
এসব দেশের মধ্যে নেদারল্যান্ড এবং ডেনমার্ক যথাক্রমে ২৪টি এবং ১৯টি এফ-সিক্সটিন জঙ্গিবিমান দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে এবং অন্য দেশগুলো ইউক্রেনের পাইলটদেরকে প্রশিক্ষণ দেয়ার কথা জানায়। সম্প্রতি নরওয়ে জানিয়েছে, তারা ইউক্রেনকে ছয়টি এফ-সিক্সটিন জঙ্গিবিমান দান করবে।
জুলাই মাসের শেষ তারিখের মধ্যে বিমানের এই চালান পাঠানো হয় বলে জানিয়েছে ব্লুমবার্গ। জুলাই মাসের প্রথম দিকে নেদারল্যান্ডের বিদায়ী সরকার জানিয়েছিল, ইউক্রেনকে এফ-সিক্সটিন বিমান সরবরাহ করার ব্যাপারে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং খুব শিগগিরই বিমানের চালান পাঠানো হবে।#
পার্সটুডে/এসআইবি/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`