আরব দেশগুলোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করল ইরান
https://parstoday.ir/bn/radio/iran-i149986
ইরান পারস্য উপসাগরীয় আরব দেশগুলোকে এই বলে হুঁশিয়ার করে দিয়েছে যে, এসব দেশের ভূমি ব্যবহার করে মার্কিন বাহিনী যেন ইরানের ওপর হামলা না চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসী হামলায় যোগ দিতে পারেন বলে বাগাড়ম্বর করার পর তেহরান এ হুঁশিয়ারি উচ্চারণ করল।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ১৯, ২০২৫ ১৫:১৩ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প গত এক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে ব্যাপকভাবে বাগাড়ম্বর করছেন।
    ডোনাল্ড ট্রাম্প গত এক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে ব্যাপকভাবে বাগাড়ম্বর করছেন।

ইরান পারস্য উপসাগরীয় আরব দেশগুলোকে এই বলে হুঁশিয়ার করে দিয়েছে যে, এসব দেশের ভূমি ব্যবহার করে মার্কিন বাহিনী যেন ইরানের ওপর হামলা না চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসী হামলায় যোগ দিতে পারেন বলে বাগাড়ম্বর করার পর তেহরান এ হুঁশিয়ারি উচ্চারণ করল।

আরব গণমাধ্যমগুলো আজ জানিয়েছে, ইরান কাতারের মাধ্যমে আরব দেশগুলোর কাছে ওই সতর্কবার্তা পাঠিয়েছে। তেহরান বলেছে, ইরানবিরোধী মার্কিন হামলায় কোনো আরব দেশের ভূখণ্ড ব্যবহৃত হলে ওই দেশ ইরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে।

ডোনাল্ড ট্রাম্প গত এক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে ব্যাপকভাবে বাগাড়ম্বর করছেন। তিনি ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচির বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করছেন এবং ইসরাইলের ইরান বিরোধী হামলায় অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

ইহুদিবাদী ইসরাইলের রক্তপিপাসু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুরোধে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানবিরোধী হামলায় যোগ দিতে চাইলেও তার প্রশাসনের বহু কর্মকর্তা ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে না জড়াতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।

তেহরান এরইমধ্যে ইসরাইলি আগ্রাসনে যোগ দেওয়ার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বুধবার বিকেলে জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় বলেছেন, তার দেশের জনগণ চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

তিনি ট্রাম্পের সর্বসাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করে বলেন, ইরানি জনগণের সাহসিকতা ও সুদীর্ঘ ইতিহাস সম্পর্কে যার বিন্দুমাত্র জ্ঞান আছে সে তেহরানকে হুমকি দেবে না। ইরান হুমকিকে ভয় পায় না। মার্কিন সরকারকে একথা বুঝতে হবে, তারা চলমান সংঘাতে সরাসরি যুক্ত হলে ওয়াশিংটনকে চরম পরিণতি ভোগ করতে হবে। #

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।