993
সূরা আল-ওয়াকিয়া: আয়াত ১-১৯ (পর্ব-১)
শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা সূরা আর-রহমানের আলোচনা শেষ করেছি। আজ থেকে আমরা সূরা ওয়াকিয়া নিয়ে আলোচনা শুরু করব। মক্কায় অবতীর্ণ এই সূরায় অবধারিতভাবে কিয়ামত সংঘটিত হওয়া এবং কিয়ামত দিবসের ভয়াবহতার কথা বর্ণিত হয়েছে। সূরাটি শুরু হয়েছে কিয়ামত সংঘটিত হওয়ার মুহূর্তের বর্ণনা দিয়ে এবং এরপর আল্লাহর নৈকট্যের ভিত্তিতে মানুষকে আলাদা আলাদা দলে বিভক্ত করা হয়েছে। তো প্রথমেই এই সূরার ১ থেকে ৬ নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক: