987
সূরা আর-রহমান : আয়াত ১-৯ (পর্ব-১)
শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা সূরা কামারের আলোচনা শেষ করেছি। কাজেই আজ আমরা পবিত্র কুরআনে এটির পরবর্তী সূরা অর্থাৎ সূরা আর-রহমানের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপনের চেষ্টা করব। এই সূরাটি আর-রহমান শব্দ দিয়ে শুরু হয়েছে যা আল্লাহ তায়ালার অন্যতম গুণবাচক নাম। সৃষ্টিজগতের প্রতি মহান আল্লাহর রহমত বা দয়া যে কতোটা বিস্তৃত ও ব্যাপক তা এই শব্দের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।