মার্চ ০৪, ২০২২ ১৬:৫২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৪ মার্চ শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া- প্রথম আলো
  • হামলার পর এবার  পারমাণবিক কেন্দ্র দখলে নিল রাশিয়া-এতে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া–ইত্তেফাক
  • সাহস থাকলে খালেদা জিয়াকে ছেড়ে দিন-মানবজমিন
  • বোতলে লিটার ২ শ টাকা, খোলা সয়াবিন উধাও–যুগান্তর
  • ইউক্রেনে ফের জাহাজে হামলা, ডুবে গেল পানিতে-সমকাল
  • নিরপেক্ষে ইসির মাধ্যমে নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করতে হবে-ফখরুল-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • অধিক মস্কো-প্রীতিতে দু'কূলই গেল নয়া দিল্লির! -আনন্দবাজার
  • ‘বিমানে দেহ আনতে অনেক জায়গা লাগে’, ইউক্রেনে নিহত ছাত্রকে নিয়ে বেফাঁস বিজেপি বিধায়ক -আজকাল
  • অখিলেশের প্রচারে বারাণসী থেকেই বিজেপিকে উৎখাতের ডাক মমতার-সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

যুদ্ধ: রাশিয়া -ইউক্রেন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ-বিশ্বের প্রধান খবর আজও। বাংলাদেশ ভারতের জাতীয় দৈনিকেগুলোর প্রধান খবরে ইউক্রেন নিয়ে লেখা হয়েছে, হামলার পর এবার  পারমাণবিক কেন্দ্র দখলে নিল রাশিয়া। ইত্তেফাকের এ খবরে লেখা হয়েছে, পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে দখল করে নেয়ার পর বিশ্ব নেতারা তাদের প্রতিক্রিয়ায় বলেছেনে,কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, রাশিয়ার হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, পুতিনের এ বেপরোয়া পদক্ষেপ ইউরোপের নিরাপত্তাকে সরসারি হুমকির মুখে ফেলেছে।আর পুতিনকে ক্ষমতাচ্যুত করার আহবান জানিয়েছে মার্কিন সিনেটর। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আই এ ইউ এ বলেছে, আগুন প্লান্টের প্রয়োজনীয় সরঞ্জামকে প্রভাবিত করেনি। বিকিরেণের মাত্রাও বৃদ্ধি পায় নি। তবে মানবজমিনের একটি শিরোনাম এরকম- চেরনোবিল থেকে ১০ গুণ ভয়াবহ; ইউক্রেনে পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা।

এদিকে দৈনিক যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, ইউক্রেনের হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত হয়েছে। মঙ্গলবার ইউক্রেনের সেনাদের হামলায় রুশ জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি নিহত হয়েছেন বলে মার্কিন সংবাদ মাধ্যম ফক্সের বরাত দিয়ে দৈনিকটিতে খবর পরিবেশিত হয়েছে।

মানবজমিনের ইউক্রেন সম্পর্কিত একটি খবরের শিরোনাম-বিভ্রমগ্রস্ত হয়ে পড়েছেন পুতিন, পুরো ইউক্রেন দখল করতে চান, অপেক্ষা করছে আরও ভয়াবহতা!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্নীতির সমালোচনা করে বলেছেন, যদি ভালোয় ভালোয় বিদায় নিতে চান তাহলে দয়া করে  দুর্নীতি বন্ধ করুন। তা না হলে আপনাদের পিঠের চামড়া থাকবে না। তিনি দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য  আন্দোলনের বিকল্প কিছু নেই বলে উল্লেখ করেন। তিনি বিএনপিকে এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ করার উপর গুরুত্বআরোপ করেন। খবরটি দৈনিক যুগান্তরসহ বেশ কয়েকটি দৈনিকে পরিবেশিত হয়েছে।

ভোজ্য তেলের সংকট নিয়ে মানবজমিনসহ প্রায় সব দৈনিকে খবর ছাপা হয়েছে। দৈনিকগুলো লিখেছে, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহতে সরবরাহ কমিয়ে দেশে সয়াবিন তেলের সংকট সৃষ্টি করেছেন ব্যবসায়ীরা। এতে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে তেলের দাম। খুচরা বাজারে প্রতিলিটার তেলের দাম ২০০ টাকা। অনেক সোয়াবিন কিনতে গিয়ে ফিরে গেছেন।

তাছাড়া নিত্যপণ্যের বাড়তি দরে অসহায় হয়ে পড়েছে ভোক্তা। চাল ডাল, তেল, চিনি, মাছ-মাংস, সবজিসহ সব পণ্যই বাড়তি দরে বিক্রি হচ্ছে। ফলে বাজারে গিয়ে মানুষের হিমশিম অবস্থা।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

অধিক মস্কো-প্রীতিতে দু'কূলই গেল নয়া দিল্লির! এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ঘটনার গতি যেভাবে এগাচ্ছে , তাতে মোদি  সরকারের ভেতরেও রাশিয়া নীতি নিয়ে দোলাচল তৈরি হয়েছে। ভারতীয় ছাত্রের মৃত্যুর ঘটনা তা আরো বাড়িয়েছে। তবে রাশিয়ার বিপক্ষে না যাওয়ার একাধিক কারণ তুলে ধরছে নয়াদিল্লি। তবে বিশেষজ্ঞরা বলছেন ঐসব যুক্তি তামাদি হয়ে গেছে।  পাশপাশি  ভারত মস্কোর বিরুদ্ধচারণ না করার ফলে দেশটি থেকে অস্ত্র অস্ত্র কেনার বিষয়টি এখনও গলা জলে। আমেরিকা এ বিষয়ে তাদের আর্থিক নিষেধাজ্ঞা থেকে আর ছাড় দেবে না নয়াদিল্লিকে। ফলে ভারতের প্রধান পরিস্থিতিকে চলতি প্রবাদে বলা হচ্ছে, আম এবং ছালা দুই ই হাতছাড়া হওয়ার জোগাড়।

অখিলেশের প্রচারে বারাণসী থেকেই বিজেপিকে উৎখাতের ডাক মমতার-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, ৭ মার্চ উত্তরপ্রদেশে শেষ দফার ভোট। তার আগে সমাজবাদী পার্টির হয়ে প্রচারে বারণসীতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশ যাদবকে পাশে নিয়ে সরব হলেন বিজেপি বিরোধিতায়। বৃহস্পতিবার বারাণসীর ঘাটে দাঁড়িয়ে তিনি বলেন, ‘এক ধাক্কা অউর দো/ পুরা ইউপি সে ফেক দো। এই স্লোগান  তিন দশক আগে, বাবরি মসজিদ ধ্বংসের সময় লালকৃষ্ণ আডবানির মুখে শোনা গিয়েছিল । বৃহস্পতিবারের সভায় তারই কয়েকটা শব্দ অদলবদল করে নিলেন মমতা। বুঝিয়ে দিলেন বিজেপিকে হঠাতে বিজেপির অস্ত্রই প্রয়োগ করছেন তিনি।

সংবাদ প্রতিদিনের খবরে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে লেখা হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রবল। হুঙ্কার দিলেন রুশ বিদেশমন্ত্রী। রুশ সেনাদের দখলে ইউরোপের বৃহত্তম পরমাণু কেন্দ্র জাপোরিঝিয়া যাওয়ার পরই এমন হুঙ্কার দিলেন তিনি। এদিকে রাশিয়ার বিরুদ্ধে তোপ  দেগেছেন জেলেনস্কি। দৈনিকটি লিখেছে, পেরিয়ে গিয়েছে ৮ দিন। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ (Russia-Ukraine Conflict) থামার লক্ষণ নেই। বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে দ্বিতীয় বৈঠক হয়েছে। কিন্তু সেই বৈঠকেও অধরা থেকেছে রফাসূত্র। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (Zelenskyy)। তাঁর মতে, যুদ্ধ থামানোর এটাই একমাত্র উপায়।

‘বিমানে দেহ আনতে অনেক জায়গা লাগে’, ইউক্রেনে নিহত ছাত্রকে নিয়ে বেফাঁস বিজেপি বিধায়ক-আজকালের এ খবরে লেখা হয়েছে, ইউক্রেনের খারকিভে রুশ হামলায় মারা গিয়েছেন ভারতীয় পড়ুয়া নবীন শেখরাপ্পা। তাঁর পরিবার বারবার একটাই দাবি জানিয়েছে, ছেলের দেহ ফেরানো হোক। মঙ্গলবার মৃত্যু হলেও এখনও দেহ ফেরেনি দেশে। ক্ষোভ বাড়ছে পরিবারের। এবার এই নিয়েই বেফাঁস মন্তব্য করলেন এক বিজেপি নেতা। বললেন, বিমানে দেহ আনতে গেলে অনেক জায়গা লাগবে। সেই জায়গায় আট থেকে ১০ জন যাত্রী বসে আসতে পারবেন। এর পরেই বিতর্ক।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪

ট্যাগ