মার্চ ১৭, ২০২২ ১৭:৪২ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৭ মার্চ বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্র সফল হবে না- যুগান্তর
  • ইউক্রেন আক্রমণ মামলায় রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছেন ICJ-এর ভারতীয় বিচারক দলবীর ভান্ডারি-মানবজমিন
  • বাইডেন বোমা মেরে লাখ লাখ মানুষকে হত্যা করেছেন: রাশিয়া -ইত্তেফাক
  •  রাশিয়াকে অবিলম্বে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের নির্দেশ আইসিজের-প্রথম আলো
  • করোনায় টানা তৃতীয় দিন মৃত্যুহীন বাংলাদেশ-কালের কণ্ঠ
  • নাপা সিরাপে নয়, মায়ের পরকীয়ার জেরে ওই দুই শিশুর মৃত্যু-দৈনিক নয়াদিগন্ত

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • ভোটে হেরে অভিষেকের বিরুদ্ধে চক্রান্ত করছে বিজেপি, ইডি-তলব প্রসঙ্গে বললেন ব্রাত্য!-আনন্দবাজার পত্রিকা
  • শুভেন্দু নাকি খুনের হুমকি দিয়েছেন!‌ চার বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য- আজকাল
  • জল্পনার অবসান, আম আদমি পার্টিতে যোগ দিচ্ছেন হরভজন! যেতে পারেন রাজ্যসভায়-সংবাদ প্রতিদিন

 রাশিয়াকে অবিলম্বে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের নির্দেশ আইসিজের-প্রথম আলো

দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রাশিয়াকে অবিলম্বে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কিয়েভের করা মামলার শুনানি নিয়ে গতকাল বুধবার সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়াকে এ নির্দেশ দেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত।১৩-২ ভোটে আইসিজের আদেশটি দেওয়া হয়। বিপক্ষে মত দিয়েছেন রাশিয়া ও চীনের বিচারক। আদেশে বলা হয়, ইউক্রেনের ভূখণ্ডে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি শুরু করা সামরিক অভিযান অবিলম্বে রাশিয়াকে স্থগিত করতে হবে।

আইসিজের বিচারকেরা আরও বলেছেন, রাশিয়াকে অবশ্যই নিশ্চিত করতে হবে, মস্কোর নিয়ন্ত্রণাধীন বা সমর্থিত অন্যান্য বাহিনী যেন ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে না যায়। 

করোনায় টানা তৃতীয় দিন মৃত্যুহীন বাংলাদেশ-কালের কণ্ঠ

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে টানা তৃতীয় দিনের মতো মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। ফলে দেশে মোট মৃত্যু ২৯ হাজার ১১২ জনই রয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২৩৩ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জনে। এর আগে মঙ্গলবার (১৫ মার্চ) ও বুধবার (১৬ মার্চ) করোনায় মৃত্যুশূন্য দিন দেখেছিল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জন।

ইউক্রেন আক্রমণ মামলায় রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছেন ICJ-এর ভারতীয় বিচারক দলবীর ভান্ডারি-মানবজমি

রাশিয়া-ইউক্রেন সংঘাত ক্রমবর্ধমান হওয়ার সাথে সাথে, জাতিসংঘের শীর্ষ আদালত বুধবার ১৬ মার্চ মস্কোকে ইউক্রেনে তার "সামরিক অভিযান" অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভসহ প্রধান শহরগুলির চারপাশে তার বাহিনী নিয়ে গোলাবর্ষণ এবং বিমান হামলা জোরদার করার সাথে সাথে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (ICJ) এর সিদ্ধান্তটি সামনে এসেছে।পিস প্যালেস ভবনে আদালতের সদর দফতরে অনুষ্ঠিত শুনানিতে সভাপতিত্বকারী বিচারক জোয়ান ডনোগুয়ে বলেন, আদালত রাশিয়ান ফেডারেশনের শক্তি প্রয়োগের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন যা আন্তর্জাতিক আইনে অত্যন্ত গুরুতর সমস্যা উত্থাপন করেছে। বুধবার ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক আদালত রাশিয়াকে যুদ্ধ বন্ধ করার যে নির্দেশ দিয়েছে তাতে সায় ছিল ভারতীয় বিচারপতি দলবীর ভান্ডারির।

বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্র সফল হবে না- যুগান্তর 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার সাধ্য কারও নেই। যতদিন চন্দ্র-সূর্য উদয় হবে, যতদিন পাখির কলকাকলি থাকবে, ততদিন অমর হয়ে রবেন বঙ্গবন্ধু।

বাইডেন বোমা মেরে লাখ লাখ মানুষকে হত্যা করেছেন: রাশিয়া -ইত্তেফাক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর কড়া জবাব দিয়েছে রাশিয়া।রুশ প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, বাইডেনের এই মন্তব্য ‘অগ্রহণযোগ্য’।  

বুধবার (১৬ মার্চ) সাংবাদিকদের জো বাইডেন বলেন, আমার মতে পুতিন একজন যুদ্ধাপরাধী। এই মন্তব্যের জেরে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানান, আমরা বিশ্বাস করি এই ধরনের মন্তব্য একটি রাষ্ট্র প্রধানের পক্ষ থেকে আসা অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য। বিশ্বজুড়ে তিনি অসংখ্য মানুষকে বোমা মেরে হত্যা করেছেন।

এর আগে, ইউক্রেনে আক্রমণ চালানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সর্বসম্মতভাবে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের সিনেট।  গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে পুতিনকে নিন্দা জানানোর প্রস্তাবের পক্ষে দুই দলের সিনেটররা একযোগে ভোট দেন, যা এক বিরল ঘটনা।

নাপা সিরাপে নয়, মায়ের পরকীয়ার জেরে ওই দুই শিশুর মৃত্যু-দৈনিক নয়াদিগন্ত

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশ জানিয়েছে। পরকীয়ায় আসক্ত হয়ে মিষ্টির সাথে বিষ মিশিয়ে খাইয়ে দুই শিশুকে তাদের মা লিমা বেগমই হত্যা করে বলে জানা গেছে। পরে এ ঘটনা ঢাকতে বাজার থেকে নাপা সিরাপ এনে খাওয়ানো হয় ওই শিশুদের। এ ঘটনাকে ‘পরিকল্পিত হত্যা’ উল্লেখ করে দুই শিশুর বাবা ইটভাটা শ্রমিক সুজন খান মামলা দায়ের করলে বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোরে তাদের মা লিমা বেগমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা জানান, শিশু দুটির মা পুলিশের সাথে হত্যার দায় স্বীকার করেছেন। ইতোমধ্যেই তার জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠিয়েছে পুলিশ।

ভোটে হেরে অভিষেকের বিরুদ্ধে চক্রান্ত করছে বিজেপি, ইডি-তলব প্রসঙ্গে বললেন ব্রাত্য!-আনন্দবাজার পত্রিকা

কয়লা পাচার-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আগামী সপ্তাহে দিল্লিতে অভিষেক এবং রুজিরাকে তলব করেছে ইডি। ব্রাত্য বৃহস্পতিবার বলেন, ‘‘বাংলায় নিশ্চিহ্ন হয়ে গিয়ে বিজেপি তার বাঘনখ বার করছে।’’ সিবিআই-ইডি-র মতো বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই বিজেপি-র সেই ‘বাঘনখ’ জানিয়ে তাঁর দাবি, বাংলার মানুষ বিজেপি-কে প্রত্যাখ্যান করেছে। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দিল্লিতে তলব করার পিছনে ‘রাজনৈতিক চক্রান্ত’ দেখছে তৃণমূল। বৃহস্পতিবার দলের মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর অভিযোগ, বাংলা এবং তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য ক্রমাগত ষড়যন্ত্র করে চলেছে বিজেপি। অভিষেক এবং রুজিরাকে দিল্লিতে তলব সেই চক্রান্তেরই অঙ্গ।

জল্পনার অবসান, আম আদমি পার্টিতে যোগ দিচ্ছেন হরভজন! যেতে পারেন রাজ্যসভায়-সংবাদ প্রতিদিন

কংগ্রেস বা বিজেপি নয়। রাজনীতির পিচে ‘দুসরা’ অপশনই বেছে নিলেন হরভজন সিং। দুই সর্বভারতীয় দলকে পাশ কাটিয়ে ভাজ্জি যোগ দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টিতে। আম আদমি পার্টির হয়ে রাজ্যসভাতেও যেতে পারেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অফস্পিনার।

পাঞ্জাব নির্বাচনের আগে থেকেই হরভজনের রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা চলছিল। প্রথমে শোনা যাচ্ছিল হরভজন বিজেপিতে যোগ দিতে পারেন। পাঞ্জাবের এক বিজেপি (BJP) নেতা প্রকাশ্যে দাবিও করেছিলেন, তাঁরা হরভজনের সঙ্গে যোগাযোগ করছেন। কিন্তু হরভজন (Harbhajan Singh) সেসময় নিজেই সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। প্রায় একই সময়ে হরভজনের কংগ্রেসে যোগ দেওয়া নিয়েও জল্পনা ছড়ায়। কংগ্রেসের তৎকালীন প্রদেশ সভাপতি নভজ্যোত সিং সিধুর সঙ্গে প্রায় এই সময়ই দেখা করেন ভাজ্জি। দু’ জনের একটি ছবি সিধু নিজেই পোস্ট করেন যা নিমেষে ভাইরাল হয়ে যায়। ক্যাপশনে সিধু লেখেন, “এই ছবিটি খুব সম্ভাবনাময়।” যদিও সেই সম্ভাবনা বাস্তবে রূপ পায়নি। শেষ পর্যন্ত কংগ্রেসে (Congress) যোগ দেননি টিম ইন্ডিয়ার অফ-স্পিনার। বস্তুত পাঞ্জাবের ভোটের আগে আর কোনও দলেই নাম লেখাননি ভাজ্জি।

শুভেন্দু নাকি খুনের হুমকি দিয়েছেন!‌ চার বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য- আজকাল

চার বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিধানসভার ভিতরেই খুনের হুমকির দেওয়ার অভিযোগ তুলেছিলেন রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, বাগদার বিশ্বজিৎ দাস, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ এবং কালিয়াগঞ্জের সৌমেন রায়। স্পিকারকে চিঠিও দেন খাতায় কলমে বিজেপির ওই চার বিধায়ক। বর্তমানে ওই চার বিধায়কই যোগ দিয়েছেন তৃণমূলে। যথারীতি ওই চার বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য সরকার। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় জানান, তাঁদের নিরাপত্তা ব্যবস্থা ছিল। কিন্তু বিরোধী দলনেতা হুমকি দেওয়ার পর তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। বুধবার চার বিধায়ক স্পিকারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন জানান। এরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। তারপরেই ওই বিধায়কদের নিরাপত্তা বাড়ানো হয়। এটা ঘটনা, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁদের নিরাপত্তা বাড়িয়েছিল রাজ্য। সেই নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হল। স্পিকার জানিয়েছেন, এরকম ঘটনা নজিরবিহীন। পশ্চিমবঙ্গের বিধানসভায় এরকম ঘটনা আগে ঘটেনি।#

পার্সটুডে/বাবুল আখতার/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।