কথাবার্তা
যুক্তরাষ্ট্রকে রাশিয়ার যে হুঁশিয়ারি: শান্তির জন্য পুতিনের শর্ত, মানবে কি ইউক্রেন?
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৮ মার্চ শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:
- যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিলো রাশিয়া-ইত্তেফাক
- এরদোগানকে ‘শান্তির শর্ত’ জানালেন পুতিন-কালের কণ্ঠ
- পুতিনের দাবিগুলো কি মানবে ইউক্রেন-প্রথম আলো
- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকার উদ্বিগ্ন: হানিফ-মানবজমিন
- আমির হামজার বিষয়ে খতিয়ে দেখছে সরকার- যুগান্তর
- ‘দ্রব্যমূল্য বাড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাচ্ছে একটি চক্র-বাংলাদেশ প্রতিদিন
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- কাশ্মীরি পণ্ডিতরা ফিরতে চাইলেই বাড়ি ফাঁকা করে দেওয়া হবে, ঘোষণা সিআরপিএফের -সংবাদ প্রতিদিন
- কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে ওয়াই ক্যাটেগরি সুরক্ষা কেন্দ্রের - আজকাল
- হাতে ১৪ দিন, হয় শান্তি চুক্তিতে সই, না হলে আত্মসমর্পণ করুন! কড়া বার্তা জেলেনস্কিকে - আনন্দবাজার পত্রিকা
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
ইউক্রেন ইস্যু নিয়ে বিভিন্ন দৈনিকের গুরুত্বপূর্ণ খবর তুলে ধরছি। ইত্তেফাকের খবর- রাশিয়ার সঙ্গে যে কোনো চুক্তিতে তুরস্ককে থাকার অনুরোধ জানিয়েছে ইউক্রেন। এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (১৭ মার্চ) কথা হয় এ দুই নেতার। তিনি-
পুতিন জেলনস্কির মধ্যস্থতা করতে চান। এদিকে কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, এরদোগানকে ‘শান্তির শর্ত’ জানালেন পুতিন। সুনির্দিষ্ট দাবিগেুলো হচ্ছে, ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আবেদন করা উচিত নয় ইউক্রেনের-যেটি এরইমধ্যে জেলেনস্কি স্বীকার করেছেন। ইউক্রেনকে একটি ‘নিরস্ত্রীকরণ’ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যাতে এটি রাশিয়ার জন্য হুমকি না হয়। ইউক্রেনে রুশ ভাষার জন্য সুরক্ষা থাকতে হবে। আর নাৎসিমুক্তকরণও অন্যতম শর্ত। এটি জেলেনস্কির জন্য খুব আপত্তিকর হবে। কারণ তিনি নিজে ইহুদি এবং তার কিছু আত্মীয় নাৎসিদের পরিচালিত হত্যাযজ্ঞে মারা গিয়েছিল। তবে তুরস্ক মনে করে, জেলেনস্কির পক্ষে এটি মেনে নেওয়া যথেষ্টই সহজ হবে। আর প্রথম আলোর শিরোনাম- পুতিনের দাবি কি মানবে ইউক্রেন?
এরই মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে থাকতে পারে-মানবজমিন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশে রাশিয়ার আগ্রাসনের মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে থাকতে পারে। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কেউ জানে না তৃতীয় বিশ্বযুদ্ধ এরই মধ্যে শুরু হয়ে গেছে কিনা। ইউক্রেনের যদি পতন ঘটে তাহলে এই যুদ্ধের পরিণতি কি হবে, ইউক্রেনের কি হবে কেউ জানে না। এ সম্পর্কে মন্তব্য করা খুব কঠিন। আমরা ৮০ বছর আগে এমন দৃশ্যই দেখেছি। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। কেউই পূর্বাভাষ দিতে পারেন না যে, কখন একটি পূর্ণ মাত্রার (তৃতীয় বিশ্বযুদ্ধ) যুদ্ধ শুরু হয়ে যাবে।
এদিনই তিনি মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে ঐতিহাসিক ভাষণ দেন। ভাষণের শুরুতে এবং শেষে কংগ্রেস সদস্যরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান। এমন সম্মান বিরল।
ইউক্রেনের আকাশসীমাকে তিনি বার বার নো ফ্লাই জোন ঘোষণার আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু যুক্তরাষ্ট্র ও পশ্চিমা অন্য দেশগুলো তাতে সায় দিচ্ছে না। তাদের আশঙ্কা, এতে সরাসরি রাশিয়ার সঙ্গে সংঘাতে লিপ্ত হয়ে পড়বে তারা। পরিস্থিতি আকস্মিকভাবে উত্তেজিত হয়ে পড়বে। ফলে দেখা দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ।
উল্লেখ্য, ইউক্রেনকে বাড়তি সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আছে ৮০০ যুদ্ধবিমান ধ্বংসকারী সিস্টেম, ৯ হাজার এন্টি-আর্মর সিস্টেম। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের প্রতিবেশী কতগুলো ছোট ছোট দেশ আছে। তারা সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। তারা ইউক্রেনে আগ্রাসন ও এর পরবর্তী প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জেলেনস্কিকে প্রশ্ন করা হয়েছিল, রাশিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে রেড লাইন অতিক্রম করে তাহলে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়া উচিত হবে কিনা? জবাবে জেলেনস্কি বলেন, এরই মধ্যে সব রেড লাইন অতিক্রম করেছে রাশিয়া।
যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিলো রাশিয়া
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে রাশিয়া বলেছে, বিশ্বের সেরা পরাশক্তিকেও সাধারণের স্তরে নামিয়ে দেওয়ার ক্ষমতা মস্কোর আছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এমন মন্তব্য করেছেন।২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। রাশিয়াভীতি ছড়িয়ে রাশিয়াকে মাথা নত করতে বাধ্য করতে চায় তারা। কিন্তু তারা ব্যর্থ হবে। বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-সচিব হিসেবে কর্মরত আছেন দিমিত্রি মেদভেদেভ।
বাংলাদেশের মানবাধিকার নিয়ে জাতিসংঘের উদ্বেগের জবাব চায় এইচআরডব্লিউ-প্রথম আলো
বাংলাদেশে নির্যাতন, গুম ও বিচারবহির্ভূত হত্যার গুরুতর অভিযোগ নিয়ে জাতিসংঘের উদ্বেগের বিষয়ে দেশটির সরকারের অর্থপূর্ণভাবে জবাব দেওয়া উচিত। নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এ কথা বলেছে। এ-সংক্রান্ত একটি বিবৃতি গতকাল বৃহস্পতিবার এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্টের আওতায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম থেকে র্যাবকে বাদ দেওয়া উচিত বলে মন্তব্য করেছে এইচআরডব্লিউ।
নাপায় নয়, মায়ের দেয়া বিষে দুই শিশুর মৃত্যু-মানবজমিন
জ্বরের সিরাপে নয়, ব্রাহ্মণবাড়িয়ার দুই শিশু মারা গেছে বিষ মেশানো মিষ্টি খেয়ে। আর সেই মিষ্টি সন্তানদের মুখে তুলে দিয়েছেন তাদের মা মোসাম্মৎ রিমা ওরফে লিমা। পরকীয়া প্রেমে সন্তান হত্যার এ ঘটনা ঘটে।
গত বুধবার রাতে আশুগঞ্জ থানায় রীমার স্বামী ইসমাইল হোসেন সুজন স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এরপরই পুলিশ রীমাকে গ্রেপ্তার করে। গত ১০ই মার্চ আশুগঞ্জের দুর্গাপুর গ্রামে রহস্যজনক মৃত্যুর শিকার হয় দুই ভাই শিশু মো. ইয়াছিন খান ও মো. মোরসালিন খান। এরপরই তাদের মৃত্যু নাপা সিরাপ খেয়ে হয়েছে বলে স্বজনরা অভিযোগ তোলেন। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।তবে এক সপ্তাহ পর নাটকীয় মোড় নেয় এ ঘটনা।ওদিকে গতকাল দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয় মোসাম্মৎ রিমাকে। ২ সন্তানকে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে। জ্যেষ্ঠ বিচারিক হাকিম দ্বিতীয় আদালতের বিচারক আফরিন আহমেদ হ্যাপী তার জবানবন্দি গ্রহণ করেন।গতকাল দুই শিশুর মৃত্যু রহস্য উদ্ঘাটনের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান জেলার পুলিশ সুপার মো. আনিসুর রহমান।
আমির হামজার বিষয়ে খতিয়ে দেখছে সরকার-যুগান্তর
রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ এর জন্য আমির হামজার নাম ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র বির্তক শুরু হয়েছে কয়েক দিন ধরে। অনেকে প্রশ্ন তুলেছেন, যাকে চিনিই না- তাকে কীভাবে স্বাধীনতা পুরস্কার দেওয়া হলো? এমন পরিস্থিতিতে বিষয়টি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক একটি গণমাধ্যমকে বলেন, তারা অভিযোগগুলো খতিয়ে দেখবেন। পর্যালোচনার পর সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগও রয়েছে বলে জানান মন্ত্রী।
‘দ্রব্যমূল্য বাড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাচ্ছে একটি চক্র’-বাংলাদেশ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, দ্রব্যমূল্য বাড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাচ্ছে একটি চক্র বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সে ব্যাপারে সরকারের পূর্ণ প্রচেষ্টা রয়েছে। তারপরও কোনো কোনো এলাকায় কিছু অসাধু লোক অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
মানবজমিনের খবর, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, দ্রব্যমূল্য নিয়ে সরকার যথেষ্ট উদ্বিগ্ন। এ ব্যাপারে সরকার পদক্ষেপও নিয়েছে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত
কাশ্মীরি পণ্ডিতরা ফিরতে চাইলেই বাড়ি ফাঁকা করে দেওয়া হবে, ঘোষণা সিআরপিএফের-সংবাদ প্রতিদিন
অভিশপ্ত সেই দিনগুলির পর কেটে গিয়েছে ৩০ বছর। নিজভূমে পরবাসী হয়ে যাওয়া হাজার হাজার কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandit) ঘরে ফেরা আজও হয়ে ওঠেনি। এই তিন দশকে প্রায় ১৪ বছর কেন্দ্রে সরকার চালিয়েছে কংগ্রেস। প্রায় সমান সময়ে ক্ষমতায় থেকেছে বিজেপিও (BJP)। কিন্তু বাস্তব হল কোনও সরকারই কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের জন্য উপযুক্ত পদক্ষেপ করেনি। যার ফলস্বরূপ আজ উপত্যকায় বসবাস করছেন মোটে হাজার তিনেক কাশ্মীরি পণ্ডিত। বিতাড়িত এই পণ্ডিতদের হাজার হাজার বাড়ি-ঘর, সম্পত্তি আজও পরিত্যক্ত। ঘটনা হল, কেন্দ্রের বর্তমান বিজেপি সরকার প্রায় প্রতি নির্বাচনের আগেই পণ্ডিতদের ঘরে ফেরানোর প্রতিশ্রুতি দেয়। কিন্তু কাজের কাজ তেমন হয় না।
চিন ও পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে প্রতিরক্ষা বাজেটে কাটছাঁট! উদ্বেগ সংসদীয় কমিটির-সংবাদ প্রতিদিন
একদিকে সীমান্তে চিন ও পাকিস্তানের সঙ্গে সংঘাত চরমে, সেই সময় সেনার আধুনিকীকরণে প্রতিরক্ষামন্ত্রক যে পরিমাণ অর্থ চেয়েছিল, অর্থমন্ত্রক তার থেকে প্রায় ৬৩ হাজার কোটি টাকা কম বরাদ্দ করেছে। সম্প্রতি, প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির একটি রিপোর্টে বিষয়টি উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও চিনের সঙ্গে সীমান্ত-বিবাদের আবহে প্রতিরক্ষায় অর্থ বরাদ্দের সঙ্গে কোনও সমঝোতা না করার জন্য অর্থমন্ত্রকের কাছে সুপারিশ করেছে পিএসসি (PSC)।
কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে ওয়াই ক্যাটেগরি সুরক্ষা কেন্দ্রের-আজকাল
তুমুল হিট হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’।হিট হওয়ার সঙ্গে বিতর্কও কম হয়নি কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে এই ছবি নিয়ে। একদল যখন ছবিটিওর প্রশংসায় পঞ্চমুখ, আর এক দল বলছে বিকৃত ইতিহাস দেখানো হয়েছে। বিতর্কের আঁচ এখন এতাই তীব্র যে পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে ওয়াই ক্যাটেগরি সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এখন সারা দেশজুড়ে সিআরপিএফ জওয়ান পরিবৃত হয়ে চলাফেরা করবেন তিনি। ইতিমধ্যেই কেন্দ্রের অভূতপূর্ব সমর্থন, সহযোগিতা পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস।’
হাতে ১৪ দিন, হয় শান্তি চুক্তিতে সই, না হলে আত্মসমর্পণ করুন! কড়া বার্তা জেলেনস্কিকে-আনন্দবাজার পত্রিকা
যুদ্ধের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে নিজের মত ব্যক্ত করলেন ইউক্রেনের উত্তর-পশ্চিম দিকের প্রতিবেশী তথা মস্কোর ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো। বললেন, ‘‘এই যুদ্ধে রাশিয়ার হার হবে ভাবছেন যাঁরা, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন। বরং ইউক্রেনকে স্থির করতে হবে, তারা কাদের পক্ষে।’’ হাতে আর সপ্তাহ দু’য়েক সময়। হয় শান্তি চুক্তিতে সই করতে হবে জেলেনস্কিকে অথবা আত্মসমর্পণ ছাড়া উপায় থাকবে না ইউক্রেনের সামনে। বলছেন বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো। একটি জাপানি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় এ কথা বলেন লুকাশেঙ্কো।
শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে।ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮