এপ্রিল ২৯, ২০২২ ০৬:৩০ Asia/Dhaka

রমজান: আত্মশুদ্ধির মহোৎসব-২৭

ফুরিয়ে এলো রমজানেরি মোবারক মাস/আজ বাদে কাল ঈদ তবু মন করে উদাস।।

রোজা রেখেছিলি, হে পরহেজগার মোমিন!/ভুলেছিলি দুনিয়াদারি রোজার তিরিশ দিন;

তরক করেছিলি তোরা কে কে ভোগ-বিলাস।।/সারা বছর গুনাহ যত ছিল রে জমা,

রোজা রেখে খোদার কাছে পেলি সে ক্ষমা,/ফেরেশতা সব সালাম করে কহিছে সাবাস।/

যাবার বেলায় সালাম লহ হে পাক রমজান/ তব বিদায় ব্যথায় কাঁদিছে নিখিল মুসলিম জাহান। /বিদায় বেলায় সালাম লহ মাহে রমজানের রোজা/ তোমার ফজিলতে হালকা হলো গুনাহের বোঝা। কাজী নজরুল ইসলাম

পবিত্র রমজানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। হে আল্লাহ! আপনি যদি আমাদের ওপর সন্তুষ্ট হয়ে থাকেন তবে আপনাকে আরও সন্তুষ্ট করার মত কাজ করার তৌফিক দিন। আর যদি আপনি আমাদের ওপর সন্তুষ্ট না হয়ে থাকেন তাহলে আপনাকে সন্তুষ্ট করার মত কাজ করার তৌফিক দান করুন।

পবিত্র রমজানের প্রাণ বা হৃদয় হলো শবে কদর। আরবিতে 'কাদর' শব্দটির অর্থ হচ্ছে পরিমাপ। এই রাতে কি পরিমাপ করা হয়? এর উত্তর হল: কতটা সৌভাগ্য বা বরকত বণ্টন করা হবে সারা বছরের জন্য- তাই পরিমাপ করা হয় সৌভাগ্যের এই রাতে। কতটা সৌভাগ্য বা বরকত বরাদ্দ করা হয়? এর উত্তর হল: আপনি যতটা চান ততটাই বরাদ্দ করা হয়। কারণ, এই রাতে যিনি দান করেন তিনি হলেন অফুরন্ত কল্যাণ ও বরকতের অধিকারী অসীম দয়ালু ও দাতা মহান আল্লাহ। কেউ যদি কম চায় তাহলে তো কেউই তাকে বেশি দেয় না।

 মহান আল্লাহর কাছে কেউ যদি কম চায় তাহলে তা আল্লাহর জন্য এক ধরণের অবমাননাকর বিষয়। ধরুন একজন মহারাজা এক বিশেষ দিনে বলছেন, আজ যে যা চাইবে তাকে তা-ই দেয়া হবে। শত শত বা হাজার হাজার স্বর্ণমুদ্রা ও হীরা-জহরত দেয়া হবে চাওয়া মাত্রই। এ অবস্থায় কেউ যদি বলেন আমাকে কয়টা রূপার মুদ্রা দেন। রাজা তাকে অপমান করা হচ্ছে ভেবে তাড়িয়ে দিতে পারেন প্রাসাদ থেকে অনেক দূরে।

শবে কদরের রাতে কেউ যদি প্রতিজ্ঞা করে, হে আল্লাহ আমি আর মিথ্যা কথা বলবো না, আমি আর গিবত করবো না। তাহলে মহান আল্লাহ তার এই সৎ সিদ্ধান্তের আলোকে তাকে সারা বছর ধরে সম্মান ও মর্যাদা দানের ব্যবস্থা করবেন এবং তার রুটি-রুজিতেও দেবেন বরকত। কেউ যদি এ রাতে সিদ্ধান্ত নেয় যে আমি যথাসম্ভব দরিদ্র ও ইয়াতিমদের সহায়তা করবো এবং দূরে সরে যাওয়া আত্মীয়-স্বজনের খোঁজ-খবর নেব, তাহলে আল্লাহও তাকে এই সট সিদ্ধান্তের আলোকে সারা বছর ধরে নানা পুরস্কার দেবেন। মোট কথা এই রাতে যে যত বেশি ভাল কাজ করার ও পাপাচার বা বদ-অভ্যাস বর্জনের সিদ্ধান্ত নেবে আল্লাহ তাকে ততই বরকত দেবেন গোটা এক বছর ধরে।

তবে এ শবে ক্বদরের রাতে বড় বড় সৎকর্মের বা মহত কাজের সিদ্ধান্ত নেয়ার পরও যদি কেউ হাত গুটিয়ে বসে থাকে এবং এইসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাস্তব কোনো পদক্ষেপ না নেয় তাহলে কাঙ্ক্ষিত পুরস্কার বা উন্নতি তার ভাগ্যে জুটবে না। শবে কদরের রাতে কেউ অতীতের পাপের জন্য ক্ষমা চাইলে আল্লাহ তা ক্ষমা করেন। কিন্তু এরপর আবার পরের দিন থেকে একই বা নতুন নতুন নানা পাপে জড়িয়ে পড়লে বাস্তবে শবে কদর থেকে সে কিছুই অর্জন করতে সক্ষম হল না। 

শবে ক্বদরের গুরুত্ব প্রসঙ্গে আরেকটি বিষয় মনে রাখা দরকার। আর তা হল শবে ক্বদরের রাত পার হয়ে যাওয়ার পর দিনের বেলায়ও দোয়া কবুল হওয়ার সুযোগ থাকে একই মাত্রায়। অর্থাৎ রমজানের শেষ দশ দিনের কেবল বেজোড় রাত নয় বেজোড় দিনগুলোও দোয়া ও নেক আমলগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

রমজানের শেষ রাতগুলোতে দোয়া ও ইবাদতের গুরুত্ব অপরিসীম। এইসব রাতই মনের সব কথা আল্লাহর কাছে খুলে বলার শ্রেষ্ঠ সময়: 'হে আল্লাহ! যে তুমি রাত থেকে দিনকে নিয়ে আস ও দিনের ফিরিয়ে আন রাতকে! নিশ্চয়ই আমরা ডুবে আছি অন্ধকারে! তোমার নির্দেশেই সূর্য ভ্রমণ করছে নির্দিষ্ট কক্ষপথে। তুমিই নির্ধারণ করেছ চাঁদের নানা পর্যায় যতক্ষণ না তা পুনরায় বেঁকে যায় পুরনো খেজুর শাখার মত। হে সমস্ত আলোর আলো! হে সব লক্ষ্যের চূড়ান্ত গন্তব্য ও সব কল্যাণের অভিভাবক। হে এক আল্লাহ! হে অনন্য! হে দয়ালু! হে পবিত্র! সবচেয়ে সুন্দর নামগুলো তো তোমারই! সর্বোচ্চ মহত্ত্ব, সব গুণগান ও প্রশংসা সে তো তোমারই! শ্রেষ্ঠত্ব বলতে যা যা আছে সে-সবই তো তোমার! মুহাম্মাদ (সা.) ও তাঁর পবিত্র আহলে বাইতের ওপর তোমার অপার রহমত, কল্যাণ ও শান্তি বর্ষণ কর। রমজানের এই রাতগুলোতে আমাদের নাম নথিভুক্ত কর সৌভাগ্যবানদের তালিকায় এবং শামিল কর শহীদদের মিছিলে। আমাদের সৎকর্মগুলোকে স্থান দাও নেককারদের খাতায় ও ক্ষমা কর আমাদের পাপ। আমাদেরকে দাও এমন নিশ্চিত বিশ্বাস যা হৃদয়কে করবে প্রফুল্ল ও দূর করবে সব সন্দেহ! আর যেন আমরা সন্তুষ্ট থাকি তোমার দেয়া বরাদ্দে। আমাদেরকে দাও দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ। আর রক্ষা কর দোযখের আগুন থেকে।'

'হে আল্লাহ কদরের রাতে যেন তোমাকে স্মরণ করি ও কৃতজ্ঞচিত্ত হই এবং আগ্রহী হই তোমাকে সন্তুষ্ট করতে। আর যেন এ রাতে ক্ষমা চাই তোমার কাছে। এ ছাড়াও সেইসব সাফল্য চাই যা তুমি বরাদ্দ করেছ মুহাম্মাদ (সা.) ও তাঁর পবিত্র আহলে বাইতের জন্য। তাঁদের ওপর বর্ষিত হোক তোমার অপার করুণা ও শান্তি।'

এবারে শোনা যাক অর্থসহ ২৭তম রমজানের দোয়া:

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।