মে ২৭, ২০২২ ১৬:৩১ Asia/Dhaka
  • যে কারণে অর্থনীতির ওপর চাপ বাড়ছে

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৭ মে শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • নিরাপদ ক্যাম্পাসের জন্য অবিলম্বে ডাকসু নির্বাচন দাবি-প্রথম আলো
  • যে কারণে অর্থনীতির ওপর চাপ বাড়ছে-মানবজমিন
  • বিসিএসে প্রশ্নফাঁসের ঘটনা নেই: পিএসসি চেয়ারম্যান-যুগান্তর
  • নিষেধাজ্ঞা তুললে বিশ্বে খাদ্য সংকট এড়াতে অবদান রাখবে রাশিয়া–ইত্তেফাক
  • পদ্মা সেতু দেখে বিএনপি নেতাদের মাথা নষ্ট: ওবায়দুল কাদের-কালের কণ্ঠ

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • শাহরুখের স্বস্তি! মাদক মামলার যাবতীয় অভিযোগ থেকে মুক্ত আরিয়ান খান-সংবাদ প্রতিদিন
  • ড্রোন উড়িয়ে সব নজর রাখছি’, সরকারি কাজে ফাঁকিবাজি ধরার রহস্য ফাঁস করলেন প্রধানমন্ত্রী-  আজকাল
  • কালীঘাটে মাথা মুড়িয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে, সেই তৃণমূলও ত্যাগ ত্রিপুরার আশিসের- আনন্দবাজার পত্রিকা

নিরাপদ ক্যাম্পাসের জন্য অবিলম্বে ডাকসু নির্বাচন দাবি-প্রথম আলো

শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের পাশাপাশি গণতান্ত্রিক চর্চা ও সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ সৃষ্টিতে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দাবি করেছে ছাত্র অধিকার পরিষদ।

ছাত্র অধিকার পরিষদের এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার রাতে বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়। বিবৃতিটি পাঠিয়েছেন ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ। ছাত্র অধিকার পরিষদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের দল গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন। নুরুল ডাকসুর সবশেষ ভিপি ছিলেন।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে ডাকসু নির্বাচন হয়। এই নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব দল ও মতের কিছুটা সহাবস্থান নিশ্চিত হয়েছিল। কিন্তু অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক প্রতিযোগিতার সেই ধারাকে নস্যাৎ করতে পেশিশক্তি-কালোটাকানির্ভর দখলদার বাহিনী ধারাবাহিকভাবে শিক্ষাঙ্গনকে ভয়ের অভয়ারণ্যে পরিণত করছে।

পদ্মা সেতু দেখে বিএনপি নেতাদের মাথা নষ্ট: ওবায়দুল কাদের-কালের কণ্ঠ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর নির্মাণ ঠেকাতে না পেরে বিএনপি এখন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। আজ শুক্রবার (২৭ মে) সকালে সরকারি বাসভবনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, পদ্মা সেতুর নির্মাণ ঠেকাতে না পেরে বিএনপি এখন সেতু উদ্বোধনের আগে দেশকে অস্থিতিশীল করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাশ ফেলার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেলসহ মেগা প্রকল্পগুলো দেখে বিএনপি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে। তাই তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করছে।

নিষেধাজ্ঞা তুললে বিশ্বে খাদ্য সংকট এড়াতে অবদান রাখবে রাশিয়া–ইত্তেফাক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, দেশটির উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলি যদি তুলে নেওয়া হয়, তাহলে রাশিয়া ইউক্রেন থেকে খাদ্যসামগ্রী বাইরে যাওয়ার অনুমতি দেবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।

তবে রুশ প্রেসিডেন্টের এই প্রস্তাব নস্যাৎ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কূটনীতিকদের বক্তব্য, নিষেধাজ্ঞার জন্য বিশ্বজুড়ে খাদ্যসংকট তৈরি হয়নি। সংকট তৈরি হয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে। যার সম্পূর্ণ দায় রাশিয়ার। ফলে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রশ্নই ওঠে না।

যে কারণে অর্থনীতির ওপর চাপ বাড়ছে-মানবজমিন

করোনাকালে বিশ্বের সব দেশই কমবেশি অর্থনৈতিক সংকটে পড়েছিল। বাংলাদেশও এর বাইরে নয়। করোনা পরবর্তী স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে দেশে। এক্ষেত্রে বড় ভূমিকা রেখে চলেছে রপ্তানি আয়। তবে বর্তমানে আমদানি বাড়ায় আশঙ্কাজনক হারে বেড়ে গেছে বাণিজ্য ঘাটতি। এরসঙ্গে আকস্মিক মূল্যস্ফীতি, রেমিট্যান্সে ধীর গতি, বিদেশি ঋণের চাপ এবং রিজার্ভে টান পড়ার শঙ্কায় চাপে পড়েছে দেশের সামগ্রিক অর্থনীতি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে বেড়ে গেছে আমদানি পণ্যের দাম। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশের সব ধরনের জিনিসপত্রের মূল্য। 

ড্রোন উড়িয়ে সব নজর রাখছি’, সরকারি কাজে ফাঁকিবাজি ধরার রহস্য ফাঁস করলেন প্রধানমন্ত্রী-  আজকাল

সরকারি কাজের মান কেমন? যাচাই করতে এখন নতুন ‘হাতিয়ার’ ব্যবহার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সশরীরে অকুস্থলে গিয়ে নয়, কাজের পর্যালোচনা করতে ড্রোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী। শুক্রবার দিল্লিতে ড্রোন মহোৎসবে নিজেই সেই রহস্য ফাঁস করেছেন মোদি। খানিকটা রসিকতার সুরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ফাঁকিবাজি বা দুর্নীতি রুখতে ড্রোনের মাধ্যমেই বিভিন্ন জায়গায় নজরদারি চালাচ্ছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবরই বলে আসছেন, ফাঁকিবাজি তাঁর পছন্দ নয়। দুর্নীতির বিরুদ্ধে লড়াই তাঁর মূল লক্ষ্য। কিন্তু তাঁর পক্ষে গোটা দেশে নজরদারি চালানো সম্ভব নয়। তাহলে কীভাবে নজরদারি চালান তিনি? মোদির বক্তব্য,” আমি আগে থেকে বলি না যে ওখানে পর্যবেক্ষণে যাচ্ছি। ড্রোন (Drone) পাঠিয়ে দিই। সব তথ্য আমার কাছে চলে আসে। কেউ বুঝতেও পারে না। অথচ আমি বুঝতে পেরে যাই কোথায় কী হচ্ছে।” মোদির বক্তব্য, শুধু সরকারি কাজ করলেই হবে না। সেটার মান কেমন সেদিকেও নজর রাখতে হবে। আর সেই কাজে হাতিয়ার হতে পারে ড্রোন।

শাহরুখের স্বস্তি! মাদক মামলার যাবতীয় অভিযোগ থেকে মুক্ত আরিয়ান খান-সংবাদ প্রতিদিন

মাদক মামলার যাবতীয় অভিযোগ থেকে মুক্ত হলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। আজ (২৭ মে) চার্জশিটে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আধিকারিকরা জানিয়েছেন, ক্রুজ পার্টিতে আরিয়ানের কাছে কোনও মাদক পাওয়া যায়নি। তাঁকে এবং আরও পাঁচজনকে দোষী সাব্যস্ত করার মতো যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। অন্য ১৪ জনকে দোষী সাব্যস্ত করেছে এনসিবি।

আজকের রায়ে স্বস্তিতে আরিয়ান এবং অবশ্যই বলিউড বাদশা শাহরুখ খান, জানিয়েছেন তাঁদের আইনজীবী মুকুল রোহতগি। তিনিই আরিয়ানের জামিনের ব্যবস্থা করেছিলেন। আইনজীবীটি বললেন, ‘শেষ পর্যন্ত সত্যের জয় হল। এমন কিছুই ছিল না যাতে এই তরুণ ছেলেটাকে দোষী সাব্যস্ত করা যেতে পারে কিংবা গ্রেপ্তার করা যেতে পারে। তার কাছে কোনও মাদক পাওয়া যায়নি। আমি খুশি যে নিজেদের ভুল স্বীকার করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে এনসিবি।’

কালীঘাটে মাথা মুড়িয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে, সেই তৃণমূলও ত্যাগ ত্রিপুরার আশিসের- আনন্দবাজার পত্রিকা

বিজেপি ছেড়ে কালীঘাটে এসে মাথা মুড়িয়ে আদিগঙ্গায় স্নান করেছিলেন ত্রিপুরার সুরমার বিধায়ক আশিস দাস। গত অক্টোবরে দুর্গাপুজোর সময় যোগ দিয়েছিলেন তৃণমূলে। কিন্তু ছ’মাসেই মোহভঙ্গ হল আশিসের। এ বার সাংবাদিক বৈঠক করে তৃণমূলও ছাড়লেন ওই বিধায়ক। অভিযোগ করলেন, ত্রিপুরায় ভোট ভাগাভাগি করে বিজেপিকেই আখেরে সুবিধা করে দিচ্ছে তৃণমূল। তাই তাঁর এই দলত্যাগ।

শুক্রবার আগরতলায় সাংবাদিক বৈঠক করেন আশিস। তাঁর অভিযোগ, যে আশা নিয়ে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন, তা ভঙ্গ হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিজেপি থেকে বেরিয়ে আসা আশিসের কথায়, ‘‘তৃণমূলে দলবাজি বেশি। দলে আমাকে কোণঠাসা করে রাখা হচ্ছে। এখানে কাজের পরিসর নেই।’’ #

পার্সটুডে/বাবুল আখতার/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ