জুন ০৩, ২০২২ ১৫:৫৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৩ জুন শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • পদ্মা সেতু: একদিকে আনন্দ অন্যদিকে পেশা বদলের উদ্বেগ–ইত্তেফাক
  • গণপরিবহনে হয়রানির শিকার ৬৩ শতাংশ নারী-মানবজমিন
  • এবার আলুর দাম কেজিতে ৫ টাকা বাড়ল- প্রথম আলো
  • হঠাৎ কেন সৌদি যাচ্ছেন বাইডেন?–যুগান্তর
  • সরকার পতন আন্দোলন ‘বাম-ডান রাজনৈতিক দলগুলো’র ঐক্য চান মির্জা ফখরুল-কালের কণ্ঠ
  • ‘সরকারের উন্নয়নমূলক কাজে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাচ্ছে’-হানিফবাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • মাধ্যমিকের ফল প্রকাশ-আরও লড়াই করতে হবে! কৃতিদের শুভেচ্ছা জানিয়ে অসফলদের পাশেও মুখ্যমন্ত্রী মমতা-আনন্দবাজার
  • পার্টি থেকে ফেরার সময়ে গণধর্ষণের শিকার নাবালিকা! হায়দরাবাদের ঘটনায় নজরে বিধায়কপুত্র-সংবাদ প্রতিদিন
  • মৃত্যুর কারণ ঠিক কী? কে কের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ-আজকাল

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

ঢাকায় গণপরিবহনে যৌন হয়রানি-প্রথম আলো/মানবজমিন

গণপরিবহনে যৌন হয়রানি

অযাচিত স্পর্শ-ধাক্কা-বাজে মন্তব্যের শিকার ৪৭ শতাংশ নারী-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, গণপরিবহনে চলাচল করা কিশোরী, তরুণী ও নারীদের ৬৩ শতাংশ নানা ধরনের হয়রানির শিকার হয়। এর মধ্যে প্রায় ৪৭ শতাংশ যৌন হয়রানির শিকার হয়। যৌন হয়রানির শিকার এই নারীদের প্রায় অর্ধেক সংখ্যক (৪৫ শতাংশ) পরবর্তী সময়ে মানসিক সমস্যার সম্মুখীন হয়েছেন।

ঢাকা শহরে গণপরিবহনে যৌন হয়রানি

‘ঢাকা শহরে গণপরিবহনে হয়রানি: কিশোরী এবং তরুণীদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব’ শিরোনামের এক জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এসব যৌন হয়রানির মধ্যে রয়েছে গণপরিবহনে ওঠা-নামার সময় চালকের সহকারীর অযাচিত স্পর্শ, বাসে জায়গা থাকার পরও যাত্রীদের গা ঘেঁষে দাঁড়ানো, বাজেভাবে স্পর্শ করা, ধাক্কা দেওয়া, বাজে মন্তব্য। জরিপে অংশগ্রহণকারী বেশির ভাগ নারী ঝামেলা এড়াতে এসব ঘটনার প্রতিবাদ করেননি।যৌন নিপীড়নকারীদের মধ্যে যাত্রীর সংখ্যাই বেশি। গণপরিবহনের চালক ও চালকের সহকারীর হাতেও নিপীড়নের শিকার হয়েছেন অনেকে। নিপীড়নকারীদের মধ্যে ৪০ বছরের বেশি বয়সীদের সংখ্যা বেশি।

যুক্তরাষ্ট্রে থামছে না গুলির ঘটনা, আবারও নিহত ৩-ইত্তেফাকের এ খবরে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্রের লোয়া অঙ্গরাজ্যে একটি চার্চের গুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ জুন) চার্চের পাকিং লটে নির্বিচারে চালিয়ে দুই নারীকে খুন করেছে এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, পরে নিজের দিকে গুলি চালিয়ে নিহত হয়েছে ওই ব্যক্তি। গত কয়েক দিনের মধ্যে দেশটিতে এ নিয়ে তৃতীয়বারের মতো গুলির ঘটনা ঘটেছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ১০০ দিনে গড়াল

১০০ দিনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, যত আলোচিত ঘটনা-ইত্তেফাকের এ খবরে লেখা হয়েছে, নিরাপত্তা হুমকি দেখিয়ে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির। এর মধ্য দিয়ে গত কয়েক দশকের মধ্যে ইউরোপে সবচেয়ে বড় সংঘাতের শুরু হয়। আজ শুক্রবার (৩ জুন) এই যুদ্ধ শততম দিনে প্রবেশ করলো।

যুদ্ধের দিকে দৃষ্টি ফেরালে শত শত বেসামরিক লোকের মৃত্যু, ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরগুলোর দৃশ্যই চোখে ভাসবে।আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলেছে, যুদ্ধের কারণে ইউক্রেনে প্রতি ছয় জনের মধ্যে একজন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। এ ধরনের বাস্তুচ্যুত মানুষের মোট সংখ্যা ৭৭ লাখ।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) জানিয়েছে, ৬৮ লাখেরও বেশি মানুষ ভিনদেশে পালিয়ে গেছে।

রুশ বাহিনী সম্ভবত দুই সপ্তাহের মধ্যে পুরো লুহানস্ক নিয়ন্ত্রণে নিতে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্য।যুগান্তরের খবর। অন্য একটি খবরে লিখেছে, হঠাৎ কেন সৌদি যাচ্ছেন বাইডেন? এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ মাসে সৌদি আরব সফর করবেন। এক সময় সৌদি আরবকে অপছন্দের রাষ্ট্র হিসেবে অভিহিত করা এ নেতার জন্য এটি একেবারে বিপরীতমুখী অবস্থান।হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কারিন জিয়ান-পিরি সফরের ঘোষণা না দিয়ে তিনি কেবলমাত্র বলেন, ‘প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের দেশগুলোর নেতাদের সাথে সাক্ষাতের সুযোগের অপেক্ষায় রয়েছেন।’

প্রবাসী আয়ের জাদু শেষ হয়ে গেছে-মানবজমিন

প্রবাসী যাদু শেষ-বললেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি’র বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য মানবজমিনের সঙ্গে একান্ত আলাপচারিতায় বলেন, দেশের সামগ্রিক অর্থনীতিতে সংকট এখন বিকাশমান। অর্থনীতি যে চাপে তা বলার অবকাশ রাখে না। আগে আর্থিক খাতে দুর্বলতা থাকলেও বৈদেশিক খাত শক্তিশালী ছিল। কিন্তু এখন বৈদেশিক খাতও দুর্বল। রেমিট্যান্স প্রবাহে ভাটা পড়েছে। এমনকি রপ্তানি আয়ও কমে গেছে আকস্মিকভাবে। অথনীতিবিদরা মনে করেন, বর্তমানে সামগ্রিকভাবে অর্থনীতির যে অবস্থা, তাতে এখন আর শুধু খাত বিশেষে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত পদক্ষেপ নিলে হবে না, দরকার সমন্বিত প্যাকেজ পরিকল্পনা। তা না হলে অর্থনীতিতে সংকট আরও প্রকট হতে পারে।প্রখ্যাত এই অর্থনীতিবিদ বলেন, আমি আগেও বলেছিলাম প্রবাসী আয়ের যাদু শেষ হচ্ছে। এখন যাদু তো শেষ! প্রবাসী আয় এখন কোনো মাসে বাড়বে কোনো মাসে কমবে।ড. দেবপ্রিয় বলেন, এখন অর্থনীতি যে চাপের মধ্যে আছে এটা সবাই বুঝে।

 এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

সোনিয়া -রাহুল

ন্যাশনাল হেরাল্ড মামলা: রাহুলকে ফের তলব ইডির, ৮ জুনই হাজিরা দেবেন করোনা আক্রান্ত সোনিয়া-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, মা করোনা আক্রান্ত। বোন প্রিয়াঙ্কা গান্ধীও শুক্রবার কোভিডের কবলে পড়েছেন। পরিবারের দুই সদস্যকে নিয়ে উদ্বেগের মধ্যেই ফের ইডির (ED) সমন পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ন্যাশনাল হেরাল্ড মামলায় আগামী ১৩ জুন তাঁকে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।প্রাথমিকভাবে এই মামলায় রাহুল গান্ধীকে গত ২ জুন এবং তাঁর মা সোনিয়া গান্ধীকে আগামী ৮ জুন হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ইডি। কিন্তু রাহুল গান্ধী তখন ব্যক্তিগত সফরে বিদেশে ছিলেন। তাই ইডির দপ্তরে হাজিরা দিতে পারেননি। বদলে চিঠি লিখে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে অতিরিক্ত সময় চেয়ে নেন। রাহুলের সেই অনুরোধ মেনে নিয়ে তাঁকে আগামী ১৩ জুন দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। কংগ্রেস (Congress) সূত্রের খবর, রাহুল ওইদিনই ইডি দপ্তরে হাজিরা দেবেন। শুক্রবারই দেশে ফিরছেন তিনি।তবে সব ঠিক থাকলে রাহুলের আগেই সোনিয়া গান্ধী ইডির দপ্তরে হাজিরা দেবেন। আপাতত তিনি করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।

মৃত্যুর কারণ ঠিক কী? কে কের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ-আজকাল

কোনও মতে অনুষ্ঠান সেরে হোটেলে ফিরেছিলেন। ঘরে ঢুকে সোফায় বসতে গিয়ে পড়ে যান। তার পর সব শেষ। সঙ্গে সঙ্গে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় কৃষ্ণকুমার কুন্নথকে। চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার আকস্মিকতার জন্য ময়নাতদন্ত করার নির্দেশ দেয় কলকাতা পুলিশ। থানায় অস্বাভাবিক মৃত্যুর রিপোর্টও করা হয়।প্রাথমিক রিপোর্ট বলছে, মৃত্যুতে কোনও সন্দেহজনক বা অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। কার্ডিয়াক অ্যারেস্টই মৃত্যুর কারণ। এক পুলিশ অফিসার জানালেন, প্রাথমিক রিপোর্ট বলছে মায়োকার্ডিয়াল ইনফার্কশনেই মৃত্যু হয়েছে গায়কের।

‘কেন সব মসজিদে শিবলিঙ্গের খোঁজ’! সঙ্ঘ প্রধান ভাগবতের গলায় ভিন্ন সুর-আজকাল

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত

তাজমহল। কুতুব মিনার। তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। আদালতে হিন্দু আর মুসলিমদের পরস্পর বিরোধী পিটিশনের সংখ্যাও বাড়ছে। সব ক্ষেত্রেই অভিযোগ, এসব স্থাপত্য যেখানে আজ, সেখানে ছিল মন্দির। এবার এই নিয়ে যেন একটু ভিন্ন সুর শোনা গেল খোদ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের গলায়। নাগপুরে বসেই প্রশ্ন তুললেন, কেন সব মসজিদের মধ্যে শিবলিঙ্গের খোঁজ চালানো হচ্ছে। বরং দুই সম্প্রদায়ের মানুষকে ‘বোঝাপড়ার মাধ্যমে চুক্তি’ করার পরামর্শ দিলেন।

জ্ঞানবাপী মসজিদ

ভাগবত বললেন, ‘কিছু জায়গার প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধা রয়েছে। তা বলে সেই সব নিয়ে রোজ একটা ইস্যু তোলা ঠিক নয়। এই সমস্যা আমরা রোজ কেন টেনে তুলছি? জ্ঞানবাপী নিয়ে আমাদের শ্রদ্ধা রয়েছে আর সেজন্য এসব করছি, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু সব মসজিদে শিবলিঙ্গ কেন খোঁজা হচ্ছে?এতদিন এই জ্ঞানবাপী নিয়ে বারবার সোচ্চার হয়েছে হিন্দুত্ববাদী সংগঠন। এমনকী ১৯৯২ সালে বাবরি মসজিদের ঘটনার পুনরাবৃত্তির হুঁশিয়ারিও দিয়েছে কয়েকটি সংগঠন। এবার সঙ্ঘপ্রধানের এই বক্তব্য সেসব পদক্ষেপে জল ঢেলে দিল।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩

ট্যাগ