জুন ০৬, ২০২২ ১৫:৩০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৬ জুন সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • সৌদি পৌঁছেছে বিমানের প্রথম হজ ফ্লাইট-প্রথম আলো
  • বাজার নিয়ন্ত্রণে রাখতে চাল আমদানি করা হবে: খাদ্যমন্ত্রী-ইত্তেফাক
  • তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়েছে, নাকি দরজায় কড়া নাড়ছে?-মানবজমিন
  • পোড়া লাশে মৃত্যুপুরী সীতাকুণ্ড-যুগান্তর
  • একদিকে মানুষ পুড়ছে অন্যদিকে গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার : রিজভী-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • মহম্মদকে নিয়ে বিজেপি বিধায়কের মন্তব্যে ক্ষুব্ধ আরব দুনিয়া, ‘সরকার সমর্থন করে না’, জবাব ভারতের -সংবাদ প্রতিদিন
  • করোনার পর নয়া ভাইরাসের আতঙ্ক দেশে, কেরলে নরোভাইরাসে আক্রান্ত ২ শিশু, উপসর্গ কী?-আজকাল 
  • ‘চাকরি করায় আপত্তি ছিল শ্বশুরবাড়ির, কিন্তু মেয়েটার হাত কেটে নেবে, দুঃস্বপ্নেও ভাবিনি’-আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ৪০ জনের বেশি মানুষ মারা গেছে। সামগ্রীকভাবে এ ঘটনা সম্পর্কে কী বলবেন আপনি?

২. মহানবী (স)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আরব বিশ্বসহ ইরান ও পাকিস্তান। কীভাবে দেখছেন বিষয়টিকে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

সীতাকুণ্ড ট্রাজেডি-নিখোঁজদের মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ-মানবজমিন

সীতাকুণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের লাশ শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু হয়েছে। আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নমুনা সংগ্রহ শুরু হয়। 

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস জানিয়েছেন, শনিবার রাতের অগ্নিকাণ্ডের পর থেকে রোববার রাত পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৪ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। এরমধ্যে ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যাদের শনাক্ত করা যায়নি, তাদের পরিচয় জানতে ডিএনএ পরীক্ষার জন্য শুরু হয়েছে নমুনা সংগ্রহ।

২৫ জনের মরদেহ এতটাই পুড়ে গেছে যে চোখের দেখায় তাদের পরিচয় বোঝা সম্ভব হয়নি। সেজন্য লাশের দাবি নিয়ে আসা স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করতে সোমবার সকালে তাদের চট্টগ্রাম মেডিকেলে থাকতে অনুরোধ করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে।চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ১১ জন স্বজন নমুনা দিতে এসেছেন। সিআইডির ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। সেখানে থাকা রাসায়নিকের কন্টেইনারে একের পর এক বিকট বিস্ফোরণ ঘটতে থাকলে আগুন ভয়ঙ্কর মাত্রা পায়। সোমবার দুপুরেও এই রিপোর্ট লেখা পর্যন্ত সেই আগুন পুরোপুরি নেভেনি। ওই ঘটনায় রোববার রাত পর্যন্ত ৪৯ জনের মৃত্যু এবং দুই শতাধিক মানুষের আহত হওয়ার খবর জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

‘এখনো কেন সীতাকুণ্ডের ডিপোর মালিককে গ্রেফতার করা হয়নি?’-যুগান্তর

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহতের ঘটনায় এখনো কেন ওই ডিপোর মালিককে গ্রেফতার করা হয়নি, সেই প্রশ্ন করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। রোববার জাতীয় সংসদে শুরু হওয়া অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ প্রশ্ন করেন তিনি। 

ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি। একইসঙ্গে নামমাত্র কোনো কমিটি না করে একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে ডিপোর ওই ঘটনা তদন্ত করারও দাবি জানান এমপি হারুন।  এমপি হারুন আগুন ও বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে বলেন, সীতাকুণ্ডের এ ঘটনা ভয়াবহ। গত ৫০ বছরে কোনো ডিপোতে এ ধরনের ঘটনা ঘটেনি। এটি একটি বেসরকারি ডিপো। এখানে হাজার হাজার কনটেইনার সংরক্ষিত ছিল। যারা ব্যবস্থাপনার দায়িত্বে, ডিপোর মালিক এখনো গ্রেফতার হননি। যারা এটি পরিচালনার সঙ্গে জড়িত, এখনো তাদের আইনের আওতায় আনা হয়নি।

হারুন আরও বলেন, ‘ডিপোতে যে দাহ্য পদার্থের কনটেইনার ছিল, সে সম্পর্কে আগে থেকে তাদের অবহিত থাকা উচিত ছিল। সাধারণ কনটেইনারের মধ্যে দাহ্য পদার্থের কনটেইনার ঢোকালে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে, তার দায়দায়িত্ব কে নেবে? যারা ক্ষতিগ্রস্ত হলেন, তাদের কে অর্থসহায়তা দেবে?- এমন প্রশ্ন করেন বিএনপির এই সংসদ সদস্য।

একদিকে মানুষ পুড়ছে অন্যদিকে গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার : রিজভী-কালের কণ্ঠ

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চট্রগ্রামের অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা জাতি যখন শোকে কাতর সেই সময়ে গ্যাসের দাম বাড়িয়ে সরকার দেশের মানুষকে আরও শোকাচ্ছন্ন করেছেন। একটা পাশবিক, সন্ত্রাসী মাফিয়া টাইপের সরকার ক্ষমতায় না থাকলে এমন ঘটনা ঘটতো না। একদিকে মানুষ জ্বলছে পুড়ছে। আর অপরদিকে সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে।মনে পড়ছে সেই বিখ্যাত প্রবাদ- যখন রোম পুড়ছে তখন বাঁশি বাজাচ্ছেন সম্রাট নিরো। আমাদের দেশেও তাই হচ্ছে।  

তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়েছে, নাকি দরজায় কড়া নাড়ছে?-মানবজমিন

ডা. জাহদে উর রহমান তাঁর নির্বাচিত কলামে লিখেছেন, ১লা সেপ্টেম্বর, ১৯৩৯ জার্মানি পোল্যান্ড আগ্রাসন শুরু করে, যার প্রতিক্রিয়ায় দুইদিন পর বৃটেন এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এখন পর্যন্ত কাগজে-কলমে এই দিনটিকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিন হিসেবে ধরে নেয়া হয়। কিন্তু এই তারিখটি নিয়ে বিতর্ক আছে ঐতিহাসিকদের মধ্যে। অনেকেই বলেন- দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ১৯৩৭ সালের দ্বিতীয় চীন-জাপান যুদ্ধের মধ্যদিয়ে। কেউ কেউ তারও আগে ১৯৩৫ সালে ইথিওপিয়ায় ইতালির আগ্রাসনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর সময় হিসেবে বলেন। এমনকি কেউ কেউ ১৯৩১ সালে জাপানের মাঞ্চুরিয়া দখলকেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হিসেবে দাবি করেন। এমন আরও কয়েকটি ঘটনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ বলে বিশ্বাস করেন অনেকেই।

রাশিয়ার ইউক্রেন আগ্রাসন কি তৃতীয় বিশ্বযুদ্ধের অংশ?-মানবজমিন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই প্রসঙ্গটি আসলো কারণ ইউক্রেনের ওপরে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন তৃতীয় বিশ্বযুদ্ধের অংশ কিনা সেই প্রশ্ন নানাদিকেই উঠছে। এই আলোচনা যৌক্তিক। 

অনেকেই এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধের অবশ্য মনে না করলেও এটা যে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে- এমন বক্তব্য দিতে শুরু করেছেন। রাজনৈতিক এবং সমর বিশ্লেষকরা তো বটেই রাশিয়ার পক্ষ থেকেও পশ্চিমের প্রতি স্পষ্ট বিশ্বযুদ্ধের হুমকি দেয়া হয়েছে। 

২৭শে এপ্রিল সেন্ট পিটার্সবার্গ শহরে রাশিয়ার আইনপ্রণেতাদের সঙ্গে কথা বলার সময় পুতিন বলেন, ‘বাইরের কেউ ইউক্রেনে হস্তক্ষেপের চেষ্টা করলে এবং রাশিয়ার জন্য কৌশলগত হুমকি সৃষ্টি করলে, আমাদের প্রতিক্রিয়া হবে বিদ্যুৎগতির। যে কারও গর্ব থামিয়ে দেয়ার মতো সব সরঞ্জাম আমাদের আছে।

আর আমরা এগুলো নিয়ে বড়াই করবো না, প্রয়োজন হলে ব্যবহার করবো।’ যৌক্তিক কারণেই বিশ্লেষকেরা মনে করছেন, এসব মন্তব্যের মাধ্যমে পুতিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন। 

এরপরই যুক্তরাষ্ট্রের আয়োজনে ইউক্রেনকে সামরিক সাহায্য দেয়ার বিষয়ে ৪০টি দেশের একটি বৈঠকের প্রেক্ষাপটেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই  ল্যাভরভ বলেছিলেন, ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে একটি ছায়া যুদ্ধ (প্রক্সি ওয়ার) চালিয়ে যাচ্ছে যা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে।

অনেক বিশ্লেষকই মনে করেন ইউক্রেন যুদ্ধে পুতিন যদি ন্যূনতম মুখরক্ষা করতে না পারেন তাহলে তিনি এই যুদ্ধকে অন্য দেশে ছড়িয়ে দিয়ে কিংবা ইউক্রেনে তুলনামূলক স্বল্প ক্ষমতার একটি  ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা হামলা করতে পারেন। আবার পুতিন যদি ইউক্রেনে তার লক্ষ্য অর্জন করতে পারে তাহলে সেটা তাকে আরও আগ্রাসী করে তুলবে, এটা নিশ্চিত। এর কোনোটা যদি ঘটে সেটা অনিবার্যভাবেই একটা বৃহত্তর যুদ্ধ, এমনকি বিশ্বযুদ্ধে গড়াতে পারে। রাশিয়া ইউক্রেন সংকট যদি বিশ্বযুদ্ধে শেষ পর্যন্ত নাও গড়ায়, এমনকি এই যুদ্ধটা যদি একেবারে নাই হতো তাহলেও চীন তাইওয়ান সংকটকে ঘিরে একটা বিশ্বযুদ্ধ হওয়ার ঝুঁকি বেশ কিছুদিন থেকেই তৈরি হচ্ছিল। এবং সত্যি বলতে সেটাই প্রধান ঝুঁকি।

চীন-তাইওয়ান সংকটের উৎস।সানফ্লাওয়ার মুভমেন্ট এবং চীনের সাম্প্রতিক হতাশা।তাইওয়ান আক্রান্ত হলে জাপানের ভূমিকাও গুরুত্বপূর্ণ।তাইওয়ান আক্রান্ত হলে যুক্তরাষ্ট্রের ভূমিকা।চীন নিয়ন্ত্রিত একটি বিশ্বব্যবস্থা তৈরির চেষ্টাই সংকটের কারণ।

চীন সামরিক এবং অর্থনৈতিক দুইদিক দিয়েই আমেরিকার জন্য প্রচণ্ড চ্যালেঞ্জ তৈরি করেছে। এই চ্যালেঞ্জ সোভিয়েত ইউনিয়নের চ্যালেঞ্জের চাইতে অনেক বড়। কারণ সোভিয়েত ইউনিয়নের বিপুল সামরিক শক্তি থাকলেও অর্থনৈতিক দিক থেকে তারা ছিল আমেরিকার তুলনায় একেবারে দুর্বল। চীন বর্তমানে পিপিপি ডলারে আমেরিকার চাইতে বড় অর্থনীতি আর বছর দশেক পর ডলারের হিসাবেই আমেরিকাকে ছাড়িয়ে যাবার পূর্বাভাস আছে।

অ্যালিসন-এর হিসেবে চীন আর আমেরিকার বর্তমান সংকট ১৭তম ‘থুসিডিডিস’স ট্র্যাপ’। এটা কি যুদ্ধে গড়াবে? বিশ্বযুদ্ধ ছাড়া কোনো নতুন শক্তি বিশ্বব্যবস্থার নিয়ন্ত্রণ নিতে পারেনি। সার্বিক বিশ্লেষণে মনে হয় চীন এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা খুব বেশি। আর চীন-আমেরিকা যদি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে, সেটা নিশ্চিতভাবেই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, সেটা বলাই বাহুল্য। 

নতুন কৌশলে আকাশপথে হামলা চালাচ্ছে রাশিয়া-ইত্তেফাক

ইউক্রেনে হামলা চালাতে নতুন এক কৌশল অবলম্বন করছেন রুশ বিমানবাহিনীর পাইলটরা। রবিবার (৫ জুন) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত একাধিক ভিডিওতে হেলিকপ্টারের পাইলটদের ভিন্ন এ কৌশলে হামলা চালাতে দেখা গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।প্রতিবেদনে বলা হয়, নতুন কৌশলে হেলিকপ্টারের সামনের অংশ আকাশের দিকে কিছুটা তুলে ধরা হচ্ছে। তার পর ছোড়া হচ্ছে রকেট।

পাইলটদের নতুন এ কৌশল সম্পর্কে বলা হয়েছে, সামনের অংশ উঁচিয়ে হামলা চালানোয় রকেটগুলো আকাশের দিকে ছুটে যাচ্ছে। এর ফলে সেগুলো তুলনামূলক বেশি দূরে গিয়ে পড়ছে। একইভাবে কামান থেকে গোলা নিক্ষেপ করা হয়। সমরবিদরা বলছেন, হেলিকপ্টারের পাইলটদের এ কৌশল মূলত প্রতিরক্ষামূলক। প্রতিপক্ষের সেনাদের হামলার আওতার বাইরে থাকতেই তারা বেশি দূরত্বে থেকে লক্ষ্যবস্তুতে রকেট হামলা চালাচ্ছেন।

যুক্তরাষ্ট্রে পৃথক তিনটি গুলির ঘটনায় নিহত ৯-ইত্তেফাক

মার্কিন যুক্তরাষ্ট্রে থামছে না নির্বিচারে গুলির ঘটনা। দেশটিতে এবার তিনটি পৃথক ঘটনায় নয় জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই ডজনেরও বেশি মানুষ। স্থানীয় সময় শনিবার রাতে ও রবিবার ভোররাতে ঘটনাগুলো ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

পুলিশ জানিয়েছে, ফিলাডেলফিয়ায় দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বন্দুকযুদ্ধে রূপ নেয়, এতে জনাকীর্ণ বার ও রেস্তোরা এলাকায় নির্বিচার গুলিবর্ষণে ৩ জন নিহত ও ১২ জন আহত হয়। এ সময় লোকজন পালানোর চেষ্টার সময় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে প্রচণ্ড চাপে ভারত, ক্ষুব্ধ আরব বিশ্ব-মানবজমিন

বিজেপির মুখপাত্র নূপুর শর্মা

মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আরব বিশ্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে ভারতীয় পণ্য বর্জনের ডাক। এমন পরিস্থিতিতে দলের মুখপাত্র নূপুর শর্মাকে সাময়িক বরখাস্ত এবং দিল্লি শাখার গণমাধ্যমপ্রধান নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করেছে বিজেপি। খবর আল-জাজিরা ও এনডিটিভির। বিজেপি মুখপাত্রের বক্তব্যকে ‘অবমাননাকর’ বলে মন্তব্য করেছে সৌদি আরব। ‘বিশ্বাস ও ধর্মের প্রতি সম্মান’ জানানোরও আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে কাতার, কুয়েত ও ইরান। কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। এ ছাড়া মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে একটি প্রতিবাদলিপি হস্তান্তর করেছে। মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও সরকারিভাবে এর নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে দেশটি।

কাতার এমন সময় মহানবীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের এই নিন্দা জানিয়েছে, যখন বাণিজ্য বাড়াতে ব্যবসায়ীনেতাদের নিয়ে সম্পদশালী আরব উপসাগরীয় দেশটি সফরে রয়েছেন ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।

আল-জাজিরা জানায়, বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা গত সপ্তাহে এক টেলিভিশন বিতর্কে হজরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রী হজরত আয়েশাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। নূপুর শর্মার সহকর্মী জিন্দাল মহানবীকে নিয়ে একটি টুইট করলে অনেকে ক্ষুব্ধ হন। অবশ্য পরে টুইটটি মুছে দেন জিন্দাল। বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন নূপুর শর্মাও।

বিজেপির এই দুই নেতার মন্তব্যের জেরে গত শুক্রবার জুমার নামাজের পর উত্তর প্রদেশের কানপুরে সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হন। ভারতে বিজেপির এই নারী মুখপাত্রকে গ্রেপ্তারেরও দাবি ওঠে।

এদিকে গতকাল রোববার এক বিবৃতিতে বিজেপি বলেছে, কোনো সম্প্রদায় বা ধর্মের মর্যাদাহানি করে—এমন যেকোনো মতাদর্শের বিরুদ্ধে বিজেপির শক্ত অবস্থান। বিজেপি এ ধরনের ব্যক্তি ও দর্শনকে উৎসাহিত করে না।

তবে বিজেপির বিবৃতি নাকচ করে দিয়ে ভারতীয় কংগ্রেস বলেছে, এটি ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়। এটি সুস্পষ্টভাবে প্রহসন এবং পরিস্থিতি সামলানোর আরেকটি নির্লজ্জ প্রচেষ্টা।

টুইটারে একটি পোস্ট ট্যাগ করে কংগ্রেস নেতা শশী থারুর লেখেন, ক্ষমতাসীন বিজেপি নেতাদের অবমাননাকর বক্তব্যের পরে সৌদি আরব, বাহরাইনসহ উপসাগরীয় দেশগুলোর সুপারমার্কেট থেকে ভারতীয় পণ্য সরিয়ে ফেলা হচ্ছে।

পদ্মা সেতু নিয়ে ফখরুলের বক্তব্য বছরের সেরা আবিষ্কার: কাদের-যুগান্তর

ওবায়দুল কাদের

পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য বছরের সেরা আবিষ্কার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি সোমবার নিজের সরকারি বাসভবন থেকে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর বেগম জিয়া করেছেন বিএনপি মহাসচিব স্বপ্নে দেখেই এমন কাল্পনিক বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা ইদানীং এমন অনেক দিবাস্বপ্ন দেখছেন, এটিও সেই দিবা স্বপ্নেরই অংশ।

মিথ্যাচার বিএনপির ধর্ম এটি সবাই জানে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তবে দিনদুপুরে নির্জলা মিথ্যাচারের একটি নতুন রেকর্ড এটি। 

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

মহম্মদকে নিয়ে বিজেপি বিধায়কের মন্তব্যে ক্ষুব্ধ আরব দুনিয়া, ‘সরকার সমর্থন করে না’, জবাব ভারতের-সংবাদ প্রতিদিন

হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জের। বিজেপির মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নূপুর শর্মাকে (Nupur Shrama)। তবে রাজনীতির জগতে বেশ পরিচিত মুখ নূপুর। ২০১৫ সালের দিল্লি নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নূপুরকে প্রার্থী করেছিল বিজেপি। যদিও সেই নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনি। তারপর থেকেই জাতীয় রাজনীতিতে বেশ পরিচিত হয়ে ওঠেন তিনি। ২০২০ সাল থেকে তিনি বিজেপির জাতীয় মুখপাত্র হিসাবে কাজ করেছেন। গতকাল তাঁকে পদ থেকে বহিষ্কার করেছে বিজেপি।

যদিও নিজের পক্ষে সাফাই দিয়ে মুখ খুলেছেন নূপুর (Suspended BJP Spokesperson)। জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ খুঁজে পাওয়ার পরেই দেশ জুড়ে নানা বিতর্কের সৃষ্টি হয়। নূপুরের মতে, শিবলিঙ্গকে ফোয়ারা বলে অসম্মান করা হয়েছে। সেই কথার প্রেক্ষিতেই তিনি হজরত মহম্মদ সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেছেন। সেই কারণে তিনি ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, “আমার কথা ফিরিয়ে নিচ্ছি। আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে আমি নিঃশর্ত ক্ষমা চাইছি।”

তবে তাতেও সমস্যা কমেনি। তাঁর এই কথার গুরুতর প্রভাব পড়েছে মধ্য প্রাচ্যের দেশগুলির উপরে। সেই দেশে ভারতীয় রাষ্টদূতদের কাছে জবাব চাওয়া হয়েছে। বিজেপির বক্তব্য যে ভারত সরকারের বক্তব্য নয়, সেই কথা জানিয়েছেন রাষ্ট্রদূতরা। তবে ইতিমধ্যেই বেশ কয়েকটি ইসলামিক দেশের খোলা বাজার থেকে তুলে নেওয়া হয়েছে ভারতীয় পণ্য। সামগ্রিক ভাবে ভারতীয় পণ্য বয়কট করার সিদ্ধান্তও নেওয়া হতে পারে এই দেশগুলির তরফে।

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অধীনস্থ বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত মন্ত্রিসভার-সংবাদ প্রতিদিন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

রাজ্যের শিক্ষাব্যবস্থাকে রাজভবনের ঘেরাটোপ থেকে বের করতে আগেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য (Chancellor) পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে বসানোয় সিলমোহর দেওয়া হয়েছিল নবান্নের বৈঠকে। আর আজ সেই প্রক্রিয়াকে আরও এগিয়ে দেওয়া হল। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, শিক্ষাদপ্তরের পাশাপাশি কৃষি, স্বাস্থ্য, প্রাণীসম্পদ দপ্তরের অধীনে থাকা বিশ্ববিদ্যালয়গুলিরও আচার্য পদে বসানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee)। এই সিদ্ধান্ত কার্যকর করতে বিধানসভায় বিল পেশ করে এই সংক্রান্ত আইন সংশোধন করা হবে বলে জানা গিয়েছে।সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভা জরুরি বৈঠক করে। সেখানে সিদ্ধান্ত নয়, রাজ্যের সমস্ত কৃষি, স্বাস্থ্য ও প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধীনস্ত বিশ্ববিদ্যালয় গুলির আচার্য পদেও বসবেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ শিক্ষা সংক্রান্ত সমস্ত জায়গা থেকে রাজ্যপালকে সরানোর ক্ষেত্রে আরও একধাপ এগোচ্ছে নবান্ন। এই সিদ্ধান্ত কার্যকর হলে বাংলায় হেলথ ইউনিভার্সিটি, কল্যাণী ও উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

‘চাকরি করায় আপত্তি ছিল শ্বশুরবাড়ির, কিন্তু মেয়েটার হাত কেটে নেবে, দুঃস্বপ্নেও ভাবিনি’-আনন্দবাজার পত্রিকা

রেণু খাতুন

মেয়ে সরকারি চাকরি পাওয়ায় খুশি হয়েছিলেন বাবা। কিন্তু জামাই এবং তার পরিবারের লোকজনের ভাবভঙ্গিমায় আশঙ্কাও তৈরি হয়েছিল মনে মনে। কিন্তু সেই আশঙ্কা যে অক্ষরে অক্ষরে ফলে যাবে, তা আন্দাজ করেননি পূর্ব বর্ধমানের কেতুগ্রামের চিনিসপুরের বাসিন্দা আজিজুল হক। শনিবার রাতে আজিজুলের মেয়ে রেণু খাতুনের ডান হাতের কব্জি ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁরই স্বামী শের মহম্মদ শেখের বিরুদ্ধে। রেণুর পরিবারের দাবি, সামনের সপ্তাহেই তাঁর নতুন চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল।

করোনার পর নয়া ভাইরাসের আতঙ্ক দেশে, কেরলে নরোভাইরাসে আক্রান্ত ২ শিশু, উপসর্গ কী?-আজকাল

নরোনাভাইরাস

দেশে ফের করোনা সংক্রমণ ঘিরে বাড়ছে উদ্বেগ। বিশ্বের অন্যান্য একাধিক দেশে মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়ালেও, ভারতে এখনও পর্যন্ত এই ভাইরাসের আতঙ্ক ছড়ায়নি। তবে এই দুইয়ের মাঝেই আরও এক নতুন ভাইরাস ঘিরে দুশ্চিন্তার ভাঁজ পড়ল চিকিৎসকদের কপালে। দেশে আবার নতুন ভাইরাসের থাবা। কেরলে নরোভাইরাসে আক্রান্ত ২ শিশুর খোঁজ মিলেছে রবিবার। 

কেরলের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, তিরুবনন্তপুরমের প্রাইমারি স্কুলের পড়ুয়া ২ শিশুর নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই ল্যাবে পাঠানো হয়েছে। মূলত খাবার এবং জলের মধ্যে দিয়ে এই ভাইরাস শরীরে প্রবেশ করে। সেই সঙ্গে এটি অত্যন্ত সংক্রামক বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। যার জন্য উপসর্গ দেখা দিলেই চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। নরোভাইরাস ঘিরে আতঙ্ক ছড়াতেই রাজ্যজুড়ে জারি হয়েছে সতর্কতা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬