জুন ১৯, ২০২২ ১৮:০৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৯ জুন রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • নাগেশ্বরীতে পানিবন্দি প্রায় লক্ষাধিক মানুষ–ইত্তেফাক
  • তৃতীয় বিশ্বযুদ্ধে রাশিয়াকে পরাজিত করতে বৃটেনের শীর্ষ জেনারেলের আহ্বান-মানবজমিন
  • বন্যার সময় সহজ যোগাযোগের জন্য পদ্মা সেতু আশীর্বাদ হবে: প্রধানমন্ত্রী- প্রথম আলো
  • বিএনপি মহাসচিবের হীনরাজনৈতিক আচরণ অত্যন্ত দুঃখজনক: কাদের-যুগান্তর
  • আশ্রয়কেন্দ্রে খাদ্য সংকট চরমে-বাংলাদেশ প্রতিদিন
  • ‘বন্যার্তদের জন্য জনপ্রতি দেড় টাকা বরাদ্দ দিয়েছে সরকার’-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • যা-ই ঘটুক, অগ্নিপথ প্রত্যাহারের প্রশ্ন নেই! সাংবাদিক বৈঠকে স্পষ্ট বার্তা সেনাবিভাগের। -আনন্দবাজার
  • ‘সব কিছুতেই রাজনীতির রং লাগে, এটাই এদেশের দুর্ভাগ্য’, ‘অগ্নিপথ’ বিতর্কে মন্তব্য মোদির-সংবাদ প্রতিদিন
  • নিয়োগ দুর্নীতি মামলার যাবতীয় তদন্ত করবে সিবিআইয়ের সিট, নির্দেশ আদালতের-আজকাল

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

বাংলাদেশে বন্যার খবরই আজ প্রধান খবর। মানবজমিনের খবর- সিলেটে আশ্রয়কেন্দ্রে অভুক্ত মানুষ

দিনে একবেলাও খাবার জুটছে না।দিনে দিনে কাতর হয়ে পড়ছেন সিলেটের বানভাসি মানুষ। চরম দুর্দিনে দিন কাটছে তাদের। খোদ সিলেট নগরীর আশ্রয় কেন্দ্রগুলোতে অভুক্ত রয়েছে মানুষজন। দিনে এক বেলাও তাদের খাবার জুটছে না। দেখা মিলছে না জনপ্রতিনিধিদেরও। এখনো পানিবন্দি মানুষদের উদ্ধারে ব্যস্ত থাকার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। এদিকে, সিলেটে সেনা প্রধান বলেছেন, আটকে পড়া মানুষদের উদ্ধারে সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কালের কণ্ঠ লিখেছে, ‘বন্যার্তদের জন্য জনপ্রতি দেড় টাকা বরাদ্দ দিয়েছে সরকার’ এ অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী।

প্রথম আলো লিখেছে, উত্তর পূর্বাঞ্চলের অনেক জেলায় বন্যা। বন্যাকবলিত এলাকায় জরুরি টেলিযোগাযোগ সেবায় বঙ্গবন্ধু স্যাটেলাইট সংযোগ স্থাপন করা হয়েছে। বন্যায় তলিয়ে গেছে গো চারণভূমি-বিপাকে খামারিরা। কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেড়েই চলেছে পানি। আর এতে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা। আতঙ্কিত হয়ে পড়ছে মানুষ। কেউ কেউ বাড়ি-ঘর ছেড়ে পরিবার নিয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে। এতে পানিবন্দি হয়ে পেড়েছে প্রায় লক্ষাধিক মানুষ।মৌলভীবাজারে ৩০০ গ্রাম প্লাবিত। তিস্তায় পানি বাড়ছে, প্লাবিত নিম্নাঞ্চল।

প্রধানমন্ত্রী বলেছেন, বন্যার সময় সহজ যোগাযোগের জন্য পদ্মা সেতু আশীর্বাদ হবে। বন্যার প্রেক্ষাপটে সহজ যোগাযোগের ক্ষেত্রে জাতির জন্য পদ্মা সেতু একটি আশীর্বাদ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শেখ হাসিনা বলেন, ‘২৫ তারিখে (জুন) পদ্মা সেতু আমরা উদ্বোধন করব, ইনশা আল্লাহ। এই উদ্বোধনের পরে এটাও (পদ্মা সেতু) আল্লাহর একটা আশীর্বাদ হবে। কেননা, দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগটা আমরা অব্যাহত রাখতে পারব।’

বিএনপি মহাসচিবের হীনরাজনৈতিক আচরণ অত্যন্ত দুঃখজনক: কাদের-যুগান্তর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ যখন প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত ঠিক তখন বিএনপি মহাসচিবের হীনরাজনৈতিক আচরণ অত্যন্ত দুঃখজনক।

রোববার এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের। 

বিএনপি নেতারা মানুষের দুর্ভোগ নিয়ে রাজনীতি করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের আচরণ খুব অমানবিক, অতীতে কোনো দুর্যোগ মোকাবিলায় বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের প্রচেষ্টা ও উদ্যোগ জনগণ দেখেনি। বিএনপি শুধু লিপ সার্ভিসের মাধ্যমে মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে রাজনীতি করে।  

দুর্যোগকে পুঁজি করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি দুর্ভাগ্যজনকভাবে বন্যার্তদের নিয়ে অপরাজনীতি শুরু করেছে এবং দুর্গত মানুষকে নিয়ে পরিহাস করছে। জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এমন মিথ্যাচার ও অপপ্রচার না করবেন না।ইউক্রেন আর আগের সীমান্তে ফিরে যাবে না: রাশিয়া-ইত্তেফাক

ইউক্রেন আর কোনোদিন তার আগের সীমান্তে ফিরে যাবে না বলে জানিয়ে দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখোরোভা শনিবার মস্কোয় স্কাইনিউজ আরবিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা ঘোষণা করেন।মারিয়া জাখারোভা তার সাক্ষাৎকারে বলেন, “আপনি ও আমি যে ইউক্রেনকে চিনতাম এবং যে সীমান্ত নিয়ে দেশটির অবস্থান ছিল তা আর অবশিষ্ট নেই এবং সেই ইউক্রেন আর কোনোদিন ফিরেও আসবে না। এ বিষয়ে কারো মনে যেন সন্দেহের কোনো অবকাশ না থাকে।” রাশিয়ার নিরাপত্তা উদ্বেগের প্রশ্নগুলোতে পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের নির্লিপ্ততার সমালোচনা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২১ ফেব্রুয়ারি  ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। এর তিনদিন পর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার নির্দেশ দেন পুতিন। গত প্রায় চার মাস ধরে চলা এ অভিযানে এ পর্যন্ত রাশিয়া ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখল করেছে।

মারিয়া জাখোরোভা এমন সময় এ ঘোষণা দিলেন যখন লুহানস্ক প্রজাতন্ত্রের রুশ-সমর্থিত প্রেসিডেন্ট লিওনিদ পাসচেনিক বলেছেন, তার প্রজাতন্ত্রের রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে শিগগিরই গণভোট অনুষ্ঠিত হবে।

তৃতীয় বিশ্বযুদ্ধে রাশিয়াকে পরাজিত করতে বৃটেনের শীর্ষ জেনারেলের আহ্বান-মানবজমিন

বৃটেনের সেনাবাহিনীর শীর্ষ জেনারেল তার সৈন্যদের রাশিয়ার সাথে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনাবাহিনীকে লড়াই করে পরাজিত করার জন্য প্রস্তুত হতে বলেছেন।

এই সপ্তাহেই বৃটিশ সেনাবাহিনীর সম্পূর্ণ কমান্ডের দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল স্যার প্যাট্রিক স্যান্ডার্স। তিনি সৈন্যদের সতর্ক করে দিয়ে বলেন, আমরা হলাম সেই প্রজন্ম যাদের সেনাবাহিনীকে ফের ইউরোপে যুদ্ধ করার জন্য প্রস্তুত করতে হবে কারণ ইউক্রেনে রাশিয়ার হামলা সারা বিশ্বের স্থিতিশীলতাকে ধাক্কা দিয়েছে।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়- সৈন্যদের উদ্দেশ্যে স্যার প্যাট্রিক লিখেছেন, "রাশিয়ার কাছ থেকে স্থায়ী হুমকির মাত্রা এটাই দেখাচ্ছে যে, আমরা নিরাপত্তাহীনতার এক নতুন যুগে প্রবেশ করেছি। আমাদের সেনাবাহিনীকে যতটা প্রাণঘাতী এবং কার্যকর করা যায় ঠিক ততটাই করা আমার দায়িত্ব। এখনই সেই সুযোগটা কাজে লাগাবার সময়।"

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

‘সব কিছুতেই রাজনীতির রং লাগে, এটাই এদেশের দুর্ভাগ্য’, ‘অগ্নিপথ’ বিতর্কে মন্তব্য মোদির-সংবাদ প্রতিদিন

অগ্নিপথ’ (Agnipath) প্রকল্পে নিয়োগের প্রতিবাদে প্রবল বিক্ষোভ চলছে গোটা দেশে। তাণ্ডব চলছে বিহার, তেলেঙ্গানায়। বাদ যায়নি বিজেপি (BJP) শাসিত মধ্যপ্রদেশ (Madhya Pradesh), উত্তরপ্রদেশও (Uttar Pradesh)। ইতিমধ্যেই রেলের সম্পত্তি নষ্ট হয়েছে ৭০০ কোটিরও বেশি। এই প্রকল্পের প্রতিবাদে পথে নেমেছে বিরোধীরাও। অবশেষে এই প্রথম এই বিতর্কে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর বক্তব্য, দেশের নাগরিকদের হিতের জন্যই সরকার নানা প্রকল্পের পরিকল্পনা করে। কিন্তু তাতে রাজনীতির রং লেগে গেলে আসল উদ্দেশ্য ব্যাহত হয়।অগ্নিপথ প্রকল্প ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি দেশজুড়ে। সেনাবাহিনীতে নিয়োগের নয়া নিয়মের প্রতিবাদে প্রবল বিক্ষোভ চলছে গোটা দেশজুড়ে।

আনন্দবাজার পত্রিকা লিখেছে, যা-ই ঘটুক, অগ্নিপথ প্রত্যাহারের প্রশ্ন নেই! সাংবাদিক বৈঠকে স্পষ্ট বার্তা সেনাবিভাগের। এতে বলা হয়েছে, অগ্নিপথ নিয়ে যখন বিক্ষোভে উত্তাল দেশ, ঠিক তখন সেনাবিভাগের এক শীর্ষকর্তা জানিয়ে দিলেন, অগ্নিপথ প্রকল্প কোনও ভাবেই প্রত্যাহার করা হবে না। এ ব্যাপারে যেন কেউ কোনও ভুল ধারণা পোষণ না করেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯

ট্যাগ