কথাবার্তা
কথাবার্তা: দিনদুপুরে বাড়ির সামনে কুপিয়ে হত্যা!
সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১২ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- এক বছর আগে শিনজো আবে’কে হত্যার পরিকল্পনা করে ইয়ামাগামি-মানবজমিন
- পালাচ্ছিলেন গোতাবায়া, বিমানবন্দরে আটকে দিলেন অভিবাসন কর্মকর্তারা-প্রথম আলো
- যশোরে দিনদুপুরে বাড়ির সামনে জেলা যুবদলের নেতাকে কুপিয়ে হত্যা-প্রথম আলো
- অবশেষে পদত্যাগপত্রে সই করলেন গোতাবায়া-যুগান্তর
- মোটরসাইকেলের কারণেই দুর্ঘটনা বেশি হয় : সেতুমন্ত্রী-কালের কণ্ঠ
- হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত নতুন ৭৩ রোগী-বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার শিরোনাম:
- ‘পাহাড়কে আর অশান্ত হতে দেবেন না’, জিটিএ’র শপথ অনুষ্ঠানে আর্জি মমতার-আজকাল
- চেয়েছে সিবিআই! রাজ্যে ৪৩ হাজার প্রাথমিক শিক্ষককে নিয়োগ-নথি জমা দিতে বলল সংসদ-আনন্দবাজার পত্রিকা
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি-
জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. সড়ক ভালো হওয়ায় ঈদে কোথাও যানজট হয়নি: ওবায়দুল কাদের। এটি দৈনিক মানবজমিন পত্রিকার শিরোনাম। আপনার পর্যবেক্ষণ কী?
২. কথিত আরব ন্যাটোর ভাগ্যে কী আছে তা সহজেই অনুমান করা যায়- একথা বলেছেন আইআরজিসির একজন সিনিয়র কমান্ডার। কী পরিণতি আছে বলে আপনি মনে করেন?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
অবশেষে পদত্যাগপত্রে সই করলেন গোতাবায়া-যুগান্তর
শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তার পদত্যাগপত্রে মঙ্গলবার সই করেছেন। তবে বুধবার জমা দেওয়া হবে। শ্রীলংকা পার্লামেন্টের স্পিকার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। জানা গেছে, প্রেসিডেন্টের পদত্যাগপত্রে সই করা হয়েছে এবং তা এক সিনিয়র সরকারি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সেটি পার্লামেন্টের স্পিকারের কাছে হস্তান্তর করা হবে। স্পিকার মহিন্দা ইয়াবা আবেবর্ধনেকে পদত্যাগপত্রটির বিষয় অবগত করা হয়েছে। তিনি বুধবার গোতাতাবায়ার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।
পালাচ্ছিলেন গোতাবায়া, বিমানবন্দরে আটকে দিলেন অভিবাসন কর্মকর্তারা-প্রথম আলোর খবর
অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ঠেকিয়ে দিয়েছেন দেশটির অভিবাসন কর্মকর্তারা। দেশটির গণমাধ্যম কলম্বো গেজেটে আজ মঙ্গলবার এ কথা বলা হয়েছে।
কর্মকর্তারা বলেন, ৭৪ বছর বয়সী গোতাবায়া রাজাপক্ষ স্ত্রীসহ কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে সামরিক ঘাঁটিতে ছিলেন। তিনি গতকাল সোমবার রাতে সেখানেই ছিলেন। সেখান থেকেই আজ বিমানবন্দরে আসেন।গোতাবায়ার ছোট ভাই ও দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষ গোপনে দেশ ছেড়ে যেতে চেয়েছিলেন, কিন্তু দেশটির সরকারবিরোধী বিক্ষোভকারীদের বাধার কারণে তাঁর সেই চেষ্টা ভণ্ডুল হয়েছে।
এক বছর আগে শিনজো আবে’কে হত্যার পরিকল্পনা করে ইয়ামাগামি-মানবজমিন
জাপানের প্রয়াত ও সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’কে এক বছর আগে হত্যার পরিকল্পনা মাথায় আসে ঘাতক ইয়ামাগামি তেতসুইয়ার। তদন্তকারী কর্মকর্তাদের কাছে এ বিষয়ে জানিয়েছে সে। আরও জানিয়েছে, একটি ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে তার ক্ষোভ ছিল। ইয়ামাগামি মনে করতো, এই সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল শিনজো আবে’র। এ থেকেই তাকে হত্যার পরিকল্পনা মাথায় আসে তার। সূত্রগুলো বলেছেন, তার প্রথম পরিকল্পনা ছিল বিস্ফোরক ব্যবহার করা। তা ব্যবহার করলে বহু মানুষ মারা যেতে পারে। তাই এর পরিবর্তে সে আগ্নেয়াস্ত্র ব্যবহারকে বেছে নেয়। কারণ, তার একমাত্র টার্গেট ছিল শিনজো আবে। ওদিকে তার বাড়ি থেকে হাতে তৈরি বেশ কিছু বন্দুক উদ্ধার করেছে।
যশোরে দিনদুপুরে বাড়ির সামনে জেলা যুবদলের নেতাকে কুপিয়ে হত্যা-প্রথম আলো
যশোর জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি বদিউজ্জামানকে (৫২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুরে শহরের বেজপাড়া চোপদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বদিউজ্জামান চোপদারপাড়া এলাকার বাসিন্দা। তিনি জমি কেনাবেচার ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে বদিউজ্জামান বাড়ির সামনে দোকানে বসে ছিলেন। ঈদের ছুটির আমেজ থাকায় রাস্তা ও দোকানপাট অনেকটাই ফাঁকা ছিল। এ সময় রিকশায় করে অতর্কিত কয়েকজন সেখানে এসে বদিউজ্জামানের জামার কলার ধরে তাঁকে টেনে নিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
চেয়েছে সিবিআই! রাজ্যে ৪৩ হাজার প্রাথমিক শিক্ষককে নিয়োগ-নথি জমা দিতে বলল সংসদ-আনন্দবাজার পত্রিকা
প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য তলব করেছে সিবিআই। তাই রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে নিযুক্ত শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চাইল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ। ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পরেই এই সমস্ত শিক্ষক নিয়োগপত্র পেয়েছেন। সেই সমস্ত নিয়োগপত্র-সহ যাবতীয় নথি এ বার হাতে পেতে চলেছে সিবিআই। সোমবার এই সংক্রান্ত বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে সংসদ। সেই নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা হাই কোর্টের নির্দেশে ৪২,৯৪৯ শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তাই জরুরি ভিত্তিতে এক্সেল শিট-এ ৪২,৯৪৯ জন শিক্ষককেই তাঁদের নিয়োগ সংক্রান্ত নথি সংসদকে পাঠাতে হবে।
‘পাহাড়কে আর অশান্ত হতে দেবেন না’, জিটিএ’র শপথ অনুষ্ঠানে আর্জি মমতার-আজকাল
‘কথা দিন পাহাড়কে অশান্ত হতে দেবেন না।‘ জিটিএ’র শপথ গ্রহণ অনুষ্ঠানে আজ এই আর্জি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অনুষ্ঠানে হাজির থাকার জন্য পাহাড়ে পৌঁছে গিয়েছেন তিনি। আগামী ১৩ তারিখ পর্যন্ত থাকবেন সেখানেই। সকলের নজর ছিল, বহু বছর পরে পাহাড়ের নির্বাচন মিটেছে, আজ তার শপথের অনুষ্ঠানে দাঁড়িয়ে ঠিক কী বলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তিনি আজ জানিয়ে দিলেন, পাহাড় শান্তি চায়, পাহাড় উন্নয়ন চায়, এবং আর্জি জানালেন পাহাড়ে শান্তি বজায় রাখার। সঙ্গে তিনি বুঝিয়ে দিলেন, পাহাড়ের দখল নিতে আসবেন না তিনি, আসবেন শুধু ভালবাসতে।
গোয়ার ‘শিবসেনা’ হওয়া থেকে নিজেকে বাঁচিয়েছে কংগ্রেস! তবে এখনই হাল ছাড়ছে না বিজেপি-আনন্দবাজার পত্রিকা
আপাতত পরিস্থিতি সামলে দলের ভাঙন রুখেছেন গোয়া কংগ্রেস নেতৃত্ব। যদিও সূত্রের দাবি, কংগ্রেসের নেতাদের সঙ্গে এখনও যোগাযোগ বজায় রেখেছে বিজেপি।মহারাষ্ট্রে শিবসেনার মতোই গোয়ায় কংগ্রেসে ভাঙন ধরছিল! কিন্তু শেষ মুহূর্তে বিজেপির ‘কৌশল’ কংগ্রেস নেতৃত্ব বানচাল করে দিয়েছেন বলে দাবি করছেন সে দলের একাংশ। সূত্রের খবর, এ যাত্রায় গোয়ায় কংগ্রেসের দুর্গ বেঁচে গেলেও ‘বিক্ষুব্ধ’দের সঙ্গে বিজেপির যোগাযোগ এখনও বিচ্ছিন্ন হয়ে যায়নি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭