সেপ্টেম্বর ১৬, ২০২২ ১৭:৩৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৬ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • সাত দিনের মধ্যে ৯টি পণ্যের দাম ঠিক করে দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী-ইত্তেফাক
  • ভাসমান শ্রমিকের হাট: এক দিন কাজ মিললে তিন দিন নাই- প্রথম আলো
  • জুলাই-আগস্ট মাসে ইউরোপে পোশাক রপ্তানি বেড়েছে ২৩ শতাংশ -মানবজমিন
  • ইউক্রেনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে যে হুশিয়ারি দিল রাশিয়া-যুগান্তর
  • সরকারের পদত্যাগের কোনো বিকল্প নেই : মির্জা ফখরুল-বাংলাদেশ প্রতিদিন 
  • দেশে সাড়ে ১১ লাখ টন চালের ঘাটতি হতে পারে-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে তুলকালাম-আনন্দবাজার
  • ভারতকে ‘ম্যানুফাচারিং হাব’ বানাতে চাই, সমরখন্দে এসসিও সামিটে বললেন নরেন্দ্র মোদি  -আজকাল
  • লাদাখের রক্তক্ষয়ী সংঘর্ষের পর প্রথমবার মোদি-জিনপিং বৈঠক? ক্রমেই বাড়ছে ধন্দ-সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

তার বক্তব্য ত্রিশ লাখ শহিদের রক্তের সঙ্গে বেইমানি: কাদের-যুগান্তর

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীন বাংলাদেশে যারা রাজনৈতিকভাবে এবং পারিবারিকভাবে ‘পাকিস্তানি দর্শনের’ রাজনীতিকে লালন করেন তারা স্বাধীনতার ৫০ বছর পর এখনও ‘পেয়ারে পাকিস্তান’ মন্ত্র জপছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এ ধরনের বক্তব্য শুধু রাষ্ট্রদ্রোহিতার শামিলই নয় বরং ত্রিশ লাখ শহিদের রক্তের সঙ্গে বেঈমানি। বিএনপি মহাসচিবের এই ধরনের বক্তব্য বিএনপিসহ একটি মহলের বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সারাদেশে বিক্ষোভের ডাক বিএনপির-মানবজমিন

রাজধানীর পল্লবীসহ বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ এনে রোববার সারাদেশে বিক্ষোভের ঘোষণা দিয়েছে বিএনপি।

রাজধানীর গুলশানে আজ শুক্রবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল একসভায় বলেছেন, একটি নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাওয়ার কোন প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ভোট হলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।

ইউক্রেনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে যে হুশিয়ারি দিল রাশিয়া-যুগান্তর

যুক্তরাষ্ট্র যদি কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেয়, তবে তারা ‘রেড লাইন’ অতিক্রম করবে এবং তারাও সংঘাতের একটি অংশ হয়ে উঠবে বলে হুশিয়ারি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার এমন হুশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভো।যুক্তরাষ্ট্রকিয়েভকে সামরিক সহায়তা দিচ্ছে।যার ফলে ইউক্রেনে কুরুক্ষেত্রে অনেকটা বেকায়দায় পড়েছে রুশ বাহিনী।দখলে নেওয়া অনেক এলাকা ইতোমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাকফুটে এখন রাশিয়া।রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন অনেকটা ঘোষণা দিয়েই উন্নত ‘জিএমএলএরএস’ রকেট সরবরাহ করেছে।এ পরিস্থিতি মারিয়া জাখারোভা বলেন, নিজেদের ভূখণ্ড রক্ষা করার অধিকার রাশিয়ার আছে। ওয়াশিংটন যদি কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয়, তবে তারা ‘রেড লাইন' অতিক্রম করবে'।

অর্থনীতির খবরে প্রথম আলোর শিরোনাম-মার্কিন ডলার রপ্তানিকারকেরা ছাড়ছেন না, প্রবাসীরাও কম পাঠাচ্ছেন। এতে লেখা হয়েছে, ডলার সংকট না কমে আরও বেড়েছে। ফলে আমদানিকারকদের এখনো বেশি দামে ডলার কিনে আমদানি দায় শোধ করতে হচ্ছে।ডলারের দামের সর্বোচ্চ সীমা নির্ধারণের সুফল মেলেনি। এতে ডলারের দাম না কমে বরং সরবরাহ কমেছে। ফলে সংকট আরও বেড়েছে। কারণ, মার্কিন ডলারের দাম আরও বাড়বে, এমন আশায় ব্যবসায়ীরা রপ্তানি আয় নগদায়ন না করে তা নিজেদের ব্যাংক হিসাবে ধরে রাখছেন। আবার রেমিট্যান্স তথা প্রবাসী আয় আসাও কমে গেছে। এমন পরিস্থিতিতে অনেক ব্যাংক আমদানি দায় পরিশোধের সময় পিছিয়ে দিচ্ছে।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

লাদাখের রক্তক্ষয়ী সংঘর্ষের পর প্রথমবার মোদি-জিনপিং বৈঠক? ক্রমেই বাড়ছে ধন্দ-সংবাদ প্রতিদিন

পূর্ব লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই প্রথম মুখোমুখি হবেন নরেন্দ্র মোদি ও শি জিনপিং? এসসিও বৈঠকের মঞ্চে দু’জনের দেখা কথা থাকলেও দ্বিপাক্ষিক বৈঠকে দুই রাষ্ট্রনেতা বসবেন কিনা তা নিয়ে ধন্দ ক্রমেই বাড়ছে।

এদিকে, ভারতকে ‘ম্যানুফাচারিং হাব’ বানাতে চাই, সমরখন্দে এসসিও সামিটে বললেন নরেন্দ্র মোদি।  সমরখন্দে সামিটে দেশের উদ্ভাবনী এবং স্টার্ট আপে উন্নতির কথা তুলে ধরেন।

পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে তুলকালাম, মন্ত্রীকে তীব্র আক্রমণ তৃণমূল সাংসদের-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, পেট্রল-ডিজেলের আকাশছোঁয়া দাম নিয়ে কেন্দ্র নির্বিকার কেন? এই প্রশ্নে উত্তপ্ত হয়ে উঠল পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠক। কমিটির চেয়ারম্যান তথা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীকে প্রশ্নবাণে জর্জরিত করে দিলেন তৃণমূলের শান্তনু সেন।

 আদালত কক্ষ থেকে কোর্ট লকআপে যাওয়ার পথে তাঁকে ঘিরে উপচে প়ড়া ভিড়।ভিড়ের চাপে আর্তনাদ করে ওঠেন পার্থ। চিৎকার করে বলতে থাকেন, ‘‘মরে যাব, আমি মরে যাব, আমাকে বেরোতে দিন!’’এর পর ভিড় ঠেলে পুলিশ পার্থকে নিয়ে কোর্ট লকআপে নিয়ে চলে যায়। ভিড়ের চাপে আর্তনাদ করে ওঠেন পার্থ। চিৎকার করে বলতে থাকেন, ‘‘মরে যাব, আমি মরে যাব, আমাকে বেরোতে দিন!’’এর পর ভিড় ঠেলে পুলিশ পার্থকে নিয়ে কোর্ট লকআপে নিয়ে চলে যায়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬