সেপ্টেম্বর ১৯, ২০২২ ১৬:০৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৯ সেপ্টেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • ২ লাখ ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত করেছে ইসি-প্রথম আলো
  • ভোটে চাইলেও রাজপথে বিএনপিকে ছাড় নয়- যুগান্তর
  • ইউক্রেনের দাবি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলা, আতঙ্ক -ইত্তেফাক
  • বাংলাদেশকে পাকিস্তান বানাতে দেব না: ওবায়দুল কাদের-বাংলাদেশ প্রতিদিন
  • মিয়ানমার সীমান্তে জনবল বৃদ্ধির নির্দেশ, এখনই সেনা মোতায়েন নয়-কালের কণ্ঠ
  • বিএনপির সবকিছুতেই হতাশা: তথ্যমন্ত্রী- মানবজমিন

ভারতের শিরোনাম:

  • মাঙ্কিপক্স নিয়ে অতি-সাবধানী চীন! বিদেশিদের ছায়া মাড়াতে বারণ দেশবাসীর-আজকাল
  • ‘প্রতিহিংসাপরায়ণ, স্বৈরাচারী’! সিবিআই ও ইডি-কটাক্ষ মমতার–আনন্দবাজার পত্রিকা
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় নিয়ে অশালীন আক্রমণ শুভেন্দুর-সংবাদ প্রতিদিন

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

২ লাখ ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত করেছে ইসি-যুগান্তর, প্রথম আলোসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, আজ সোমবার নির্বাচন কমিশনের বৈঠকে এ প্রকল্প প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সরকারের অনুমোদনের জন্য এ প্রকল্প এখন পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।রাজনৈতিক বিতর্কের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। তাদের হাতে এখন দেড় লাখ ইভিএম আছে। এক দিনে ১৫০ আসনে ভোট করতে হলে আরও প্রায় ২ লাখ ইভিএম প্রয়োজন হবে।গত আগস্টে ইসির সংলাপে ২২টি রাজনৈতিক দল ইভিএম নিয়ে মতামত দিয়েছিল। এর মধ্যে ৯টি দল সরাসরি ইভিএমের বিপক্ষে মত দিয়েছে। আরও পাঁচটি দল ইভিএম নিয়ে সংশয় ও সন্দেহের কথা বলেছে। কেবল আওয়ামী লীগসহ চারটি দল ইভিএমে ভোট চেয়েছে।

রাজনীতির খবরে দৈনিক যুগান্তর লিখেছে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন,বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। তিনি বলেন, গতকাল (শনিবার) সন্ধ্যার পরে ঢাকার বনানীতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি হয়েছে। বিএনপি এই যে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি হাতে নিয়েছে, এটা কিসের দাবিতে? বিদ্যুতের দাবিতে। লাইটের নিচে দাঁড়িয়ে তারা কর্মসূচির নামে এইসব নাটক করলে তো সাধারণ মানুষও ক্ষুব্ধ হয়। এখন সাধারণ মানুষ বা কে কারা তাদের সঙ্গে ধাক্কাধাক্কি করেছে, এর দায় কি আওয়ামী লীগ নেবে নাকি? আওয়ামী লীগ মারামারি-খুনোখুনির রাজনীতি সমর্থন করে না দাবি করে হানিফ বলেন, মারামারি-খুনোখুনির রাজনীতি বিএনপি করে আসছে।

দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনীতির মাঠ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না আওয়ামী লীগ। ফলে বিএনপিসহ বিরোধীদের নির্বাচনে চাইলেও রাজপথে ছাড় দিতে নারাজ ক্ষমতাসীনরা।

কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশকে পাকিস্তান বানাতে দেব না।

আর মানবজমিনের এক খবরে লেখা হয়েছে, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সবকিছুতেই হতাশা। মির্জা ফখরুল বলেছেন, তিনি পাকিস্তান আমলে ভালো ছিলেন। এ বক্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত।

ইউক্রেনের দাবি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলা, আতঙ্ক –ইত্তেফাক

ইউক্রেনের দক্ষিণ মিকোলাইভ অঞ্চলে পিভডেনউক্রেনস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে রুশ বাহিনী। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালের দিক রাশিয়া এই হামলা চালিয়েছে বলে ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি এনারগোটমের পক্ষ থেকে বলা হয়েছে। তবে হামলায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি ক্ষতিগ্রস্ত হয়নি। এই হামলা নিয়ে ইউক্রেনের প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হানাদাররা আবার গুলি চালাতে চায় কিন্ত তারা ভুলে গেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি। রাশিয়া পুরো বিশ্বকে বিপজ্জনক করে ফেলছে। দেরি হওয়ার আগেই আমাদের তা থামাতে হবে। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা নিয়ে ইউক্রেনের দাবি সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া।

মিয়ানমার সীমান্তে জনবল বৃদ্ধির নির্দেশ, এখনই সেনা মোতায়েন নয় –কালের কণ্ঠের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, মিয়ানমার সীমান্তে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবেলায় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও উপকূলরক্ষী বাহিনী কোস্ট গার্ডকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সীমান্তে যেখানে জনবল বৃদ্ধি করা প্রয়োজন, সেখানেই বৃদ্ধির নির্দেশনাও দেওয়া হয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ও মিয়ানমার থেকে মর্টার শেল বাংলাদেশে পড়ার পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক থেকে ওই নির্দেশনা দেওয়া হয়। মিয়ানমার সীমান্তে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না, এ প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, ‘আমরা সেনা মোতায়েনের কথা এই মুহূর্তে ভাবছি না। ’

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

শিক্ষক নিয়োগে দুর্নীতি-কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন পদাধিকারী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের নামে মোট ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার এ কথা জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আনন্দবাজার পত্রিকার খবরে এ তথ্য উঠে এসেছে। 

দৈনিকটির অন্য এক খবরে লেখা হয়েছে, নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচারের মতো কেলেঙ্কারিতে গত কয়েক মাস ধরেই সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই-ইডিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে— বার বার এই অভিযোগ করেছে তৃণমূল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যেই সেই নিন্দা প্রস্তাবের খসড়া প্রকাশ্যে এসেছে। সেখানে  সিবিআই এবং ইডিকে উদ্দেশ করে এমন কথা বলেছেন মমতা।

দৈনিক আজকালের খবরে লেখা হয়েছে, করোনাভাইরাসের প্রথম ঘটনা ধরা পড়ে চীনে। সেখান থেকে ছড়িয়ে পড়ে গোটা গ্রহে। এদিকে ওদেশে প্রথম মাঙ্কিপক্সের কেস ধরা পড়েছে। নতুন বিপদ নিয়ে তাই অতি সাবধানী চীন। সেদেশের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর মহামারি বিদ্যা বিষয়ক মুখ্য আধিকারিক উ জুনয়ুর কথায় তেমনটাই মনে হল। দেশবাসীর উদ্দেশে তাঁর বার্তা, কোনও বিদেশিকে স্পর্শ কোরো না।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় নিয়ে কুরুচিকর আক্রমণ শুভেন্দু অধিকারীর। রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্যের সমালোচনায় সরব তৃণমূল। ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্যের জন্য শুভেন্দুর জবাব দেওয়া উচিত বলেই মত ঘাসফুল শিবিরের। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে দলীয় কর্মীসভায় যোগ দেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ওই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক ইস্যুতে কটাক্ষ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েননি তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ‘মাকাল ফল’ বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিষেকের পিতৃপরিচয় নিয়ে জোরাল আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা। জাতীয় মুখপাত্র তথা মন্ত্রী শশী পাঁজা রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯

ট্যাগ