সেপ্টেম্বর ২৫, ২০২২ ১৬:০২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৫ সেপ্টেম্বর রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • তিস্তা চুক্তি অদূর ভবিষ্যতে নাও হতে পারে, বিকল্প ভাবতে হবে-মানবজমিন
  • আরেক মেয়ের নিরাপত্তা চাইলেন নোয়াখালীতে হত্যার শিকার ছাত্রীর মা- প্রথম আলো
  • জি কে শামীম ও ৭ দেহরক্ষীর যাবজ্জীবন-যুগান্তর
  • সিট বাণিজ্য-চাঁদাবাজি: ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা-ডেইলি স্টার
  • ঘাস খেতে খেতে ভারতে, ৫৮ গরু ফিরিয়ে এনে মালিকদের দিল বিজিবি-বাংলাদেশ প্রতিদিন 
  • বাংলাদেশবিরোধী অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • গোয়া বিধানসভা ভোটে তৃণমূল খরচ করেছে ৪৭ কোটি টাকা, বিজেপি ১৭ কোটি: নির্বাচন কমিশন-আনন্দবাজার পত্রিকা
  • পেট্রোল, ডিজেলের অত্যাধিক মূল্যবৃদ্ধি, অমিত শাহকে কটাক্ষ করে বিক্ষোভ যুব তৃণমূলের-আজকাল
  • পরপর ৫ চাকরিপ্রার্থীর রহস্যমৃত্যু, উঠছে প্রশ্ন -সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

দৈনিক যুগান্তরের পরিবেশ বিষয়ক খবরে লেখা হয়েছে,ঢাকা উত্তর সিটির মেয়র ও ওয়াসার এমডির বিচার চান নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী। তিনি বলেন, প্রতিদিন ঢাকা শহরের মানুষ ৫০ লাখ কেজি মল ও ১৫০ কোটি লিটার মূত্র উৎপাদন করে। ঢাকা ওয়াসার দায়িত্ব ছিল এগুলো শোধন করা, কিন্তু এগুলো সিটি করপোরেশনের পানি নিষ্কাশন নালার মাধ্যমে নদ–নদীতে গিয়ে পড়ে।পয়ো বর্জ্য ব্যবস্থাপনায় ঢাকা ওয়াসার এই ব্যর্থতার কারণে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চান তিনি।অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় খাল পরিদর্শনের উদাহরণ টেনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বলেন, খালের ময়লা-আবর্জনা যাতে নদীতে গিয়ে না পড়ে সে জন্য খালের মুখে নেট দিতে বলা হয়েছিল। উত্তর সিটি করপোরেশন এখনো সে কাজ করেনি। এ জন্য করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধেও তিনি একই ধরনের শাস্তির কথা বলেন।

আইন-আদালতের খবরে দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, জি কে শামীম ও ৭ দেহরক্ষীর যাবজ্জীবন। বিস্তারিত খবরে লেখা হয়েছে, অস্ত্র আইনের মামলায় যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর সর্বোচ্চ সাজা হয়েছে।  ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম রায়ে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রাজধানীর গুলশান থানায় অস্ত্র আইনে করা মামলার রায় ঘোষণা করা হয় রোববার দুপুরে। ২০১৯ সালে জি কে শামীমকে গ্রেফতার করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলার রায় হলো। রায়ের পর জিকে শামীম তার প্রতিক্রিয়ায় মামলাকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন।

দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার যে আবেদন করেছিলেন সাবেক এসপি বাবুল আক্তার সেটি খারিজ করে দিয়েছেন আদালত।

পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে পুতিনের বক্তব্যের নিন্দা ইউক্রেনের-যুগান্তর

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

পারমাণবিক অস্ত্রের ব্যবহার একেবারে অগ্রহণযোগ্য। কিয়েভ এটা হতে দেবে না বলে সর্তক করেছেন ইউক্রেন। রোববার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এ কথা বলেন। খবর রয়টার্সের। তিনি বলেন, পরমাণু অস্ত্রের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে পুতিন এবং ল্যাভরভের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য, এটি একেবারেই অগ্রহণযোগ্য। দিমিত্রো কুলেবা বলেন, ইউক্রেন হাল ছাড়বে না। আমরা সব পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে কথা বলব। রাশিয়াকে স্পষ্ট করে দেব যে এই ধরনের হটকারি সিদ্ধান্ত বিশ্বকে ঝুঁকির মধ্যে ফেলবে। এই পরিস্থিতিতে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্রেসিডেন্ট পুতিন জেনেবুঝে তার নাগরিকদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন।

বাংলাদেশবিরোধী অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর-কালের কণ্ঠের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের যোগ্য জবাব দিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া ভার্চুয়াল এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের বিরুদ্ধে চালানো অপপ্রচারের তাৎক্ষণিক উপযুক্ত জবাব দিন। ’ আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অভূতপূর্ব উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরতে এবং বিশ্বে বাংলাদেশ যে মর্যাদা ও সম্মান অর্জন করেছে তা ধরে রেখে মাথা উঁচু করে বিশ্বব্যাপী চলার আহ্বান জানান তিনি।

তিস্তা চুক্তি অদূর ভবিষ্যতে নাও হতে পারে

তিস্তা চুক্তি অদূর ভবিষ্যতে নাও হতে পারে, বিকল্প ভাবতে হবে-মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, তিস্তার পানিবণ্টন নিয়ে যে জটিল অবস্থার সৃষ্টি হয়েছে তাতে হয়তো অদূর ভবিষ্যতে চুক্তি নাও হতে পারে। ভারতে রাজনীতিতে বিরোধী অবস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে রাজনৈতিক কারণেও তিস্তা চুক্তি নাও হতে পারে। তিস্তা চুক্তি হলে তাতে রাজনৈতিকভাবে ইতিবাচক অবস্থানে চলে যাবেন মোদি। তা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করবেন না। ভারতে ক্ষমতাসীন দল চুক্তির বিষয়ে পশ্চিমবঙ্গের ওপর আস্থা নাও রাখতে পারে। কারণ, তারা এই রাজ্যে তাদের রাজনৈতিক অবস্থান বিস্তৃত করার চেষ্টা করছে। ফলে তিস্তা চুক্তির কোনো বিকল্প ভাবতে হবে। ইউরেশিয়া রিভিউয়ে প্রকাশিত আনন্দ কুমারের লেখা ‘শুড ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ফাইন্ড অলটারনেটিভ টু তিস্তা ওয়াটার শেয়ারিং ডিল?’ শীর্ষক বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে।

সিট বাণিজ্য-চাঁদাবাজি: ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা-ডেইলি স্টারের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ছাত্রী নিবাসের সিট বাণিজ্য, চাঁদাবাজি, শিক্ষার্থী নির্যাতনসহ বেশ কয়েকটি অভিযোগ এনে অবাঞ্ছিত ঘোষণা করেছেন কলেজ ছাত্রলীগের ২৫ নেত্রী।

রিভা ও রাজিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নিলে এই ২৫ নেত্রী পদত্যাগের হুমকিও দিয়েছেন।আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে রিভা ও রাজিয়াকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

ইডেন কলেজ ছাত্রীদের নানা অভিযোগ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে

সুন্দরীদের বাছাই করে কু-প্রস্তাব, ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর অভিযোগ-বাংলাদেশ প্রতিদিন

সিট বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করায় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধরের অভিযোগ উঠেছে। কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে এই অভিযোগ। এ ঘটনায় শনিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। 

এ ঘটনার মধ্যেই রিভা ও রাজিয়ার ‍বিরুদ্ধে এবার অভিযোগ তুলেছেন ওই কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী। তিনি গণমাধ্যমকে বলেছেন, জান্নাতুলের ওপর সহিংস আচরণ নতুন নয়। আগেও এমন অনেক ঘটনা ঘটেছে। বৈধ রুমের মেয়েরা উপস্থিতি খাতায় স্বাক্ষর করার সময় সভাপতির (তামান্না জেসমিন রিভা) অনুসারীরা তাদের ছবি তুলে পরে রাখেন। সেখান থেকে সুন্দরীদের বাছাই করেন। পরে বাছাইকৃত মেয়েদের রুমে নিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে খারাপ উদ্দেশ্যে তাদের বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দেওয়া হয়। কারণ, তারা ওই মেয়েদের দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা করাতে চান।

কিছুদিন আগে একজন মেয়ে কান্না করতে করতে এ বিষয়ে বিবৃতি দিয়েছেন উল্লেখ করে বৈশাখী বলেন, ‘কলেজের কর্মকর্তারা সবাই বিষয়টি সম্পর্কে জানেন। কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তারা জব্দ।’

তিনি আরও বলেন, ‘দলের সুনাম যেন ক্ষুণ্ণ না হয় সেজন্য এতোদিন কিছু বলিনি। কিন্তু ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের দিন দিন এমন বৈরী আচরণ মেনে নেওয়া যায় না। এভাবে চলতে থাকলে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট হবে যাবে।’

সামিয়া আক্তার বৈশাখী বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের সাহায্য না করে আমরা যদি সিট বাণিজ্য, মেয়ে বাণিজ্যসহ নানা অপকর্ম করি, তাহলে তো ইডেন কলেজেরও বদনাম হবে।’

এদিকে শনিবার রাতে মারধরের পর জান্নাতুল ফেরদৌস আত্মহত্যার হুমকি দেন। এমন অবস্থায় জনরোষের মুখে পড়ে কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা রাতের আঁধারেই হল ছেড়ে পালিয়ে যান।

সিট বাণিজ্য নিয়ে গণমাধ্যমে কথা বলায় এই মারধরের শিকার হয়েছেন বলে দাবি জান্নাতুল ফেরদৌসের। তিনি অভিযোগ করে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাকে কক্ষে আটকে মারধর করা হয়েছে। আমার আপত্তিকর ছবিও তুলে রেখেছেন সভাপতি, সাধারণ সম্পাদক ও তাদের সমর্থকরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে আমি আত্মহত্যা করবো।’

হামলার ঘটনায় রাত ৩টার দিকে ক্যাম্পাসে আসেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য। এ ঘটনায় রাতেই অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ছাত্রলীগের একাংশসহ সাধারণ শিক্ষার্থীরা।

ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সম্পাদক রাজিয়া সুলতানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসের হল সুপার নাজমুন নাহার।

এ ঘটনা খতিয়ে দেখতে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

কমিটির সদস্যরা হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তিলোত্তমা শিকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখায় সংঘটিত বিশৃঙ্খলার তদন্তে’ এ কমিটি গঠন করা হলো।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

মোদি-মমতা

২০২১ সালের বাংলা বিধানসভা ভোটে মোদী-শাহ জুটিকে আটকে দেওয়া তৃণমূল বাংলার বাইরে বিস্তার লাভে মন দিয়েছিল। ওই সারিতে প্রথমে ছিল বিজেপি-শাসিত ত্রিপুরা, তার পর গোয়ার বিধানসভা ভোট।প্রথম বার গোয়া বিধানসভা ভোটে লড়তে গিয়ে তৃণমূল ব্যয় করেছে মোট ৪৭ কোটি ৫৪ লক্ষ টাকা। শাসক দল বিজেপির খরচ ১৭ কোটি ৭৫ লক্ষ টাকা। সম্প্রতি রাজনৈতিক দলগুলির দেওয়া তথ্যের ভিত্তিতে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।তিন মাস আগে গোয়ার ভোটযুদ্ধে অবতীর্ণ হয়ে সৈকতরাজ্যে একটিও ঘাসফুল ফোটাতে পারেনি তৃণমূল। তবে প্রচারে কার্পণ্য করেনি দল। তাই ব্যয়ও হয়েছে।

পরপর ৫ চাকরিপ্রার্থীর রহস্যমৃত্যু, উঠছে প্রশ্ন-সংবাদ প্রতিদিন

নিছক দুর্ঘটনা নাকি খুন? না, চাকরি না পাওয়ার কারণে মানসিক অবসাদে বাদুড়িয়ার চাকরিপ্রার্থী আত্মহত্যা করেছেন, তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। শুধু বসিরহাটের রাজুই নয়। এর আগে মুর্শিদাবাদের মৃন্ময়, নদিয়ার দিব্যেন্দু সহ ৫ জনের রহস্যমৃত্যু হয়েছে। যা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে।প্রাথমিকের শিক্ষক নিয়োগের (Primary TET Scam) দাবিতে এখনও আন্দোলন জারি রয়েছে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার বুকে। এরই মধ্যে এক টেট আন্দোলনকারী রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়।

পেট্রোল, ডিজেলের অত্যাধিক মূল্যবৃদ্ধি, অমিত শাহকে কটাক্ষ করে বিক্ষোভ যুব তৃণমূলের-আজকাল

পুজোর মুখে পেট্রোল ডিজেলের অত্যাধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফের রাস্তায় তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা।

হুগলি, শ্রীরামপুর সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী রুনা খাতুনের নেতৃত্বে শনিবার জেলার ১২৩ টি পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখান যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা। অমিত শাহের ছবি দেওয়া ইন্ডিয়াজ বিগেস্ট পাপ্পু লেখা গেঞ্জি পরে বিক্ষোভ দেখানো হয়।শ্রীরামপুর যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বলেন, “কেন্দ্রীয় সরকার অত্যাধিক হারে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে যাচ্ছে। যার প্রভাব পড়ছে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর। ফলে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ।” এদিন বেশ কিছু পেট্রোল পাম্পে প্রতিবাদে সামিল হন তেল নিতে আসা গ্রাহকরাও।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫

 

ট্যাগ