অক্টোবর ০২, ২০২২ ১৭:১০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২ অক্টোবর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • বিদেশফেরত যাত্রীদের মালামাল লুট চক্রের ৪ সদস্য গ্রেপ্তার: র‍্যাব-প্রথম আলো
  • বেড়েছে চাল ডাল আটা ময়দার দাম- যুগান্তর
  • গাজীপুর থেকে বনানী পর্যন্ত তীব্র যানজট, ভোগান্তি-মানবজমিন
  • বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ১৬ নভেম্বর-ইত্তেফাক
  • ‘হিন্দুদের ওপর হামলা করে আওয়ামী লীগকে দোষী বানাতে চায় একটি অশুভ চক্র-বাংলাদেশ প্রতিদিন
  • ছাত্রলীগের অস্ত্র মহড়া : কুবিতে হল বন্ধ, পরীক্ষা স্থগিত-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • ইন্দোনেশিয়ার ম্যাচে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪, রিপোর্ট চাইতে পারে FIFA-আজকাল
  • ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি-আজকাল
  • কাজ বেড়েছে গ্রাম-শহরে, সেপ্টেম্বরে দেশে কমেছে বেকারত্বের হার-সমীক্ষার ফল–আনন্দবাজার পত্রিকা
  • ‘ভারতের মতো উপনিবেশ গড়তে চেয়েছিল রাশিয়াতেও’, পশ্চিমি দুনিয়াকে তোপ পুতিনের-সংবাদ প্রতিদিন

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

বাংলাদেশ প্রতিদিনের খবরে লেখা হয়েছে,সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘হিন্দুদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগের হাতে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এমন বার্তা দিতে চায় অশুভ একটি চক্র।’ আজ রবিবার সকালে রাজধানীতে রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘যারা হামলা চালায় তারা কোনো দলের নয়। তাদের পরিচয় দুর্বৃত্ত। এদের রুখতে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সক্রিয় অবস্থানে রয়েছে।’তিনি বলেছেন, দুর্গাপূজা নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। সেতুমন্ত্রী বলেন, সহিংসতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী এবার অনেক শক্তিশালী অবস্থায় রয়েছে। গতবারের ঘটনা ছিল দুর্ভাগ্যজনক। সতর্কতারও কিছুটা অভাব ছিল। কোথাও-কোথাও রাজনৈতিকভাবেও কিছুটা অসতর্ক অবস্থায় ছিল আওয়ামী লীগ।

বিদেশফেরত যাত্রীদের মালামাল লুট চক্রের ৪ সদস্য গ্রেপ্তার: র‍্যাব-প্রথম আলোর এ খবরে লেখা হয়েছে, বিদেশফেরত যাত্রীদের সর্বস্ব লুটে নেওয়া একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাজধানীর বিমানবন্দর ও কদমতলী থানা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আমির হোসেন, মো. লিটন মিয়া, আবু বক্কর সিদ্দিক ও জাকির হোসেন।র‍্যাব বলছে, চক্রটি ১৫ বছর ধরে বিদেশফেরত যাত্রীদের মালামাল লুট করে আসছিল।

আত্মীয়স্বজন বিমানবন্দরে নিতে আসেননি—এমন যাত্রীদের সঙ্গে কৌশলে সখ্য গড়ে তুলতেন চক্রের হোতা আমির হোসেন। তিনি নিজেকে বিদেশফেরত যাত্রী হিসেবে পরিচয় দিতেন। বিশ্বাসযোগ্যতা অর্জনে তাঁর হাতে থাকত লাগেজ ও পাসপোর্ট। তাঁর সঙ্গে আত্মীয়স্বজন পরিচয়ে থাকতেন চক্রের অন্য সদস্যরা।

১৩ মাস পর রপ্তানি প্রবৃদ্ধি নেতিবাচক, সেপ্টেম্বরে কমেছে ৬.২৫%-প্রথম আলোর অর্থনীতি বিষয়ক এ খবরে লেখা হয়েছে, বিশ্ব অর্থনৈতিক সংকটের ধাক্কা লেগেছে রপ্তানিতে। তাতে গত মাসে রপ্তানি প্রবৃদ্ধি নেতিবাচক ধারায় চলে গেছে। সেপ্টেম্বরে রপ্তানি কমেছে ৬ দশমিক ২৫ শতাংশ। ১৩ মাস পর রপ্তানি প্রবৃদ্ধি নেতিবাচক ধারায় চলে গেছে।

আজ রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। দৈনিকটির অন্য এক খবরে লেখা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, র‌্যাবে (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) সব সময়ই সংস্কার হচ্ছে, আধুনিকায়ন হচ্ছে। যেটাই প্রয়োজন হচ্ছে, সেটাই করা হচ্ছে। আজ রোববার একটি হোটেলে অনুষ্ঠান শেষে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। র‌্যাব সংস্কার করার প্রশ্নই ওঠে না উল্লেখ করে বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালকের বক্তব্যের এক দিন পর মন্ত্রী এ কথা বললেন।

যুগান্তরের শিরোনাম-বেড়েছে চাল ডাল আটা ময়দার দাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, রাজধানীর খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে সর্বোচ্চ ৮ টাকা। সঙ্গে ডাল ও আটা-ময়দা কিনতে ক্রেতার বাড়তি টাকা খরচ করতে হচ্ছে। পাশাপাশি প্রতি কেজি ব্রয়লার মুরগি ৫ টাকা বেড়ে ১৭৫ টাকায় বিক্রি হয়েছে।জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেন, বাজারে বেশকিছু পণ্যের দাম বেড়েছে। আমরা অধিদপ্তরের পক্ষ থেকে তদারকি জোরদার করেছি। কী কারণে পণ্যের দাম বেড়েছে, তা আমরা খতিয়ে দেখছি। অনিয়ম পেলে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হচ্ছে। অসাধুরা যাতে সুযোগ নিতে না পারে, সেজন্য প্রতিদিন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

‘ভারতের মতো উপনিবেশ গড়তে চেয়েছিল রাশিয়াতেও’, পশ্চিমি দুনিয়াকে তোপ পুতিনের-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, উক্রেনের (Ukraine) চারটি অঞ্চল নিজেদের দখলে এনেছে রাশিয়া। বক্তৃতা দিয়ে সেই কথা ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তবে সকলকে চমকে দিয়ে তাঁর বক্তৃতায় উঠে এসেছে ভারতের নাম। পুতিনের মতে, পশ্চিমি দেশগুলি ভারতে গিয়ে যথেচ্ছ লুটপাট করেছে। কিন্তু রুশ জনতা নিজেদের দেশের অবস্থা ভারতের মতো হতে দেননি।পশ্চিমি দেশগুলির মূল লক্ষ্য রাশিয়াকে (Russia) নিজেদের উপনিবেশে পরিণত করা, বক্তৃতায় এমনটাই বলেছেন পুতিন। তিনি বলেছেন, “মধ্য যুগ থেকেই উপনিবেশ গঠনের চেষ্টা শুরু করেছে পশ্চিমি দেশগুলি। একে একে দাস ব্যবসা, আমেরিকায় রেড ইন্ডিয়ানদের নির্বিচারে হত্যা করা হয়েছে। তারপরে ভারত ও আফ্রিকায় বেলাগাম লুটপাট, চিনের বিরুদ্ধে যুদ্ধ-সমস্ত কিছুই করেছে পশ্চিমি দেশগুলি। ” পুতিনের মতে, চিনের বাসিন্দাদের আফিমের প্রতি আসক্ত করে গোটা জাতিকে বিনষ্ট করে দিতে চেয়েছিল ব্রিটেন।পুতিন আরও বলেছেন,”বিংশ শতাব্দীর প্রথম থেকেই ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়াই করার সাহস জুগিয়েছে রাশিয়া। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছে বহু দেশ।

ভারতে সামান্য হলেও কমেছে বেকারত্বের হার। সেপ্টেম্বরের রিপোর্ট থেকে এমনই তথ্য জানাচ্ছে ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি’ বা সিএমআইই। এর মূল কারণ, উৎসবের মরসুমের ঠিক আগে গ্রামীণ ও শহুরে এলাকায় কাজের সুযোগ বৃদ্ধি। তাই সেপ্টেম্বর মাসে ভারতের বেকারত্বের হার কমে হয়েছে ৬.৪৩ শতাংশ। আনন্দবাজার পত্রিকার এ খবরে আরও লেখা হয়েছে, অগস্টে দেশের বেকারত্বের হার বেড়ে হয়েছিল ৮.৩ শতাংশ। কারণ, ওই সময় দেশে কর্মসংস্থান ২০ লক্ষ কমে দাঁড়িয়েছিল ৩৯ কোটি ৪৬ লক্ষে। সিএমআইইয়ের ম্যানেজিং ডিরেক্টর মহেশ ব্যাস বলেন, ‘‘সেপ্টেম্বরে বেকারত্বের হার তাৎপর্যপূর্ণ ভাবে নেমেছে। এর মূল কারণ গ্রামীণ কর্মসংস্থানের পাশাপাশি শহরেও কাজের সুযোগ বৃদ্ধি।’’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২

ট্যাগ