অক্টোবর ১৬, ২০২২ ১৬:০০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৬ অক্টোবর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • বিশ্লেষণ-ইসি কি ডিসি-এসপিদের নিয়ন্ত্রণে রাখতে পারবে-প্রথম আলো
  • সেতুমন্ত্রী জানালেন রিজার্ভে ৫-৬ মাস চলতে পারবে দেশ-কালের কণ্ঠ
  • ময়মনসিংহে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা-মানবজমিন
  • ব্ল্যাকআউটের ঘটনায় জড়িত দুই কর্মকর্তা বরখাস্ত: বিদ্যুৎ প্রতিমন্ত্রী-যুগান্তর/প্রথম আলো
  • নারীর নিরাপত্তায় রাজধানীর ১০০ বাসে সিসিটিভি, অভিযোগে মিলবে বিচার-বাংলাদেশ প্রতিদিন
  • কাল জেলা পরিষদ নির্বাচন, মনিটরিং হবে সিসি ক্যামেরায়–ইত্তেফাক

কোলকাতার শিরোনাম:

  • মোদি OBC নন, বহুরূপী’, প্রধানমন্ত্রীর জাত তুলে মন্তব্য নীতীশের দলের নেতার-সংবাদ প্রতিদিন
  • নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ঘনিষ্ঠ তাপস মন্ডলকে তলব করল ইডি–আজকাল
  • সিঁদুর, হলুদগুঁড়ো লেপে নরবলির উদ্যোগ! খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ -আনন্দবাজার পত্রিকা

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

ময়মনসিংহে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা-মানবজমিন

ময়মনসিংহে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এতে বিএনপির ২৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩৫০-৪০০ জনকে মামলায় আসামি করা হয়েছে।শনিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন। দৈনিকটির এই খবরে একটি মন্তব্য এসেছে এরকম- জাকিরুল মোমিন তার মন্তব্যে লিখেছেন, মার খেলো বি এন পির লোক হাসপাতালে ভর্তি হলো বি এন পির লোক আর মামলা খেলো তারা এইতো সোনার বাংলাদেশ। এখন মামলা হবে ভোটের আগে গ্রেফতার এইতো আওয়ামী লীগ।

বিদ্যুৎ বিপর্যয়-পিজিসিবির দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত: নসরুল-প্রথম আলো

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) দায়িত্বশীল দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ রোববার এ তথ্য জানিয়েছেন। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পিজিসিবির দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত আজকের মধ্যে কার্যকর করতে বলা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় পিজিসিবিসহ তিনটি সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। ইতিমধ্যে পিজিসিবির তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনে দায়িত্বে গাফিলতির জন্য পিজিসিবির দুই কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্মেলনের আভাসে সরব শীর্ষ পদপ্রত্যাশীরা-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, আগামী ডিসেম্বরে কেন্দ্রীয় জাতীয় সম্মেলন করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। তার আগে নভেম্বরেই অনুষ্ঠিত হতে পারে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন। আওয়ামী লীগের আগামী কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে দিকনির্দেশনাও আসতে পারে। এমন আভাস পাওয়ার পর সরব হয়েছেন দুই অংশের শীর্ষ পদপ্রত্যাশী নেতারা। বিভিন্ন মাধ্যমে জানান দিচ্ছেন নিজেদের প্রার্থিতা।

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের পাঁচ শতাধিক সদস্য সক্রিয়-দৈনিক যুগান্তরের এ প্রতিবেদনে লেখা হয়েছে, রাজশাহী মহানগরীতে নানা ধরনের অপরাধে জড়াচ্ছে কিশোর গ্যাং সন্ত্রাসীরা। হত্যা, সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি, মাদক বিক্রি ও মাদক গ্রহণ ছাড়াও তারা চুরি ছিনতাইয়ের মতো অপরাধে জড়াচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের তারা উত্ত্যক্ত ও যৌন হয়রানি করছে। গ্রেফতার হলেও আইনের দুর্বলতার কারণে আদালত থেকে তারা দ্রুত ছাড়া পেয়ে যাচ্ছে। জামিনে বেরিয়ে তারা আবারও একই অপরাধে জড়াচ্ছে। মহানগরীতে পাঁচ শতাধিক কিশোর গ্যাংয়ের সদস্যের ডাটাবেজ তৈরি করেছে পুলিশের সাইবার অপরাধ নিয়ন্ত্রণ বিভাগ। র‌্যাবও জেলাব্যাপী কিশোর গ্যাঙের তালিকা তৈরি। জানা গেছে, রাজশাহী মহানগরীতেও কিশোর গ্যাঙের দৌরাত্ম্য বেড়েছে।

বিশ্লেষণ-ইসি কি ডিসি-এসপিদের নিয়ন্ত্রণে রাখতে পারবে-প্রথম আলোর এ বিশ্লেষণে লেখা হয়েছে, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশের সংবিধান ও আইন নির্বাচন কমিশনের (ইসি) হাতে প্রচুর ক্ষমতা দিয়েছে। ইসির ক্ষমতার ব্যাপকতা বোঝাতে কেউ কেউ বলে থাকেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন প্রয়োজনে সবকিছু করতে পারে। বাস্তবতা হলো, ইসির এই ক্ষমতার অনেকটাই প্রয়োগ করেন ভোটের মাঠে তাদের প্রতিনিধি বা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ক্ষেত্রে পুলিশ ও প্রশাসনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, পুলিশ-প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখা।

সাধারণত জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকেন জেলা প্রশাসকেরা। নির্বাচনের পরিবেশ কতটুকু অনুকূলে থাকবে, তার অনেকটাই নির্ভর করে প্রশাসন ও পুলিশের ওপর। কারণ, মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকেন তাঁরা। আর তাঁদের নিয়ন্ত্রণ করে নির্বাচন কমিশন।

যদি কেউ ইসির নিয়ন্ত্রণে না থাকেন, ইসির নির্দেশ অমান্য করেন, তাহলে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আইনি সুযোগ আছে। কিন্তু অন্তত গত দুটি নির্বাচন কমিশনের আমলে দেখা গেছে, ভোটের মাঠে পুলিশ ও প্রশাসনের ওপর ইসির কোনো নিয়ন্ত্রণ ছিল না।

অবশ্য ইসি পুলিশ ও প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে আদৌ ইচ্ছুক ছিল কি না, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। কারণ, ইসির তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি।দৈনিকটির অপর একটি মতামত কলামের শিরোনাম এরকম, কে বড় ‘দলীয় কর্মী’—ডিসি না ইসি!

নারীর নিরাপত্তায় রাজধানীর ১০০ বাসে সিসিটিভি, অভিযোগে মিলবে বিচার-বাংলাদেশ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, রাজধানীতে চলাচলকারী পরিস্থান পরিবহন, রাজধানী সুপার সার্ভিস, প্রজাপতি পরিবহন, বসুমতি পরিবহন ও গাবতলী এক্সপ্রেসের ১০০টি পরিবহনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এরপর আজ রবিবার সকালে রাজধানীর মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন মহিলা ও শিশু প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মহিলা ও শিশু প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘বাসের সহকারীদের দ্বারা নারীরা যেমন হয়রানির শিকার হচ্ছেন, তেমনি পুরুষ যাত্রীদের দ্বারাও হচ্ছেন। শুধু বাংলাদেশ নয় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায়ও নারীরা সহিংসতার শিকার হচ্ছেন।’  এর ফলে (সিসিটিভি স্থাপন) সবাই সচেতন হবে, একইসাথে অপরাধীদের চিহ্নিত করা যাবে’,- যোগ করেন তিনি।

চালক-সহকারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘নারী যাত্রীরা আপনাদের বোন-স্ত্রী-বন্ধু। আপনারা তাদের নির্যাতন করবেন না। বাস কোম্পানির মালিকরা বাছাই করে ইন্টারভিউ নিয়ে চালক-সহকারী নিয়োগ দেবেন।’

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

মোদি OBC নন, বহুরূপী’, প্রধানমন্ত্রীর জাত তুলে মন্তব্য নীতীশের দলের নেতার-সংবাদ প্রতিদিন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘বহুরূপি’! ‘ভোটে জেতার জন্য সবকিছু করতে পারেন।’ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডি(ইউ)-র সর্বভারতীয় সভাপতি লালন সিংয়ের এহেন মন্তব্যে তুঙ্গে বিতর্ক। কার্যত প্রধানমন্ত্রীর জাত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন জেডিইউ নেতা। পাটনা (Patna) থেকে গোটা দেশে ছড়িয়েছে রাজনৈতিক বিতর্কের আঁচ। শুক্রবার পটনায় জেডিইউ দপ্তরে বসে লালন সিং বলেন, ‘‘২০১৪ সালে নরেন্দ্র মোদি গোটা দেশ ঘুরে প্রচার করেন তিনি ‘পিছিয়ে পড়া সমাজের এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড কাস্টের । যদিও গুজরাটে ইবিসির (EBC) অস্তিত্বই ছিল না, ওবিসি  ছিল। মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর জাতকে অনগ্রসর (ওবিসি) শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়। তাঁরা আসলে ওবিসি নন।’লালনের মন্তব্য, ‘‘মোদি একজন বহুরূপী। তিনি ১২টি রূপ দেখান। নিজেকে ‘পিছিয়ে পড়া সমাজের’ মানুষের হিসাবে তুলে ধরতে চান। কিন্তু আসলে তিনি তা নন। প্রকৃত অনগ্রসরদের সামনে এলেই তাঁর স্বরূপ উন্মোচিত হয়ে যায়।’’

তামিলনাড়ুর তিরুবন্নামালাই জেলার আরণি গ্রামের ঘটনা, সিঁদুর, হলুদগুঁড়ো লেপে নরবলির উদ্যোগ! খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, পরিবারের ৬ সদস্যের কেউই টানা তিন দিন বাড়ি থেকে বেরোচ্ছেন না। দেখে গতিক সুবিধের লাগছিল না পাড়ার লোকেদের। তাঁরা বিষয়টি স্থানীয় থানায় জানান। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয়। বাড়ির দরজা খুলে দেখা যায় ভিতরে তন্ত্র সাধনা চলছে। দুই মহিলা-সহ পরিবারের ৬ সদস্যের প্রত্যেকেরই সারা শরীরে লেপে দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো এবং গাঢ় লাল সিঁদুর! পরিবারের ৬ সদস্যের কেউই টানা তিন দিন বাড়ি থেকে বেরোচ্ছেন না। দেখে গতিক সুবিধের লাগছিল না পাড়ার লোকেদের। তাঁরা বিষয়টি স্থানীয় থানায় জানান। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয়। বাড়ির দরজা খুলে দেখা যায় ভিতরে তন্ত্র সাধনা চলছে। দুই মহিলা-সহ পরিবারের ৬ সদস্যের প্রত্যেকেরই সারা শরীরে লেপে দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো এবং গাঢ় লাল সিঁদুর! কেরলের নরবলি এবং নরমাংস খাওয়ার ঘটনার এক সপ্তাহের মধ্যেই এই ঘটনা তামিলনাড়ুর এক গ্রামে। গ্রামবাসীদের দাবি, এই পরিবারটিতেও নরবলির ঘটনা ঘটনার আশঙ্কা ছিল। ঠিক সময়ে পুলিশ এসে পৌঁছনোয় তা আটকানো গিয়েছে।

দৈনিক আজকালের খবরে লেখা হয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার মানিক ঘনিষ্ঠ তাপস মন্ডলকে তলব করল ইডি।

ইডি সূত্রে খবর, আগামী ২০ অক্টোবর তাঁকে তলব করেছেন ইডি আধিকারিকরা। তবে এই ব্যাপারে তাপস মন্ডলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি আদৌ ইডির তলবে সাড়া দেবেন কিনা সেটাও এখনও অনিশ্চিত। শনিবার কলকাতা, বারাসাতের বিবিন্ন জায়গায় তল্লাশি চালান ইডি আধিকারিকরা। সল্টলেকের মহিষবাথানে একটি অফিসে তালা ভেঙে ঢুকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে বেশ কিছু নথিও।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩