বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
রিজার্ভ রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৯ নভেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- ইউক্রেন যুদ্ধের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্ট প্রকল্প বিলম্ব : মন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত
- খাদ্য আমদানিতে সর্বোচ্চ ৮২ ভাগ ব্যয় বৃদ্ধি-যুগান্তর
- কঠিন শর্তে আইএমএফের ঋণ নেব না: কাদের-প্রথম আলো
- যেভাবে চেয়েছি সেভাবেই ঋণ দিচ্ছে আইএমএফ: অর্থমন্ত্রী :-কালের কণ্ঠ
- রিজার্ভ রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন-মানবজমিন
- শুনেছি বিএনপি নাকি সমাবেশে বসে থেকেই সরকার গঠন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার শিরোনাম:
- সুকান্ত অপসারণ নিশ্চিত! শুভেন্দুর সভাপতি হওয়ার পথে এখন মূল কাঁটা RSS-সংবাদ প্রতিদিন
- নিজেদের মধ্যে ঝামেলা নয়, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা মমতার-আজকাল
- প্রিজ়ন ভ্যানের তলায় শুয়ে পড়লেন চাকরিপ্রার্থীরা, এক্সাইড মোড়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি-আনন্দবাজার পত্রিকা
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
কঠিন শর্তে আইএমএফের ঋণ নেব না: কাদের-প্রথম আলো
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ আমরা নেব। তবে কঠিন কোনো শর্তে আমরা যাব না।’ আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
যদিও আইএমএফের কঠিন শর্তের ব্যাখ্যা তিনি দেননি। বিষয়টি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে সেতুমন্ত্রী বলেন, ‘অতীতে আইএমএফের ঋণের শর্ত সম্পর্কে আমাদের ধারণা আছে। দেশের স্বার্থ ক্ষুণ্ন হয়, এমন কোনো শর্ত আমরা মানব না।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘দেশে ডলারসংকট রয়েছে। রিজার্ভে চাপ বাড়ছে। এ সময় আমাদের টাকা দরকার। ঋণের জন্য আইএমএফের সঙ্গে আলোচনা চলছে। যেটা যৌক্তিক, সেটাই করা হবে।’
যেভাবে চেয়েছি সেভাবেই ঋণ দিচ্ছে আইএমএফ : অর্থমন্ত্রী :-কালের কণ্ঠ
বাংলাদেশ যেভাবে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সেভাবেই ঋণ দিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বুধবার দুপুর সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি জানিয়েছেন। অর্থমন্ত্রী বলেন, আমরা যেভাবে চেয়েছিলাম আইএমএফ সেভাবেই আমাদের ঋণ দিচ্ছে। আইএমএফের ঋণ আমরা পেতে যাচ্ছি ইনশাআল্লাহ।
মন্ত্রী আরো বলেন, ঋণের পরিমাণ সাড়ে ৪ বিলিয়ন ডলার। সাত কিস্তিতে ২০২৬ পর্যন্ত ঋণ আসবে। প্রথম কিস্তি আসবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। এদিকে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, আমাদের প্রয়োজনে আমরা ঋণ নেব, তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কঠিন শর্ত মেনে নয়। টাকার জন্য খুব হার্ড প্রি-কন্ডিশন মেনে নেওয়া সহজ নয়। আলাপ-আলোচনা চলছে।
শুনেছি বিএনপি নাকি সমাবেশে বসে থেকেই সরকার গঠন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (এম.পি) বলেছেন, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ কখনো বন্দুকের নল বা পেশি শক্তির প্রদর্শন করে ক্ষমতায় আসেনি। জনগণের প্রতি প্রধানমন্ত্রীর বিশ্বাস রয়েছে। চর কুকরিমুকরি থেকে তেঁতুলিয়া যেখানেই যাবেন সেখানেই একই কথা, একই ধ্বনি শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। তার বিকল্প আর কেউ নেই। আজ বুধবার (৯ নভেম্বর) দুপুরে মাদারীপুর পৌর শহরের স্বাধীনতা অঙ্গণে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রি অপারেশনের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, শুনেছি তারা (বিএনপি) নাকি সমাবেশে বসে থেকেই সরকার গঠন করবে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন গণতন্ত্রের কথা। বিএনপি ঢাকায় ২০ লক্ষ লোক নিয়ে গিয়ে সমাবেশ করার কথা বলেছে। তারা লোক নিয়ে গিয়ে বসে থাকুক আমাদের অসুবিধা নেই। কিন্তু সমাবেশের নামে তারা যদি জনগণের জানমাল ও রাস্তাঘাট বন্ধ করে তাহলে প্রশাসন তাদের প্রতিহত করবে।
ইউক্রেন যুদ্ধের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্ট প্রকল্প বিলম্ব : মন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নির্মাণকাজ শেষ করার চেষ্টা করছে। বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ বিভাগের সাথে তার মন্ত্রণালয়ের যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তীতে ডলার সঙ্কটের কারণে প্রকল্পের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদও উপস্থিত ছিলেন।
পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ সরিয়ে নিতে ব্যবহৃত বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের অগ্রগতি নিয়ে আলোচনার জন্যই মূলত এই বৈঠক ডাকা হয়। ২০১০ সালে হাতে নেয়া দুই হাজার চার শ’ মেগাওয়াট রূপপুর এনপিপি প্রকল্পের দুটি ইউনিট রয়েছে। যার প্রতিটি এক হাজার দুই শ’ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন। সরকার ২০২২ সালে প্রথম ইউনিট এবং ২০২৩ সালে দ্বিতীয় ইউনিটের নির্মাণ শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছিল। কিন্তু পরবর্তীতে প্রথম ইউনিটের জন্য ২০২৪ সালের জুন এবং ২০২৫ সালের জুনের মধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য লক্ষ্য পুনঃনির্ধারণ করা হয়েছিল। কিন্তু প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, প্রকল্পটি আবার নতুন টাইমলাইন মিস করতে পারে। প্রকল্পটি আবার বিলম্বিত হলে কত সময় লাগবে তা স্পষ্ট করেননি মন্ত্রী
রিজার্ভ রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন-মানবজমিন
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন যেভাবে রিজার্ভ কমছে এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। স্বল্প সময়ের মধ্যে এবং দ্রুত হারে রিজার্ভ কমছে এটা চিন্তারও বিষয়। আমদানি নিয়ন্ত্রণ করে রপ্তানি এবং রেমিট্যান্স বাড়াতে চেষ্টা করা হচ্ছে। তারপরেও তো কাঙ্ক্ষিত ফল মিলছে না। অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। রিজার্ভ পরিস্থিতি নিয়ে মানবজমিনের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শুধু মুদ্রানীতি দিয়ে বা বাংলাদেশ ব্যাংক দিয়ে এই সংকট সমাধান হবে না। একটি সমন্বিত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এখন যেটা হচ্ছে শুধু বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে। এখানে এনবিআরের বিষয় আছে, এক্সপোর্ট কাউন্সিল বোর্ডের বিষয় আছে সংশ্লিষ্ট আরও বিষয় আছে। এখন আমদানি কমছে। রিজার্ভের জন্য আমদানি বন্ধ করে দেয়া যাবে না। মেশিনারি ও উৎপাদন উপকরণ আমদানি করতেই হবে।
রেমিট্যান্স কমে যাচ্ছে। হুন্ডির মাধ্যমে যেন টাকা না আসে এজন্য এক্সচেঞ্জ রেটটা সমন্বয় করতে হবে। সেটা যেন যৌক্তিক হয়। যাতে ব্যাংকের মাধ্যমে লোকজন বিদেশ থেকে টাকা পাঠায়। রপ্তানির বিষয়ে তিনি বলেন- রপ্তানি ধীরগতির কারণ হচ্ছে অর্ডার কমে গেছে। তারপর আমাদের নতুন পণ্য, নতুন নতুন ক্ষেত্র তৈরি করতে হবে। এদিকে রপ্তানিকারক যারা জ্বালানি নিয়ে তাদের সমস্যা আছে। গ্যাস নিয়ে সমস্যায় আছে। তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। অতএব জ্বালানির ব্যাপারে অ্যাকশন নিতে হবে। আর্থিক সংকট কাটাতে হলে বহুমুখী অ্যাকশন নিতে হবে। কিন্তু সংকট কাটিয়ে উঠতে সেরকম বহুমুখী অ্যাকশন এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। ছাড়া-ছাড়া সব পদক্ষেপ নেয়া হচ্ছে। জোড়াতালি দিয়ে তো এই সংকটের সমাধান হবে না
প্রিজ়ন ভ্যানের তলায় শুয়ে পড়লেন চাকরিপ্রার্থীরা, এক্সাইড মোড়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি-আনন্দবাজার পত্রিকা-আনন্দবাজার পত্রিকা
নিয়োগের দাবিতে আন্দোলনে রণক্ষেত্র এক্সাইড মোড়। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। পুলিশের প্রিজন ভ্যানের চাকার তলায় শুয়ে বিক্ষোভ। এলগিন রোডের মোড় অবরোধ। ধস্তাধস্তির মধ্যে পড়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েক জন বিক্ষোভকারী। ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে।
চাকরির দাবিতে পথে নেমে আন্দোলন শুরু হয়েছে। বুধবার, এক্সাইড মোড়ের কাছে জমায়েত হন চাকরিপ্রার্থীরা। পুলিশ তাঁদের সরাতে যেতেই বেঁধে যায় ধুন্ধুমার। একাধিক চাকরিপ্রার্থী প্রতিবাদস্বরূপ প্রিজন ভ্যানের তলায় চাকার নীচে শুয়ে পড়েন। পুলিশ টেনেহিঁচড়ে তাঁদের বার করে। আন্দোলনকারীদের দাবি, ২০১৪ সালে তাঁরা টেট পাস করলেও এখনও পর্যন্ত নিয়োগ পাননি। নিয়োগের দাবিতেই তাঁরা বুধবার রবীন্দ্র সদন মেট্রোর সামনে জমায়েত হন। সেই বিক্ষোভ সামলাতেই হিমশিম খায় পুলিশ। পরে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ডিসি সাউথ। তখন পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে।
নিজেদের মধ্যে ঝামেলা নয়, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা মমতার-আজকাল
এই মুহূর্তে নদিয়ায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানের সভা থেকে সাধারণ মানুষ, দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কী বার্তা দেন মমতা, সকলের নজর ছিল সেদিকেই। সভামঞ্চ থেকে একাধিক ইস্যুতে বক্তব্য রেখেছেন তিনি। দলীয় নেতা কর্মীদের উদ্দেশে সাফ বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।
পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের একাধিক জায়গায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। আজ দলনেত্রী বলেন, তৃণমূল কংগ্রেস একটা পরিবার, কোনও গ্রুপ নয়। তাই দল এবং নিজদের মধ্যে শান্তি বজায় রেখে কাজ করে যেতে হবে মানুষের স্বার্থে। গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে আরও কড়া বার্তা দিয়ে বলেন, দলে নিজেদের মধ্যে ঝগড়া, অশান্তি করলে তাঁকে আর দলে জায়গা দেওয়া হবে না। তিনি বারবার বলেন, সাধারণ মানুষের জন্য দল, তাঁরা না থাকলে সব শূন্য। সঙ্গে বলেন, যাঁদের ইগো রয়েছে, তাঁরা ঘরে বসে যান। কাজ করার প্রয়োজন নেই। নদিয়ার সভা থেকে এনআরসি, সিএএ নিয়েও কটাক্ষ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন আসলেই এই এনআরসি, সিএএ-এর কথা মনে আসে। মতুয়াদের নিয়ে রাজনীতি করে। তিনি আরও বলেন, মতুয়াদের নাগরিকত্ব তিনি কেড়ে নিতে দেবেন না কোনও ভাবেই। গেরুয়া শিবিরের পাশাপশি নিজের বক্তব্যে বাম এবং কংগ্রেসকেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী।
সুকান্ত অপসারণ নিশ্চিত! শুভেন্দুর সভাপতি হওয়ার পথে এখন মূল কাঁটা RSS-সংবাদ প্রতিদিন
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভাপতি হওয়ার পথে মূল কাঁটা এখন কেশব ভবন। আরএসএস চাইছে আদি বিজেপির কাউকে সভাপতি করা হোক। কোনও দলবদলু বা তৎকাল বিজেপির কেউ রাজ্য সভাপতির পদে বসুক তা চাইছে না কেশব ভবন। দিল্লি অবশ্য শুভেন্দু অধিকারীকেই রাজ্য সভাপতি করার ক্ষেত্রে সবুজ সংকেত দিয়ে দিয়েছে।
সুকান্ত মজুমদারকে বিজেপির (BJP) রাজ্য সভাপতি পদে রাখতে চায় না দিল্লির শীর্ষ নেতৃত্ব। কিন্তু শুভেন্দুর ক্ষেত্রে আরএসএস (RSS) আবার নারাজ হলেও, শুভেন্দুর বিকল্প কোনও নামও দিল্লিকে দিতে পারছে না কেশব ভবন। দিলীপ শিবিরও চাইছে সভাপতি বদল হলে সেখানে আদি বিজেপির কেউ বসুক। গেরুয়া শিবির সূত্রে এমনই খবর। কাজেই, শুভেন্দুকে সভাপতি পদে বসাতে কেশব ভবন রাজি না থাকায় রাজ্যে দলের কাণ্ডারী বদলের প্রক্রিয়াটা কিছুটা জটিল হয়ে রয়েছে। যদিও এখনও পর্যন্ত যা খবর, দিল্লি শুভেন্দুকে অধিকারীকেই চাইছে। ফলে নিশ্চিত অপসারণের মুখে রয়েছেন সুকান্ত এবং দলের রাজ্য সভাপতিত্বের পথে এগিয়ে গিয়েছেন শুভেন্দু।#
পার্সটুডে/বাবুল আখতার/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।