নভেম্বর ২৫, ২০২২ ১৭:১০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৫ নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • মোট নির্যাতনের শিকার নারীর ৮৩ শতাংশ যৌতুকের কারণে-ইত্তেফাক
  • বঙ্গবন্ধু টানেলের প্রথম টিউব উদ্বোধন কাল-যুগান্তর
  • ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’-প্রথম আলো
  • নিখোঁজ আয়াতের ছয় টুকরা দেহ পাওয়া গেল নদীতে-কালের কণ্ঠ
  • ১০ই ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ হবে: ড. মোশাররফ-মানবজমিন
  • সরকারের পতন বেশি দূরে নয় : আবদুল্লাহ নোমান -বাংলাদেশ প্রতিদিন

 কোলকাতার শিরোনাম:

  • ‘বিবাহিত মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক হলে তা ধর্ষণ নয়’, রায় কেরল হাই কোর্টের -সংবাদ প্রতিদিন
  • শ্রদ্ধাকে ৩৫ টুকরো করতে ৫টি ছুরির ব্যবহার! খুঁজে পাওয়া গিয়েছে সবগুলি-আজকাল
  • মমতার ঘরে শুভেন্দু, ভাই বলে ডাকলেন মুখ্যমন্ত্রী, রাজ্য রাজনীতিতে চমক দেখাল বিধানসভা-আনন্দবাজার পত্রিকা

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’-প্রথম আলো

ইসলামী ব্যাংক থেকে নভেম্বরে তুলে নেওয়া হয়েছে ২,৪৬০ কোটি টাকা।সব মিলিয়ে তিন ব্যাংকে সন্দেহজনক ঋণ ৯,৫০০ কোটি টাকা।

ব্যাংকের নথিপত্রে নাবিল গ্রেইন ক্রপস লিমিটেডের অফিসের ঠিকানা বনানীর বি ব্লকের ২৩ নম্বর সড়কের ৯ নম্বর বাড়ি। সেখানে গিয়ে দেখা গেল, এটি একটি পূর্ণাঙ্গ আবাসিক ভবন। ঋণ পাওয়া মার্টস বিজনেস লিমিটেডের ঠিকানা বনানীর ডি ব্লকের ১৭ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়ি। সেখানে গিয়ে মিলল রাজশাহীর নাবিল গ্রুপের অফিস। তবে মার্টস বিজনেস লাইন নামে তাদের কোনো প্রতিষ্ঠান নেই। এভাবেই ভুয়া ঠিকানা ও কাগুজে দুই কোম্পানি খুলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) থেকে দুই হাজার কোটি টাকা তুলে নিয়েছে একটি অসাধু চক্র।

সব মিলিয়ে নানা উপায়ে ইসলামী ব্যাংক থেকে প্রায় সাত হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। আটটি প্রতিষ্ঠানের নামে চলতি বছরেই এ অর্থ নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ তুলে নেওয়া হয় চলতি মাসের ১ থেকে ১৭ নভেম্বর। যার পরিমাণ ২ হাজার ৪৬০ কোটি টাকা। এ জন্যই ব্যাংকটির কর্মকর্তারা চলতি মাসকে ‘ভয়ংকর নভেম্বর’ বলে অভিহিত করছেন।

একইভাবে বেসরকারি খাতের সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকেও ২ হাজার ৩২০ কোটি টাকা তুলে নিয়েছে এ কোম্পানিগুলো। ফলে এ তিন ব্যাংকের কাছে প্রতিষ্ঠানগুলোর সুদসহ দেনা বেড়ে হয়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকা। এমন সময়ে এসব অর্থ তুলে নেওয়া হয়, যখন ব্যাংক খাতে ডলার–সংকটের পর টাকার সংকট বড় আলোচনার বিষয়। ব্যাংক তিনটির নথিপত্র পর্যালোচনা করে এ সব তথ্য মিলেছে।

এর মধ্যে প্রায় তিন হাজার কোটি টাকা ঋণের বিষয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে ব্যাংকগুলোতে পরিদর্শন চলছে। মূলত ভোগ্যপণ্য আমদানি ব্যবসার সঙ্গে জড়িত ঋণ নেওয়া এসব কোম্পানি। ফলে দ্রুত সময়ে এসব অর্থায়নের মাধ্যমে বড় অঙ্কের অর্থ বিদেশে পাচার করা হয়েছে কি না, সে প্রশ্নও উঠছে।

নেওয়া ঋণের গ্রেস পিরিয়ড (ঋণ পরিশোধে বিরতি) দেওয়া হয়েছে এক বছর। ফলে এক বছরের মধ্যে কোনো অর্থ শোধ দিতে হবে না। এসব ঋণের ভবিষ্যৎ বুঝতে কমপক্ষে এক বছর অপেক্ষা করতে হবে। সূত্রগুলো জানায়, এসব ঋণের সুবিধাভোগী ব্যাংক তিনটির মালিকপক্ষই। যেসব কোম্পানির নামে টাকা তোলা হয়, তার মধ্যে একটির মালিকের ঠিকানা চট্টগ্রামে। আর বাকিগুলো রাজশাহীতে। বেশির ভাগ কোম্পানির নথিপত্রে রাজশাহীর নাবিল গ্রুপের সম্পর্ক পাওয়া যাচ্ছে।

এভাবে ব্যাংকের মালিকানা পরিবর্তনটি একটি ভুল সিদ্ধান্ত ছিল। যে ব্যবসায় ঋণ দিয়েছে, তা যথাযথ আছে কি না, তা খতিয়ে দেখতে হবে। অর্থনীতি সংকটের সময় এমন বড় অনিয়ম হলে তা কোনোভাবেই বরদাশত করা যাবে না। বাংলাদেশ ব্যাংককে উদ্যোগী হয়ে এসব বিষয়ে নজরদারি বাড়াতে হবে। ওপরের নির্দেশের জন্য বসে থাকলে চলবে না।

১০ই ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ হবে: ড. মোশাররফ-মানবজমিন

আগামী ১০ই ডিসেম্বর রাজধানী নয়াপল্টনে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, বিএনপির সমাবেশ পূর্বাচল থেকে যেহেতু সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত আসতে পেরেছে, তাহলে পল্টন ময়দানেও আসবে। পল্টন ময়দানেই হবে ১০ই ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ।এর আগে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বিএনপি কিছু শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি পাবে।

মোট নির্যাতনের শিকার নারীর ৮৩ শতাংশ যৌতুকের কারণে-ইত্তেফাক

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ।করোনার সময় নারীর প্রতি পারিবারিক নির্যাতন বেড়েছে বলে জানান বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। তিনি বলেন, মহিলা পরিষদ ২০২১ সালে বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতন নিয়ে করা এক জরিপে দেখেছে মোট নির্যাতনের শিকার নারীর ৮৩ শতাংশই যৌতুকের কারণে নির্যাতনের শিকার হন। এমন বাস্তবতায় ‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। একই সঙ্গে আজ থেকে পক্ষকালব্যাপী পালিত হবে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। আর জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের তথ্য

আট মাসে ২ হাজার ৩০১ জন কন্যাশিশুর বাল্যবিবাহ হয়েছে।

বৈশ্বিক মন্দা সত্ত্বেও দেশের অর্থনীতি এখনো নিরাপদ-কালের কণ্ঠ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কভিড মহামারি, ইউক্রেন যুদ্ধ ও নিষেধাজ্ঞার ফলে সারা বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে গেলেও দেশের অর্থনীতি এখনো যথেষ্ট গতিশীল ও নিরাপদ রয়েছে। তিনি বলেন, সরকার বৈশ্বিক মন্দা কাটিয়ে উঠতে অত্যন্ত সজাগ ও সক্রিয়।

রাজনীতি ও অর্থনীতির খবর

বৈশ্বিক মন্দা সত্ত্বেও দেশের অর্থনীতি এখনো নিরাপদ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যশোরের সমাবেশে বলেছেন, নৌকায় ভোট দিলে আরও উন্নয়ন হবে। তিনি জনসভায় জনগণকে বলেন, আপনারা ওয়াদা করেন, নৌকায় ভোট দেবেন।

এদিকে, সরকারবিরোধী আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা পাগলের প্রলাপ বকছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যশোরের জনসভায় গণমানুষের ঢল আবারও প্রমাণ করেছে দেশবাসী শেখ হাসিনার সরকারের প্রতি আস্থাশীল। অথচ বিএনপি নেতারা বানোয়াট তথ্য উপস্থাপন এবং গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে লাগাতারভাবে তাদের চিরাচরিত মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন।

 এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

অধিবেশনে ‘ভাই’ বলে অভিমান, পরে বিধানসভায় নিজের ঘরে শুভেন্দুকে ডাকলেন মমতা-আনন্দবাজার/সংবাদ প্রতিদিন

Image Caption

সাম্প্রতিককালে বঙ্গ রাজনীতির বিরলতম দৃশ্য। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ঘরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী!  শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ডাক পেয়ে তাঁর ঘরে যান শুভেন্দু (Suvendu Adhikari)। সঙ্গে ছিলেন পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা, বিধায়ক অগ্নিমিত্রা পল, অশোক লাহিড়িও। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে  সামান্য আলোচনার পরই বেরিয়ে আসেন তাঁরা। ২০২১ সালে তৃতীয় তৃণমূল সরকার গঠনের পর এই প্রথম রাজ্যের আইনসভার অন্দরে মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা। যা সাম্প্রতিক কালে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

‘বিবাহিত মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক হলে তা ধর্ষণ নয়’, রায় কেরল হাই কোর্টের-সংবাদ প্রতিদিন

বিবাহিত মহিলার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করলে তাকে ধর্ষণের আওতায় ফেলা যাবে না। বৃহস্পতিবার এই রায় দিল কেরল হাই কোর্ট (Kerala High Court)। এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলার রায় দিতে গিয়ে এই কথা জানিয়েছে আদালত। সেই সঙ্গে ধর্ষণের অভিযোগ থেকে ওই যুবককে নিষ্কৃতিও দিয়েছে কেরল হাইকোর্ট। প্রসঙ্গত, ২০১৮ সালে ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়। এক মহিলা দাবি করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছেন অভিযুক্ত।

জানা গিয়েছে, ওই মহিলার সঙ্গে ফেসবুকে আলাপ হয় অভিযুক্ত যুবকের। সেখান থেকেই গভীর হয় দু’জনের বন্ধুত্ব। একসঙ্গে অস্ট্রেলিয়ায় বেড়াতেও যান তাঁরা। সেখানেই একাধিকবার তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে দাবি করেন অভিযোগকারিনী। তবে অভিযোগে তিনি জানিয়েছেন, তাঁর সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়েছিল। বিবাহের প্রতিশ্রুতি পেয়েছিলেন বলেই এই সম্পর্কে জড়িয়েছিলেন বলেই দাবি করেছেন অভিযোগকারিণী। তবে সেই সময় আইনত তিনি বিবাহিত ছিলেন। প্রাক্তন স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদের প্রক্রিয়া চলছিল।

কিন্তু এই আবেদন খারিজ করে দিয়েছে কেরল হাই কোর্ট। বিচারক কওসর এডাপ্পাগাথ জানিয়ে দেন, শুনানির সময়ে একাধিকবার বোঝা গিয়েছে, দু’জনের সম্মতিতে শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল। তাছাড়া অভিযোগকারিণী সেই সময়ে আইনত বিবাহিত ছিলেন। সেই অবস্থায় অন্য কোনও বৈবাহিক সম্পর্কে জড়াতে পারেন না তিনি। সেই ক্ষেত্রে বিবাহের প্রতিশ্রুতি একেবারেই অর্থহীন। এই যুক্তিতেই মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারক।

কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র! বিস্ফোরক অভিযোগ সিসোদিয়ার-আজকাল

কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ

হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে! নিশানায় খোদ অরবিন্দ কেজরিওয়াল। তেমনটাই অভিযোগ করা হয়েছে আপের পক্ষ থেকে। আম আদমি পার্টির অভিযোগ, গুজরাট এবং দিল্লি এমসিডি নির্বাচন হেরে যাওয়ার ভয়ে এই চক্রান্ত করেছে গেরুয়া শিবির। সরাসরি সিসোদিয়া অভিযোগের আঙুল তুলেছেন মনোজ তিওয়ারির দিকে। 

একটি টুইটে সিসোদিয়া লিখেছেন, মনোজ তিওয়ারি প্রকাশ্যে উস্কানি দিচ্ছেন  কেজরিওয়ালকে হত্যার জন্য। পরিকল্পনা করছেন তাঁকে হত্যার। তিনি টুইটের শেষ লাইনে লিখেছেন এই তুচ্ছ রাজনীতিতে ভয় পায় না আপ। অন্যদিকে পালটা জবাব দিয়েছেন মনোজ তিওয়ারি। তিনি বলেন, কেজরিওয়ালের নিরাপত্তা প্রয়োজন। কর্মীদের হতাশা আর আগ্রাসন দেখে আমরা নিরাপত্তার দাবি করছি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫

ট্যাগ