ডিসেম্বর ১৫, ২০২২ ১৬:৫১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১৫ ডিসেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • বিএনপি যে নির্যাতন করেছে আমরা তার প্রতিশোধ নিতে যাইনি: প্রধানমন্ত্রী-মানবজমিন
  • আত্মহত্যা না, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে : ফারদিনের বাবা-কালের কণ্ঠ
  • বাংলাদেশে ঝুঁকিতে থাকা রোহিঙ্গাদের পুনর্বাসনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের-ইত্তেফাক
  • ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কিনছে বাংলাদেশ-ডেইলি স্টার
  • আগামী জাতীয় সংসদ নির্বাচন-রাজনীতির অন্দরমহলে সরব কূটনীতি-যুগান্তর
  • এমসি কলেজে গণধর্ষণ মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে বদলির নির্দেশ হাইকোর্টের- বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার শিরোনাম:

  • বিয়েতে রাজি নয়, গুজরাটে ঘুরতে গিয়ে প্রেমিকাকে ৪৯ বার কুপিয়ে খুন করল যুবক-আজকাল
  • আসানসোল কাণ্ডে শুভেন্দুকে নিশানা দিলীপের, বঙ্গ বিজেপিতে ফাটল স্পষ্ট-সংবাদ প্রতিদিন
  • কম্বল-কাণ্ডে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআরের সুপ্রিম-আবেদন খারিজ! রাজ্য গেল হাই কোর্টে-আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ঢাকায় মার্কিন দূতের গাড়ি ঘিরে হট্টগোল, নিরাপত্তা উদ্বেগ। বিষয়টি নিয়ে ঢাকা এবং ওয়াশিংটন থেকে বিবৃতি দেয়া হয়েছে। ঘটনাটিকে আপনি কীভাবে দেখছেন?

২. নারীর অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা থেকে ইরানের সদস্যপদ বাতিল করা হয়েছে। কতটা যৌক্তিক এই পদক্ষেপ?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

ফারদিনের ‘আত্মহত্যার প্রমাণ’ দেখতে ডিবি কার্যালয়ে বুয়েট শিক্ষার্থীরা-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর আত্মহত্যা করেছেন বলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) যে বক্তব্য দিয়েছে, তার ‘প্রমাণ’ দেখতে তাদের আহ্বানে রাজধানীর মিন্টো রোডে সংস্থাটির কার্যালয়ে এসেছেন একদল শিক্ষার্থী৷ এখানে আসার আগে সকাল সাড়ে ১০টার দিকে ফারদিন ‘হত্যার’ বিষয়ে ডিবির বক্তব্যের প্রতিক্রিয়ায় পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশ আপাতত স্থগিত করেছেন বুয়েট শিক্ষার্থীরা।

গতকাল বুধবার ফারদিনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শেষে ডিবি জানায়, বুয়েটের ওই ছাত্র আত্মহত্যা করেছেন। এর প্রতিক্রিয়া জানাতে আজ সকাল ১০টায় বুয়েট শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ ডেকেছিলেন বুয়েটের একদল শিক্ষার্থী।

ফারদিনের বাবার বক্তব্য-তার ছেলেকে হত্যা করা হয়েছে

যুগান্তরের খবর- ফারদিনের ‘আত্মহত্যা’ নিয়ে পুলিশের বক্তব্য: যা বললেন বাবা। বিস্তারিত খবরে লেখা হয়েছে, বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে আইনশৃংখলা বাহিনী। তারা বলছেন, ফারদিন গভীর রাতে শীতলক্ষ্যায় ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে তদন্তে বেরিয়ে এসেছে। 

তবে পুলিশ ও র‌্যাবের এই বক্তব্য মানতে পারছেন না ফারদিনের বাবা সাংবাদিক কাজী নূরউদ্দিন রানা। তিনি বলছেন, যে তথ্যের ভিত্তিতে আত্মহত্যার কথা বলা হচ্ছে, তাতে একমত নন তিনি।

গত ৪ নভেম্বর রাতে নিখোঁজ হওয়ার পর ৭ নভেম্বর নারায়ণগঞ্জের গোদনাইল থেকে বুয়েটছাত্র ফারদিনের (২৪) লাশ উদ্ধার করে পুলিশ।

ওই সময় ময়নাতদন্তকারী চিকিৎসক বলেছিলেন, ফারদিনের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

এডিবির প্রতিবেদন-বাংলাদেশে পাঁচ কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে-প্রথম আলো

বাংলাদেশে চলতি ২০২২–২৩ অর্থবছরে পাঁচ কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। কারণগুলো হচ্ছে—আকস্মিক বন্যা ও ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে কৃষিজাত ফলন হ্রাস; ডলারের মূল্যবৃদ্ধিতে আমদানি খরচ বেড়ে যাওয়া; বিশ্ববাজারে ভোগ্যপণ্য, জ্বালানি, সার ও অন্যান্য পণ্যের মূল্যবৃদ্ধি; স্থানীয় বাজারে তেলের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির সম্ভাবনা। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুই কারণেই মূল্যস্ফীতি বেড়েছে। আগামী বছরও সাধারণ মানুষের জন্য মূল্যস্ফীতি স্বস্তিকর হবে না। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার খরচ বেড়ে যাচ্ছে। আরও বেশি দামে পণ্য কিনতে হতে পারে। তিনি আরও বলেন, উদ্ভূত পরিস্থিতির কারণে বেশ কিছু খাতে মজুরি বাড়ানোর যৌক্তিকতা তৈরি হয়েছে। এ ছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানোরও প্রয়োজন দেখা দিয়েছে। মূল্যস্ফীতির হিসাব নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন করে আসছেন দেশের অর্থনীতিবিদেরা। 

রিজভীকে গ্রেফতার দেখানো হলো আরও ৪ মামলায়-যুগান্তর

বিএনপির বিভাগীয় সমাবেশের আগে নয়াপল্টনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আরও ৪ মামরায় গ্রেফতার দেখানো হয়েছে। এবার তাকে শাহবাগ থানার চারটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার রিজভীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এদিন পুলিশ চার মামলায় রিজভীকে গ্রেফতার দেখানোর আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

বিএনপি যে নির্যাতন করেছে আমরা তার প্রতিশোধ নিতে যাইনি: প্রধানমন্ত্রী-মানবজমিন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে যে জুলুম-নির্যাতন চালিয়েছিল আওয়ামী লীগ তার প্রতিশোধ নিতে যায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিএনপি মানেই হচ্ছে- অত্যাচার-নির্যাতন, দুঃশাসন, লুটপাট, দুর্নীতি জঙ্গিবাদ, বাংলা ভাই। বিএনপির জুলুম-অত্যাচারের সঙ্গে একাত্তরের কোনো তফাৎ দেখি না। তারা যে অত্যাচার করেছে, আমরা কিন্তু তার কিছুই তাদের ওপর করিনি। আমরা প্রতিশোধ নিতে যাইনি, দেশের উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।  আজ বৃহস্পতিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বাংলাদেশ যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মার্কিন দূতের গাড়ি ঘিরে হট্টগোল, নিরাপত্তা উদ্বেগ-মানবজমিন

নিখোঁজ ব্যক্তির স্বজনদের সঙ্গে সাক্ষাৎ, সমবেদনা জানাতে গিয়ে নিজেই নিরাপত্তা ঝুঁকিতে পড়েছিলেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। গতকাল রাজধানীর শাহীনবাগে একযুগ ধরে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়েছিলেন রাষ্ট্রদূত। কিন্তু ওই বাসা ঘিরে অনাহুত লোকজনের অবস্থান, হইচই-হট্টগোলের কারণে বৈঠক শেষ না করেই চটজলদি এলাকা ছেড়ে যেতে বাধ্য হন পিটার। তবে ফেরার পথে তার গাড়ি ঘিরে দাবিনামা প্রদানের চেষ্টা, প্রতিবন্ধকতা এবং হট্টগোলে নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কিত হয়ে পড়েছিলেন রাষ্ট্রদূত। যা তাৎক্ষণিক তিনি সরকারের উচ্চ পর্যায়ে জানিয়েছেন। গতকাল সকাল ৯টার কিছু পরে রাজধানীর শাহীনবাগে ওই বাসায় যান রাষ্ট্রদূত।

পিটার ডি হাস

নিখোঁজ ব্যক্তির স্বজনদের সঙ্গে সাক্ষাৎ, সমবেদনা জানাতে গিয়ে নিজেই নিরাপত্তা ঝুঁকিতে পড়েছিলেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। গতকাল রাজধানীর শাহীনবাগে একযুগ ধরে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়েছিলেন রাষ্ট্রদূত। কিন্তু ওই বাসা ঘিরে অনাহুত লোকজনের অবস্থান, হইচই-হট্টগোলের কারণে বৈঠক শেষ না করেই চটজলদি এলাকা ছেড়ে যেতে বাধ্য হন পিটার। তবে ফেরার পথে তার গাড়ি ঘিরে দাবিনামা প্রদানের চেষ্টা, প্রতিবন্ধকতা এবং হট্টগোলে নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কিত হয়ে পড়েছিলেন রাষ্ট্রদূত। যা তাৎক্ষণিক তিনি সরকারের উচ্চ পর্যায়ে জানিয়েছেন। গতকাল সকাল ৯টার কিছু পরে রাজধানীর শাহীনবাগে ওই বাসায় যান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূতের নিরাপত্তায় বাইডেন প্রশাসনের উদ্বেগ-শান্তি ও নিরাপত্তায় পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, এক যুগ ধরে নিখোঁজ ব্যক্তির পরিবারসহ গুমের ঘটনায় ভিকটিম পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকে সরকার সমর্থকদের বাধা এবং বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাইডেন প্রশাসন। ওয়াশিংটনে পৃথক ব্রিফিংয়ে অভিন্ন ওই উদ্বেগ প্রকাশ করা হয়।

এমসি কলেজে গণধর্ষণ মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে বদলির নির্দেশ হাইকোর্টের-বাংলাদেশ প্রতিদিন

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৩০ দিনের মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এমসি কলেজের ছাত্রাবাসে এক গৃহবধূকে ধর্ষণকারী ৪ ছাত্রলীগ কর্মী

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাবরিনা জেরিন ও ব্যারিস্টার এম. আব্দুল কাইয়ুম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ। এর আগে গত ১৬ আগস্ট মামলাটির বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে করার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। গত ১ আগস্ট মামলাটিতে দুই অভিযোগের বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে করার নির্দেশনা চেয়ে রিট করা হয়। বর্তমানে এই মামলার বিচারকাজ সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে এক নারীকে ধর্ষণ করে কয়েকজন ছাত্রলীগ কর্মী। এ ঘটনায় ৬ জনকে আসামি করে এসএমপির শাহপরাণ থানায় মামলা হয়।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দুর শিবচর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে মৃত ৩, জখম কমপক্ষে ৭ জন-গণশক্তি, সংবাদ প্রতিদিন আনন্দবাজারসহ সবপত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে। কম্বল পাওয়া যাবে না এই আশঙ্কায় হুড়োহুড়িতেপদপিষ্ট হয়ে ঐ হতাহতের ঘটনা ঘটে। 

সংবাদ প্রতিদিনের এক  খবরে লেখা হয়েছে, আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণী কর্মসূচিতে প্রাণহানির ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনায় দায়ী কে, তা নিয়ে চলছে কাদা ছোঁড়াছুঁড়ি। এবার আসানসোলের দুর্ঘটনার জন্য কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থারকে দায়ী করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এছাড়া এখনও শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারির দাবিতে এককাট্টা রাজ্যের শাসকদল। ‘দায় আপনারও’, আসানসোল দুর্ঘটনায় বিচারপতি মান্থাকে বেনজির তোপ দাগলেন কুণাল ঘোষ। আরও লেখা হয়েছে, আসানসোল কাণ্ডে শুভেন্দুকে নিশানা দিলীপের, বঙ্গ বিজেপিতে ফাটল স্পষ্ট

আর আনন্দবাজার পত্রিকা লিখেছে, কম্বল-কাণ্ডে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআরের -আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট! রাজ্য এবার গেল হাই কোর্টে।

মমতার পাহাড় সফরে অশনি সংকেত দেখছেন মোদি-শাহরা। ত্রিপুরা ও অসমের পর মেঘালয়ে তৃণমূল শক্ত জমি তৈরি করলে ‘সেভেন সিস্টার’ রাজ্যগুলিতে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বিজেপিকে। তাই মমতা-অভিষেকের সফর শেষ হতে না হতেই ময়দানে নেমেছে গেরুয়া শিবিরও। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় শিলং ছাড়ার পরই বিজেপিতে যোগ দিয়েছেন মেঘালয়ের চার বিধায়ক।চব্বিশের মহারণের আগে পাহাড়ের আবেগকে হাতিয়ার করে ময়দানে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের মেঘালয় সফরে ব্যাপক সাড়া পেয়েছেন তৃণমূল সুপ্রিমো। মঞ্চে দাঁড়িয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে পরিস্থিতি বিজেপির চিন্তা বাড়াচ্ছে। এদিকে মেঘালয়ের পাশাপাশি উত্তর-পূর্বের আরও তিন রাজ‌্য- ত্রিপুরা, মিজোরাম ও নাগাল‌্যান্ডে বিধানসভা ভোট দোরগোড়ায়। তাই মোদি ম্যাজিককে জিইয়ে রাখতেই সর্বশক্তি দিয়ে ময়দানে নামছে বিজেপি, মত রাজনৈতিক মহলের।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫