জানুয়ারি ২৬, ২০২৩ ১৬:৫৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ২৬ জানুয়ারি বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বিয়ের জন্য বিক্রি করা হয় যে নারীদের-প্রথম আলো
  • ‘১০২, নট আউট’ সিনেমাটা দেখছেন, প্রশ্ন মির্জা ফখরুলের- যুগান্তর 
  • আর একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেবো না : পররাষ্ট্রমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন 
  • বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা-কালের কণ্ঠ
  • আন্তর্জাতিক সন্ত্রাসীদের সহজ শিকার হবে রোহিঙ্গারা: স্বরাষ্ট্রমন্ত্রী-ডেইলি স্টার
  • মিরপুরে আতঙ্ক, ভয়ঙ্কর কৌশল বেপরোয়া চাঁদাবাজি- মানবজমিন
  • ৭ মাসে রিজার্ভের ৮৫০ কোটি ডলার বিক্রি-মানবজমিন
  • স্মার্ট বাংলাদেশের মূল ভিত্তি ডিজিটাল সংযোগ: প্রধানমন্ত্রী-ইত্তেফাক

ভারতের শিরোনাম:

  • রাজভবনে যাচ্ছেন না শুভেন্দু, ‘প্রথমেই ভুল মাস্টারের কাছে হাতেখড়ি’, রাজ্যপালকে কটাক্ষ দিলীপের-আনন্দবাজার পত্রিকা
  • ১২ বছর পর প্রথমবার, SCO বৈঠকে পাক বিদেশমন্ত্রীকে আমন্ত্রণ ভারতের-সংবাদ প্রতিদিন
  • অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর--আজকাল

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

স্মার্ট বাংলাদেশের মূল ভিত্তি ডিজিটাল সংযোগ: প্রধানমন্ত্রী-ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করার প্রধান হাতিয়ার হবে ডিজিটাল সংযোগ। স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি এটি। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজের জন্যে ডিজিটাল সংযোগ মূল ভিত্তি হিসেবে কাজ করবে। তিনি আজ এক ভিডিও বার্তায় বলেন, প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন একটি বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই আমাদের পরবর্তী লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই।

‘১০২, নট আউট’ সিনেমাটা দেখছেন, প্রশ্ন মির্জা ফখরুলের-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, জন্মদিন নিয়ে বাড়তি কোনো উচ্ছ্বাস নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বরং এটি তার জন্য নিদারুণ কষ্টের। বয়স হয়েছে, এ কারণে নয়। কেন কষ্টের সেই ব্যাখ্যাও দিয়েছেন প্রবীণ এই রাজনীতিক।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবার কাছে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। রাজনীতিকদের নিয়ে অনেক বিতর্ক ও সমালোচনা থাকলেও তার বেলায় উল্টো। তার প্রতিপক্ষ রাজনীতিবিদেরাও তাকে ভালো জানেন।আজ ৭৬ বছরে পা দিয়েছেন মির্জা ফখরুল। সবাই শুভেচ্ছা জানাচ্ছেন বটে, তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনে আরও একটি বছর হারিয়ে ফেলার বেদনা। আবার সিনেমায় দেখা শতবর্ষীর জীবন তাকে প্রেরণাও যোগাচ্ছে।

মিরপুরে আতঙ্ক, ভয়ঙ্কর কৌশল বেপরোয়া চাঁদাবাজি-মানবজমিনের এ প্রতিবেদনে লেখা হয়েছে, হ্যালো ভাইজান আস্‌সালামু আলাইকুম। আমি শাহাদাত বলছি। ব্যবসা-বাণিজ্য তো ভালোই করছেন। আমাদেরও পোলাপান আছে। তাদেরকে চালাতে হয়। ৫ কোটি টাকা লাগবে। টাকাটা দিয়ে দিয়েন। আমার ছোট ভাই মোক্তার যোগাযোগ করবে। আর না দিলে কপালে শনি আছে বলে দিলাম। বিদেশে বসে ফোনে হুমকি দিয়ে এভাবেই  চাঁদা চান শীর্ষ সন্ত্রাসীরা।কেউ চাঁদা দিতে অপারগতা জানালে তার বাড়ির আশেপাশে ককটেল বিস্ফোরণ বা ফাঁকা গুলি করে ভয় দেখানো হয়। এরপরেও চাঁদা না দিলে তার ওপর হামলা করে আহত করা হয়। হামলার পরেও চাঁদা না দিলে আরও ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করে।  শীর্ষ সন্ত্রাসীদের নামে ঢাকার বৃহত্তর মিরপুরে চাঁদাবাজির ঘটনা আড়ালে-আবডালে বহু বছর ধরে চলছে। তবে এখন এমন ঘটনা প্রকাশ্যেই হরহামেশা হচ্ছে।

অর্থনীতির খবর-মানবজমিনের প্রতিবেদনে লেখা হয়েছে, দেশে গত বছর থেকেই চলছে ব্যাপক ডলার সংকট। সংকট কাটাতে বিভিন্ন পদক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাংক ও সরকার। বাজার নিয়ন্ত্রণে রিজার্ভ থেকে সহয়তা করছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। এরপরেও কমছে না বৈদেশিক মুদ্রাটির অভাব। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে ৮৫০ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, জরুরি আমদানির দায় মেটাতে ডলার সহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরপরেও আটকে আছে ব্যাপক পরিমাণ পণ্য।এদিকে দীর্ঘদিন ধরে কমছে রেমিট্যান্স ও রপ্তানি আয়। একইসঙ্গে কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

বাংলাদেশ প্রতিদিনের খবর-পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক কোনো খবর নেই। বর্তমানে আমাদের নীতি হচ্ছে, আর একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেবো না। কিন্তু সেখানে যে সংঘাত চলছে, সেই জেরে নতুন করে কেউ আসলে আমরা তো গুলি করতে পারি না।’

 এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

১২ বছর পর প্রথমবার, SCO বৈঠকে পাক বিদেশমন্ত্রীকে আমন্ত্রণ ভারতের-সংবাদ প্রতিদিন

১২ বছর পর প্রথমবার পাকিস্তানের বিদেশমন্ত্রীকে দেশে আসার জন্য আমন্ত্রণ জানাল ভার‍ত। মে মাসে এসসিও সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীদের সম্মেলন হবে গোয়ায়। সেখানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হল পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারিকে।প্রসঙ্গত, কিছুদিন আগেই পাক (Pakistan) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) বলেছিলেন, ভারতের সঙ্গে যুদ্ধ নয়, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ব্যবস্থা করতে হবে।

রাজভবনে যাচ্ছেন না শুভেন্দু, ‘প্রথমেই ভুল মাস্টারের কাছে হাতেখড়ি’, রাজ্যপালকে কটাক্ষ দিলীপের-আনন্দবাজার পত্রিকা

সরস্বতী পুজোয় রাজভবনে হাতেখড়ি রাজ্যপাল সিভি আনন্দ বোসের। আর তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক টানাপোড়েন। রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানে থাকবেন না বলেই টুইটে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষও। যদিও বিজেপিকে পালটা জবাব দিয়েছে তৃণমূল।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নানা প্রান্ত থেকে নারী ও অল্প বয়সী মেয়েদের অপহরণ কিংবা প্রলোভন দেখিয়ে কাশ্মীরে পাচার করা হচ্ছে। ১৯৯০ সালের গোড়ার দিক থেকে এই ঘটনা শুরু হলেও এখন তা বাড়ছে। এই নারীদের পাচার করে কাশ্মীরে জোর করে বিয়ের জন্য বিক্রি করে দেওয়া হয়। এরমধ্যে রয়েছেন-ভারতের পশ্চিমবঙ্গের কৃষি শ্রমিকের চার সন্তানের মধ্যে নাজিমা একজন। এক পাচারকারী নাজিমাকে নিয়ে কাশ্মীরে একজনের কাছে বিক্রি করে দেন প্রায় সাতাশ হাজার রুপিতে। সেই তার বিয়ে। তারপর সেই ব্যক্তির সাথে। তিনি সম্প্রতি মারা যাওয়ায় নাজমা তিন সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।কান্নাজড়িত কণ্ঠে নাজিমা বলেন, ‘পাচারকারীরা আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে। আমি আর ফিরে যাওয়ার কথাও ভাবতে পারছি না।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬

ট্যাগ