অবশেষে গ্রেপ্তার
মাদক ব্যবসা করে কোটি টাকার সম্পদের মালিক ভূমিহীন দম্পতি!
সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ১০ মার্চ শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- মাদক ব্যবসা করে কোটি টাকার সম্পদের মালিক ভূমিহীন দম্পতি, শেষ পর্যন্ত গ্রেপ্তার-প্রথম আলো
- 'যতো দিন দাম কমবে না, ততো দিন মুরগি খাবো না'-ইত্তেফাক
- বিলাসী জীবন নিয়ে ফখরুলের বক্তব্যের জবাব দিলেন কাদের-যুগান্তর
- আচমকা বাংলাদেশ, ভারত, চীনসহ আসিয়ানের ৮ দূতকে রাখাইনে নিল মিয়ানমার-মানবজমিন
- ১৫০ টাকার ব্রয়লার বাজারে এসে ২৫০!-কালের কণ্ঠ
- নির্দলীয় সরকার বলতে সংবিধানে কিছু নেই: নানক-বাংলাদেশ প্রতিদিন
- খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে : গয়েশ্বর-ডেইলি নয়াদিগন্ত
কোলকাতার শিরোনাম:
- নিকৃষ্টতম স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় ভারত-সংবাদ প্রতিদিন
- চাকরি যাচ্ছে আরও ৮৪২ জনের!-আনন্দবাজার পত্রিকা
- মরিয়া চেষ্টা প্রশাসনের, বাঁধা পেরিয়ে বিধানসভা গেটে এসএফআই-গণশক্তি
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
সিদ্দিকবাজারে বিস্ফোরণ ঢাকা ও আশপাশের অনেক ভবনের গ্যাস–সংযোগ ঝুঁকিপূর্ণ-এটি প্রথম আলোর শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকায় চারটি সিটি করপোরেশন রয়েছে। এসব সিটি এলাকায় ২১ লাখের বেশি ভবন ও স্থাপনা রয়েছে। এর সঙ্গে ময়মনসিংহ সিটি করপোরেশন যোগ করলে এই সংখ্যা ২৫ লাখ ছাড়াবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এসব ভবনে প্রায় ২৮ লাখ ৫৮ হাজার সংযোগ দিয়েছে। এর বাইরে রয়েছে অবৈধ সংযোগ। বৈধ–অবৈধ অনেক সংযোগ এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের আশঙ্কা, এসব সংযোগ থেকে গ্যাস জমে যেকোনো সময় গুলিস্তানের মতো বড় দুর্ঘটনা ঘটতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত রাসায়নিক দ্রব্য থেকে দুর্ঘটনা ঘটার সময় আগুন লাগে। কিন্তু তিতাসের লাইনে লিকেজ বা ছিদ্র থাকলে কেউ বুঝে ওঠার আগেই আশপাশে গ্যাস জমতে থাকে। এই এলাকা যদি বদ্ধ হয়, বাতাস চলাচলের ব্যবস্থা না থাকে, তাহলে সামান্য শর্টসার্কিট বা দেশলাইয়ের আগুন থেকে ওই গ্যাস বিস্ফোরিত হতে পারে। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, সিদ্দিকবাজারে বিস্ফোরণ
অবহেলার অভিযোগে মামলা, আসামি অজ্ঞাতনামা।
'যতো দিন দাম কমবে না, ততো দিন মুরগি খাবো না'-ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ক্রমশ বেড়েই চলছে মাছ, মাংস, ডিম, সবজিসহ নিত্যপণ্যের দাম। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে ব্রয়লার মুরগির দামও। এক মাসের ব্যবধানে ব্রয়লারের দাম কেজিতে বেড়েছে প্রায় ১০০ টাকার মতো। ফলে অস্বস্তিতে রয়েছেন সাধারণ ক্রেতারা।সাধারণ মানুষের ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছে দেশি মুরগির দাম। সংশ্লিষ্টরা বলছেন, রমজান ঘিরে আরও অস্থির হয়ে উঠতে পারে ডিম ও মুরগির বাজার। তবে এখনইবা কম যায় কিসে! ডিম, মুরগি, গরু, খাসি, মাছ, শাক সবজি, ছোলা, ব্যসন, ডালসহ মুদিপণ্য সবকিছুর দাম বেড়েছে।
সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে এসেছেন চাকরিজীবী আনিসুল ইসলাম। নিত্যপণ্যের দাম বৃদ্ধির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, 'প্রতি সপ্তাহে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের বেতন তো বাড়ছে না। সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। জানিনা রোজার মাসে কিভাবে চলবো!
রাজধানীর কারওয়ান বাজারে সপ্তাহের বাজার করতে আসা ইব্রাহীম খলিল বলেন, 'আমাদের দেশে সব কিছুর দাম শুধু বেড়েই যায়, কিছুই কমে না।সবজির দাম বাড়ছে, মাছের দাম বাড়ছে, ডিমের দাম বাড়ছে। জানিনা এর সমাধান কবে হবে। তবে আমাদের উচিত যখন যে পণ্যের দাম বাড়বে তখন সেই পণ্য খাওয়া কমিয়ে দেওয়া। সম্ভব হলে সেই পণ্য সাময়িকভাবে বাদ দেওয়া, তাহলে হয়তো আমরা সাধারণ মানুষ মুনাফা লোভী সিন্ডিকেটের হাত থেকে মুক্তি পাবো। আমি যেমন মুরগি খাওয়া বাদ দিয়েছি, যতো দিন দাম কমবে না, ততো দিন মুরগি খাবো না!'
মাদক ব্যবসা করে কোটি টাকার সম্পদের মালিক ভূমিহীন দম্পতি, শেষ পর্যন্ত গ্রেপ্তার-প্রথম আলো
ভূমিহীন গোলজার আলী ও রোকসানা বেগম দম্পতি। গোলজার একসময় রিকশা চালাতেন। আর তাঁর স্ত্রী বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন। থাকতেন রংপুর রেলস্টেশন এলাকার বস্তিতে। মাদকের ব্যবসা করে ১৫ বছরের ব্যবধানে করেছেন কয়েক কোটি টাকার সম্পদ। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাঁরা কিনেছেন প্রায় ৪২ শতাংশ জমি। একটি ব্যাংকে এই দম্পতির ২০ লাখ টাকা লেনদেন হয়েছে। চারটি ব্যাংকে তাঁরা নতুন অ্যাকাউন্ট খুলেছেন।
শেষ পর্যন্ত গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের আশরতপুর এলাকার বাসা থেকে গোলজার-রোকসানা দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ।
মানবজমিনের খবরে লেখা হয়েছে, বাস্তুচ্যুত হাজার খানেক মিয়ানমারের নাগরিককে পাইলট প্রজেক্টের আওতায় রাখাইনে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে মিয়ানমার। বাংলাদেশ, ভারত, চীনসহ আসিয়ানের ৮ দূতকে মংডু এবং সিটুয়ের প্রত্যাবাসন ক্যাম্পগুলো সরজমিনে দেখিয়ে এমনটাই দাবি করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার বিকাল অবধি রাখাইনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন দূতরা। ঢাকা ও নেপিড'র দায়িত্বশীল কূটনৈতিক সূত্র রাতে মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছে।সূত্র মতে, চীনের বিনিয়োগে তৈরি হতে যাওয়া তেল কোম্পানী এবং গভীর সমুদ্রবন্দরে জন্য বিখ্যাত চাকফু এলাকায় ২০১২ সাল থেকে যে আইডিপি ক্যাম্প ছিল তাও দূতদের দেখানো হয়। সেই সঙ্গে বলা হয়, ওই ক্যাম্পগুলো বন্ধ করে পাশের গ্রাম পুনঃনির্মাণ করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্থায়ীভাবে সেখানে স্থানান্তর করা হবে।
বিলাসী জীবন নিয়ে ফখরুলের বক্তব্যের জবাব দিলেন কাদের-যুগান্তর
ক্ষমতাসীন দলের নেতাদের বিলাসী জীবনযাপন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা মন্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মির্জা ফখরুল বলেছিলেন আওয়ামী লীগ বিলাসী জীবনযাপনের জন্য রাজনীতি করে। আওয়ামী লীগ কোনো বিলাসী রাজনীতি করে না,পকেটের রাজনীতি করে বিএনপি, শেখ হাসিনার সরকার জনকল্যাণে রাজনীতি করে।খালেদা জিয়ার রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, মানবিক কারণে খালেদা জিয়ার জেলের বাইরে থাকলেও তার শাস্তি শেষ হয়নি। খালেদা জিয়ার রাজনীতির বিষয়টি আইনি প্রক্রিয়ায় সমাধান হবে।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:
নিকৃষ্টতম স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় ভারত-সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ভারত যখন মহা আড়ম্বরে জি-২০ সম্মেলনের আয়োজন করছে, সেই সময় আন্তর্জাতিক মহলে মুখ পুড়ল নরেন্দ্র মোদি সরকারের। ‘সামনের দিন’-এর ঢক্কানিনাদ বাজানো মোদি সরকারের শাসনকাল অর্থাৎ গত দশ বছরের নানা ঘটনা ভারতকে ‘সবচেয়ে খারাপ স্বৈরতান্ত্রিক’ দেশগুলোর তালিকায় স্থান পাইয়ে দিলো।সম্প্রতি ‘ডেফিয়েন্স ইন দ্য ফেস অফ অটোক্র্যাটাইজেশন’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করে এমনই দাবি করেছে সুইডেনের ভ্যারাইটিজ অফ ডেমোক্রেসি ইনস্টিটিউট। সেখানকার রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই সময়ের মধ্যে ভারতবাসী রাজনৈতিক মেরুকরণের ঘটনাতেও নাটকীয় উত্থান দেখেছে। আর এই গোটা ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই বিঁধেছে প্রতিষ্ঠানটি। সারা বিশ্বের সামনে এই রিপোর্ট প্রকাশ হতেই মুখ পুড়েছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের।
নিকৃষ্টতম স্বৈরতান্ত্রিক দেশগুলির তালিকায় ভারতের পাশাপাশি রয়েছে আফগানিস্তান, ব্রাজিল, মিয়ানমারের নামও।
আনন্দবাজার পত্রিকার খবর-১২০ মিনিট সময় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু ৮৯ মিনিটেই এসএসসির সুপারিশপত্র ছাড়া চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে, এমন ৫৭ জন গ্ৰুপ সি কর্মীর নামের তালিকা প্রকাশ করে দিলেন এসএসসি কর্তৃপক্ষ! প্রসঙ্গত, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগের ক্ষেত্রে সুপারিশপত্র দেয় এসএসসি। তার ভিত্তিতে নিয়োগপত্র দেয় মধ্যশিক্ষা পর্ষদ। গত বছর একটি মামলায় অভিযোগ করা হয়েছিল, এসএসসি-র গ্রুপ সি পদে প্রায় ৩৫০ জন কর্মীকে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে।
অপর খবরে লেখা হয়েছে, এসএসসি গ্রুপ ডি’র পর গ্রুপ সি। এবার মোট ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার বিকেল ৩টের মধ্যে তাঁদের নিয়োগপত্র বাতিল করবে মধ্যশিক্ষা পর্ষদ।
মরিয়া চেষ্টা প্রশাসনের, বাঁধা পেরিয়ে বিধানসভা গেটে এসএফআই-গণশক্তির এ শিরোনামের খবরে লেখা হয়েছে, মিছিল করতে দেবে না। সকাল থেকে এই মানসিকতা নিয়েই। শিয়াদহ এবং হাওড়া স্টেশনে ‘জমায়েত’ করে পুলিশ। শুধু পুলিশ নয় তৃণমূলের গুণ্ডা বাহিনী।এসএফআই নেতৃত্ব জানিয়ে দিয়েছিল যে কোনো পরিস্থিতিতে তারা বিধানসভা অভিযান করবেই। তারা তাদের কথা রেখেছে।মিছিল থেকে গ্রেপ্তার এসএফআই সর্বভারতীয় নেতৃত্ব। অপর এক খবরে লেখা হয়েছে, মিছিল থেকে গ্রেপ্তার এসএফআই সর্বভারতীয় নেতৃত্ব। অন্য এক খবরে লেখা হয়েছে, কর্মীদেরই ব্যাগে তল্লাশি নবান্নে, ত্রস্ত সরকার।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০