মার্চ ১৮, ২০২৩ ১৭:২০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ১৮ মার্চ শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • মাহিয়া মাহি কারাগারে, রিমান্ডের আবেদন নামঞ্জুর
  • বিশেষ সাক্ষাৎকার জেড আই খান পান্না
  • সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ গায়ের জোর দেখানোর জায়গা নয়-প্রথম আলো
  • ইমরানের বাসভবনে পুলিশের ‘তাণ্ডব’, গ্রেপ্তার ২০-ইত্তেফাক
  • দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সিন্ডিকেটে সরকার সম্পৃক্ত: গণতন্ত্র মঞ্চ-যুগান্তর
  • আরাভকে আমি চিনি না: বেনজীর-মানবজমিন
  • পুতিনের গ্রেপ্তারি পরোয়ানা ‘মূল্যহীন’টয়লেট পেপার হিসেবে কাজে দেবে : রাশিয়া-কালের কণ্ঠ
  • সরকারকে টেনে নামানোর হুমকি-ধমকি কৌতুক : তথ্যমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
  • ডাচ-বাংলার টাকা ছিনতাই : মূল পরিকল্পনাকারী সোহেল গ্রেফতার- নয়াদিগন্ত

কোলকাতার শিরোনাম:

  • বিদেশে গিয়ে দেশের ‘নিন্দা’ করেননি ইন্দিরাও, ঠাকুমার দৃষ্টান্ত দেখিয়েই রাহুলকে তোপ শাহর-সংবাদ প্রতিদিন
  • লাদাখ সীমান্তে পরিস্থিতি ভালো নয়, চীন নিয়ে উদ্বিগ্ন জয়শংকর-আনন্দবাজার পত্রিকা
  • মহারাষ্ট্রে কৃষক পদযাত্রাতেই মৃত্যু এক ব্যক্তির-গণশক্তি

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

আরাভ খান দেশের সর্বত্র আলোচনার বিষয়। এ সম্পর্কে যুগান্তরের খবর-সেই আরাভ খানের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। খবরটিতে লেখা হয়েছে, পুলিশ কর্মকর্তা হত্যার আসামি আরাভ খান। পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় তিনি পলাতক রয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে রয়েছে আরও হত্যা, ধর্ষণ, অস্ত্রসহ অন্তত ৯ মামলা।

সেই আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার সব চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরই মধ্যে তাকে (আরাভ খান) ধরতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। তাকে দেশে ফেরাতে সব রকম চেষ্টা চলছে। এদিকে মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, পুলিশের সাবেক মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, আরাভকে আমি চিনি না।বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। ওই স্ট্যাটাসে তিনি বলেন, 

'সম্মানিত দেশবাসী, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চাই আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয় নামে কাউকে চিনি না।আরাভ খানের সঙ্গে দেশের অনেকের সংশ্লিষ্টতার বিষয়ে নানা গুঞ্জন উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পুলিশের বিরুদ্ধে করা চিত্রনায়িকা মাহিয়া মাহির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্ব-ইরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।শনিবার দুপুর পৌনে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা পুলিশের মামলায় গ্রেফতার হন মাহি। ওই মামলায় তার স্বামী আওয়ামী লীগ নেতা রাকিব সরকারকে পলাতক দেখানো হয়েছে।বিমানবন্দর থেকে মাহিকে নেওয়া হয় গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) হেডকোয়ার্টারে। দুপুরে তাকে গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। পরে মাহিকে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। তবে আদালতের বিচারক রিমান্ড মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।তবে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানায়নি পুলিশ। এর কারণ হিসেবে জিএমপির কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, যেহেতু তিনি প্রেগনেন্ট, তাই আমরা তার রিমান্ড চাইনি।

আদালত চত্বরে যা বললেন মাহিয়া মাহি-ইত্তেফাক

আদালত থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘জাজ আমার সঙ্গে কোনো কথা বলে নাই। জাজ একটা কথাও বলে নাই। জাজ জাস্ট চেয়ারে বসেছেন, আর উঠেছেন। ১ সেকেন্ডের মধ্যে কোর্ট কীভাবে শেষ হয়ে যায়? কোর্ট আমার সঙ্গে কোনো কথাই বলে নাই।’এর আগে শুক্রবার ফেসবুক লাইভে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

একই দিন মাহিয়া মাহি বলেন, আমার স্বামীসহ আমার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। একটি হয়েছে ওখানে মারামারির ঘটনায় অন্যটি হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। এদিকে প্রশ্ন উঠেছে বিভিন্ন দৈনিকে-মাহির স্বামী কোথায়?

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সিন্ডিকেটে সরকার সম্পৃক্ত: গণতন্ত্র মঞ্চ-যুগান্তর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সিন্ডিকেটে সরকার সম্পৃক্ত বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। শনিবার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে এক প্রতিবাদ সমাবেশে নেতারা এ অভিযোগ করেন। সমাবেশের পর তারা বিজয় নগর সড়ক পর্যন্ত মিছিল করে।

সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। তাদের কোনো কিছু করবার ক্ষমতা নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সিন্ডিকেটেই ভূত আছে। এই সরকার নিজেই একটা সিন্ডিকেট— ভোট ডাকাতির সিন্ডিকেট, লুটপাটের সিন্ডিকেট, জনগণের ওপরে নির্যাতন করার সিন্ডিকেট। আর তাদের সিন্ডিকেটের শাখা হচ্ছে দ্রব্যমূল্য বাড়িয়ে অথবা সুবিধা মতো জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারি করা। আমরা খুব স্পষ্ট কন্ঠেই বলতে চাই, এর বিরুদ্ধে লড়াইটাই চূড়ান্ত।

বিশেষ সাক্ষাৎকার জেড আই খান পান্না-সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ গায়ের জোর দেখানোর জায়গা নয়-প্রথম আলো

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটল। একজন আইনজীবী হিসেবে বিষয়টি কীভাবে দেখছেন?

জেড আই খান পান্না:  আমি বলব, আমাদের সব অর্জন বিসর্জন হলো। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ এমন একটি স্থান, যেখানে গণতন্ত্রের চর্চা হয়ে আসছে, সংবিধান ও মানবাধিকার রক্ষার জন্য আন্দোলন হয়েছে। আইনজীবীদের মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল, এই ঘটনায় তাও নষ্ট হয়ে গেল। আইনের শাসন প্রতিষ্ঠা,সংবিধানকে সমুন্নত রাখার কথা তো আইনজীবীরাই বলতেন। তারা মানবাধিকার রক্ষার কথা বলতেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথাও আইনজীবীরা বলতেন।এর পেছনে কি রাজনীতি আছে বলে মনে করেন?

জেড আই খান পান্না: রাজনীতি করার অধিকার সবার আছে। কিন্তু সুপ্রিম কোর্ট অঙ্গনকে অবশ্যই দলীয় রাজনীতির বাইরে রাখতে হবে। বুধ ও বৃহস্পতিবার যা ঘটল, সামরিক শাসনামলেও তা ঘটেনি। এ জন্য আমি ব্যথিত ও মর্মাহত।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

লাদাখ সীমান্তে পরিস্থিতি ভালো নয়, চীন নিয়ে উদ্বিগ্ন জয়শংকর-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, লাদাখে ভারত-চীন সীমান্তের পরিস্থিতি ভাল নয় বলে দাবি করেছেন খোদ ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। তার দাবি, সীমান্তের বেশ কিছু অংশে চীন এবং ভারতের সেনাবাহিনী পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। শনিবার একটি ইংরেজি সংবাদমাধ্যম আয়োজিত আলোচনা সভায় জয়শংকর বলেন, ‘আমার মতে লাদাখ সীমান্তের পরিস্থিতি এখনো ভয়ংকর অবস্থায় রয়েছে।’ মন্ত্রীর এই দাবিতে চীন-ভারত সম্পর্ক নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে।২০২০ সাল থেকে বার বারই উত্তপ্ত হয়েছে ভারত-চীন সীমান্ত। গালওয়ান উপত্যকায় ভারত এবং চীনের সেনাবাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে ঘটনায় ২০ জন ভারতীয় সেনা এবং ৪০ জনেরও বেশি চীনা সেনার মৃত্যু হয়। ২০২২ সালের ডিসেম্বরেও উত্তপ্ত হয়ে উঠেছিল লাদাখ সীমান্ত।এদিকে শুক্রবারই ভারতের সেনাপ্রধান মনোজ পাণ্ডে জানান, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর দ্রুত শক্তি বৃদ্ধি করছে চীন।চীন সীমান্ত নিয়ে সেনাপ্রধানের এই বক্তব্যের পরই পররাষ্ট্রমন্ত্রীর এই ‘উদ্বেগকে’ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বিদেশে গিয়ে দেশের ‘নিন্দা’ করেননি ইন্দিরাও, ঠাকুমার দৃষ্টান্ত দেখিয়েই রাহুলকে তোপ শাহর-সংবাদ প্রতিদিন

বিদেশের মাটিতে দেশের সমালোচনা করেছেন রাহুল গান্ধী, এই অভিযোগে সরব বিজেপি শিবির। এই প্রসঙ্গেই এবার অমিত শাহের কটাক্ষ, এমনকি ইন্দিরা গান্ধীও দেশের অন্দরের রাজনীতির কথা বিদেশে বলতেন না। ব্যক্তিগত পরিসর টেনেই এবার কংগ্রেস সাংসদকে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সাম্প্রতিক ব্রিটেন সফরে রাহুল গান্ধী বলেন, মোদি জমানায় ভারতে গণতন্ত্রের অবক্ষয়ের কথাই বারে বারে বলেছেন রাহুল। এমনকি হাউস অব কমন্সে কথা বলতে গিয়ে তিনি যখন দেখেন মাইক্রোফোন খারাপ, সেই সময়ে রাহুল বলেছিলেন, ভারতীয় সংসদে কিন্তু মাইক খারাপ হয়নি। বন্ধ করে দেওয়া হয়েছে। কণ্ঠরোধ করা হয়েছে বিতর্কের।রাহুলের এই মন্তব্যের পরেই তাঁর ক্ষমাপ্রার্থনার দাবিতে সুর চড়িয়েছে গেরুয়া শিবির।

মহারাষ্ট্রে কৃষক পদযাত্রাতেই মৃত্যু এক ব্যক্তির-গণশক্তি

মহারাষ্ট্রের নাসিক জেলা থেকে মুম্বাই পর্যন্ত হাজার হাজার কৃষক ও আদিবাসীদের লং মার্চে অংশগ্রহণকারী ৫৮ বছর বয়সী একজন কৃষক মারা গেছেন। পেঁয়াজ চাষীদের প্রতি কুইন্টাল ৬০০ টাকার দাবি, কৃষকদের ১২ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং কৃষি ঋণ মকুবের দাবিতে গত রবিবার ডিন্ডোরি থেকে হাজার হাজার কৃষক ও আদিবাসীদের ২০০ কিলোমিটার পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি বর্তমানে মুম্বাই থেকে ৮০ কিলোমিটার দূরে থানে জেলার ভাসিন্দ শহরে পৌঁছেছে।#

 পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮

ট্যাগ