মার্চ ২০, ২০২৩ ১৫:৫৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ২০ মার্চ সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ব্যর্থ বিএনপি এখন সড়ক দুর্ঘটনা নিয়ে রাজনীতি করছে: কাদের -ইত্তেফাক
  • আরাভ খানের নামে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ – যুগান্তন্তর/ইত্তেফাক 
  • বারও সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, পেছাল বাংলাদেশ-প্রথম আলো
  • বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ পিতা-মানবজমিন
  • পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, নকশায়ও নেই নিরাপত্তাবেষ্টনী -কালের কণ্ঠ
  • গুলিস্তানে ৩ মরদেহ উদ্ধার বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পেল র‍্যাবের কুকুর -বাংলাদেশ প্রতিদিন 

ভারতের শিরোনাম:

  • নিয়োগ দুর্নীতির টাকা কোন খাতে বইল?-আনন্দবাজার পত্রিকা
  • ডান্স বারে বঙ্গ বিজেপি নেতারা! ছবি ভাইরাল হতেই শোরগোল গেরুয়া শিবিরে -সংবাদ প্রতিদিন
  • রাহুলকেই আক্রমণ মমতার-গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

বনানী থেকে আটক বিএনপির ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা-মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, রাজধানীর বনানী ক্লাব থেকে আটক মুন্সীগঞ্জ বিএনপির ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। বনানী ক্লাবে গোপন বৈঠকে মিলিত হয়ে তারা রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছিলেন বলে দাবি করেছে পুলিশ। আজ দুপুরে মামলার তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বনানী ক্লাব থেকে আটক ৫৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

ব্যর্থ বিএনপি এখন সড়ক দুর্ঘটনা নিয়ে রাজনীতি করছে: কাদের-ইত্তেফাক

সড়ক দুর্ঘটনা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২০ মার্চ) এক বিবৃতিতে মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে। নেতিবাচক রাজনীতি করতে করতে এবং মিথ্যা কথা বলতে বলতে বিএনপি’র অবস্থা এখন এমন হয়েছে যে, বজ্রপাতে মৃত্যু হলেও তার দায় সরকারের ওপর চাপানোর অপরাজনীতিতে লিপ্ত হয়।’

যুগান্তরের খবরে লেখা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা আওয়ামী লীগ নিয়ে এসেছিল উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসেই সংবিধান পালটে দিল। কারণ কিছু দিনের মধ্যেই দেখল তারা নিরপেক্ষ নির্বাচনে জয়ী হতে পারবে না। সেই জন্য তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে।’

‘এখনো তারা চিৎকার করছে, সংবিধানের আলোকে নির্বাচন হবে। কোন সংবিধান? এই সংবিধান তো সেই সংবিধান নেই! এটা তারা পরিবর্তন করেছে গায়ের জোরে।’

আন্দোলনেই সমাধান দেখছে বিএনপি-মানবজমিন

জাতীয় নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকারের সুরাহা চায় বিএনপি। নির্দলীয় সরকারের দাবিকে প্রধান করে ১০ দফার আন্দোলন করছে দলটি। একই দাবিতে যুগপৎ আন্দোলনে আছে সমমনা ৫৪টি রাজনৈতিক দল। ইতিমধ্যে যুগপৎ কর্মসূচিও পালন করছে দলগুলো। বিরোধীরা নির্দলীয় সরকারের দাবি করলেও সরকার বলছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এমন অবস্থায় প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে যাবে কিনা এ নিয়ে সংশয় সব মহলে। তবে বিএনপি বলছে, নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। আন্দোলনের মাধ্যমেই নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করা হবে। সরকারের কাছে দাবি দিয়ে এটি আদায় করা যাবে না।

আরাভ খানের নামে ইন্টারপোলের ‘রেড নোটিশ’-যুগান্তর

আরাভ খান

বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে দুবাইয়ে সোনার শো-রুমের মালিক হওয়া আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপন ওরফে হৃদয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয়েছে। এই তথ্য জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, আরাভের বিরুদ্ধে ইন্টারপোল ‘রেড নোটিশ’ জারি করেছে।

তিনি বলেন, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। কিছুক্ষণ আগে জানতে পেরেছি, ইন্টারপোল আবেদনে সাড়া দিয়ে রেড নোটিশ জারি করেছে। 

আরাভ খান ঢাকায় পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার অন্যাতম আসামি। তার প্রকৃত নাম রবিউল ইসলাম। পুলিশ মামলার আসামি হওয়ার পর পালিয়ে ভারতে আশ্রয় নেন। সেখানে বস্তিতে থেকে ভারতীয় পাসপোর্টে ‍দুবাই চলে যান। আরাভের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। সেখানে তার বিরদ্ধে গ্রেফতারি পরোয়ানা গেছে ৯টি। আরাভ খান অন্তত ৫টি বিয়ে করেছেন। চিত্রজগতের অনেকের সাথে তার যোগাযোগ আছে। 

আরাভ খানের সঙ্গে পুলিশের সাবেক এক কর্মকর্তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। উপযুক্ত সময়ে আপনাদের জানাবো।

দুবাইয়ে আরাভের অলৌকিক উত্থান-যুগান্তর

স্বর্ণ চোরাচালানচক্রের সন্ধানে গোয়েন্দারা-যুগান্তরের অপর এক খবরে লেখা হয়েছে, পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আরাভ খানের অলৌকিক উত্থান মাত্র তিন বছরে। দুবাইয়ে হাজার কোটি টাকার সম্পদ তার। কয়েকদিন আগে সেলিব্রেটিদের দিয়ে শতকোটি টাকার স্বর্ণের দোকান উদ্বোধন করিয়েছেন। এসব ঘিরে নানা আলোচনার পর দেশে আন্তর্জাতিক স্বর্ণ চোরাকারবারি চক্রের নিয়ন্ত্রক কারা, তা জানতে কাজ করছেন গোয়েন্দারা। তাদের ধারণা, আরাভের সঙ্গে দুবাই-ঢাকা-ভারত রুটে স্বর্ণ চোরাকারবারিদের যোগসূত্র রয়েছে। তাই আরাভকে সামনে রেখে পেছন থেকে যারা কলকাঠি নাড়ছেন, এখন তাদের বিষয়ে তথ্যানুসন্ধান চলছে। ফেসবুকে ফাঁস হওয়া আরাভ ও এক প্রবাসী সাংবাদিকের কথোপকথন নিয়ে চলছে নানা হিসাবনিকাশ। ওই কথোপকথনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রভাবশালী এক রাজনীতিক এবং পুলিশের সাবেক এক শীর্ষ কর্মকর্তার নাম উঠে এসেছে। এই নামগুলো সামনে আনার নেপথ্যে স্বর্ণ চোরাচালান চক্রের হাত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

আরাভ খান

সংশ্লিষ্টরা বলেছেন, স্বর্ণ চোরাকারবারিদের অত্যন্ত পছন্দের রুট দুবাই-ঢাকা-ভারত। প্রবাসে কাজ করা শ্রমিক ও ভ্রমণপিপাসুদের মধ্যপ্রাচ্যের দেশটিতে যাতায়াত হরহামেশাই। এ সুযোগটি কাজে লাগায় তারা। শনিবার এক অনুষ্ঠানে আরাভও স্বীকার করেন তিনি স্বর্ণ ব্যবসায় ‘মিডল ম্যান’ হিসাবে কাজ করেন। এর থেকে প্রাপ্ত ‘কমিশন’ তার আয়ের অন্যতম উৎস। এছাড়া তাকে নিয়ে এত আলোচনার পেছনে দুবাইয়ে অবস্থানরত অন্য স্বর্ণ ব্যবসায়ীদের হাত রয়েছে বলেও একাধিকবার তিনি অভিযোগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি বলেন, ‘সব দোকানের চেয়ে কমে ডিসকাউন্টে মাল (স্বর্ণ বিক্রি) দেব। আর আশপাশে ১০০ দোকান থাকলেও ক্রেতারা যেখানে ডিসকাউন্ট পাবে, সেখানেই তো যাবে। এতে অন্য ব্যবসায়ীরা ভয় পেয়ে এগুলো শুরু করেছে। এ ঘোষণাটা দিয়েই ভুল করেছিলাম।’ তার এমন বক্তব্যে গোয়েন্দাদের সন্দেহ আরও বেড়েছে। কারণ, শুরু থেকেই আরাভের উত্থানের পেছনে শক্তিশালী গ্রুপের হাত থাকার বিষয়টি আলোচনায় আসছে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, দেড় বছর ধরে স্বর্ণের ব্যবসা করা আরাভ কীভাবে পুরোনো ব্যবসায়ীদের টেক্কা দিয়ে এত কমে স্বর্ণ বিক্রির ঘোষণা দিল?

বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ পিতা-মানবজমিন/যুগান্তর

গোপালগঞ্জ সদরের পাঁচুরিয়া এলাকার মো. মাসুদ মিয়া। এসেনশিয়াল ড্রাগসের নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত তিনি। বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে সুইটিকে ঢাকায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। রোববার (১৯ মার্চ) ভোরে গোপালগঞ্জ থেকে উঠেছিলেন ইমাদ পরিবহনের বাসটিতে। দুর্ঘটনায় তিনি বেঁচে গেলেও হারিয়েছেন মেয়েকে। শোকে বিহ্বল পিতা মাসুদ মিয়া বাকরুদ্ধ।তিনি জানান, মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তার। মেয়ে সুইটি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২য় বর্ষে পড়তো। ঢাকার মিরপুরে একটি বাসায় ভাড়া থাকতো মেয়ে।মো. মাসুদ মিয়া আহাজারি করতে করতে বলেন, মেয়েকে ঢাকায় পৌঁছে দেয়া হলো না। আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলো।আমি মরে গিয়ে যদি মেয়েটা বেঁচে থাকতো।

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, নকশায়ও নেই নিরাপত্তাবেষ্টনী-কালের কণ্ঠ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকা থেকে মাওয়া পর্যন্ত সড়কের দুই পাশে নিরাপত্তাবেষ্টনী আছে। কিন্তু পদ্মা সেতু প্রকল্পের অধীন সড়কটির সাড়ে ১১ কিলোমিটার অংশে কোনো নিরাপত্তাবেষ্টনী নেই। গতকাল রবিবার মাদারীপুরের শিবচরে সড়ক থেকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আট ফুট নিচে পড়ে যায়। এতে ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ২৫ জন। দুর্ঘটনাটি ঘটেছে সেতু থেকে প্রায় চার কিলোমিটার দূরে, নিরাপত্তাবেষ্টনীহীন এলাকায়।

জানতে চাইলে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘এটা ডিজাইনে (নকশায়) ছিল না। যে ডিজাইন দেওয়া হয়েছে সে ডিজাইন অনুযায়ী আমরা কাজ করেছি। এখন এই ডিজাইনে নিরাপত্তাবেষ্টনী যুক্ত করতে হলে বিশেষজ্ঞ মতামত লাগবে। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আমার কাজ ডিজাইন অনুসরণ করা। আমি সেটা করেছি।’

বারও সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, পেছাল বাংলাদেশ-প্রথম আলো

এবারও সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পেয়েছে ফিনল্যান্ড। এ নিয়ে পরপর ছয়বার দেশটি সুখী দেশের তালিকায় সবার ওপরে রয়েছে। অন্যদিকে এবারের সুখী দেশের তালিকায় তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নাম।

আর ১৩৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৮তম। ২০২২ সালের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল ৯৪।আজ সোমবার (২০ মার্চ) আন্তর্জাতিক সুখ দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদে ২০১২ সালের ১২ জুলাই এই দিনকে সুখ দিবস পালনের সিদ্ধান্ত হয়। সুখ এবং ভালো থাকাকে একটি সর্বজনীন লক্ষ্য ও প্রত্যাশা নিয়েই দিবসটির উৎপত্তি। প্রতিবছর ২০ মার্চ সুখ দিবসের প্রাক্কালে সুখী দেশের তালিকা প্রকাশ করে জাতিসংঘ।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

ডান্স বারে বঙ্গ বিজেপি নেতারা! ছবি ভাইরাল হতেই শোরগোল গেরুয়া শিবিরে-সংবাদ প্রতিদিন

ডান্স বারে বিজেপি (BJP) নেতারা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল গেরুয়া শিবিরে। তুমুল সমালোচনার ঝড়। বিজেপির কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলার সভাপতি অরিজিৎ বক্সী ও জেলার যুব মোর্চার সভাপতি শঙ্খদীপ মধু-কে ওই ডান্স বারে দেখা যাচ্ছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অস্বস্তিতে বঙ্গ বিজেপি। ‘সেভ বেঙ্গল বিজেপি’-র তরফে টুইট করে এই ছবি প্রকাশ্যে আনা হয়েছে।

অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিস বিশ্বভারতীর, কর্তৃপক্ষের আচরণে ক্ষুব্ধ আশ্রমিকরা-সংবাদ প্রতিদিন

জমি বিতর্কে নোবেলজয়ী অর্মত্য সেনের সঙ্গে বিশ্বভারতীর সংঘাত তুঙ্গে। এবার নোবেলজয়ীকে উচ্ছেদের নোটিস পাঠাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৯ মার্চ অমর্ত্য সেন বা তাঁর কোনও প্রতিনিধিকে বিশ্বভারতীর সেন্ট্রাল অ্যাডমিশন বিল্ডিংয়ে হাজির হতে বলা হয়েছে। বিশ্বভারতীর স্পষ্ট বক্তব্য, অমর্ত্য সেনের পিতা আশুতোষ সেনকে ৯৯ বছরের জন্য দেওয়া হয়েছিল সম্পত্তি। পুরো সম্পত্তি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের। তাই চিঠিতে বর্ষীয়ান অর্থনীতিবিদকে ১৩ ডেসিমেল জমির জবরদখলকারী হিসবে উল্লেখ করেছে বিশ্বভারতী। সেইসঙ্গে তাঁকে জমি ফেরত দেওয়ার উপদেশও দেওয়া হয়েছে। তবে অমর্ত্য সেন বর্তমানে বিদেশে। তাঁর আইনজীবী জানিয়েছেন, “এখনও পর্যন্ত আমাদের হাতে কোনও চিঠি আসেনি। জমির জবর দখলের কোনও প্রশ্নই নেই। রেকর্ড রয়েছে অমর্ত্য সেনের পিতা আশুতোষ সেনের নামে। রেকর্ড সংশোধন হলেই সব পরিষ্কার হয়ে যাবে।” এদিকে কর্তৃপক্ষের এই পদক্ষেপে যথেষ্ট ক্ষুব্ধ বিশ্বভারতীর প্রবীণ আশ্রমিক থেকে প্রাক্তনীরা। সকলেই একে ঔদ্ধত্যপূর্ণ আচরণ বলে মনে করছেন। পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বিষয়টি বিচারাধীন থাকাকালীন কীভাবে এই নোটিস দেওয়া সম্ভব হল? এই প্রসঙ্গে উঠল সেই প্রশ্নও।

নিয়োগ দুর্নীতির টাকা কোন খাতে বইল?-আনন্দবাজার পত্রিকা

নিয়োগ দুর্নীতীর টাকা কোথা থেকে এসেছে, কোথায় গিয়েছে, তার সন্ধানে নতুন এফআইআর দায়ের করে তদন্তে নামল সিবিআই। এ ব্যাপারে সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির নেপথ্যে থাকা অনেক মাথাই এখনও আড়ালে রয়ে গিয়েছে আশঙ্কা করে সিবিআইকে পদক্ষেপ করতে বলেছিলেন বিচারপতি। হাই কোর্টের নির্দেশেই নিয়োগ দুর্নীতির ‘অজানা’ সূত্রের সন্ধানে নতুন এফআইআর দায়ের করল সিবিআই। শনিবার ১৮ মার্চ এই সংক্রান্ত এফআইআর দায়ের করা হয়েছে। তাতে সিবিআই জানিয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের অজ্ঞাত পরিচয় কিছু কর্মী এবং কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

রাহুলকেই আক্রমণ মমতার-গণশক্তি

সংসদের অচলাবস্থায় মোদীকে দায়ী করার বদলে রাহুল গান্ধীকেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাহুল গান্ধীর বিদেশে করা মন্তব্য নিয়ে হইচই পাকিয়ে ট্রেজারি বেঞ্চ থেকে সংসদ অচল করে রাখায় সারা দেশজুড়ে যখন মোদী সরকার ও বিজেপি’কে ধিক্কার জানানো হচ্ছে, তখন মমতা ব্যানার্জি বর্শাফলক তাক করেছেন কংগ্রেসের দিকে। রবিবার তিনি বলেছেন, রাহুল গান্ধী মোদীরই লোক, রাহুল গান্ধী থাকলে মোদীকে কেউ কোনোদিন হারাতে পারবে না।

দৈনিকটির অপর এক খবরে লিখেছে, ‘প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী একসাথে রাহুল গান্ধীর ভাবমূর্তি ক্ষুন্ন করতে চাইছে’। সোমবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি আরও বলেছেন যে, প্রধানমন্ত্রীর কথায় মমতা ব্যানার্জি রবিবার রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন। চৌধুরীর কথায় নিজেকে সিবিআই এবং ইডির হাত থেকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীর কথায় তিনি কংগ্রেসকে আক্রমণ করছেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০

ট্যাগ