এপ্রিল ১১, ২০২৩ ১৫:২৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১১ এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ধ্বংসাবশেষ সরিয়ে দৃশ্যমান বঙ্গবাজারের অস্থায়ী মার্কেট, দোকানিরা বসবেন কাল -প্রথম আলো
  • ঘোমটা পরে নির্বাচনে আসবে বিএনপি: ওবায়দুল কাদের –ইত্তেফাক
  • সরকার রাজতন্ত্র কায়েম করতে চায় : মির্জা ফখরুল -নয়া দিগন্ত
  • মামলাজট নিরসনে দ্রুত নতুন বিচারক নিয়োগের কাজ চলছে: প্রধান বিচারপতি - বাংলাদেশ প্রতিদিন
  • ব্লিনকেন-মোমেন বৈঠক সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ঢাকা -কালের কণ্ঠ
  • ডিজিটাল আইন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ -মানবজমিন
  • সারের দাম কেজিতে বাড়ল ৫ টাকা -যুগান্তর

কোলকাতার শিরোনাম:

  • ভারতে মুসলিমরা সুরক্ষিত, পাকিস্তানে নয়’, আমেরিকায় বসে দাবি নির্মলা সীতারমণের -সংবাদ প্রতিদিন
  • জাতীয় দলের তকমা নেই তৃণমূলের - আনন্দবাজার
  • সংখ্যালঘু নিপীড়নে বিদেশে প্রশ্নের মুখে সীতারামন -গণশক্তি

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. মোমেনকে ব্লিঙ্কেন: বাংলাদেশে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে মুখিয়ে আছে বিশ্ব-এটি দৈনিক মানবজমিনের শিরোনাম এটি। কী বলবেন আপনি?

২. ‘প্রতিরোধ ফ্রন্টের অনুকূলে বদলে যাচ্ছে বিশ্ব ব্যবস্থা’-এমন একটা কথা ইরানের পক্ষ থেকে বেশ জোরেশোরে বলা হচ্ছে। আসলে কী তাই ঘটছে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

ইতিহাস বিকৃতির দায়ে ঢাবি অধ্যাপক ইমতিয়াজকে অব্যাহতি, নতুন পরিচালক নিয়োগ-মানবজমিন অনলাইনের খবর

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ-এর পরিচালক পদ থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ-এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার তাকে এই নিয়োগ প্রদান করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের লেখা ‘হিস্টোরাইজিং ১৯৭১ জেনোসাইড: স্টেট ভার্সেস পারসন’ বইয়ে মুক্তিযুদ্ধের ‘ইতিহাস বিকৃতির’ অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায় বিভিন্ন মহল।

ঘোমটা পরে নির্বাচনে আসবে বিএনপি: ওবায়দুল কাদের-ইত্তেফাক

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সরাসরি না এলেও ঘোমটা পরে আসবে। এটা তাদের রাজনীতির আরেক ভন্ডামি। তিনি বলেন, ‘বিভিন্ন পর্যায়ের স্থানীয় নির্বাচনে বিএনপির দলীয় প্রতীক (ধানের শীষ) ছিল না, কিন্তু ঘোমটা পরে সব খানেই তাদের প্রার্থী ছিল। এই ঘোমটা পরা প্রার্থী কিন্তু সিটি নির্বাচনেও থাকবে। সিলেটের বর্তমান মেয়র আরিফ অলরেডি ঘোষণা দিয়েছেন। অন্যান্য সিটিতেও ঘোমটা পরা তাদের স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।’ তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে একটি মহল বিএনপির নেতৃত্বে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত দিবসগুলোকে অস্বীকার করে, পালন করে না, উপেক্ষা করে। এর মধ্যে ১৭ এপ্রিল একটি। এদিন দেখবেন বিএনপির কোনো কর্মসূচি নেই।

সরকার রাজতন্ত্র কায়েম করতে চায় : মির্জা ফখরুল-নয়া দিগন্ত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার একটি অবৈধ সরকারই নয়, দখলদারি সরকারের ভূমিকা পালন করে রাজতন্ত্র কায়েম করতে চায়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তিনি বলেন, এখন পরিস্থিতি খুব ভয়াবহ। আমাদের গণতন্ত্রকামি জাতিকে একটি ভয়াবহ সঙ্ঘাতের দিকে ফেলে দেয়া হচ্ছে। কিভাবে নাগরিককে ভয়-ভীতি দেখিয়ে দাস করে রাখা যায়; তারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বাংলাদেশে। এরা রাজতন্ত্র কায়েম করতে চায়।

মহাসচিব বলেন, এখন একটাই মত, এ সরকারকে সরাতে হবে। কারণ একে সরানোর কোনো বিকল্প নেই। বিচার বিভাগের বিচার পাওয়া এখন একটা ভাগ্যের ব্যাপার। অর্থনৈতিক, স্বাস্থ্য ব্যবস্থাকে এরা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। সামনে নির্বাচনকে রেখে তারা নতুন নতুন আইন করছে। যাতে কেউ রুখে দাঁড়াতে না পারে, প্রতিবাদ না করতে পারে। নির্বাচনে প্রতিপক্ষকে আইন দিয়ে ঘায়েল করে এরা পার হতে চায়।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এখন তত্ত্বাবধায়ক সরকার মানতেই চায় না। তারা বলে এটা বাতিল হয়েছে। কবর হয়েছে। আপনারা যখন এই ব্যবস্থার দাবিতে আন্দোলন করেছিলেন। তখন কি এটা জীবন্ত ছিল? আমরা তো আপনাদের দাবি মেনে ছিলাম। তত্ত্বাবধায়ক সরকার আমাদের সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিল। তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে। এর মাধ্যমে সবার ভোটাধিকার ফিরে পাবে। ডিজিটাল আইন নামে এই কালা কালুন বাতিল করতে হবে।

ডিজিটাল আইন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে-মানবজমিন

বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে আবারও উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফ্রিংয়ে এই উদ্বেগ জানান দপ্তরটির প্রধান উপমুখপাত্র ভেদান্ত প্যাটেল। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন,  ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে বাংলাদেশ ১০ ধাপ পিছিয়েছে। এর পেছনে আছে বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি আইন। ব্রিফিংয়ে এই আইনকে সাংবাদিকদের জন্য বিশ্বের সবথেকে কঠিন (ড্র্যাকোনিয়ান) আইনগুলোর একটি বলেও আখ্যায়িত করেন প্যাটেল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সর্বশেষ বিশ্বের স্বাধীন গণমাধ্যম সূচকে  ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬২। গত বছরের তুলনায় বাংলাদেশের আরও ১০ ধাপ অবনতি হয়েছে। সূচকে বাংলাদেশের এই অবস্থানের সবথেকে বড় কারণগুলোর একটি হচ্ছে ডিজিটাল সিকিউরিটি আইন। যুক্তরাষ্ট্রের মূল্যায়ন অনুযায়ী, এই আইন বিশ্বে সাংবাদিকদের জন্য সবথেকে কঠিন আইনগুলোর একটি। এনিয়ে আমরা খুব স্পষ্ট করে আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি। মুক্তগণমাধ্যম এবং ‘অবহিত নাগরিক’ যেকোনো জাতি এবং এর গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। গণমাধ্যম এবং বিভিন্ন কন্টেন্টের ওপর যে নিয়ন্ত্রণ অব্যাহত রয়েছে তার প্রভাব নিয়ে আমরা উদ্বিগ্ন।

সোমবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলেন। ব্রিফিংয়ে এ বিষয়টি নিয়ে স্টেট ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন এক সাংবাদিক। পাশাপাশি সম্প্রতি র‌্যাব নিয়ে ডয়চে ভেলের এক অনুসন্ধানী রিপোর্ট এবং বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্র প্রথম আলো অফিসে হামলা চেষ্টার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র কী ভাবছে তাও জানতে চান ওই সাংবাদিক। জবাবে ডয়চে ভেলের ডকুমেন্টরি প্রসঙ্গে ভেদান্ত প্যাটেল বলেন, আমি পুনরাবৃত্তি করতে চাই যে, মানবাধিকার লঙ্ঘনকারীদের অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। আমরা অবশ্যই আশা করবো বাংলাদেশ সরকার এই খবর এবং ভিডিওটির বিষয়বস্তুগুলো পর্যালোচনা করে দেখবে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

মমতা-অভিষেক

জাতীয় দলের তকমা নেই তৃণমূলের-আনন্দবাজার পত্রিকা এ খবরে লেখা হয়েছে, তৃণমূল আর জাতীয় দল নয়। সোমবার সেই ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আইনি পদক্ষেপ করার কথা জানিয়েছে তৃণমূল। নির্বাচনী আইন অনুযায়ী জাতীয় দল হতে গেলে তিনটি শর্তের অন্তত একটি পূরণ করতে হয়। এক, লোকসভায় অন্তত চারটি রাজ্য থেকে ৬ শতাংশ ভোট পেতে হবে।

Image Caption

 

দুই, লোকসভায় ৩টি রাজ্য থেকে অন্তত ১১টি আসন (মোট আসনের ২ শতাংশ) জিততে হবে এবং আগের জেতা আসনের অন্তত চারটি পুনরায় জিততে হবে। তিন, অন্তত চারটি রাজ্যে ‘রাজ্য দলের’ তকমা পেতে হবে।এর মধ্যে একটি শর্ত ২০১৬ সালেই পূরণ করে দিয়েছিল তৃণমূল। দ্বিতীয় বার বাংলার ক্ষমতায় আসার পরেই জাতীয় দলের স্বীকৃতি মিলেছিল।

Image Caption

 

গণশক্তির খবরে লেখা হয়েছে,  ওয়াশিংটনে গিয়ে দেশের সংখ্যালঘু নিপীড়ন নিয়ে প্রশ্নের মুখে পড়লেন নির্মলা সীতারামন। ভারতের অবস্থা ভালো বোঝাতে পাকিস্তানের উদাহরণ টানতে হল কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে।আইএমএফ এবং ওয়াশিংটনের বিশ্ব ব্যাংকের বিশেষ বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।  তিনি দাবি করেন, ভারতে মুসলিমরা যথেষ্ট সুরক্ষিত, পাকিস্তানে নয়’ অন্যদের কথার উপর ভিত্তি করে ভারতীয় মুসলিমদের অবস্থা বিবেচনা করা ঠিক নয়। একটি সাক্ষাৎকারে নির্মলাকে জিজ্ঞাসা করা হয়, ভারতে কি মুসলিম সম্প্রদায় হিংসার শিকার হচ্ছেন? উত্তর অর্থমন্ত্রী সাফ জানান, “বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা ভারতেই রয়েছে। সেই সংখ্যাটা ক্রমেই বাড়ছে। ভারতে যদি মুসলিমরা এতই সমস্যার মধ্যে থাকেন, তাহলে ১৯৪৭ সালের পর দেশে মুসলিমদের সংখ্যা এত বাড়ল কী করে?”

রামনবমীর অশান্তিতে কেন্দ্রীয় সংস্থার তদন্তের পক্ষপাতী আদালত, বিজেপিকে দোষ মমতার-সংবাদ প্রতিদিন

বাংলায় রামনবমীর অশান্তি মামলার তদন্তে কেন্দ্রীয় সংস্থা (NIA)-র প্রয়োজন। কে বা কারা এই অশান্তিতে উসকানি দিয়েছে বা লাভবান হয়েছে, তা জানা রাজ্য পুলিশের পক্ষে সম্ভব নয়। রামনবমীর মামলায় এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এদিকে সোমবার সাংবাদিক বৈঠক করে এই অশান্তির জন্য প্রশাসনকেই দায়ী করেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। যার পালটা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে ভারচুয়ালি অ্যাম্বু্ল্যান্সের উদ্বোধন করার পর রামনবমীর ঘটনা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী। ফ্যাক্ট ফাইন্ডিং টিম শান্ত এলাকাকে অশান্ত করছে বলেই দাবি তাঁর। রামনবমীর অশান্তির জন্য এদিন ফের বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১

ট্যাগ