বড়সড় বিপদে পাকিস্তান, আইএমএফ ঋণ দিতে নারাজ
ওড়িশায় ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ৩ জুন শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- সোমবার থেকে পুরোপুরি বন্ধ পায়রা বিদ্যুৎ কেন্দ্র : নসরুল হামিদ-কালের কণ্ঠ
- গুম-নিপীড়নে জড়িতদের তথ্য সংগ্রহে বিএনপির কমিটি গঠন -যুগান্তর
- বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান বব গুড-মানবজমিন
- বিদ্যালয়ের বারান্দায় ঘুমিয়ে বড় হওয়া সুরভী যাচ্ছেন নরওয়ে-প্রথম আলো
- সরকার ঘুরে দাঁড়ানোর বাজেট প্রস্তাব করেছে: ওবায়দুল কাদের-ইত্তেফাক
- ৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ-বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার শিরোনাম:
- উল্টে যাওয়া কামরা থেকে ঝুলছে যাত্রীদের হাত-পা, এখনও সেখানে পৌঁছতেই পারেননি উদ্ধারকারীরা-আনন্দবাজার পত্রিকা
- প্রযুক্তিগত ত্রুটি নাকি কেন্দ্রের উদাসীনতা? ওড়িশা ট্রেন দুর্ঘটনার দায় কার? প্রশ্ন বিরোধীদের-সংবাদ প্রতিদিন
- ‘শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা’য় রেলের ভূমিকায় ক্ষুব্ধ মমতা-গণশক্তি
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
বিদ্যালয়ের বারান্দায় ঘুমিয়ে বড় হওয়া সুরভী যাচ্ছেন নরওয়ে-প্রথম আলো
‘আমার ১৭ দিন বয়স থেকে মা আমাকে কোলে নিয়ে পাঁচ কিলোমিটার হেঁটে ব্র্যাকের স্কুলে যেতেন। স্কুলের বারান্দায় আমাকে শুইয়ে রেখে শিক্ষার্থীদের পড়াতেন। অনেক সময় নাকি আমাকে পিঁপড়া কামড়াত। তিনবেলা খাবার জুটত না। নিজেদের থাকার জায়গা ছিল না বলে কিছুদিন চাচার কাছে, আবার কিছুদিন মামার বাড়ি থেকেছি। ঈদের আগের রাতে নতুন জামার কান্নাকাটি করতাম। একটু বড় হয়ে বুঝতে শিখলাম, এই অবস্থা থেকে আমাকে বের হতেই হবে’, কথাগুলো বলছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সুরভী আক্তার।
দারিদ্র্য থেকে বের হওয়ার অদম্য এই জেদ সুরভীকে আজ এত দূর নিয়ে এসেছে। পড়াশোনার পাশাপাশি তিনি কেয়ার প্রকল্পের পরিচালক ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমের অধীন গবেষণা সহকারী হিসেবে কাজ করছেন। শিক্ষাবৃত্তি নিয়ে আগামী আগস্টে নরওয়ের এগডার ইউনিভার্সিটিতে গবেষণার জন্য যাওয়ার কথা তাঁর।
সুরভী জানালেন, এখনো থাকার জন্য আছে শুধু একটা ছাপরা ঘর। ঝড়-বৃষ্টিতে চুলা ভিজে যায় বলে রান্নাও বন্ধ থাকে। বন্যায় ঘরে পানি ওঠে। সাপ, পোকামাকড় ঢুকে যায় ঘরে।
তবে এ অবস্থা আর বেশি দিন থাকবে না উল্লেখ করে আত্মবিশ্বাসী সুরভী বলেন, নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পরিচালিত কেয়ার প্রকল্পের আওতায় ভিন্ন দুই মেয়াদে এই শিক্ষাবৃত্তির সুযোগ পাচ্ছেন তিনিসহ অন্য শিক্ষার্থীরা। চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত নরওয়েতে থাকবেন। যাতায়াতের জন্য উড়োজাহাজের টিকিট, থাকা-খাওয়ার খরচের পাশাপাশি প্রতি মাসে হাত খরচও দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ভিসা-সংক্রান্ত কাজে যে খরচ হবে, তা হয়তো নিজেকে দিতে হবে।
নরওয়েতে গিয়ে ভালো ফলাফল করতে পারলে তা সুরভীর জীবনের একটি ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে বলে মনে করেন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। তিনি বলেন, সেখানেই উচ্চতর সে পড়াশোনার সুযোগ পেয়ে যেতে পারে।
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান বব গুড-মানবজমিন
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার এবং বাংলাদেশের জনগণের জন্য অবাধ ও সুষ্ঠু সংসদ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান বব গুড। তিনি ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ৫ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের রিপাবলিকান কংগ্রেসম্যান।
শুক্রবার বব গুডের ওয়েবসাইট থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারী সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বিক্ষোভ করেছে। কিন্তু এর জবাবে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা এবং গ্রেপ্তারের মাধ্যমে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের দমন করছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে লেখা এক চিঠিতে ছয় মার্কিন কংগ্রেসম্যান বলেন, যুক্তরাষ্ট্র এক বছরেরও বেশি সময় আগে র্যাবকে একটি ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারী’ হিসেবে চিহ্নিত করেছে এবং হত্যাকাণ্ডসহ অন্যান্য নৃশংসতার জন্য দায়ী একাধিক আইন প্রয়োগকারী কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপরেও নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে হাসিনা সরকার বাংলাদেশের জনগণের উপর তার পদ্ধতিগত দমন-পীড়ন আরও তীব্র করেছে।
ওই চিঠিতে আরও বলা হয়, নিজস্ব জনগণের বিরুদ্ধে অপরাধের পাশাপাশি শেখ হাসিনার অসদাচরণ দক্ষিণ এশিয়ার অন্যান্য খারাপ রাজনীতিবিদদেরও এক হতে উৎসাহিত করছে। তারা একত্রিত হয়ে চীন-রাশিয়ার ঘনিষ্ট হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে আঘাত করছে। বব গুডের দেয়া বিবৃতিতে গত ২৫শে মে বাইডেনের কাছে পাঠানো ওই চিঠিটি যুক্ত করে দেয়া হয়েছে। উল্লেখ্য, ওই চিঠিতে স্বাক্ষরকারীদের একজন হচ্ছেন বব গুড। এছাড়া এতে আরও স্বাক্ষর করেন, কংগ্রেসম্যান স্কট পেরি, ব্যারি মুর, টিম বারচেট, ওয়ারেন ডেভিডসন এবং কিথ সেল্ফ।
ভারতের ওড়িশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবরটি বাংলাদেশের সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণের প্রধান খবর হিসেবে পরিবেশিত হয়েছে। ইত্তেফাক লিখেছে ঐ দুর্ঘটনায় কমপক্ষে ২৮৮ জন নিহত হয়েছে। আহত হচ্ছে ৮৫০ জনেরও বেশি। শুক্রবার রাতের ঐ দুর্ঘটনাকে দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা। ঐ দুর্ঘটনায় কয়েকজন বাংলাদেশি আহত হয়েছে।
গুম-নিপীড়নে জড়িতদের তথ্য সংগ্রহে বিএনপির কমিটি গঠন-যুগান্তর
গায়েবি মামলা, মিথ্যা মামলা, গুম, খুন, সহিংস আক্রমণ, অগ্নিসংযোগসহ গণতন্ত্র পুনরুদ্ধারে বাধা প্রদানকারীদের তথ্যাদি সংগ্রহ যেমন সহিংসতায় লিপ্ত ব্যক্তিদের নাম ও ভিডিও-অডিও রেকর্ড, ফটোগ্রাফ ইত্যাদি তথ্য সংগ্রহের জন্য একটি ‘তথ্য সংগ্রহ কমিটি’ গঠন করেছে বিএনপি। এই কমিটি সংগৃহীত তথ্য পরীক্ষা ও পর্যালোচনা করে যথাসমীচীন ব্যবস্থা গ্রহণের জন্য তা সংরক্ষণ করবেন।
বাজেট নিয়ে প্রায় সব দৈনিকে ভিন্ন শিরোনামে খবর করা হয়েছে। যুগান্তর লিখেছে, ওবায়দুল কাদের বলেছেন, সংকটে ঘুরে দাঁড়াাবার বাজেট। তিনি বিষ্মিত হয়ে বলেন, বিএনপি এ বাজেটকে লুটপাটের বাজেট বলে কী করে! এদিকে গণতন্ত্র মঞ্চ বলেছে, প্রস্তাবিত বাজেট জনগণের অসহনীয় দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়ে অর্থনৈতিক, সামাজিক নৈরাজ্য ও বৈষম্য আরও বিস্তৃত করবে করবে।জোটের নেতারা বলেছেন, বাজেটে সরকারের বেসামাল অবস্থারই প্রতিফলন ঘটেছে। জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতা ও অসংবেদনশীলতারও বহিঃপ্রকাশ ঘটেছে। এবি পার্টি বলেছে, এই বাজেটে জনজীবনে দুর্ভোগ আরও বাড়বে।
সোমবার থেকে পুরোপুরি বন্ধ পায়রা বিদ্যুৎ কেন্দ্র : নসরুল হামিদ-কালের কণ্ঠ
আগামী ৫ জুনের পর পায়রা বিদ্যুৎ কেন্দ্র জ্বালানিসংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে যাবে। জ্বালানি কয়লা আমদানি করতে আরো অন্তত ২০-২৫ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার (০৩ জুন) দুপুরে সাভারের খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবায়নযোগ্য শক্তি গবেষণা ল্যাবরেটরি ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি হাফ বন্ধ রয়েছে।আগামী ৫ জুনের পর আরেকটি হাফও জ্বালানি সংকটের কারণে বন্ধ হয়ে যাবে। আমাদের এলসি খুলতে দেরি হয়েছে। পাশাপাশি অন্যান্য বিষয়গুলোও ছিল। কয়লা আমদানি করতে আরো অন্তত ২০-২৫ দিন সময় লাগবে।
কয়েকটা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার কারণে লোডশেডিং বেড়েছে। প্রায় ১৭০০ মেগাওয়াট লোডশেডিং চলছে। এতে দুর্ভোগ হচ্ছে। এ কারণে আমরা দুঃখিত।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:
প্রযুক্তিগত ত্রুটি নাকি কেন্দ্রের উদাসীনতা? ওড়িশা ট্রেন দুর্ঘটনার দায় কার? প্রশ্ন বিরোধীদের-সংবাদ প্রতিদিন
প্রযুক্তিগত ত্রুটি নাকি মানুষের ভুল? কী কারণে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল করমণ্ডল এক্সপ্রেস? দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়ে এই প্রশ্নই তুলে দিল বিরোধী দলগুলি।শুক্রবার সন্ধেয় বালেশ্বরের কাছে একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে তিনটি ট্রেন।আরও বাড়তে পারে মৃতের সংখ্যা বলেও আশঙ্কা করা হচ্ছে। কিন্তু দুর্ঘটনা এমন ভয়াবহ রূপ নিল কীভাবে? তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেন, কার গাফিলতিতে এত বড় ঘটনা ঘটেছে, তা অবশ্যই খতিয়ে দেখতে হবে। তবে এখন সেসব ভুলে যাত্রীদের উদ্ধার করাই মূল লক্ষ্য।
উল্টে যাওয়া কামরা থেকে ঝুলছে যাত্রীদের হাত-পা, এখনও সেখানে পৌঁছতেই পারেননি উদ্ধারকারীরা-আনন্দবাজার
রাতের অন্ধকারে আঁচ করা যায়নি। শনিবার ভোরের আলো ফুটতেই বোধগম্য হল, শুক্রবার রাতে কত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে! সকালে দেখা গেছে উপড়ানো রেলের লাইন, দলা পাকিয়ে যাওয়া ওভার হেডের তার, তুবড়ে যাওয়া বৈদ্যুতিক খুঁটি, একের উপর এক উঠে যাওয়া ট্রেনের কামরা— সব মিলিয়ে একেবারে লন্ডভন্ড অবস্থা। এদিকে, করমণ্ডলের দুর্ঘটনাস্থলে গিয়ে রেলের মধ্যেকার সমন্বয় নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর গণশক্তি পত্রিকায় বলা হয়েছে, ওড়িশা ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ভয়াবহ এই দুর্ঘটনার জন্য রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আহত ও নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যও ঘোষণা করলেন তিনি।
আনন্দবাজার পত্রিকার অপর এক খবরে লেখা হয়েছে, ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। যেমন স্পষ্ট নয় ওই বিষয়ে রেলের বক্তব্যও। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ঠিক কী ঘটেছিল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যে রহস্য খুব দ্রুত কাটবে বলে মনে হচ্ছে না।
দেউলিয়া হতে বসা পাকিস্তানকে ঋণ দিতে নারাজ IMF! গভীর সংকটে ইসলামাবাদ-সংবাদ প্রতিদিন
দুর্দশা বেড়েই চলেছে পাকিস্তানের। আকাশ ছুঁয়েছে দ্রব্যমূল্য। গত এক বছরে সেদেশের মুদ্রাস্ফীতি বেড়েছে ৩৭.৯৭ শতাংশ। পাকিস্তান (Pakistan) পিছনে ফেলে দিয়েছে শ্রীলঙ্কাকেও। এর মধ্যেই নতুন দুঃসংবাদ! আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF-এর ঋণ পাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে স্বাভাবিক ভাবেই ইসলামাবাদের সংকট ভয়ংকর অবস্থায় পৌঁছেছে।শাহবাজ শরিফের আবেদন অগ্রাহ্য করে ঋণের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আইএমএফ।স্বাভাবিক ভাবেই বড়সড় বিপদে পাকিস্তান। এই পরিস্থিতিতে পাকিস্তানের অর্থ প্রতিমন্ত্রী আয়েশা পাশা জানাচ্ছেন, পাকিস্তানের সামনে এখন ফের আইএমএফের কাছে ফেরা ছাড়া কোনও রাস্তাই নেই।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩