জুন ০৯, ২০২৩ ১৬:১২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ৯ জুন শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • মার্কিন ভিসা নীতি আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে কাঁপন তৈরি করেছে: মান্না-প্রথম আলো
  • ডলার ক্রাইসিসের ছায়া আরও দীর্ঘ হচ্ছে-মানবজমিন
  • শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার-কালের কণ্ঠ
  • রাজনীতির ‘রহস্যপুরুষ’ সিরাজুল আলম খানের ইন্তেকাল-ইত্তেফাক
  • এবার জিতে দেখিয়ে দেব: হিরো আলম-যুগান্তর

কোলকাতার শিরোনাম:

  • হজযাত্রীদের স্বস্তি, মোদি সরকারের নির্দেশে স্থগিতাদেশ হাই কোর্টের-‘সংবাদ প্রতিদিন
  • তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক চান কেজরীওয়াল-আনন্দবাজার পত্রিকা
  • হাই কোর্টে এফিডেপিট দিয়ে মুখ্যমন্ত্রী জানাক নির্বাচন শান্তিপুর্ণ হবে : অধীর চৌধুরী-গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

সিরাজুল আলম খান

স্বাধীনতাযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান আর নেই-প্রথম আলোসহ প্রায় সব জাতীয় দৈনিকের প্রধান খবর হিসেবে পরিবেশিত হয়েছে।বাংলাদেশের রাজনীতির রহস্যপুরুষ ও বাঙালির ‘জাতীয় রাষ্ট্র’ বাংলাদেশ গঠনের লক্ষে ১৯৬২ সালে গঠিত গোপন সংগঠন ‘নিউক্লিয়াস’-এর প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে মারা যান সিরাজুল আলম খান। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মার্কিন ভিসা নীতি আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে কাঁপন তৈরি করেছে: মান্না

মার্কিন ভিসা নীতি আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে কাঁপন তৈরি করেছে: মান্না-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে কাঁপন তৈরি করেছে।আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ এখন বিএনপির সঙ্গে বসতে চায়। পথ খুঁজতে চায়। আওয়ামী লীগ আগেভাগে বোঝাতে চায়, তারা বিএনপির সঙ্গে বসে সবকিছুর নিষ্পত্তি করতে চায়। কিন্তু এই কথা বলে পালানোর জায়গা পাবে? এ কারণে সরকারের বাকি মন্ত্রীরা বলছেন, ‘না, তোমাদের (বিএনপি) সাথে বসব না।’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘আর আমরা বলছি, তোমাদের (আওয়ামী লীগ) সাথে বসার প্রশ্ন আসে না। কারণ, আমরা চাই তোমরা যাও।’দেশ এখন বদলাচ্ছে মন্তব্য করে মাহমুদুর রহমান মান্না বলেন, পুলিশ এখন বিরোধী দলের সমাবেশ রক্ষা করছে। তা না হলে তারা আমেরিকা যেতে পারবে না।

প্রথম আলোর মতামত কলামে অধ্যাপক আসিফ নজরূর লিখেছেন, নির্বাচন কি অংশগ্রহণমূলক হতে হবে? বাংলাদেশের পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১ নভেম্বর–পরবর্তী ৯০ দিনের মধ্যে। এই নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ঘোষিত ভিসা নীতি ইতিমধ্যে রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এটি সরকারের জন্য নানা ধরনের অস্বস্তির সৃষ্টি করেছে, যা ৩ মে–পরবর্তী আওয়ামী লীগ সভানেত্রীর বিভিন্ন প্রতিক্রিয়া এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে প্রতিফলিত হয়েছে। তবে এটি সর্বসমক্ষে প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগের অন্য নেতারা একে সরকারের জন্য ইতিবাচক হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন।

মার্কিন ভিসা নীতিতে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে হবে বলা আছে, তবে এ জন্য নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হবে, তা সুস্পষ্টভাবে বলা হয়নি। এ কারণে আওয়ামী লীগের নেতারা বলছেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করলে মার্কিন ভিসা নীতির শিকার হবে বরং বিএনপি। ধারণা করা যায় যে এমনভাবে একটি নির্বাচন হলে শূন্য মাঠে আওয়ামী লীগের জেতার সম্ভাবনাও বহুগুণে বাড়বে।

এই ভিসা নীতি কি আসলেই বিএনপি ও অন্যান্য বিরোধী দলের জন্য বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার বাধ্যবাধকতা সৃষ্টি করেছে? নাকি এটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য এমন পরিবেশ নিশ্চিত করার চাপ তৈরি করেছে, যা অগ্রাহ্য করা দেশের জন্য বিপর্যয়কর হতে পারে?

অবাধ ও সুষ্ঠু নির্বাচন মানেই বা কী, এটি কি অংশগ্রহণমূলক নির্বাচনের বাধ্যবাধকতাও তৈরি করে? এসব বিষয় বাংলাদেশের বিবদমান বিভিন্ন রাজনৈতিক পক্ষকে প্রজ্ঞার সঙ্গে বিবেচনা করতে হবে। শুধু দেশের জনগণ, ভাবমূর্তি ও স্বার্থের কারণে নয়; নিজেদের শ্রেণিস্বার্থ রক্ষার প্রয়োজনেও এটি তাদের ভাবা প্রয়োজন।

ডলার ক্রাইসিসের ছায়া আরও দীর্ঘ হচ্ছে

ডলার ক্রাইসিসের ছায়া আরও দীর্ঘ হচ্ছে-মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, দেশে দীর্ঘদিন ধরেই ডলারের সংকট চলছে। মাঝে সামান্য কিছুটা স্থিতিশীল হলেও বর্তমানে ডলারের সংকট চরম মাত্রায় পৌঁছেছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। ডলার রক্ষায় আমদানিতে লেটার অব ক্রেডিট (এলসি) বা ঋণপত্র খুলতে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি রিজার্ভের পরিমাণ বাড়াতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রিও কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু তাতেও সংকট সামাল দেয়া যাচ্ছে না। এতে বিপদে পড়েছেন আমদানিকারকরা। এরমধ্যে বেশি ক্রাইসিসে পড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। কারণ ডলার সংকটে গ্যাস, কয়লা ও জ্বালানি আমদানি করতে পারছে না সরকার। ফলে বিদ্যুৎ-জ্বালানি উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। সবমিলিয়ে চলমান ডলার সংকটের কারণে কয়েকটি খাতের মধ্যে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে দেশের প্রধান শিল্প ও উৎপাদন খাতকে। খুব সহসাই এসব সমস্যার সমাধান হচ্ছে না বলে মনে করছেন বিশিষ্টজনরা। অর্থ সংকট ও বিদেশ থেকে জ্বালানি আনতে না পারায় যেকোনো সময় সংকট আরও বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা তাদের।

মেয়ের জামাইও ভিআইপি!-মানবজমিনের গতকালের এ খবরে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি’র মেয়ের জামাতাকে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এটি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এই চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অনেকে বিস্ময় প্রকাশ করে বলছেন- ক্ষমতার এ কেমন অপব্যবহার!

হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দর সূত্র বলছে, মন্ত্রী বা যেকোনো ভিআইপি’র সঙ্গে পরিবার অর্থাৎ স্ত্রী, ছেলে-মেয়ে এই সুবিধা পেয়ে থাকেন। জামাতা এই সুযোগ প্রাপ্য নন। সূত্রের দাবি, অতিসম্প্রতি একজন মন্ত্রীর জামাতা এ সুযোগ নিতে চেয়েছিলেন। কিন্তু তিনি তা পাননি। 

এবার জিতে দেখিয়ে দেব: হিরো আলম-যুগান্তর

হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় ইউটিউবার হিরো আলম। এর আগে গত ফেব্রুয়ারিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এবং বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেন তিনি। এর মধ্যে বগুড়া-৪ আসনে ১ হাজারেরও কম ভোটে তিনি পরাজিত হন। তবে হিরো আলমের দাবি, তাকে ষড়যন্ত্র করে হারানো হয়।   

সম্প্রত গণমাধ্যমে হিরো আলম বলেন, ‘আসলে আমি জিতেছিলাম। কিন্তু আমাকে জোর করে হারানো হয়েছিল। আমার সঙ্গে ষড়যন্ত্র করা হয়েছিল। তাই আমি দেখিয়ে দিতে চাই, যা হয়েছিল সেটা অন্যায়।’

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আগামী ১৩ জুন মনোনয়নপত্র জমা দেবেন আলোচিত এ ইউটিউবার, গায়ক ও অভিনেতা। তবে সংসদ সদস্য নির্বাচন করতে বারবার তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। 

এ বিষয়ে তিনি বলেন, আমি ফারুক ভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। আর যোগ্যতা প্রসঙ্গে বলব, হ্যাঁ এটা তো ঠিক যে আমি যোগ্য নই সংসদ সদস্য হওয়ার। কিন্তু এখানে এমন অনেক ব্যক্তি আছেন, যারা অযোগ্য, অথচ পদে আছেন। তারা কেউ কোনো কাজ করেননি। 

উল্লেখ্য, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ শূন্য হওয়া আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

মনোনয়নের সময়সীমা যথেষ্ট নয়-হাইকোর্টের পর্যবেক্ষণ-সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে,

প্রায় রাতারাতিই রাজ্যে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দামামা বেজেছে। বৃহস্পতিবার সন্ধেবেলা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আর শুক্রবার থেকে শুরু মনোনয়ন (Nomination)। চলবে ১৫ জুন পর্যন্ত। কিন্তু এই কয়েকটা দিন মাত্র মনোনয়ন জমা দেওয়ার পক্ষে যথেষ্ট নয়। এই সংক্রান্ত বিরোধীদের এক মামলার পরিপ্রেক্ষিতে এমনই পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের (Calcutta HC)।

স্কুলে বোরখা পরা যাবে না, নির্দেশিকা দিতেই কাশ্মীরের প্রিন্সিপালকে হুমকি জঙ্গিগোষ্ঠীর-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, রোরখা পরে স্কুলে ঢোকা যাবে না, এই মর্মে নির্দেশিকা জারি করেছিলেন বিশ্ব ভারতী গভর্নমেন্ট স্কুলের প্রিন্সিপাল। তার জেরেই সন্ত্রাসবাদী গোষ্ঠীর হুমকির মুখে পড়লেন তিনি। বাধ্য হয়ে ক্ষমা চেয়ে বিবৃতি দিলেন স্কুলের প্রিন্সিপাল। শ্রীনগরের (Sri Nagar) একটি স্কুলের এহেন ঘটনায় রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। বোরখা পরে স্কুলে যাওয়ার দাবিতে বিক্ষোভও শুরু করে ওই স্কুলের পড়ুয়ারা।

ভারতে হজযাত্রা (Hajj) এক ধর্মীয় আচরণ, যা ভারতীয় সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদ দ্বারা সংরক্ষিত। বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট (Delhi High Court)। একাধিক হজ আয়োজক সংগঠনের রেজিস্ট্রেশন ও কোটা বাতিল করেছে মোদি সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই উচ্চ আদালতের দ্বারস্থ হয় বহু সংগঠন। সেই মামলারই শুনানি চলাকালীন একথা জানায় বিচারপতি চন্দ্রধারী সিংয়ের সিঙ্গল বেঞ্চ। সেই সঙ্গেই মোদি সরকারের এই সংক্রান্ত সিদ্ধান্তে স্থগিতাদেশও দিল আদালত। যার ফলে স্বস্তি পেলেন হাজার হাজার হজযাত্রী।

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনাস্থল ঘুরে বাকরুদ্ধ মুখ্যমন্ত্রী, কবিতায় তুলে ধরলেন যন্ত্রণা-সংবাদ প্রতিদিন

I

 

যে কোনও বিষয়ে অনুভূতি প্রকাশের জন্য বরাবর তিনি কলম তুলে নিয়েছেন। শব্দ, ছন্দের মেলবন্ধনে জন্ম নিয়েছে একের পর এক কবিতা। এবার ওড়িশা ট্রেন দুর্ঘটনার (Odisha Train Accident) মতো সাম্প্রতিককালে ভয়াবহ ঘটনা নিয়েও কলম ধরলেন তিনি। নিজের ‘আঁখো দেখা’ অভিজ্ঞতা থেকে আবেগ আর চেপে রাখতে পারেননি। লিখে ফেললেন দীর্ঘ কবিতা – ট্রেন ‘দুর্ঘটনা’। আর সেই কবিতা নিজের ফেসবুকে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

জাতীয় স্তরে জোট গঠনের আবহে পঞ্চায়েতে লড়বে না আপ, তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক চান কেজরীওয়াল-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, সদ্য সদ্য মে মাসেই তৃণমূলের সর্বময় নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গিয়েছেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। আলোচনা হয়েছে লোকসভা নির্বাচনে জোটবদ্ধ লড়াইয়ের। উলে পঞ্চায়েত ভোটঘোষণার পর কৌতূহল ছিল, বাংলায় খাতা খুলতে আগ্রহী আম আদমি পার্টি পঞ্চায়েত ভোটে লড়বে কি না, তা নিয়ে। কিন্তু কেজরীওয়ালের দল জানিয়ে দিল, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেবে না তারা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে জাতীয় স্তরে যে জোট গঠনের আবহ তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতেই বাংলায় তৃণমূলের জয়ের পথে ‘বাধা’ হয়ে না দাঁড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে আপ।

হাই কোর্টে এফিডেপিট দিয়ে মুখ্যমন্ত্রী জানাক নির্বাচন শান্তিপুর্ণ হবে : অধীর চৌধুরী-গণশক্তি

বিস্তারিত খবরে লেখা হয়েছে, পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পরপরই তৃণমূল এবং রাজ্য নির্বাচন কমিশনকে একসাথে নিশানা করলেন অধীর চৌধুরী। শুক্রবার বিধান ভবনের সাংবাদিক সম্মেলনে অধীর বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর যদি দম থাকে তাহলে হাই কোর্টে এফিডেপিট দিয়ে জানাক যে মানুষ তার নিজের ভোট দিতে পারবেন।’’ অধীর চৌধুরীর কথায়, রাজ্যের মানুষ চোরেদের চুরি করার লাইসেন্স রিনিউ করার সুযোগ দেবে না এবার। 

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা

তিনি আরও বলেন, ‘‘রাজ্য নির্বাচন কমিশনের পরিচালনায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালিত হতে পারে না। রাজ্যে নির্বাচনের সময় সন্ত্রাস, কারচুপির যেই ঐতিহ্য তৃণমূল শুরু করেছে তা এবারও হতে চলেছে।’ রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহাকে মুখ্য নির্বাচন কমিশনার করেছে সরকার। তাঁর নেতৃত্বে পরিচালিত হবে পঞ্চায়েত নির্বাচন। এদিনের সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরী বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নিজের ভাইয়ের সাথে অন্তরঙ্গে আসরে দেখা গিয়েছে।’’ গতকাল বিভিন্ন সামাজিকমাধ্যমে এই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে।’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯