জুন ২৩, ২০২৩ ১৮:১০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ২৩ জুন বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • কয়লা নিয়ে বন্দরে জাহাজ, দ্রুতই চালু হবে পায়রা বিদ্যুৎকেন্দ্র -ইত্তেফাক
  • বিএনপি-জামায়াতের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর-প্রথম আলো
  • ‘বিস্ফোরিত’ হয়েছে সাবমারসিবল!–মানবজমিন
  • ‘সামনে নির্বাচন, তাই জামায়াতকে একটি সুযোগ দেওয়া হয়েছে’-কালের কণ্ঠ
  • দানের টাকা নিয়েও দুর্নীতি! এই দুর্নীতিবাজরা ক্ষমা পাওয়ার যোগ্য নয়-যুগান্তর

কোলকাতার শিরোনাম:

  • ভারতে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে মোদী -গণশক্তি
  • নীতীশের বাড়িতে শুরু বিরোধী জোটের বৈঠক, দিল্লির অর্ডিন্যান্স নিয়ে আপ-এর খোঁচা কংগ্রেসকে-আনন্দবাজার পত্রিকা
  • ক্যাপিটলে দাঁড়িয়ে চিনকে চোখরাঙানি! ইন্দো প্যাসিফিকে দাদাগিরি নয়, বার্তা মোদির-সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

বিএনপি-জামায়াতের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বিএনপি-জামায়াতের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা দেশকে ধ্বংস করবে। তাই এই দলগুলোর ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন তিনি।দেশের ব্যাপক আর্থসামাজিক উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই দেশবাসীর ভাগ্য বদলে যায়।শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ আরও উন্নত হবে। ২০৪১ সাল নাগাদ আওয়ামী লীগ দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করবে।

অর্থনীতির খবরে প্রথম আলোর একটি শিরোনাম এরকম-রিজার্ভ বাড়াতে ব্যাংক থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ডলারের সংকট এখনো কাটেনি। ব্যাংকগুলো চাহিদামতো ঋণপত্র খুলতে পারছে না। আবার যেসব ঋণপত্র খোলা হয়েছে, অনেক ব্যাংক তার বিল পরিশোধ করতে পারছে না। বিদেশি ব্যাংকগুলো দেশের ব্যাংকগুলোকে যেসব ঋণ দিয়েছে, তার বেশ কয়েকটির মেয়াদ শেষ হলেও ডলার ফেরত পাচ্ছে না। এমন পরিস্থিতিতেও বাংলাদেশ ব্যাংকের কাছে ডলার বিক্রি করেছে বেসরকারি খাতে প্রাইম ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এর মাধ্যমে চলতি ২০২২-২৩ অর্থবছরে প্রথমবার ডলার কিনল বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, অর্থবছরের হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো দেখাতে ব্যাংক থেকে ডলার কেনা শুরু করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত রয়েছে, জুনের মধ্যে প্রকৃত রিজার্ভ ২ হাজার ৪৪৬ কোটি ডলারে উন্নীত করা।

ডলার-সংকটের উন্নতি হয়নি, কবে হবে, তা-ও কেউ বলতে পারছে না। বিদেশি কত দায় যে অনিষ্পন্ন হয়ে আছে, তা বের করা জরুরি। আইএমএফের শর্ত পূরণ করার জন্য ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের কাছে ডলার নেই, এমন সময়ে ডলার কিনতে নিশ্চয়ই পেশাদারত্ব দেখানো হয়নি।

আহসান এইচ মনসুর, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক

মানবজমিনের খবরে লেখা হয়েছে, সেন্টমার্টিন দিয়ে ক্ষমতায় থাকতে পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই দিয়ে দিতেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

গয়েশ্বর চন্দ্র বলেন, প্রধানমন্ত্রী বলেছেন-তিনি নাকি সেন্টমার্টিন দিলে ক্ষমতায় থাকতে পারবেন। সেন্টমার্টিন দিয়ে ক্ষমতায় থাকতে পারলে আগেই দিয়ে দিতেন। আমেরিকা তো সেন্টমার্টিন নিয়ে কথা বলেননি। তারা বলেছে, এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র নিয়ে।

‘বিস্ফোরিত’ হয়েছে সাবমারসিবল! মানবজমিন

I

আরেক ট্রাজেডির মধ্য দিয়ে শেষ হলো টাইটান সাবমারসিবলের অভিযান। মার্কিন রিয়ার এডমিরাল জন মুার বলেছেন, টাইটানিকের ধনুকের কাছে পানির নিচে চালিত পরিচালিত একটি যানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ফলে ধারণা করা হচ্ছে টাইটানিকের কাছে বিস্ফোরিত হয়েছে টাইটান সাবমারসিবল। এতে আরোহীদের ৫ জনই মারা গেছেন। কয়েকদিন ধরে নিখোঁজ সাবমারসিবলকে শনাক্তে ও উদ্ধারে ব্যাপক তৎপরতা চলে। সারা বিশ্ব অবাক তাকিয়ে থাকে। কিন্তু কোনো সুখবর দিতে পারলেন না সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড বলেছে, সাবমারসিবলটি বিস্ফোরিত হয়েছে।

শতাব্দী প্রাচীণ ঐতিহাসিক টাইটানিকের ধ্বংসাবশেষ প্রত্যক্ষ করতে  রোববার টাইটান সাবমারসিবলে ডুব দেন হামিশ হারডিং (৫৮), পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ (৪৮), তার ছেলে সুলেমান দাউদ (১৯), পল হেনরি নারগোলেট (৭৭) ও স্টকটন রাশ (৬১)। আটলান্টিকের মতো গভীর সমুদ্রে, যেখানে সূর্যের আলো পৌঁছে না, কয়েকশ ফুট নিচে কি হয় তা কেউ বলতে পারেন না, সেই সমুদ্রের প্রায় চার কিলোমিটার গভীরে তলায় পড়ে আছে শতাব্দীর প্রাচীন ঐতিহাসিক টাইটানিক জাহাজ।

সেই ধ্বংসাবশেষ নিজের চোখে প্রত্যক্ষ করতে ওই ৫জন জীবনের ঝুঁকি নেন। কিন্তু অভিযান শুরুর মাত্র এক ঘন্টা কয়েক মিনিট পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কানাডার পূর্ব উপকূলে সেই থেকে হাজার কিলোমিটার জুড়ে শুরু হয় অভিযান। কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান চালানোর পরও কোনো হদিস মেলেনি তাদের। এ অভিযান পরিচালনা করেছিল ওশিনগেট নামের একটি কোম্পানি। বৃহস্পতিবার তারা ঘোষণা করেছে, এর আরোহী কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সহ চার পর্যটক আর বেঁচে নেই বলেই ধরে নেয়া হচ্ছে।

কয়লা নিয়ে বন্দরে জাহাজ, দ্রুতই চালু হবে পায়রা বিদ্যুৎকেন্দ্র-ইত্তেফাক

৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে নোঙর করেছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি আথেনা।গত ১৭ জুন ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে পায়রা বন্দর উদ্দেশ্যে যাত্রা করে জাহাজটি। ১০ মিটার গভীরতার কয়লানাহী জাহাজটি লম্বায় ২০০ মিটার ও প্রস্থে ৩২ দশমিক ২৬ মিটার।

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, আগামী ২৫ জুন পুনরায় চালু হচ্ছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র। তবে প্রথমে একটি ইউনিট চালানো হবে। পরবর্তীতে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে।

র আগে গত ৫ জুন কয়লার অভাবে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। আশা করা হচ্ছে খুব দ্রুত বিদ্যুৎ উৎপাদন শুরু করবে বিদ্যুৎকেন্দ্রটি।

বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বিপাকে ক্রেতারা-ইত্তেফাক

ক্রমশ বেড়েই চলেছে মাছ-মাংস, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। স্বস্তির ছোঁয়া নেই মুদি পণ্য ও মসলার বাজারেও। এমন অবস্থায় বেশ বিপাকে রয়েছেন সাধারণ ক্রেতারা। সবজির দাম বেড়েছে,  মাছ-মাংসের মতো বেড়েছে মুদি পণ্যের দামও। বাড়তি দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল ও চিনি।সপ্তাহের বাজার করতে আসা আনিসুল হক বলেন, সবজির বাজারে আগুন লেগে আছে, মাছ-মাংসের একই অবস্থা। মুদি দোকানে গিয়েও দেখি সব পণ্যের দাম বেশি। আমরা এ দুর্ভোগ থেকে মুক্তি পাবো কবে?

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন মুসলিমদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রশ্নবাণে বিদ্ধ মোদি-বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের মাঝেই মার্কিন মুলুকে ভারতের মুসলমানদের অধিকার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের অনেক নেতা এ প্রশ্ন তুলেছেন। দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও এ বিষয়ে বিবৃতি দিয়েছেন। মোদির ওই সফরের সঙ্গে সঙ্গে ভারতে মুসলিম ও সংখ্যালঘুদের নিয়ে বিতর্ক শুরু হয়। ইলহান ওমর সহ কয়েকজন মার্কিন আইনপ্রণেতা, সংখ্যালঘুদের নিপীড়নের অভিযোগে মোদির বক্তৃতা বয়কট করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য দিয়ে বলা হয়েছেঃ বারাক ওবামা ভারতের 'ধর্মীয় অসহিষ্ণুতা' নিয়ে সরব হয়ে বলেছেন, যদি ধর্মীয় সংখ্যালঘু এবং অন্যান্য জাতিদের মানবাধিকার রক্ষা না করা হয়, তাহলে ভবিষ্যতে ভারত ভাগ হয়ে যেতে পারে।

বাইডেনের উচিৎ এ বিষয়ে মোদির সঙ্গে আলোচনা করা মন্তব্য করে তিনি আরও বলেছেন, ‘আমি যদি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলোচনার সুযোগ পেতাম, তবে আমি তার কাছে ভারতের মুসলমানদের সুরক্ষার বিষয়টি উত্থাপন করতাম’।

এই গোটা বিতর্কের মধ্যেই যখন যৌথ সাংবাদিক সম্মেলনে মোদি উপস্থিত হন, তখন এক সাংবাদিক তাকে এ নিয়ে প্রশ্ন করেন, ‘সারা বিশ্বের নেতারা গণতন্ত্র রক্ষার সংকল্প নিয়েছেন। তাহলে আপনি এবং আপনার সরকার মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা এবং বাকস্বাধীনতা রক্ষার জন্য কী করছেন’?

এ প্রশ্নের জবাবে মোদি বলেছেন, গণতন্ত্র আমাদের শিরায় রয়েছে। জাতি এবং ধর্মের ভিত্তিতে কারও প্রতি বৈষম্য করার প্রশ্নই আসে না। আমাদের সরকার 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস' নীতিতে চলে৷ ভারতের গণতান্ত্রিক মূল্যবোধে কোনও বৈষম্যের প্রশ্নই নেই।

ক্যাপিটলে দাঁড়িয়ে চিনকে চোখরাঙানি! ইন্দো প্যাসিফিকে দাদাগিরি নয়, বার্তা মোদির-সংবাদ প্রতিদিন

মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ প্রধানমন্ত্রী মোদির (PM Modi)। গণতন্ত্র থেকে করোনা টিকা, মঙ্গল অভিযান থেকে অর্থনীতি— নানা বিষয়ই উঠে এসেছে তাঁর বক্তব্যে। সেই সঙ্গেই চিন ও পাকিস্তান, দুই ‘শত্রু’ দেশকেও কড়া বার্তা দিতে দেখা গেল মোদিকে। উঠে এল ইন্দো প্যাসিফিকের (Indo-Pacific) প্রসঙ্গও। ক্যাপিটলে দাঁড়িয়ে নাম না করেই চিনকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বুঝিয়ে দিলেন ইন্দো প্যাসিফিকে কোনও দাদাগিরি চলবে না।তীব্র উদ্বেগ প্রকাশ করে মোদি জানিয়েছেন, এই অঞ্চলকে সব ধরনের আধিপত্য থেকে মুক্ত রাখতে হবে। নাম না নিলেও তিনি যে চিনকেই (China) কাঠগড়ায় তুললেন তা বলাই বাহুল্য।

কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনেই এবার পদক্ষেপ করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখে বাড়তি ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছেন কমিশনার রাজীব সিনহা। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা নিয়ে হাই কোর্টের রায়ের বিরোধিতা না করে সেই নির্দেশকেই মান্যতা দিল রাজ্য নির্বাচন কমিশন। সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে আরও লেখা হয়েছে, ভোটের আবহে তুঙ্গে কমিশন-রাজ্যপাল দ্বন্দ্ব। নিয়ম মানার পরও কেন নিয়োগ নিয়ে জটিলতা? রাজীব সিনহার পাশে দাঁড়িয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর।

নীতীশের বাড়িতে শুরু বিরোধী জোটের বৈঠক, দিল্লির অর্ডিন্যান্স নিয়ে আপ-এর খোঁচা কংগ্রেসকে-আনন্দবাজার পত্রিকা

নীতীশ কুমারের ডাকা বিজেপি বিরোধী দলগুলির বৈঠক শুরু হল পটনায়। আর তার আগেই দিল্লির আমলাতন্ত্রের উপর নিয়ন্ত্রণ সংক্রান্ত কেন্দ্রের বিতর্কিত অর্ডিন্যান্স (অধ্যাদেশ) নিয়ে কংগ্রেসকে নিশানা করল অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)। আপ মুখপাত্র প্রিয়ঙ্কা কক্কর বলেন, ‘‘আমরা জানতে পেরেছি, ওই অর্ডিন্যান্স নিয়ে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে কংগ্রেসের গোপন সমঝোতা হয়েছে। তাই অর্ডিন্যান্স বিরোধিতায় সামিল হবে না কংগ্রেস।’’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২৩

ট্যাগ