বাংলাদেশে কূটনীতি-রাজনীতির ঝড়ো হাওয়া, মাঠে দুদলের শক্তির মহড়া
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১২ জুলাই বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ভোটের আগে ‘পছন্দমতো’ মাঠ প্রশাসন সাজাচ্ছে সরকার-প্রথম আলো
- আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ আজ, সংঘাতের শঙ্কা-ইত্তেফাক
- কূটনীতি-রাজনীতির ঝড়ো হাওয়া, মাঠে দুদলের শক্তির মহড়া-যুগান্তর
- রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল-কালের কণ্ঠ
- সমাবেশে আসার পথে বাধা ও আটকের অভিযোগ বিএনপির-মানবজমিন
- ‘এক দফা, এই সরকারকে চলে যেতে হবে, নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে’–দ্যা ডেইলি স্টার বাংলা
কোলকাতার শিরোনাম:
- ভাঙড়ে রাতভর সংঘর্ষে মৃত অন্তত তিন, উত্তর থেকে দক্ষিণবঙ্গ, জেলা পরিষদের ফলাফলেও জয়জয়কার তৃণমূলের-আনন্দবাজার পত্রিকা
- ব্যালট বলছে গ্রামবাংলা তৃণমূলেরই-সংবাদ প্রতিদিন
- বাংলার হিংসার জন্য দায়ী কেন্দ্র এবং রাজ্যপালওঃ অভিযোগ সেলিমের-গণশক্তি
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
শুরুতে বিভিন্ন দৈনিকের রাজনীতির খবর।ভোটের আগে ‘পছন্দমতো’ মাঠ প্রশাসন সাজাচ্ছে সরকার-প্রথম আলোর এ খবরে লেখা হয়েছে, সরকার গত পাঁচ দিনে ২৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। জাতীয় নির্বাচনে সাধারণত জেলা প্রশাসকেরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তাই নির্বাচনের প্রাক্কালে এসব নিয়োগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল বেশি থাকে।
এ ছাড়া ভোটের সময় এবং তার আগে পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। গত মাসে পুলিশ সুপার পদেও ১৩ জনের বদলি হয়েছে। একই সময়ে ইউএনও পদে নতুন নিয়োগ পেয়েছেন ৪৫ জন। রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে, সরকার নির্বাচনের আগে পছন্দের কর্মকর্তাদের দিয়ে মাঠ প্রশাসন সাজাচ্ছে। এর মধ্যে ডিসি পদে নিয়োগ আলোচনায় বেশি গুরুত্ব পাচ্ছে। দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম এরকম- নির্বাচন ঠেকানো যাবে না এই বার্তা দেবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ আজ, সংঘাতের শঙ্কা-ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশ থেকে সরকার পতনের ‘এক দফা’ ঘোষণা করবে দলটি। অন্যদিকে, বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দৈনিকটির অপর খবরে লেখা হয়েছে- দুই বড় রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির সমাবেশে ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।

সম্পূর্ণরূপে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনেই মার্কিন ভিসানীতি: উজরা জেয়া-ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বাংলাদেশে ‘সম্পূর্ণরূপে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন’কে সমর্থন করার উদ্দেশ্যেই নতুন ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারের তিনি বলেন, আমরা মনে করি ‘সম্পূর্ণরূপে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন’ প্রতিটি গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, গণতন্ত্রের উন্নতি করতে সক্ষম হওয়ার জন্য অপরিহার্য।

সপ্তমবারও ওয়াসার এমডি পদে চুক্তিতে নিয়োগ পাচ্ছেন তাকসিম এ খান-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, নাগরিক সেবার মান নিয়ে সমালোচনা ও বিতর্কের মুখে পড়া ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আরো তিন বছরের জন্য নিয়োগ পেতে যাচ্ছেন তাকসিম এ খান। মঙ্গলবার অনুষ্ঠিত ওয়াসার বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর পাঁচ দফায় তার মেয়াদ বাড়ানো হয়। আগামী ১৪ অক্টোবর তার ষষ্ঠবারের মেয়াদ শেষ হচ্ছে।নতুন করে তার মেয়াদ বৃদ্ধির সুপারিশের সমালোচনা করে ঢাকা ওয়াসা কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, দুর্নীতি দমন কমিশনে তাকসিমের একাধিক দুর্নীতির মামলা চলমান। এমন অবস্থায় বিধিমোতাবেক তাকসিমের চাকরির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করতে পারে না ওয়াসা বোর্ড। এটা অনৈতিক এবং দুর্নীতির সহায়ক।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:
পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিশাল জয়-- সংবাদ প্রতিদিন, আনন্দবাজার গণশক্তিসহ প্রায় সব দৈনিকের এ খবরে লেখা হয়েছে,

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের শাসক দল তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা প্রতিফলিত হয়েছে, গ্রামীণ স্থানীয় সরকারের তিনটি স্তরের সবগুলোতেই বড় ধরনের জয় পেয়েছে দলটি। এর আগে মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হয়। এ নির্বাচনে গ্রামীণ স্থানীয় সরকারের তিনটি স্তরের ৭৪ হাজারেরও বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়।
সোমবার নির্বাচনে ভোটগ্রহণের সময় বেশ কয়েকটি কেন্দ্রে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে, এতে অন্তত ১৫ জন নিহত হন। গোলযোগ ও বিভিন্ন অভিযোগের কারণে ৬৯৬টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। পরে কিছু সময় পর ফের ভোটগ্রহণ শুরু হয়।
তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েতের মোট ৬৩ হাজার ২২৯ আসনের মধ্যে ৪২ হজার ১২২টিতে, পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০ আসনের মধ্যে ৫ হাজার ২৬৩টিতে এবং জেলা পরিষদের ৯২৮ আসনের মধ্যে ৫২৬টিতে জয় পেয়েছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি অনেকটা পেছনে থেকে দ্বিতীয় স্থান পেয়েছে। তারা গ্রাম পঞ্চায়েতে ৯ হাজার ৩০৭টিতে, পঞ্চায়েত সমিতিতে ৫৭২টিতে এবং জেলা পরিষদের ১৫টি আসনে জয় পেয়েছে। এক ফেসবুক পোস্টে পশ্চিমবঙ্গের তৃণমূলদলীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গ্রামবাংলায় তৃণমূলের জয়জয়কার। তৃণমূলের প্রতি জনগণের ভালোবাসা, আবেগ ও সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই। এই রাজ্যের জনগণের হৃদয়ে শুধু তৃণমূল, এ নির্বাচন তা প্রমাণ করেছে।
পদ ছেড়ে চলে যাওয়া উচিত’, পঞ্চায়েতে বিপুল জয়ের পর কুণাল ঘোষের নিশানায় রাজ্যপাল-সংবাদ প্রতিদিন

দুর্নীতি, দলীয় কোন্দল-সহ হাজারও অভিযোগ ফুৎকারে উড়িয়ে ফের তৃণমূলেই (TMC) আস্থা রেখেছে গ্রামবাংলা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম – সর্বত্রই সবুজ ঝড়। এমনকী উত্তরবঙ্গ যেটুকু জমি মজবুত হয়েছিল বিজেপির (BJP), তাও হাতছাড়া হয়েছে এবারের পঞ্চায়েত ভোটে (Panchayat Election)। নন্দীগ্রামে বিরোধী দলনেতা নিজের বুথে জয় পেলেও সামগ্রিক ফলাফলে তৃণমূলের সাফল্যের ধারেকাছেও পৌঁছতে পারেনি বিজেপি। দিলীপ ঘোষ, শান্তনু ঠাকুররা নিজেদের বুথেই পরাজিত। এই পরিস্থিতিতে একযোগে রাজ্যপাল ও বিরোধী দলনেতাকে নিশানা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্রের কুণাল ঘোষ।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১২