জুলাই ১৯, ২০২৩ ১৭:১০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৯ জুলাই বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • শক্তিশালী পাসপোর্ট সূচকে ৫ ধাপ এগোল বাংলাদেশ-প্রথম আলো
  • হিরো আলমের ওপর হামলা: সুষ্ঠু বিচার চাইলো ১৩ দূতাবাস-ইত্তেফাক
  • বিএনপির পদযাত্রায় হামলা সংঘর্ষ গুলি-যুগান্তর
  • রাজধানীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে জনস্রোত-কালের কণ্ঠ
  • কানাডার ভিসা পেলেন না ঢাবি ভিসি-মানবজমিন
  • ভোট চুরি করতে নির্বাচনের আগে ডিসি-ইউএনও-পুলিশে বদলি: আমীর খসরু-ডেইলি স্টার বাংলা

কোলকাতার শিরোনাম:

  • পাক সেনার উর্দি পরে ছবি, ভারতীয় সেনায় যোগাযোগ, মুখে ইংরেজি বুলি! সীমাকে নিয়ে সীমাহীন জটে এটিএস-আনন্দবাজার পত্রিকা
  • ফের তারিখের রাজনীতি! মহামিছিল থেকে ১২০ কোটির দুর্নীতি ফাঁসের হুঁশিয়ারি শুভেন্দুর-সংবাদ প্রতিদিন
  • রাজস্থানে নৃশংস হত্যাকান্ড-গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

শক্তিশালী পাসপোর্ট সূচকে ৫ ধাপ এগোল বাংলাদেশ-প্রথম আলো

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ। শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন ৯৬তম। গত জানুয়ারি মাসে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। তখন যৌথভাবে কসোভোও একই অবস্থানে ছিল। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স গতকাল মঙ্গলবার এই সূচক প্রকাশ করেছে। সূচকের তথ্য বলছে, এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন।

‘দ্য হেনলি পাসপোর্ট ইনডেক্স’ অনুযায়ী, এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। দেশটির পাসপোর্টধারী ব্যক্তিরা বিশ্বের ১৯২টি দেশে আগাম ভিসা ছাড়াই যেতে পারেন।

সূচকে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি, ইতালি ও স্পেন। এই দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা বিশ্বের ১৯০টি দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারেন।

যৌথভাবে তৃতীয় অবস্থানে আছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জাপান, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া ও সুইডেন। এই দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা বিশ্বের ১৮৯টি দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারেন।

সূচকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ৮০তম। ভারতের সঙ্গে যৌথভাবে একই অবস্থানে আছে সেনেগাল ও টোগো। এই তিন দেশের পাসপোর্টধারী ব্যক্তিরা বিশ্বের ৫৭টি দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারেন।

মতামত ঢাকা–১৭ উপনির্বাচন কতখানি গুরুত্বপূর্ণ ছিল-প্রথম আলো

আমি নিজে ঢাকা-১৭ আসনের একজন ভোটার। এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই স্বাভাবিক কারণেই এই ভোট নিয়ে আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকে ভোটও দিয়েছি।নির্বাচন কমিশন থেকে তৃণমূল পর্যায়ে যাঁরা নির্বাচন পরিচালনার দায়িত্ব ছিলেন বা থাকবেন, তাঁদের জন্য আত্মবিশ্লেষণ জরুরি হয়ে পড়েছে। আগেও বলেছি, আবারও বলি, বাংলাদেশের আগামী নির্বাচন ইতিমধ্যেই ভূরাজনীতির আবর্তে জটিল ও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন না হলে দেশ এক অনিশ্চয়তার মধ্যে পড়তে যাচ্ছে, যা সাধারণের কাম্য নয়। এখানে শুধু রাজনীতিবিদই নন, নাগরিক সমাজসহ সর্বস্তরের জনগণ ও আমলাদেরও উপলব্ধি প্রয়োজন।

ঢাকা-১৭ আসনে ভোট পরিস্থিতি ছিল শান্ত ও নিরুত্তাপ। ভোটারদের এই অনাগ্রহ শেষ পর্যন্ত ছাপিয়ে গেছে হিরো আলমের ওপর হামলার ঘটনায়। যে উপনির্বাচনে সরকারি দলের প্রতিপক্ষই ছিল না, সেখানে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার কোনো প্রয়োজনই ছিল না।

বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের প্রাক্‌–নির্বাচন পর্যবেক্ষক দল যখন দেশে। নির্বাচন কমিশনের ভূমিকা এরই মধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে। দ্রুত তদন্ত করে নির্বাচনী আইনের আওতায় ব্যবস্থা নেওয়া না হলে কমিশনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠবে।

ইত্তেফাক, প্রথম আলোসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে,  ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকায় অবস্থিত ১১টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস।আজ বুধবার তাদের যৌথ বিবৃতিতে বলা হয়, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষী ব্যক্তিদের জবাবদিহির দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে জন্য আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই।’

দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তৃণমূল পর্যায়ের অফিস পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘মন্ত্রণালয়গুলো তাদের অন্যান্য অফিসের সাথে এপিএ স্বাক্ষর করবে- যাতে (সরকারি অফিসগুলিতে) তৃণমূল পর্যায় পর্যন্ত যোগাযোগ ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। আমরা যদি এইভাবে কাজ করতে পারি, তাহলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে পারব।

আইন আদালত সম্পর্কিত দৈনিক যুগান্তরের কয়েকটি খবর এরকম, বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে দুই মামলা, আসামি ১০০০।পিরোজপুরে বিএনপির ৩৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৫

কানাডার ভিসা পেলেন না ঢাবি ভিসি-মানবজমিন

ভিসা না পাওয়ায় কানাডায় যেতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. আখতারুজ্জামান। ইয়র্ক ইউনিভার্সিটির এক প্রোগ্রামে যোগ দিতে গত ১৫ই জুন ভিসার জন্য ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনে আবেদন করেন তিনি। কিন্তু এক মাস পার হলেও ভিসা পাননি ভিসি। তাই কানাডায় যাওয়ার উদ্যোগ বাতিল করতে হয়েছে তাকে।তবে ভিসি মো. আখতারুজ্জামানের দাবি- বিলম্বে আবেদন করায় ভিসা প্রসেসিংয়ে সময় লাগছে।এদিকে, ভিসি কানাডার ভিসা না পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের মধ্যে বেশ আলোচনা-সমালোচনা চলছে। কারণ পদাধিকার বলে ঢাবি ভিসি কূটনৈতিক পাসপোর্টের অধিকারী।উল্লেখ্য, ঢাবি ভিসি ড. মো. আখতারুজ্জামান এমন এক সময় কানাডার ভিসা পাননি যখন বাংলাদেশের ওপর ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। কানাডা হচ্ছে যুক্তরাষ্ট্রের মিত্র।

 এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

ফের তারিখের রাজনীতি! মহামিছিল থেকে ১২০ কোটির দুর্নীতি ফাঁসের হুঁশিয়ারি শুভেন্দুর-সংবাদ প্রতিদিন

পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের বিরোধিতায় পথে নেমেছে রাজ্য বিজেপি (BJP)। আর সেই মিছিল শুরুর আগে ফের তারিখের রাজনীতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আগামী মঙ্গলবার অর্থাৎ ২৫ তারিখ রাজ্য়ের বড়সড় দুর্নীতি ফাঁস করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, আইপ্যাককে ১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দিয়েছে রাজ্য়। তথ্য প্রমাণ-সহ সেই দুর্নীতি ফাঁসের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু।রাজ্যে পঞ্চায়েত নির্বাচন বেলাগাম হিংসার অভিযোগ তুলেছে বিজেপি। এমনকী, ভোট লুঠেরও অভিযোগ এনেছে তাঁরা। এসবের প্রতিবাদে বুধবার মহামিছিল করল গেরুয়া শিবির।

বিরোধী জোটের INDIA নাম চাননি নীতীশ! কেন আপত্তি? সংবাদ প্রতিদিন

বেঙ্গালুরুর (Bengaluru) জোটমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রস্তাবে ২৬টি দলের বিরোধী জোটের নাম হয়েছে ‘ইন্ডিয়া’ বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়ান্স (India)। কিন্তু সেই নাম নাকি পছন্দ নয় নীতীশ কুমারের (Nitish Kumar)! বিহারের মুখ্যমন্ত্রী জোটের এই নামকরণের তীব্র বিরোধিতা করেছিলেন বলেই দাবি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের এক সূত্রের।কিন্তু কেন আপত্তি নীতীশের? সূত্রের দাবি, আগে থেকে নাকি কিছুই জানানো হয়নি নীতীশকে। বৈঠকে আচমকাই নামটি প্রকাশ করা হয়। এতেই চটে যান জেডিইউ সুপ্রিমো। প্রশ্ন তোলেন, কী করে জোটের নাম ‘ইন্ডিয়া’ হতে পারে।

পাক সেনার উর্দি পরে ছবি, ভারতীয় সেনায় যোগাযোগ, মুখে ইংরেজি বুলি! সীমাকে নিয়ে সীমাহীন জটে এটিএস

সীমা হায়দার

পাক বধূ সীমা হায়দারের ভারতে অনুপ্রবেশ দিয়ে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। জট ছাড়াতে তদন্তে নেমেছে উত্তরপ্রদেশ এটিএস থেকে শুরু করে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি। সীমা আসলে কে? ভারতীয় প্রেমিকের টানে সীমান্ত পার করে আসা সাধারণ পাক বধূ না পাকিস্তানি গুপ্তচর? তা নিয়েও প্রশ্ন উঠছে। তার মধ্যেই প্রকাশ্যে এল একাধিক চাঞ্চল্যকর তথ্য।সূত্রের খবর, সম্প্রতি এমন একটি ছবি এটিএসের হাতে এসেছে, যেখানে সীমাকে পাক সেনাবাহিনীর উর্দিতে দেখা গিয়েছে। এমনকি, একাধিক ভারতীয় সেনা জওয়ান এবং নয়ডার বহু যুবকের সঙ্গে তাঁর সমাজমাধ্যমে পরিচয় ছিল বলেও এটিএস সূত্রে খবর। আর সেই কারণেই নাকি সীমার উপর সন্দেহ বাড়ছে তদন্তকারী আধিকারিকদের।

এটিএস সূত্রে খবর, পাক সেনার উর্দিতে তাঁর ছবি প্রসঙ্গে সীমাকে জিজ্ঞাসাবাদ করা হলে, তিনি বার বার আলাদা আলাদা উত্তর দিয়েছেন। সূত্রের খবর, কখনও সেই ছবি যে তাঁর, সে কথা মানতে অস্বীকার করেছেন সীমা। আবার কখনও সেই ছবি তাঁর ভাইয়ের উর্দি পরে তোলা বলে জানিয়েছেন। এমনকি, ওই উর্দি তাঁর ভাইয়ের বন্ধুর বলেও নাকি এক বার দাবি করেছেন সীমা। ভারতীয় সেনা জওয়ান এবং দিল্লি-এনসিআর এলাকার যুবকদের সঙ্গে তাঁর সমাজমাধ্যমে যোগ নিয়েও নাকি কোনও সদুত্তর তিনি দিতে পারেননি।

সীমা এটিএসকে নাকি জানিয়েছেন যে, ভারতে আসার আগে ১২ লক্ষ টাকায় তিনি পাকিস্তানে একটি বাড়ি বিক্রি করেছিলেন। এবং সেই টাকাতেই তিনি মোবাইল, পাসপোর্ট এবং বিমানের টিকিট কিনেছিলেন। কিন্তু এটিএস মনে করছে, পাকিস্তানে একটি ভাড়াবাড়িতে থাকতেন সীমা। কোনও বাড়িও তিনি বিক্রি করেননি। এ ছাড়াও সীমার পাসপোর্ট এবং টিকিট নিয়েও তদন্তকারী আধিকারিকদের মনে সন্দেহ দানা বাঁধছে বলে এটিএস সূত্রে খবর।

সূত্রের খবর, সীমার থেকে প্রাপ্ত নগদ এবং অ্যাকাউন্টের লেনদেন নিয়েও নাকি তদন্ত শুরু করেছে এটিএস। সীমার স্বামী গোলাম হায়দারকে নিয়েও সন্দেহ দানা বাঁধছে তদন্তকারীদের মনে। সীমা পাকিস্তান থেকে চলে আসার পর থেকে স্ত্রীকে ফেরানোর দাবিতে গোলাম বার বার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন। কিন্তু বিগত কয়েক দিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলেই নাকি জানতে পেরেছে এটিএস। মঙ্গলবার তাঁর সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন ধরার জন্য মেসেজও পাঠানো হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।

পাশাপাশি, সীমা তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন, তিনি পঞ্চম শ্রেণি অবধি পড়াশোনা করেছেন। কিন্তু তাঁর ইংরাজি বুলি এবং হাবভাব দেখে তদন্তকারীরা মনে করছেন, সীমা উচ্চশিক্ষিত এবং বিশেষ ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। তাঁর হাতে বেশ কয়েকটি কাটা-পোড়ার দাগ রয়েছে। সীমার দাবি, সেগুলি গোলামের অত্যাচারের চিহ্ন। কিন্তু দাগগুলি ‘বিশেষ’ প্রশিক্ষণ নেওয়ার সময় হয়েছে কি না, তা নিয়েও জিজ্ঞাসাবাদ শুরু করেছে এটিএস।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১৯

ট্যাগ