আগস্ট ০১, ২০২৩ ১৮:৪৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে: কাদের-ডেইলি স্টার বাংলা
  • পুলিশের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বুয়েট শিক্ষার্থীসহ ৩৪ জন গ্রেপ্তার, কারাগারে পাঠানো হয়েছে-প্রথম আলো
  • হিরো আলমকে নিয়ে বিবৃতি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন মনে করেন না পিটার হাস-মানবজমিন
  • জোবাইদা রাজনীতিতে আসবেন কী না, জানালেন মির্জা ফখরুল-ইত্তেফাক
  • যুক্তরাষ্ট্র ও কানাডার সরকারকে এক হাত নিলেন পররাষ্ট্রমন্ত্রী-যুগান্তর
  • গ্রেপ্তার বুয়েট ছাত্ররা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত নয়, দাবি অভিভাবকদের-কালের কণ্ঠ

কোলকাতার শিরোনাম:

  • মণিপুরে আরেক নৃশংসতা-গণশক্তি
  • ‘হিংসা ঠেকাতে ব্যর্থ, তদন্তেও গা-ছাড়া’! সুপ্রিম কোর্টের তোপে মণিপুর পুলিশ, তলব ডিজিকে-আনন্দবাজার পত্রিকা
  • অবশেষে মুখ খুলবেন মোদি, আগামী সপ্তাহেই সংসদে অনাস্থা প্রস্তাবের আলোচনা-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. নিঃশব্দে ফের ঢাকায় চীনের বিশেষ দূত। বাংলাদেশের রাজনৈতিক ডামাডোলের মধ্যে এই খবর নিশ্চয়ই বিশেষ তাৎপর্যপূর্ণ। কি বলবেন আপনি?

২. ক্রেমলিনের ঘোষণা

‘ইউক্রেন যতক্ষণ পশ্চিমাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে ততক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ সমাধান হবে না’। কতটা যৌক্তিক এই বক্তব্য?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে: কাদের-ডেইলি স্টার বাংলা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের জয় হবে। মানুষ উন্নয়ন দেখছে। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে। নির্বাচন সুষ্ঠু হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে। মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে।

দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক বিক্ষোভ ঘিরে সহিংসতার খবরে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে সহিংসতার প্রতিবেদনগুলো 'পুঙ্খানুপুঙ্খভাবে, স্বচ্ছভাবে ও নিরপেক্ষভাবে' তদন্ত করতে এবং অপরাধীদের জবাবদিহি করার আহ্বান জানিয়েছে।জনগণকে শান্তিপূর্ণভাবে একত্র হতে এবং তাদের উদ্বেগ প্রকাশ করার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতেও বাংলাদেশকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার (৩১ জুলাই) ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংকালে বলেন, 'আমরা সব পক্ষকে মৌলিক স্বাধীনতা ও আইনের শাসনকে সম্মান করার এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকার আহ্বান জানাই।' তিনি বলেন, গত সপ্তাহান্তের রাজনৈতিক বিক্ষোভকে ঘিরে বাংলাদেশে ভয়ভীতি ও রাজনৈতিক সহিংসতার খবরে তারা উদ্বিগ্ন।

মিলার আরও বলেন, ভোটার, রাজনৈতিক দল, যুব গোষ্ঠী ও পুলিশ; সকলের প্রতিশ্রুতির ওপর অবাধ ও সুষ্ঠু নির্বাচন নির্ভর করে এবং রাজনৈতিক সহিংসতার পরিবেশে তা হতে পারে না।

পুলিশের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বুয়েট শিক্ষার্থীসহ ৩৪ জন গ্রেপ্তার, চাওয়া হবে রিমান্ড-প্রথম আলো

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩১ জন (২৪ জন বর্তমান ও ৭ জন সাবেক) শিক্ষার্থীসহ গ্রেপ্তার হওয়া সবার রিমান্ড চাইবে পুলিশ। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস বলেন, মামলার তদন্তের স্বার্থেই আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

সরকারের বিরুদ্ধে ‘গোপন ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কায়’ গত রোববার বিকেলে টাঙ্গুয়ার হাওর থেকে ৩৪ জনকে আটক করা হয়। গতকাল সোমবার বিকেলে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা করে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাঁদের আদালতে হাজির করলে আদালতের বিচারক ৩২ জনকে কারাগারে এবং দুজন কিশোর হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশের দাবি, গ্রেপ্তার সবাই ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী।

জোবাইদা রাজনীতিতে আসবেন কী না, জানালেন মির্জা ফখরুল-ইত্তেফাক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান রাজনীতিতে আসবেন কী না সে বিষয়ে জনমনে আগ্রহ অনেক। এ বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছেন, জোবাইদা রহমানের রাজনীতিতে আসার সম্ভাবনা নেই।এ সময় মির্জা ফখরুল বলেন, ‘গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে আমরা আশঙ্কা করছি তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে সরকারি নীল নকশায় মিথ্যা মামলায় সাজা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শুধু প্রতিহিংসার কারণে ফরমায়েশি রায়ের মাধ্যমে এই সাজার ব্যবস্থা করা হয়েছে।’রাজনৈতিক প্রতিহিংসা হলে জোবাইদার বিরুদ্ধে কেন?— এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘এরা (সরকার) তার (তারেক রহমান) ছায়া দেখলেও ভয় পায়। জোবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ, তাকে কী করে দূরে রাখা যায় রাজনীতির সম্ভাবনা থেকে, সে জন্য এটা করা হয়েছে।’ 

তবে কি জোবাইদার রাজনীতিতে আসার সম্ভাবনা আছে— এমন আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘সে সম্ভাবনা একেবারেই নেই।’ 

যুক্তরাষ্ট্র ও কানাডার সরকারকে এক হাত নিলেন পররাষ্ট্রমন্ত্রী-যুগান্তর

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের দুই খুনিকে ফেরত না দেওয়ায় যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারকে এক হাত নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের পর তিনি প্রসঙ্গক্রমে বলেন, এখনও বঙ্গবন্ধুর খুনিরা বিভিন্ন দেশে লুকিয়ে আছে এবং আমরা দুটি কেইস জানি। একজন যুক্তরাষ্ট্রে আছেন, আরেকজন কানাডায় আছেন। বাকি তিনজনের খবর আমরা ঠিক জানি না। নানা অজুহাত দেখিয়ে তাদের ফেরত দেওয়া হচ্ছে না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আত্মস্বীকৃত খুনী, তারা ওই দুটি দেশে আছে। আর ওই সব দেশ মানবিকতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, কিন্তু আত্মস্বীকৃত খুনিকে ওরা রেখে দিয়েছে। তাদের জন্য এটা লজ্জার। প্রসঙ্গত, দুই দফায় ছয় জনের ফাঁসি কার্যকর হলেও জাতির পিতার বাকি পাঁচ খুনি এখনও রয়েছে অধরা। তারা হলেন- আব্দুর রশীদ, শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও এবিএমএইচ নূর চৌধুরী।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

অবশেষে মুখ খুলবেন মোদি, আগামী সপ্তাহেই সংসদে অনাস্থা প্রস্তাবের আলোচনা-সংবাদ প্রতিদিন

অনাস্থা প্রস্তাব নিয়ে অবশেষে মুখ খুলতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জানা গিয়েছে, আগামী ৮ আগস্ট থেকে সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হবে। দু’দিন ধরে আলোচনার পরে জবাব দেবে কেন্দ্র। অর্থাৎ ১০ আগস্ট কেন্দ্রের জবাব দেওয়ার পালা। সেখানেই বিবৃতি দেবেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ইতিমধ্যেই বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব (No Confidence Motion) গৃহীত হয়েছে লোকসভায়। দীর্ঘ টালবাহানার পরে অবশেষে এই প্রস্তাব নিয়ে আলোচনার দিন প্রকাশ্যে এল।মঙ্গলবারই অধিবেশন চলাকালীন ফের উঠে আসে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার বিষয়টি। বিরোধী সাংসদরা দাবি করেন, মণিপুর ইস্যুতে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে কবে আলোচনা হবে তা নিয়ে নির্দিষ্ট একটি তারিখ জানান স্পিকার। শেষ পর্যন্ত কমিটির বৈঠক থেকে ওয়াকআউটও করেন বিরোধীরা। পরে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, অনাস্থা প্রস্তাব আনতে বাধ্য করেছে কেন্দ্র।

মণিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে। মঙ্গলবার স্পষ্ট ভাষায় এ কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে গত তিন মাসের গোষ্ঠীহিংসার ঘটনাগুলি নিয়ে মণিপুর পুলিশের তদন্ত প্রক্রিয়াকে ‘গয়ংগচ্ছ এবং ‘অলসতায় ভরা’ বলেছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেপি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ।প্রধান বিচারপতির বেঞ্চ মঙ্গলবার স্পষ্ট ভাষায় বলেছে, ‘‘মণিপুর পুলিশ পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়েছে।’’ গত তিন মাসের হিংসায় রাজ্য জুড়ে ৬,০০০-এর বেশি এফআইআর দায়ের করা হয়েছে। খুন হয়েছেন দেড়শোর বেশি মানুষ। ঘরছাড়ার সংখ্যা ৬০ হাজারের উপর। তবুও গ্রেফতারির সংখ্যা ‘অত্যন্ত কম’ হওয়ায় উষ্মা প্রকাশ করেছে শীর্ষ আদালত।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১

ট্যাগ