জুন ২১, ২০১৬ ২০:১০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি গাজী আবদুর রশীদ ও সোহেল আহমেদ। আজ ২১ জুন মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

গুপ্তহত্যাকারী জঙ্গিদের কোনো ছাড় দেয়া হবে না’ তথ্যমন্ত্রী–ইত্তেফাক

এ বছর থেকেই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা হচ্ছে না-প্রথম আলো

বিদেশি ওয়েবসাইটে সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞাপন উদ্দেশ্যপ্রণোদিত: আইএসপিআর-কালের কন্ঠ

সায়দাবাদ থেকে বাস ধর্মঘট প্রত্যাহার- মানবজমিন

বিকাশ এজেন্টদের নির্বুদ্ধিতার কারণেই ছিনতাই হচ্ছে-নয়া দিগন্ত

মন্ত্রীর পদমর্যাদা পেলেন ঢাকার দুই মেয়র-বাংলাদেশ প্রতিদিন

ওষুধ খাতের নৈরাজ্য ঠেকাতে অনলাইন রিপোর্টিং প্রকল্প-মানবকন্ঠ

ঈদে বাড়ি ফেরার প্রস্তুতি ভাড়া বেশি, কাঙ্ক্ষিত টিকিট উধাও-যায় যায় দিন

তিস্তা চুক্তি: মমতার ওপর আস্থা ঢাকার- যুগান্তর

হাজতখানার পরিস্থিতি দেখে মর্মাহত প্রধান বিচারপতি-ইনকিলাব

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

ভয়াবহ পথদুর্ঘটনায় নিহত ৮ শিশু -সংবাদ প্রতিদিন

প্রতিরক্ষা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি লগ্নিতে সায় মোদির -বর্তমান

মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২৫ জুন পথে নামবে বামফ্রন্ট। ডাক পেল না কংগ্রেস- আজকাল

গণধর্ষণের জেরে দিল্লিতে আত্মঘাতী তরুণী-এইসময়

ভারতকে খ্রিস্টান দেশ করার চক্রান্তে লিপ্ত ছিলেন টেরেজা: বিস্ফোরক আদিত্যনাথ

-আনন্দবাজার

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

গুপ্তহত্যা এবং পুলিশের ক্রসফায়ার নিয়ে সারাদেশে তোলপাড় থামেনি। তো আমরা প্রথমে এ দুটি বিষয় নিয়ে পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ খবর তুলে ধরছি।

যুগান্তরের খবর : গুপ্তহত্যা বন্ধ করতে সক্ষম হব: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, গুপ্তহত্যার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। বাংলাদেশের মানুষের মনে আতংক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা আশ্বস্ত করতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গুপ্তহত্যা বন্ধ করতে সক্ষম হব।

একই দৈনিকের অন্য একটি খবরের শিরোনাম-'ক্রসফায়ার' জঙ্গি সমস্যার সমাধান নয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন কথিত 'বন্দুকযুদ্ধ' বা ক্রসফায়ারে জঙ্গি নিহত হওয়ার ঘটনাকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, প্রতিদিনই দেখা যাচ্ছে- ক্রসফায়ারে জঙ্গি নিহত হচ্ছে। এই ক্রসফায়ার জঙ্গি সমস্যার সমাধান নয়। এটি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা ও দুর্বলতা।

আর ইত্তেফাকের শিরোনাম: গণতন্ত্র নেই বলেই জঙ্গিবাদ-সন্ত্রাসের উত্থান’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে গণতন্ত্র নেই বলেই জঙ্গিবাদ ও সন্ত্রাসের উত্থান হয়েছে।

ড. খন্দকার মোশাররফ বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার অবৈধ। যার কারণে দেশে গণতন্ত্র নেই। আর গণতন্ত্র নেই বলেই দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের সৃষ্টি হয়েছে।

'আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে লাভ নেই'-বাংলাদেশ প্রতিদিন

সাম্প্রতিক ঘটনায় অহেতুক আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে লাভ নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

খাদ্যমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অহেতুক সমালোচনা করে লাভ নেই। এতে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। উন্নত দেশগুলোতে যেভাবে জঙ্গি দমন করা হয়, আমদের দেশেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেভাবেই এগোচ্ছে।

এবারে প্রথম আলোর একটি বিশ্লেষণধর্মী কলাম তুলে ধরছি।শিরোনামটি এরকম-

সময় চিত্র,কেন মারা গেল ফয়জুল্লাহ?

শিরোনামের কলামটি অধ্যাপক আসিফ নজরুলের। কলামে তিনি লিখেছেন,আমাদের সহ্যক্ষমতা অসাধারণ। অথবা আমরা মূলত পলায়নবাদী। এ সমাজে বহু অন্যায়, অনাচার আর অত্যাচার আমরা তাই মেনে নিই। কখনো নানা অজুহাতে, কখনো ভুল ধারণা থেকে, কখনো স্রেফ চোখ বন্ধ রেখে। তবু কিছু ঘটনা আমাদের বদ্ধ বিবেক আর ভোঁতা চিন্তাশক্তিতে কশাঘাত করে। পুলিশের হাতে বন্দী অবস্থায় সন্দেহভাজন জঙ্গি ফয়জুল্লাহ ফাহিম হত্যাকাণ্ড তেমনি একটি ঘটনা।

এই হত্যাকাণ্ডকে বন্দুকযুদ্ধ বলা হচ্ছে। বন্দী মানুষ কখনো যুদ্ধ বা গোলাগুলিতে অংশ নিতে পারে না। কাজেই মূলত এটি হত্যাকাণ্ডই। এই হত্যাকাণ্ডের দায় দেওয়া হচ্ছে রাষ্ট্রকেও। সরকারকে সরাসরি দায়ী না করার জন্যই হয়তো আমাদের কিছু মানবাধিকারকর্মী কয়েক বছর ধরে রাষ্ট্র নামক এক বিমূর্ত সত্তাকে এসব ঘটনার জন্য দায়ী করে চলেছেন। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় রাষ্ট্র মানে সরকার, জনগণ, রাষ্ট্রের ভূমি ও সার্বভৌমত্ব। এই হত্যাকাণ্ডের দায় জনগণের বা রাষ্ট্রের ভূমি বা সার্বভৌমত্বের হতে পারে না। দায়ী করতে হলে তাই সরকারকে করতে হবে, রাষ্ট্রকে নয়।

সরকারের জিম্মায় বন্দী থাকা অবস্থায় শুধু ফয়জুল্লাহ খুন হয়নি। এমন অবস্থায় আগে খুন হয়েছে আরও বহু মানুষ। তারা জঙ্গি হতে পারে, বিএনপি-জামায়াত-শিবির হতে পারে, ঠান্ডা মাথার খুনিও হতে পারে। কিন্তু কোনো কিছুই তাদের মানুষ পরিচয়কে আড়াল করতে পারে না। আমাদের দেশের সর্বোচ্চ আইন সব মানুষের মানবাধিকার রক্ষা করার কথা বলে। জঘন্য খুনিকেও সুষ্ঠু বিচারের মাধ্যমে দোষী প্রমাণিত করে উপযুক্ত শাস্তি দিতে বলে। বঙ্গবন্ধুর মতো বাংলাদেশের স্বাধীনতার জনকের নির্মম হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের ক্ষেত্রে আমরা বিচার করে শাস্তি দিয়েছি। একাত্তরের ঘাতকদেরও আমরা শাস্তি দিয়েছি বিচার করার পর। তাহলে অভিযুক্ত জঙ্গি বা ভিন্নমতাবলম্বী লোকজনদের কেন মেরে ফেলা হচ্ছে কোনো বিচার না করে? কেন তারা প্রাণ হারাচ্ছে, তারা আসলেও দোষী কি না তা নির্ণীত হওয়ার আগেই?

আবারও কথিত বন্দুক যুদ্ধে নিহতের খবর ছাপা হয়েছে মানবজমিন, প্রথম আলো ও ইত্তেফাকে। শিরোনামটি এরকম

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১ আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’আবদুস সাত্তার (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের রসুলপুর কবরস্থানের পেছনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

তালিকাভুক্ত জঙ্গি তিন হাজার, আড়াই হাজারই পলাতক-প্রথম আলো

পুলিশের তথ্যভান্ডারের (ডেটাবেইস) হিসাব অনুযায়ী, দেশে বিভিন্ন জঙ্গি সংগঠনের তিন হাজার সদস্য রয়েছেন। জঙ্গিবিরোধী বিশেষ অভিযানের পরও প্রায় আড়াই হাজার তালিকাভুক্ত জঙ্গি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। এদের মধ্যে বিভিন্ন সময়ে জামিনে বেরিয়ে যাওয়া প্রায় ৫০০ জঙ্গিও রয়েছেন, যাঁদের এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ১০ জুন দেশব্যাপী জঙ্গিবিরোধী অভিযান শুরুর আগ পর্যন্ত এই তালিকাভুক্ত ৩২৮ জন কারাবন্দী ছিলেন।

তবে জঙ্গিবিষয়ক বিশ্লেষক, আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান প্রথম আলোকে বলেন, দেশে সক্রিয় ও বাইরে থাকা জঙ্গির সংখ্যা আরও বেশি হবে।

আহসানউল্লাহ মাস্টার হত্যা: ১১ আসামির খালাসের রায় স্থগিত-ইত্তেফাক/প্রথম আলো

আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আহসান উল্লাাহ মাস্টার হত্যা মামলার ১১ আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় আগামী ১৪ জুলাই পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষের এক আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক আজ মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে এ আদেশ দেন।

গত ১৫ জুন হাইকোর্ট আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর রায় ঘোষণা করে। রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ১১ আসামিকে বেকসুর খালাস দেয় হাইকোর্ট। একইসঙ্গে অন্য কোন মামলায় গ্রেফতার না থাকলে তাদেরকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়া হয়।

বিকাশ এজেন্টদের নির্বুদ্ধিতার কারণেই ছিনতাই: ডিএমপি কমিশনার-ইত্তেফাক

বিকাশ এজেন্টদের নির্বুদ্ধিতার কারণেই রাজধানীতে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পুলিশি নিরাপত্তা নেয় না বলে তারা ছিনতাইকারীদের টার্গেটের শিকার হন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মোটা অংকের টাকা বহন করার সময় বিকাশ এজেন্টরা পুলিশি নিরাপত্তা নিলে আর ছিনতাইয়ের ঘটনা ঘটবে না বলে তিনি জানান।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-চাঁদাবাজির খবর ফাঁস করায় সাংবাদিককে পেটাল ছাত্রলীগ-যুগান্তর

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) যুগান্তর প্রতিনিধি মাহসাব হোসাইন রনিকে বেধড়ক পিটিয়েছে শেকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দাশ ও তার অনুসারীরা।

বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজির খবর প্রকাশ করায় সোমবার দুপুরে রনিকে পেটায় তারা। এসময় তারা হুমকি দেয়, ভবিষ্যতে এমন খবর প্রকাশ করা হলে রনিসহ সংশ্লিষ্ট সাংবাদিককে গুম করে দেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ২৩শ শিক্ষার্থীর বৃত্তির টাকা তুলে নেয়ার জন্য স্বাক্ষর জাল করে সম্প্রতি আবেদন করে দেবাশীষ দাসের অনুসারীরা।

তিস্তা চুক্তি: মমতার ওপর আস্থা ঢাকার-যুগান্তর

তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে চুক্তির ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখছে ঢাকা।

রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ শিগগির তিস্তা চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনার কথা বলার পরদিন সোমবার এ কথা জানান দিল্লিতে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি কলকাতায় এ কথা বলেন।

জামায়াত নিষিদ্ধে টালবাহানা-লাভক্ষতির হিসাব কষছেন ক্ষমতাসীনরা-যুগান্তর

যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনাল প্রায় তিন বছর আগে জামায়াতকে সন্ত্রাসী সংগঠন (ক্রিমিনাল অর্গানাইজেশন) হিসেবে চিহ্নিত করলেও অদ্যাবধি নিষিদ্ধ হয়নি দলটি। এ ব্যাপারে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে জোরালো দাবি জানিয়ে আসছে। কিন্তু রহস্যজনক কারণে স্বাধীনতাবিরোধী এ সংগঠনটিকে নিষিদ্ধ করতে নানা টালবাহানা করছে সরকারের সংশ্লিষ্টরা। জামায়াতে ইসলামীকে আদৌ নিষিদ্ধ করা হবে কিনা, হলেও তা কবে নাগাদ হবে- সে ব্যাপারে সুস্পষ্টভাবে কোনো মন্তব্য করতে পারছেন না সরকারের কোনো নীতিনির্ধারক।

প্রথম আলোর শিরোনাম-এ বছর থেকেই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা হচ্ছে না

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, চলতি বছর থেকেই পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে এ বছর থেকে অষ্টম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে।

ঈদে বাড়ি ফেরার প্রস্তুতি-ভাড়া বেশি, কাঙ্ক্ষিত টিকিট উধাও-যায় যায় দিন

ঈদের ছুটিতে প্রতি বছরই বাস বা রেলের টিকিট নিয়ে হাহাকার ও এক রকম যুদ্ধাবস্থা সবারই জানা। তবে এবার ঈদের বেশ আগেই সরকারি ছুটি শুরু হওয়ায় টিকিট ক্রয়ে সহজ হবে বলে আশা করেছিলেন টিকিট প্রত্যাশীরা। কিন্তু দৃশ্য ভিন্ন। সেহরি খেয়ে লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত ৩০ জুন ও ৪ জুলাইয়ের টিকিট পাচ্ছেন না তারা।

যাত্রীদের অভিযোগ, বেশি টাকা গচ্চা দিয়ে টিকিট কিনতে হচ্ছে তাদের। এ ছাড়া গন্তব্যের চেয়ে বেশি দূরত্বের টিকিট কিনতে হচ্ছে।

পাঠক! বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

চাকরি টোপে রাজ্যের ছাত্রদের সিরিয়ায় পাঠানোর ছক আইএস-এর-সংবাদ প্রতিদিন

আইএস-এ যোগ দিতে রাজি রাজ্যের অন্তত ২৫ জন ছাত্র৷ চাকরির টোপ দিয়ে তাদের মধ্যপ্রাচ্য হয়ে সিরিয়ায় নিয়ে যাওয়ার ছক কষেছে আইএস৷ এমনকী, তৈরি তাদের পাসপোর্টও৷ একইসঙ্গে রাজ্যের প্রায় ৩০০ জন তরুণ ইন্টারনেটে যোগাযোগ রাখছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস-এর সঙ্গে৷ সম্প্রতি এই চাঞ্চল্যকর তথ্য এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে৷

ভারতকে খ্রিস্টান দেশ করার চক্রান্তে লিপ্ত ছিলেন টেরেজা: বিস্ফোরক আদিত্যনাথ-আনন্দবাজার

ফের বিতর্কে বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ। মাদার টেরেজা সাম্প্রদায়িক উদ্দেশ্য নিয়ে ভারতে এসেছিলেন বলে দাবি করলেন গোরক্ষপুরের বিজেপি সাংসদ। বললেন, ভারতকে খ্রিস্টান রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত হয়েছিল।

উত্তরপ্রদেশের বসতিতে রামকথা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে নোবেলজয়ী মাদার টেরেজা সম্পর্কে শনিবার বেশ কিছু ‘বিদ্বেষপূর্ণ’ মন্তব্য করেছেন আদিত্যনাথ। তিনি বলেন, ‘‘ভারতকে খ্রিস্টান দেশে পরিণত করার চক্রান্তের অংশ ছিলেন মাদার টেরেজা।

কংগ্রেসের সঙ্গে কোনো জোট নয়- বর্তমান

কংগ্রেসের সঙ্গে কোনওরকম জোট চলবে না। আজ রীতিমতো বিবৃতি জারি করে এ কথা কড়া ভাষায় জানিয়ে দিল সিপিএমের কেন্দ্রীয় কমিটি। তাতে সাফ বলা হয়েছে, অবিলম্বে ওই জোট-কৌশল সংশোধন করে নিতে হবে। পার্টি কংগ্রেসে গৃহীত রাজনৈতিক লাইনই একমাত্র পার্টি-লাইন হবে। অর্থাৎ কংগ্রেসের সঙ্গে কোনওপ্রকার সমঝোতা নয়। এটি সুনিশ্চিত করবে পলিটব্যুরো।

প্রতিরক্ষা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি লগ্নিতে সায় মোদির-বর্তমান

এক ঢিলে অনেক পাখি মারার কাজটি আজ করলেন মোদি-জেটলি জুটি। একদিকে আন্তর্জাতিক মঞ্চে চীন, পাকিস্তান সহ বিভিন্ন ইস্যুতে ভারতকে শর্তহীনভাবে সমর্থন করা আমেরিকার কর্পোরেট মহলকে সন্তুষ্ট করার বার্তা যেমন দেওয়া হল। তেমনি অন্যদিকে সংস্কারকে শিকেয় তুলে মোদি সরকারও আবার ইউপিএর মতো শুধুই ভরতুকি প্রবণ গ্রামীণ অর্থনীতিতেই ফিরছে, এই বার্তাকে ভুল প্রমাণ করে বাণিজ্যমহলকেও চুড়ান্ত খুশি করলেন মোদি।

 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১