জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ২২ জুন বুধবার কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
ভারতে গোয়েন্দা নজরদারিতে বাংলাদেশীরা –ইত্তেফাক
শক্তিধর দেশগুলো সর্প হইয়া দংশন করে ওঝা হইয়া ঝাড়ে -প্রথম আলো
১-৯ জুলাই টানা ৯ দিন সরকারি ছুটি -কালের কন্ঠ
বিশ্বব্যাংক বলেছে আগামী অর্থবছরের বাজেটে যে জিডিপি ধরা হয়েছে তাতে গলদ আছে - মানবজমিন
বাড়ছে হিন্দু, কমছে মুসলিম-বাংলাদেশে মানুষের গড় আয়ু বেড়ে ৭০.৯ -নয়া দিগন্ত
ঢাকায় ইয়াবার কারখানা ও ব্যবসা জমজমাট, নেপথ্যের হোতারা ধরাছোঁয়ার বাইরে -বাংলাদেশ প্রতিদিন
বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত আসামি খুন হয় কীভাবে? -মানবকন্ঠ
এবার ১৭ বীমা কোম্পানির দুর্নীতি অনুসন্ধানে দুদক -যায় যায় দিন
সিলেটে পুলিশের সামনে যুবককে কুপিয়ে হত্যা - যুগান্তর
ভারতের দখলে ৫০ হাজার একর জমি-ইনকিলাব
কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
বিরিয়ানি কাজিয়ায় মৃত্যু ইঞ্জিনিয়ারের -সংবাদ প্রতিদিন
আয়কর ফাঁকি রুখতে গ্রেফতারের প্রস্তাব-বর্তমান
দিল্লির মানুষ আম আদমি পার্টিকে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রীকে দুষতে নয়, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্র মন্ত্রীর - আজকাল
বাজ পড়ে বিহারে মৃত ৫৫, আহত ৮ -এইসময়
দরজা খুললেও লগ্নি আসবে কি -আনন্দবাজার
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
গুপ্তহত্যা এবং পুলিশের ক্রসফায়ার নিয়ে সারাদেশে তোলপাড় থামেনি। তো আমরা প্রথমে এ দুটি বিষয় নিয়ে পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ খবর তুলে ধরছি।
'সংসদে প্রধানমন্ত্রী-বাংলাদেশ জঙ্গিবাদকে কোনোমতেই প্রশ্রয় দেবে না'-
প্রথম আলোর এ শিরোনামের খবরে বলা হয়েছে,প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সব সময় আমাদের একটা সন্ত্রাসবিরোধী ভূমিকা রয়েছে। বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদকে আমরা কোনো মতেই প্রশ্রয় দেব না।’
আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে হুইপ শহিদুজ্জামান সরকারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ ছাড়া প্রধানমন্ত্রী আজ বিদেশি বিনিয়োগ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারীদের প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সকাল ১০টা ৩৫ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদে দিনের কার্যসূচি শুরু হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়া এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান আমি সব সময় করি। ওআইসিতে (ইসলামি সম্মেলন সংস্থা) যতবার গেছি, এ প্রশ্নটা আমি তুলেছি। ওআইসি মহাসচিবের সঙ্গে যখনই দেখা হয়েছে, আমি এ কথাটা বলেছি।’
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সৌদি আরব একটি ইসলামি জোট গঠন করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দূর করার জন্য এ জোটে বাংলাদেশ যুক্ত হয়েছে। প্রায় ৪০টা দেশ এ জোটে যুক্ত। ফলে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার জন্য যা যা করণীয়, সেটা বাংলাদেশ করবে। এ ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এটা আমি মুসলিম দেশগুলোকে জানিয়েছি। সৌদি বাদশাহকেও জানিয়েছি। ওআইসিকেও জানিয়েছি।’
যুগান্তরের শিরোনাম: কুমিল্লা সিআইডি কার্যালয়ে তনুর দুই বান্ধবী
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলা তদন্তে তদন্তকারী সংস্থা কুমিল্লা সিআইডি আবারও দৃশ্যমান কাজ শুরু করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তনুর দু’বান্ধবীকে কুমিল্লা সিআইডি কার্যালয়ে নেওয়া হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে দু’জনকে সিআইডি কার্যালয়ে আসেন। সেখানে একটি কক্ষে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তাৎক্ষণিকভাবে দু’জনের নাম জানা যায়নি।
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের বাসার পাশের একটি ঝোপে পাওয়া যায় তনুর মরদেহ। এ হত্যাকাণ্ডের ৩ মাস অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের রহস্য বের করতে পারেনি সিআইডি। এছাড়াও গত ৪ এপ্রিল এবং ১২ জুন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে দেয়া ময়নাতদন্ত প্রতিবেদনে তনুর মৃত্যুর কারণ উল্লেখ না করেই প্রতিবেদন দেয়া হয়। দুপুরে ফোনে তনুর বাবা ইয়ার হোসেন জানান, 'যারা তনু হত্যার বিচারের দাবিতে ঘটনার পর থেকে আন্দোলন করে আসছে সিআইডি জিজ্ঞাসাবাদের নামে বার বার তাদেরকেই অফিসে ডেকে আনছে। তিনি বলেন, আমি যখন সব হারিয়েছি, এখন আর কিছুই হারানোর ভয় নেই, মেয়ে হত্যার বিচার চাইতে গিয়ে কোন ভয়-ভীতিতে আমি পিছু হটবো না'।
ইত্তেফাকের একটি খবরের শিরোনাম: রাষ্ট্রের প্রশ্রয়ে বিপুল পরিমাণ অস্ত্র খালে: বিএনপি
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সন্দেহভাজন জঙ্গি ধরা, রিমান্ডে নিয়ে ক্রসফায়ারে হত্যা এবং উত্তরার খালে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার একই যোগসূত্রে গাঁথা একটি মহাপরিকল্পনার অংশ। অশুভ উদ্দেশ্যে রাষ্ট্রের প্রশ্রয়ে এই বিপুল পরিমাণ অস্ত্র খালে ফেলা হয়েছিল বলে জনগণ বিশ্বাস করে।
উত্তরায় অস্ত্র উদ্ধার নিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘পুলিশ কমিশনার কোনো প্রকার তদন্ত ছাড়াই বিএনপি ও বিরোধী দলগুলোকে উদ্দেশ করে যে বক্তব্য দিয়েছেন, তা শুধু অনভিপ্রেতই নয়, তাঁর বক্তব্য প্রধানমন্ত্রীর স্বভাবসুলভ বক্তব্যের সমতুল্য। তাঁর বক্তব্যে আওয়ামী নেতাদের বক্তব্যেরই প্রতিধ্বনি হয়েছে। মনে হয়েছে, ঢাকার পুলিশ কমিশনার আওয়ামী লীগনামীয় দলটির পোর্টফোলিও হোল্ডার।’
রিজভী বলেন, যে অস্ত্র–গুলি উদ্ধার হয়েছে, এ ধরনের অস্ত্র–গুলি মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই আমদানি ও ব্যবহার করে থাকে। মানুষের মনে স্পষ্ট হয়ে উঠছে যে, আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা ছাড়া তুরাগ নদের খালে এ অস্ত্রগুলো পৌঁছাত না।
যুগান্তরের একটি হত্যা সম্পর্কিত খবরের শিরোনাম-
সিলেটে পুলিশের সামনে যুবককে কুপিয়ে হত্যা-ঘাতকদের বাড়ি ঘেরাও
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের মাহতাব উদ্দিন(৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিয়ানীবাজারের আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহতাব এ গ্রামের মৃত মাখন আলীর ছেলে। বিয়ানীবাজার থানার ওসি জুবের আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ৫জনকে আটক করেছে পুলিশ।তবে এখন পর্যন্ত তাদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি সংক্রান্ত বিরোধের খবর পেয়ে সকালে আলীনগরে ছুটে যায় পুলিশ। তাদের সামনেই সুমন ও রুবেল নামের দুই যুবক মাহতাবের ওপর হামলা চালায়। এক পর্যায়ে লম্বা দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে মাহতাব নিহত হওয়ার খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘাতকদের বাড়ি ঘেরাও করে জনতা।
দৈনিকটিতে আরো একটি হত্যার খবর ছাপা হয়েছে, খবরে বলা হয়েছে-মাদারীপুরের মুকসুদপুর উপজেলায় লামিয়া আক্তার (৭) নামের এক শিশুকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ইয়াবা ব্যবসায় প্রভাবশালীর সন্তানরা
ঢাকায় কারখানা ও ব্যবসা জমজমাট, নেপথ্যের হোতারা ধরাছোঁয়ার বাইরে-বাংলাদেশ প্রতিদিন
প্রভাবশালীদের স্বজনরাই পরিচালনা করছেন ‘ইয়াবা’ তৈরির কারখানা। তারাই ঢাকাসহ দেশজুড়ে এ মরণঘাতী নেশাজাত দ্রব্যটি বাজারজাতের বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছেন। এক্ষেত্রে ক্ষমতাসীন দলের অতিলোভী নেতা-কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যের সমন্বয়ে বানানো হয়েছে প্রভাবশালী ইয়াবা চক্র। রাজনৈতিক দাপট, প্রশাসনিক ক্ষমতা আর মাদকের অর্থে পরিচালিত এ ইয়াবা চক্রের প্রতাপ আকাশছোঁয়া। তাদের বিরুদ্ধে ‘টুঁ’ শব্দটি করারও উপায় নেই। এ কারণে ইয়াবা ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাইরে। জানা গেছে, ঢাকায় আলোচিত ইয়াবা সিন্ডিকেটের সদস্যরা বরাবর মিয়ানমার থেকেই লাখ লাখ পিস ইয়াবা আমদানি করতেন। কিন্তু গত বছর অক্টোবর থেকে তিনটি সংঘবদ্ধ চক্র খোদ রাজধানী ঢাকাতেই ইয়াবার কারখানা স্থাপন করেছে। সেখানে উৎপাদিত লাখ লাখ ইয়াবা ট্যাবলেট প্রতিদিন সরবরাহ হচ্ছে দেশের বাজারে। পুলিশের মাদকদ্রব্য উদ্ধার টিমের এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ঢাকাতেই অন্তত ইয়াবার ৫টি নকল কারখানার সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন পথে ঢাকায় ইয়াবা প্রবেশ করছে।
এবার ১৭ বীমা কোম্পানির দুর্নীতি অনুসন্ধানে দুদক
ওই বীমা কোম্পানিগুলোর বিরুদ্ধে গ্রাহকদের এক হাজার ৭৮১ কোটি টাকার দুর্নীতির অভিযোগ -যায় যায় দিন
সরকারি-বেসরকারি ১৭ বীমা কোম্পানির বিরুদ্ধে গ্রাহকদের এক হাজার ৭৮১ কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিনের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে। এতে সহকারী পরিচালক আনোয়ার হোসেনও রয়েছেন বলে তিনি জানান।
পাঠক! বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
মেসবাড়িতে হুল্লোড়, মেধাবী ছাত্রকে পিটিয়ে মারল এলাকাবাসী-সংবাদ প্রতিদিন
মেসবাড়িতে চিৎকার-চেঁচামেচির জেরে এক মেধাবী ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ উঠল জিয়াগঞ্জ থানার তিলিপাড়ার চার বাসিন্দার বিরুদ্ধে৷ মৃত ছাত্রের নাম রিজওয়ানুর রহাম (২২)৷ মঙ্গলবার বিকালে জিয়াগঞ্জ থানার পুলিশ একটি মেসবাড়ির পিছন থেকে হাত-পা ভাঙা ওই ছাত্রের দেহ উদ্ধার করে৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে৷
আয়কর ফাঁকি রুখতে গ্রেফতারের প্রস্তাব-বর্তমান
কর ফাঁকি রুখতে এবার কড়া দাওয়াই। ইচ্ছাকৃতভাবে আয়কর ফাঁকি দেওয়া ব্যক্তির সংখ্যা কমাতে কঠোর পদক্ষেপ করতে চলেছে মোদি সরকার। একদিকে আয়কর দপ্তর তার আধিকারিকদের স্পষ্টই বলে দিয়েছে, যাঁরা কর ফাঁকি দিচ্ছেন, তাঁদের আটক বা গ্রেপ্তার করার ক্ষেত্রে আর অযথা ইতস্তত করার দরকার নেই। এমনকী বাজেয়াপ্ত সম্পত্তি নিলামে তোলার ক্ষেত্রেও কোনও গড়িমসি চলবে না।
জোটে ধাক্কা, বামফ্রন্টের কর্মসূচিতে আপাতত ব্রাত্যই থাকছে কংগ্রেস-বর্তমান
দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তিরস্কৃত হয়ে এ রাজ্যে কংগ্রেস নিয়ে সিপিএমের বঙ্গব্রিগেড কী মনোভাব নিয়ে আগামী দিনে চলতে চায়, সেই বিষয়টি এখনও ধোঁয়াশাপূর্ণ। কিন্তু বামফ্রন্ট বা তার সহযোগী দলগুলি আপাতত তাদের কর্মসূচিতে অধীর-মান্নানদের ব্রাত্য করে রাখার সিদ্ধান্ত নিয়েছে। জেলা বা রাজ্য বামফ্রন্টের ব্যানারে আজ, বুধবার থেকে যে সব কর্মসূচি পালিত হতে চলেছে, তাতে কংগ্রেসকে আহ্বান জানানোর রাস্তায় আর হাঁটছে না বাম নেতৃত্ব
দরজা খুললেও লগ্নি আসবে কি- যতটা ঢক্কানিনাদ, ততটাই কি বাস্তব! আনন্দবাজার
নরেন্দ্র মোদী সরকার বিদেশি লগ্নির পথে লাল কার্পেট পেতে দেওয়ার পরে চব্বিশ ঘণ্টা কেটে গিয়েছে। ইতিমধ্যে সরকারের সিদ্ধান্ত খুঁটিয়ে দেখে শিল্পকর্তা থেকে শুরু করে অর্থনীতিবিদ— অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, লগ্নির দরজা হাট করে দেওয়ার এই সিদ্ধান্তই কি অর্থনীতির হাল ফেরাতে যথেষ্ট? না কি আরও কাজ বাকি রয়েছে!
একটা বিষয়ে সকলে একমত যে লগ্নির সহায়ক পরিবেশ তৈরি করতে সঠিক পথেই হাঁটছে মোদী সরকার। কিন্তু একই সঙ্গে তাঁদের বক্তব্য, কাঠামোগত সংস্কার করতে হলে এখনও অনেকটা পথ হাঁটতে হবে।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২