সেপ্টেম্বর ১২, ২০২৩ ১৮:২৮ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের জবাবের আসর 'প্রিয়জন'। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি নাসির মাহমুদ এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমেনীন হযরত আলী (আ.) বলেছেন,’একজন ব্যক্তির মূল্যের পরিমাণ নির্ভর করে তার উচ্চাকাঙ্ক্ষার পরিমাণের ওপর, তার সততা নির্ভর করে তার বীরত্বের পরিমাণের ওপর এবং তার সাহসিকতা নির্ভর করে তার মর্যাদাবোধের পরিমাণের ওপর।'

নাসির মাহমুদ: খুবই গুরুত্বপূর্ণ একটি বাণী শুনলাম। আমরা সবাই তা মেনে চলার চেষ্টা করব- এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।

বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন পাঠিয়েছেন আসরের প্রথম মেইলটি।

তিনি লিখেছেন, “দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ব্রিকসের শীর্ষ সম্মেলনে ইরানকে পূর্ণ সদস্যপদ দেয়া হয়েছে, যা আগামী ১ জানুয়ারি ২০২৪ সাল থেকে কার্যকর হবে। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে গত ২৪ আগস্ট এ সংক্রান্ত একটি খবর প্রচার করা হয়েছে। এই সাফল্যের খবরে ইরানকে অভিনন্দন জানাই। সেইসাথে আমরা আশা করি,অদূর ভবিষ্যতে বাংলাদেশও এ জোটের সদস্যপদ পাবে।”

আশরাফুর রহমান: বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্যপদ লাভের বিষয়টি নিঃসন্দেহে একটি বড় ঘটনা। এর ফলে ইরান অবৈধ নিষেধাজ্ঞা কাটিয়ে উঠে বিশ্বের দেশগুলোর সাথে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিস্তারের সুযোগ পাবে। তো, গুরুত্বপূর্ণ বিষয়টির ওপর তাৎক্ষণিকভাবে মতামত জানানোয় শাহাদত হোসেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে। আর পাঠিয়েছেন দেবাশীষ গোপ।

তিনি লিখেছেন, “গত ২৭ শে আগস্ট ধারাবাহিক আলোচনা ‘নারী: মানব ফুল’-এর ৩৩তম পর্বে ইসলামের দৃষ্টিতে সর্বকালের শ্রেষ্ঠ নারী চার নারী হযরত আসিয়া, হযরত মারিয়াম, হযরত খাদিজা ও হযরত ফাতিমার পরিচয় জেনে মুগ্ধ  হলাম। ইতিহাসে  তাঁরা  চিরস্মরণীয়  হয়ে থাকবেন তাঁদের অসাধারণ কীর্তির  জন্য। তাঁদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। সেইসাথে সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার  জন্য রেডিও তেহরানকে ধন্যবাদ জানাই।”

নাসির মাহমুদ: ভাই দেবাশীষ গোপ, ‘নারী: মানব ফুল’ অনুষ্ঠান থেকে পবিত্র কুরআনে বর্ণিত চারজন শ্রেষ্ঠ নারী সম্পর্কে জানতে পেরেছেন জেনে ভালো লাগল। আশা করি আবারো লিখবেন।

বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থেকে হরিদাস রায় পাঠিয়েছেন পরের মেইলটি।

তিনি লিখেছেন, “রেডিও তেহরান বাংলা বিভাগের আমি একজন নিয়মিত শ্রোতা। আমি মনে করি- সমাজ ও রাষ্ট্র উন্নয়নে রেডিও তেহরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রেডিও তেহরানের ওয়েবসাইট থেকে আমরা নিয়মিত সারা বিশ্বের বিভিন্ন তথ্য ও খবর জানতে পারি এবং অনেক বিষয়ে জ্ঞানলাভ করতে পারি।”

আশরাফুর রহমান: ভাই হরিদাস রায়, রেডিও তেহরান থেকে জ্ঞানার্জন করতে পারছেন জেনে ভালো লাগল। তো সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। (বাজনা)

নাসির মাহমুদ: আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওপাড়া থেকে। আর পাঠিয়েছেন ফেমিলি রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি নিজামুদ্দিন শেখ।

আশরাফুর রহমান: নিজাম ভাই অনেকদিন পর ইমেইল পাঠালেন। তো কী লিখেছেন তিনি?

নাসির মাহমুদ: নিজামুদ্দিন ভাই লিখেছেন, “রেডিও তেহরানের অনুষ্ঠান প্রায় নিয়মিত শুনলেও দীর্ঘ সময় ধরে সংসার জীবনের নানান ব্যস্ততার কারণে অনুষ্ঠান সম্বন্ধে নিয়মিত মতামত জানাতে ব্যর্থ হয়েছি।  যার জন্য আমি আন্তরিকভাবে  দুঃখিত।”

এরপর অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে গিয়ে তিনি লিখেছেন, “২৪ আগস্ট প্রচারিত রংধনু আসরটি ছিল এক ভিন্নধর্মী অনুষ্ঠান। অনুষ্ঠানে ইব্রাহিম ইবনে আদহাম-এর জীবনের যে কয়েকটি সত্য ঘটনা তুলে ধরা হয়েছে তা আমাদের হৃদয়কে স্পর্শ করে গেছে। অনুষ্ঠানটি আমাদেরকে ক্ষণিকের জন্য হলেও পরকালের কথা স্মরণ করিয়ে দিয়েছে। দুনিয়াদারির মধ্যে নিজেকে সম্পুর্ণ নিমজ্জিত না রেখে পরম করুণাময় আল্লাহপাকের সান্নিধ্য লাভের জন্য যে তাঁর ইবাদত-বন্দেগী দরকার সেই শিক্ষা এই অনুষ্ঠান থেকে পেলাম। এতো মূল্যবান ও জ্ঞানবর্ধক অনুষ্ঠান যিনি উপহার দিয়েছেন সেই আশরাফুর রহমান ভাইকে জানাই আমার হৃদয়ের অন্তস্থল থেকে অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা।” 

আশরাফুর রহমান: ভাই নিজামুদ্দিন শেখ, হযরত ইব্রাহিম ইবনে আদহাম-এর জীবন থেকে নেওয়া কয়েকটি ঘটনা থেকে আপনি শিক্ষালাভ করতে পেরেছেন জেনে ভালো লাগল। আশা করি ব্যস্ততা সত্ত্বেও মাঝেমধ্যে লিখে প্রেরণা জোগাবেন।

বাংলাদেশের বরিশালের কাশিপুর থেকে তৃণমূল বেতার শ্রোতা তথ্য ক্লাবের সভাপতি জিল্লুর রহমান জিল্লু পাঠিয়েছেন এবারের মেইলটি। এতে তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি কটূক্তিকারীদের নিন্দা জানিয়ে একটি স্মরচিত কবিতা পাঠিয়েছেন। কবিতাটির কিছু অংশ পড়ে শোনাচ্ছেন নাসির মাহমুদ ভাই।

নাসির মাহমুদ:

কুলাঙ্গার কখনো হয় না মানুষ
থাকলেও মানুষের আকৃতি
প্রগতিশীল হতে গিয়ে
ধর্মে ঘটায় বিকৃতি।
তীব্র নিন্দা,ঘৃণা,প্রতিবাদ
নবীকে নিয়ে প্রশ্ন তোলায়,
কোরআন-হাদিসে ভুল ধরে যে
নিক্ষিপ্ত হোক অগ্নি গোলায়।

কে শিখালো ভালো-মন্দ
দিলো বিবেক-বুদ্ধি?
মরার আগে চাওরে ক্ষমা
হয় যদি তা উপলব্ধি।

আশরাফুর রহমান: কবিতার মাধ্যমে বিশ্বনবীর কটূক্তিকারীদের প্রতিবাদ জানানোয় ভাই জিল্লুর রহমান জিল্লু আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে আর পাঠিয়েছেন হিরামন সেখ।

রেডিও তেহরান পরিবারের সকল কলাকুশলীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, “গত ২৩ আগস্ট রেডিও তেহরান বাংলা থেকে প্রচারিত সকল অনুষ্ঠান শুনলাম। ওইদিন স্বাস্থ্যকথা অনুষ্ঠানে ডেঙ্গু নিয়ে আলোচনা করেন ডা. খোরসেদ জামান রনি। তার আলোচনা থেকে আমরা জানতে পারি যে, ডেঙ্গু বাড়-বাড়ন্তের জন্য আমরা নিজেরাই অনেকটায় দায়ী। কারণ আমাদের নিজেদের পরিবেশ নিজেরাই নষ্ট করি। ডেঙ্গু থেকে বাঁচতে আমাদের আশপাশে পরিবেশ সবসময় পরিষ্কার রাখতে হবে। আর ডেঙ্গু জ্বর হলে বেশি বেশি পানি পান করতে হবে এবং ডাক্তারের পরামর্শমত ওষুধ সেবন করতে হবে। সময়োপযোগী আলোচনার জন্য রেডিও তেহরানকে অসংখ্য ধন্যবাদ।“

নাসির মাহমুদ: ডেঙ্গু জ্বর সম্পর্কে ডা. খোরসেদ জামান রনির আলোচনাটি শুনে সুন্দর করে মতামত জানানোর জন্য হিরামন সেখ আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা সরাসরি কথা বলব বাংলাদেশের এক শ্রোতার সঙ্গে। প্রথমেই তার পরিচয় জানা যাক:

আশরাফুর রহমান: ভাই রাশেদ আহমেদ, আপনাকে প্রিয়জনের আসরে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাচ্ছি, রেডিও তেহরানের সাথে আপনার পরিচয় কবে ও কিভাবে? 

 

 

আশরাফুর রহমান: আসরের পরের মেইলটি এসেছে ভারতের ছত্তিশগড় রাজ্যের দুর্গ জেলার ভিলাই থেকে আর পাঠিয়েছেন সিনিয়র ডিএক্সার আনন্দ মোহন বাইন।

নাসির মাহমুদ: অনেকদিন পর আনন্দ দার মেইল পেলাম। তিনি কী লিখেছেন ঝটপট পড়ে শোনান!

আশরাফুর রহমান: হ্যাঁ, পড়ছি। আনন্দ মোহন বাইন লিখেছেন,  “আমাদের একটি শ্রোতা ক্লাব আছে। আমরা এই ক্লাবের মাধ্যমে কিভাবে রেডিও শ্রোতা সংখ্যা বাড়ানো যায় সে চেষ্টা করি। আমরা সবসময় প্রতিযোগিতা, সার্ভে আয়োজন করে থাকি। রেডিও তেহরানকে নিয়েও আমরা একটি সার্ভে ও একটি প্রতিযোগিতা করেছি এবং বিজয়ীদের উপহার দিয়েছি।”

নাসির মাহমুদ: ভাই আনন্দ মোহন বাইন, রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধিতে জরিপ ও প্রতিযোগিতার আয়োজন করছেন জেনে ভালো লাগল। ইমেইলে বিষয়টি জানানোয় আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আসরের এবারের মেইলটি এসেছে বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা থেকে। আর পাঠিয়েছেন গহরপুর বিএম কলেজের বাংলা বিভাগের প্রভাষক  মোঃ রুহুল আমিন রুবেল।

তিনি লিখেছেন, “রেডিও তেহরান আমার প্রিয় অনুষ্ঠান। সারাদিন অধীর আগ্রহ নিয়ে বসে থাকি রেডিও তেহরান শোনার জন্য। বর্তমান মুসলিম বিশ্বে একমাত্র নির্ভরযোগ্য ও ইসলাম সম্পর্কে জানার মাধ্যমটাই হলো রেডিও তেহরান। ধন্যবাদ রেডিও তেহরানের সকল কলাকুশলী ও সংশ্লিষ্টদেরকে।”

আশরাফুর রহমান:  ভাই রুহুল আমিন রুবেল, রেডিও তেহরানকে পছন্দের গণমাধ্যম হিসেবে বেছে নেওয়ায় আপনাকে ধন্যবাদ। আর হ্যাঁ, এ বেতার সম্পর্কে আপনার মূল্যায়ন আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আশা করি আবারো লিখবেন।

আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের কুষ্টিয়ার খাদিমপুর বাজার থেকে। আর পাঠিয়েছেন রেডিও তেহরানের সিনিয়র শ্রোতা মোখলেছুর রহমান।

চিঠির শুরুতেই তিনি ‘বিশ্ব চিঠি দিবস’ উপলক্ষে আন্তরিক প্রীতি,শুভেচ্ছা ও সালাম জানিয়েছেন। এরপর লিখেছেন, “আমি নিয়মিত অনলাইনে আপনাদের সম্প্রচারিত অনুষ্ঠানমালা শুনি এবং পার্সটুডের গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো অবসর সময়ে পড়ে থাকি। কিন্তু শারীরিক অসুস্থতার ফলে আপনাদের কাছে কোন চিঠি লিখতে বা ইমেল পাঠাতে পারিনি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত! আল্লাহর অশেষ রহমতে বর্তমানে আমি বেশ কিছুটা সুস্থ বোধ করছি। তাই একটি সুন্দর দিনে আপনাদের স্মরণ করছি। মহান রাব্বুল আলামিন যদি আমাকে এখন থেকে সুস্থ রাখেন, তাহলে অনুষ্ঠান শোনা এবং পার্সটুডের প্রতিবেদনগুলো পড়ার পাশাপাশি নিয়মিত পত্রালাপ চলবে ইনশাল্লাহ।”

নাসির মাহমুদ: ভাই মোখলেছুর রহমান, মহান আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন- আমরা এ দোয়াই করছি। আপনার পরবর্তী চিঠির অপেক্ষায় থাকলাম।

তো শ্রোতাবন্ধুরা, এ পর্যায়ে আমরা আপনাদের কয়েকটি ইমেইলের প্রাপ্তিস্বীকার করছি:

  • বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার দক্ষিণ বন্দর থেকে কৃষ্ণ কর্মকার কৌশিক
  • কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে শরিফা আক্তার পান্না
  • টাঙ্গাইলের ঘাটাইল থানার আকন্দের বাইদ থেকে মোবারক হোসেন ফনি
  • কিশোরগঞ্জের কটিয়াদী ধানার চরঝাকালিয়া থেকে মিয়া মোহম্মদ ছিদ্দিক
  • ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম
  • ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধান চন্দ্র সান্যাল
  • কোচবিহার জেলার শীতলকুচি থানার গাদোপোতা থেকে সহিদুল ইসলাম
  • এবং মুর্শিদাবাদের বারুইপাড়া থেকে থেকে এসএস নাজিমউদ্দিন

আশরাফুর রহমান: ইমেইল করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে আজও রয়েছে একটি গান। কবি ফররুখ আহমদ-এর 'পাখির বাসা'কবিতায় সুরারোপ করেছেন মতিউর রহমান খালেদ। আর পরিবেশন করেছে সিলেট কালচারাল একাডেমি।

নাসির মাহমুদ: শিল্পী মতিউর রহমান খালেদ ও একঝাঁক শিশু-কিশোর বন্ধুর সমবেত কণ্ঠে গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে। 

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

ট্যাগ