অক্টোবর ২৪, ২০২৩ ১৭:৩৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৪ অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • মতামত আর কত মৃত্যু হলে ‘উন্নয়নে বিভোর’ রেলওয়ের টনক নড়বে -প্রথম আলো
  • জাতীয় নির্বাচন ঘিরে ইসির সমন্বয়হীনতা নেই: ইসি আহসান হাবিব-ইত্তেফাক
  • মাঠ দখলে রাখতে ব্যাপক প্রস্তুতি আ. লীগের -যুগান্তর
  • খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে আসছেন ৩ বিশেষজ্ঞ চিকিৎসক-ডেইলি স্টার বাংলা
  • কারাগারগুলো নিপীড়ন-নির্যাতনের আয়নাঘর: রিজভী–মানবজমিন

কোলকাতার শিরোনাম:

  • ধোঁয়ায় মোড়া দিল্লির বাতাসে বিষ! আরও বাড়বে দূষণ, আশঙ্কা প্রশাসনের-সংবাদ প্রতিদিন
  • গণতন্ত্রের অন্তর্জলি যাত্রা?-আনন্দবাজার পত্রিকা
  • ২০০ ট্রাক ত্রাণ গাজায় এখনই, চাইছে রাষ্ট্রসঙ্ঘ-গণশক্তি
  • গণশক্তির অপর খবরে লেখা হয়েছে, ২৪ ঘন্টায় গাজায় নিহত ৪০০

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

গাজা যুদ্ধ পরিস্থিতির খবর বাংলাদেশ ভারতসহ বিশ্ব মিডিয়ার প্রধান খবর। প্রথম আলোর শিরোনাম-ইসরায়েলের দিকে তাক করা আছে হিজবুল্লাহর দেড় লাখ রকেট-ক্ষেপণাস্ত্র। এ খবরে লেখা হয়েছে, লেবাননের ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। ৭ অক্টোবর ইসরায়েলে হামাস রকেট ছোড়ার পর হিজবুল্লাহও লেবানন সীমান্তবর্তী ইসরায়েলে হামলা চালায়। এরপর নতুন করে আলোচনায় আসে তারা।

বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীর হাতে রয়েছে প্রায় দেড় লাখ রকেট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এসব অস্ত্র দিয়ে যেকোনো সময় ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালাতে পারে তারা। সম্প্রতি এক বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। আর যুগান্তরের খবরে লেখা হয়েছে, গাজায় যুদ্ধবিরতির আহ্বানের বিরোধিতা করল যুক্তরাষ্ট্র।

আন্দোলন ‘অবধারিত’ লক্ষ্যের দিকে যাচ্ছে, কোনো কিছুই আটকে রাখতে পারবে না: ফখরুল-প্রথম আলোর এ শিরোনামের রাজনীতির খবরে লেখা হয়েছে, এবারের আন্দোলন ‘অবধারিত’ লক্ষ্যের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগের ভয়ভীতি, গ্রেপ্তার, মামলা, রাতের বেলায় মামলা পরিচালনা—কোনো কিছুই আর আটকে রাখতে পারবে না।

আজ দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।সাংবাদিকের প্রশ্ন ছিল, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পাল্টা সমাবেশ দিয়েছে আওয়ামী লীগ, এতে ‘এক দফার’ আন্দোলন ঝুঁকিতে পড়ছে কি না। জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগ যদি সরকারে থাকে, প্রতিটি পদক্ষেপই ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকি নিয়ে চিন্তা করে লাভ নেই। মানুষ এখন জেগে উঠছে। তারা তাদের দাবি আদায়ে বদ্ধপরিকর। একটার পর একটা আন্দোলন করে মানুষ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। তখন আওয়ামী লীগের কর্মসূচি হলো শান্তির নামে অশান্তি সৃষ্টি করা। এ কাজটা তারা খুব সুচারুভাবে করে যাচ্ছে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আপনি গ্রেপ্তার বলেন, মামলা বলেন, রাত্রিবেলা মামলা পরিচালনা বলেন— কোনোটাই আর আটকে রাখতে পারবে না। সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারেন, এবারকার আন্দোলন একটা অবধারিত লক্ষ্যের দিকে যাচ্ছে এবং সেটা জনগণের বিজয় আনার জন্য।’

বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশের জন্য পুলিশকে চিঠি দিয়েছে। তবে পুলিশ বলেছে, তারা রাস্তায় সমাবেশ করতে দেবে না। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এ রকম কোনো উত্তর পাইনি। আমরা জানিয়েছি তাদের (পুলিশ কর্তৃপক্ষ)। এখানে অনুমতি চাওয়ার কিছু নেই।

এখানে পুলিশকে অবগত করতে হয়, সে অবগত আমরা করেছি। এখন তাদের দায়িত্ব, এখানে কীভাবে কী করবে না করবে, সেটা তারা সিদ্ধান্ত নেবে।’

এদিকে যুগান্তরের খবরে লেখা হয়েছে, ২৮ অক্টোবর রাজনীতির মাঠ নিজেদের দখলে রাখতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। ঢাকার প্রবেশপথগুলোতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি থাকবে। ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও ঢাকা নিয়ে তীক্ষè নজর রাখার পরিকল্পনা রয়েছে। আওয়ামী লীগ নেতাদের আশঙ্কা-ওইদিন বড় ধরনের অঘটন ঘটাতে পারে বিএনপি। সেই বিষয়টি মাথায় রেখেই কৌশল সাজাচ্ছেন তারা। দলটির নেতাদের কাছে সতর্ক অবস্থানের পাশাপাশি প্রথম নির্দেশনা হচ্ছে কোনো ধরনের সহিংসতায় না জড়াতে।

ডলারের বিপরীতে দক্ষিণ এশিয়ার মুদ্রা

যে কারণে ধুঁকছে টাকা-মানবজমিনের অর্থনীতি বিষয়ক এ খবরে লেখা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মূল্যমান সবচেয়ে বেশি কমেছে এমন তৃতীয় মুদ্রা হলো বাংলাদেশি টাকা। ২০২০ সালের অক্টোবর মাসের তুলনায় গতকাল পর্যন্ত টাকার অবমূল্যায়ন হয়েছে ২৫ দশমিক ১৪ শতাংশ। অন্যদিকে মূল্যমান পতনের বিচারে একই সময়ে দক্ষিণ এশিয়ার দুর্বলতম মুদ্রা ছিল শ্রীলঙ্কান রুপি। আলোচ্য সময়ে ডলারের বিপরীতে মুদ্রাটির অবমূল্যায়ন হয়েছে ১৩৭ দশমিক ৯৩ শতাংশ। তবে অন্যান্য দেশ ঘুরে দাঁড়ালেও বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারছে না। অবনমনের পথেই রয়েছে টাকা।বিশেষজ্ঞরা বলছে, বাংলাদেশ কোনো পলিসি না নেয়ার কারণে ভালো করতে পারছে না। সরকার থেকে প্রয়োজনীয় কোন উদ্যোগও নেয়া হচ্ছে না।

 এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত 

গাজায় খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করেছ ২০০ ট্রাক ত্রাণ গাজায় এখনই, চাইছে রাষ্ট্রসঙ্ঘ। সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, রাষ্ট্রসঙ্ঘ  চাইছে অন্তত ২০০ ট্রাক ভর্তি ত্রাণ সরঞ্জাম গাজায় ঢুকতে দেওয়া হোক। এই বক্তব্য রাষ্ট্রসঙ্ঘের।  ইজরায়েল শেষ বার মাত্র ১৭ টি ট্রাক ঢুকতে দিয়েছে। রাষ্ট্রসঙ্ঘ মনে করিয়েছে ৭ অক্টোবর থেকে সামরিক সংঘাত শুরু হওয়ার আগে গাজায় ৫০০ টি ট্রাকে ত্রাণ যেত।

গাজার চিকিৎসা সরঞ্জাম না থাকা এবং হাসপাতাল গুলি  চালানোর মতো জ্বালানি না থাকার কারণে উদ্বেগ জানিয়েছে রাষ্ট্র সংঘ। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, এবার গাজার মাটিতে শুরু মুখোমুখি সংঘর্ষ, ভয়ঙ্কর পরিণামের আশঙ্কা। ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলা চলছে অব্যাহতভাবে। এ পর্যন্ত প্রায় সাড়ে পাঁচহাজার ফিলিস্তিনি মারা গেছেন।এরমধ্যে শিশু দুই হাজারের ওপরে আর নারী এক হাজারের উপরে।কেবল প্যালেস্তাইন নয়, প্রতিবেশী আরও দুই দেশ লেবানন এবং সিরিয়ার সঙ্গেও সামরিক সংঘাত শুরু করেছে ইজরায়েল। #

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২৪

ট্যাগ