নভেম্বর ০৮, ২০২৩ ১৬:৪৫ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমরা তিনজন। আমি গাজী আবদুর রশীদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: আজকের আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাব। ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন, "তোমাদের মাঝে অসুস্থদের চিকিৎসা কর দানের মাধ্যমে এবং বিভিন্ন বিপদের দরজাগুলো বন্ধ কর দোয়ার মাধ্যমে।"

আকতার জাহানখুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস শুনলাম। আমরা সবাই তা মেনে চলার চেষ্টা করব- এ প্রত্যাশা করে নজর দিচ্ছি ইমেইলে আসা চিঠিপত্রের দিকে।

আসরের প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে। আর পাঠিয়েছেন ‘আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ’-এর অর্থ-সম্পাদক শরিফা আক্তার পান্না।

তিনি লিখেছেন, "বর্তমানে ফিলিস্তিনি ভাই-বোনেরা দুর্বিসহ জীবন-যাপন করছেন। কথাটা একটু ভুল হলো, আসলে বর্তমানে নয়, তারা তো গত কয়েক দশক ধরেই দুর্বিসহ জীবন-যাপন করছেন। সম্প্রতি ফিলিস্তিনিদের দ্বারা 'আল-আকসা তুফান নামক অভিযান'-এর পর তাদের উপর নির্যাতন আরো বেড়েছে শুধু। তবে আমি মনে করি, এ দুঃখ-কষ্টের প্রতিদান আল্লাহ নিশ্চয় তাদের দেবেন। কেননা, ইতোমধ্যে মুসলিম বিশ্ব এক হয়ে গেছে। যে সৌদি আরবের সাথে ইহুদিবাদি ইসরাইলের ঘনিষ্ঠতা সৃষ্টি হয়েছিল, সেই সৌদি আরব এখন ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে এবং অপরাপর মুসলিম বিশ্বের সাথে একাত্মতা প্রকাশ করেছে। আল-আকসা তুফান অভিযানের এটিই বড় সাফল্য।"

গাজী আবদুর রশীদ: একই বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কেওয়াতলা থেকে পল্লী রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি মো. মান্নান আলী লিখেছেন- “গাজার সংকট, বর্তমানে রাজনৈতিক, ধর্মীয় ও মানবিক সংকট। প্রত্যেক মানবতাবাদী মানুষকে একযোগে এই ধ্বংসলীলা বন্ধের উদ্যোগ গ্রহণ করা উচিত। বিশেষ করে দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর আগ্রাসনে সাধারণ ফিলিস্তিনিদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে,এটার নিন্দা ভাষা নেই। প্রতিটি মানবতাবাদী মানুষের উচিত দখলদার ইসরাইলি বাহিনীকে শিক্ষা দিয়ে, ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড ফিরিয়ে দেওয়া।” 

আশরাফুর রহমান:  ফিলিস্তিন ইস্যুতে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ায় বোন শরিফা আক্তার পান্না ও ভাই মান্নান আলী আপনাদের দু’জনকেই ধন্যবাদ।

বাংলাদেশের কুষ্টিয়ার খাদিমপুর বাজার থেকে মোখলেছুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, “ইরানের কালজয়ী দার্শনিক ও চিন্তাবিদ অমর মনীষী আল- ফারাবির জীবন ইতিহাসের ১০ম পর্বে ল্যাটিন ভাষায় অনুদিত গ্রন্থের উপর ২৮ অক্টোবর প্রচারিত আলোচনাটি শুনে আমি খুশি হয়েছি। একইদিন সাপ্তাহিক ধারাবাহিক ‘ঘটনার নেপথ্যে’ পশ্চিমা গণমাধ্যমের ভূমিকায় অপ-সাংবাদিকতার তেলেসমাতি বিষয়ক আলোচনাটি ভীষণ ভালো লেগেছে। তথ্য সমৃদ্ধ, শিক্ষণীয়, জ্ঞানবর্ধক মনোগ্রাহী অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কর্মী ভাই-বোনকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।

আকতার জাহান: নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি মতামত জানিয়ে ইমেইল পাঠানোয় মোখলেছুর রহমান ভাই আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আবারো লিখবেন।

গাজী আবদুর রশীদ: বাংলাদেশের রংপুরের পীরগাছা থেকে এ,টি,এম,আতাউর রহমান রঞ্জু পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর জেলা শাখার সভাপতি।

তিনি লিখেছেন, “ইমাম মাহদি (আ.)-এর আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত ধারাবাহিক ‘শেষ ত্রাণকর্তা’র প্রথম পর্ব শুনলাম। মানবজাতির শেষ ত্রাণকর্তা হিসেবে ইমাম মাহদি পৃথিবীতে আসবেন তা সব ধর্মের মানুষ জানে। তবুও অশান্তি, অত্যাচার, জুলুম-নিপীড়ন থেমে নেই। ইমাম মাহদি (আ.) দ্রুত আগমন করলে তিনি মানুষকে মুক্ত করবেন সব অন্যায়, অত্যাচার, জুলুম ও বঞ্চনার বেড়াজাল থেকে। তিনিই মানুষের জন্য বয়ে আনবেন সম্মান ও সৌভাগ্যময় জীবন।”

আশরাফুর রহমান:  ‘শেষ ত্রাণকর্তা’ শিরোনামের নতুন ধারাবাহিক অনুষ্ঠানটি শোনার পর মতামত পাঠানোর জন্য আতাউর রহমান রঞ্জু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে। আর পাঠিয়েছেন এস এম নাজিম উদ্দিন।

রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডে সম্পর্কে তিনি লিখেছেন, “রেডিও তেহরানের ওয়েবসাইট বরাবরই আমার পছন্দের একটি ওয়েব পেজ। বিভিন্ন বিষয়ভিত্তিক বিভাগ আর বিভাগের সাব-ক্যাটাগরির মধ্যে ছড়িয়ে রয়েছে তথ্যের আকর! এমন সুন্দর সুবিন্যস্ত, চমৎকার ডিজাইন, আর সহজে ব্যবহার যোগ্য ওয়েব সাইট আমার চোখে কমই পড়েছে। একবার পার্সটুডে’র জ্ঞান সমুদ্রে পৌঁছে গেলে আর ফিরে আসতে মন চাইবে না। রেডিওর প্রত্যেকটি অনুষ্ঠানের বিবরণীসহ বিশ্ব, মধ্যপ্রাচ্য, ইরান, ভারত, বাংলাদেশ প্রভৃতি বিভাগের খবরের জগৎ আপনাকে সদা আপডেট রাখবেই। প্রত্যেকটি বিভাগে বিচরণ করি আর আঙ্গুলের স্পর্শে নিংড়ে নিতে থাকি তথ্যের পরশমনি।”

চিঠির শেষাংশে নাজিম ভাই পরামর্শ দিয়েছেন রেডিও তেহরানের সবগুলো অনুষ্ঠান যেন নিয়মিত আপডেট করা হয়।

আকতার জাহান: পার্সটুডে সম্পর্কে এমন মূল্যায়ন ও পরামর্শ আমাদেরকে সত্যিই প্রেরণা জোগায়। তো চমৎকার চিঠিটির জন্য নাজিমউদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসরের পরের মেইলটি পাঠিয়েছেন বাংলাদেশের গাইবান্ধা জেলার সুন্দররগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো: আবু বক্কর সিদ্দিক।

তিনি লিখেছেন, "ইহুদিবাদী ইসরাইল বাহিনী যুদ্ধনীতি লংঘন করে বিশ্ব-মানবতাকে কলুষিত করেছে। মানবিকতা উপেক্ষা করে ফিলিস্তিনে নিষ্পাপ শিশু-নারীসহ গণহত্যা, মসজিদ, হাসপাতাল, শিক্ষাঙ্গন, আবাসস্থলসহ সর্বত্রই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এ নৃশংসতার জন্য ইসরাইলকে ঘৃণাভরে ধিক্কার জানাই। ফিলিস্তিন ইস্যুতে বস্তুনিষ্ঠ সংবাদ সম্প্রচার ও সংবাদ বিশ্লেষণের জন্য 'রেডিও তেহরান'-এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একইসঙ্গে রেডিও তেহরানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।"

গাজী আবদুর রশীদ: ভাই মো: আবু বক্কর সিদ্দিক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মতামত জানিয়ে চিঠি লিখার জন্য।

বাংলাদেশের টাঙ্গাইল জেলার আকন্দের বাইদ থেকে মোবারক হোসেন ফনি পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক ।

ফনি ভাই লিখেছেন, "১৮ অক্টোবর  প্রচারিত বিশ্বসংবাদ, স্বাস্থ্যকথা ও কথাবার্তা অনুষ্ঠান ছিল খুবই চমকপ্রদ।  স্বাস্থ্যকথা অনুষ্ঠানে ব্রেনের দূরারোগ 'সিজোফ্রেনিয়া'  নিয়ে আলোচনা থেকে শ্রোতা ভাই-বোন-বন্ধুরা যেমন উপকৃত হয়েছে তেমনি আমিও। এ অনুষ্ঠানটি আমাদের জন্য একটি চিকিৎসালয়ে পরিণত হয়েছে। এমন অনুষ্ঠান প্রচার যেন অব্যাহত থাকে সেই কামনা করে চিঠিটি শেষ করেছেন তিনি।"

আশরাফুর রহমান:  স্বাস্থ্যকথা অনুষ্ঠান সম্পর্কে সুন্দর মতামতটির জন্য মোবারক হোসেন ফনি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা কথা বলব এক বাংলাদেশি শ্রোতাবোনের সঙ্গে। 

আকতার জাহান: আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপী থেকে। আর পাঠিয়েছে মহ. হাফিজুর রহমান।

তিনি লিখেছেন, "তরতাজা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ 'বিশ্বসংবাদ', সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণমূলক অনুষ্ঠান 'দৃষ্টিপাত', সাপ্তাহিক ধারাবাহিক 'সুন্দর জীবন', পত্রপত্রিকায় প্রকাশিত খবর নিয়ে 'কথাবার্তা' এবং ইমাম মাহদি (আ.)-এর আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত নতুন ধারাবাহিক 'শেষ ত্রাণকর্তা' অনুষ্ঠান নিয়ে সাজানো ২৯ অক্টোবরের আকর্ষণীয় ও উপভোগ্য অনুষ্ঠান গভীর মনোযোগ সহকারে শুনলাম। ওইদিনের প্রত্যেকটি অনুষ্ঠানই ছিল চমৎকার। বর্তমানে এক কঠিন সময় অতিবাহন করছি আমরা। এই সময়ে 'শেষ ত্রাণকর্তা' অনুষ্ঠানটি আমাদের জন্য সঠিক পথের দিশা দেবে বলে আমি মনে করি।"

গাজী আবদুর রশীদ: ২৯ অক্টোবরের অনুষ্ঠান সম্পর্কে হাফিজুর রহমান ভাই প্রায় ৭০০ শব্দের একটি মতামত পাঠিয়েছে। মতামতটি পার্সটুডেতে আপডেট করা হয়েছে। আগ্রহীরা পড়ে নিতে পারেন। তো চমৎকার মতামতভিত্তিক মেইলটির জন্য হাফিজুর রহমান ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রাম থেকে। আর পাঠিয়েছেন মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা।  

তিনি লিখেছেন, "রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের মধ্যে 'প্রিয়জন' অনুষ্ঠানটি পত্র লেখক শ্রোতাদের নিকট খুবই  জনপ্রিয় একটি অনুষ্ঠান। প্রিয়জন প্রিয় শ্রোতাদের আপন করে নেওয়ার একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি শ্রোতাদের মনের মাঝে উঁকি-ঝুকি দেওয়া কথাগুলোর সঠিক উত্তর প্রদানে মাধ্যমে প্রতিটি শ্রোতাকে বিনি সুতোয় বেঁধে রাখার মতো অনুষ্ঠান। প্রতি সোমবার হলেই অধীর আগ্রহ নিয়ে অগণিত শ্রোতা মেইলের উত্তর পাবার আশায় প্রহর গুণতে থাকে।"

আশরাফুর রহমান: প্রিয়জন অনুষ্ঠান সম্পর্কে সুন্দর মতামতের জন্য ভাই মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকটি ইমেইলের প্রাপ্তি স্বীকার করছি।

  • ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার নওপাড়া থেকে নিজামুদ্দিন শেখ।
  • পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশীষ গোপ
  • পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থেকে মহাম্মদ ঘোরী শাহ
  • বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে মোঃ শাহাদত হোসেন
  • বাংলাদেশের কুড়িগ্রামের উলিপুর থানার জোনাইডাঙ্গা থেকে ফারুক আহমেদ
  • ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম
  • গাজীপুর থেকে মো. মনিরুজ্জামান
  • এবং নাটোরের সিংড়া থানার কচুয়া থেকে এম এম মাসুদুর রহমান

আকতার জাহান: ইমেইল পাঠানোর জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

তো শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আজও রয়েছে একটি কবিতা। 'তোমাকেই বলছি, হে আমার কুদস' শিরোনামের কবিতাটি লিখেছেন কাজী সালমা বিনতে সলিম। আর আবৃত্তি করেছেন শরীফ বায়জীদ মাহমুদ।

গাজী আবদুর রশীদ: শরীফ বায়জীদ মাহমুদ-এর চমৎকার উচ্চারণে কবিতাটি শুনলেন। আশা করি ভালো লেগেছে। তো শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন আবারো এ কামনা করে গুটিয়ে নিচ্ছি চিঠিপত্রের আজকের আসর।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১১

 

 

ট্যাগ