নভেম্বর ০৮, ২০২৩ ১৭:০২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৮ নভেম্বর বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বাংলাদেশে গণগ্রেপ্তার নিয়ে আবার উদ্বেগের কথা জানাল জাতিসংঘ-প্রথম আলো
  • বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবছে না ইসি: সচিব-ইত্তেফাক
  • বিএনপির কেন্দ্রীয় নেতারা অগ্নিকাণ্ড-ভাঙচুরের দায় স্বীকার করেছেন: ডিবিপ্রধান হারুন-যুগান্তর
  • সরকার পতনের আন্দোলন: গ্রেপ্তার হচ্ছেন পরিবারের সদস্যরাও -ডেইলি স্টার বাংলা
  • গভীর রাজনৈতিক সংকটে বাংলাদেশ–মানবজমিন

কোলকাতার শিরোনাম:

  • শিশিরের সম্পত্তি বৃদ্ধিতে সারদা যোগ!-তদন্ত চেয়ে সিবিআইকে চিঠি কুণালের-সংবাদ প্রতিদিন
  • বাতাসে বিষ! বিশ্বকাপে এসে জেরবার শাকিব, স্টোকসেরা!-আনন্দবাজার পত্রিকা
  • মোদী খেললেন সেই দলিত তাস -গণশক্তি

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কিত খবর আজকের জাতীয় দৈনিগুলোর প্রধান খবর হিসেবে পরিবেশিত হয়েছে। প্রথম আলোর শিরোনাম- কারাগারে গাদাগাদি, ধারণক্ষমতার দ্বিগুণ বন্দী। খবরটিতে লেখা হয়েছে, দেশের কারাগারগুলো আগে থেকেই বন্দীতে ঠাসা। রাজনৈতিক অস্থিরতা শুরুর পর কারাগারে বন্দী আরও বাড়ছে। কারা অধিদপ্তরের ৫ নভেম্বরের হিসাবে, দেশে ৬৮টি কারাগারের বন্দী ধারণক্ষমতা ৪৩ হাজারের কম। তাতে রয়েছেন প্রায় ৮৮ হাজার বন্দী। বন্দীর সংখ্যাও দ্রুত বাড়ছে। সারা দেশে সাধারণ আসামির পাশাপাশি বিভিন্ন মামলায় রাজনৈতিক দলের নেতা–কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। আদালত তাঁদের কারাগারে পাঠাচ্ছেন। ফলে কারাগারে বন্দী বাড়ছে। এদিকে, বাংলাদেশে গণগ্রেপ্তার নিয়ে আবার উদ্বেগের কথা জানাল জাতিসংঘ।

প্রথম আলোর রাজনীতি বিষয়ক মতামত কলামের  শিরোনামে লেখা হয়েছে, বিএনপিকে ‘ভাঙার’ সরকারের কৌশল কতটা কাজে আসবে? ইত্তেফাকের খবরে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি। বুধবার (৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী এ ঘোষণা দেন। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, ভোটের আগে বিএনপির ‘এক দফা’র আন্দোলন চলার মধ্যেই রাজনীতি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিলেন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ।

ভোট সম্পর্কিত খবরে ইত্তেফাক, প্রথমআলো সহ প্রায় সব দৈনিকে লেখা হয়েছে দেশে নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ আছে, রাজনৈতিক অস্থিরতা ইসিকে ভোট নিয়ে ভাবাচ্ছে না বলে মন্তব্য করেছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। এদিকে, নির্বাচনের আগে পুলিশের ৩২৯ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে।

যুগান্তরের প্রধান শিরোনামের খবর হচ্ছে- ডিবিপ্রধান হারুন অর রশীদ বলেছেন, বিএনপির কেন্দ্রীয় নেতারা অগ্নিকাণ্ড-ভাঙচুরের দায় স্বীকার করেছেন।

গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলো, ইত্তেফাক,মানবজমিনসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ২৩ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১ নারী শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকালে সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগর কাশিমপুর জরুন এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবি

এদিকে, পোশাক কারখানার নিরাপত্তায় ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে ইত্তেফাকের খবরে বলা হয়েছে। এদিকে অর্থনীতির একটি খবরে প্রথম আলোতে লেখা হয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এখন ২০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত 

সাংসদ শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর দাবি, যে সময় সারদা কর্তারা অধিকারী পরিবারের বিরুদ্ধে তোলাবাজি এবং প্রতারণার অভিযোগ তুলেছেন, ঠিক সেই সময়ই শিশির অধিকারীর সম্পত্তির আকাশছোঁয়া বৃদ্ধি হয়েছে। এই দুই ঘটনার যোগসূত্র আছে বলে ইঙ্গিত করছেন কুণাল। এ বিষয়ে তদন্ত চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ইডি ও সিবিআইয়ের ডিরেক্টরকে চিঠি দিয়েছেন তৃণমূলের 

মোদী খেললেন সেই দলিত তাস-গণশক্তি

বিস্তারিত খবরে লেখা হয়েছে, প্রধান বিরোধী দলের মতামত উপেক্ষা করে দেশের মুখ্য তথ্য কমিশনার (সিআইসি) নিয়োগের পর বিরোধী দলকে চরম দলিত বিরোধী অভিযোগের তাস খেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  মধ্য প্রদেশের ভোট প্রচারে মোদীর ভাষণে বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিনব ‘দলিত বিরোধী’ অভিযোগ শোনা গেল।  কীভাবে বিরোধী দলের মতামত না নিয়ে নিয়োগে ‘পুরো অন্ধকারে রেখে’ মোদী মুখ্য তথ্য কমিশনারকে নিয়োগ করেছেন তা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন সংসদের বিরোধী কংগ্রেস নেতা অধীর চৌধুরি। আরেকটি খবরে লেখা হয়েছে, নির্বাচনে জেতার জেতার নিরাপত্তার খোঁজে প্রধানমন্ত্রী এখন নানা কৌশল নিচ্ছেন। তারমধ্যে রয়েছে আরও পাঁচ বছর তাঁর সরকার দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য সরবরাহ করবেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ৮

ট্যাগ