নভেম্বর ১৪, ২০২৩ ১৮:৩৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১৪ নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ডোনাল্ড লুর চিঠি তফসিলে প্রভাব ফেলবে না: ইসি সচিব-প্রথম আলো
  • ডনাল্ড লু’র চিঠি, জাপা নেতাদের সঙ্গে পিটার হাস্‌-এর বৈঠক-তিন দলকে শর্তহীন সংলাপের আহ্বান যুক্তরাষ্ট্রের-মানবজমিন
  • তফসিল বুধবার, ভোট হতে পারে ৬ জানুয়ারি-ইত্তেফাক
  • এএফপির রিপোর্ট বাংলাদেশে রাজনৈতিক অচলায়তন ভাঙতে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র-যুগান্তর
  • বন্ধ কারখানা খুলেছে, গণমাধ্যমে কথা বলায় শ্রমিককে চাকরিচ্যুত করার অভিযোগ-ডেইলি স্টার বাংলা

কোলকাতার শিরোনাম:

  • পুরুষশূন্য জয়নগরের গ্রামে শুধু মহিলাদের কান্নার রোল-আনন্দবাজার পত্রিকা
  • গাজায় শিশুমৃত্যুর হাহাকার চিকিৎসকের কণ্ঠে-সংবাদ প্রতিদিন
  • গণকবরে রোগীরা, গাজার হাসপাতালে পরপর শিশুদেরও দেহ-গণশক্তি

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ডোনাল্ড লু'র চিঠি তফসিল ঘোষণায় প্রভাব ফেলবে না- ইসি সচিব। আসলে নির্বাচন নিয়ে কী হতে যাচ্ছে বাংলাদেশে?

২. রুশ গোয়েন্দা সংস্থার তথ্য: গাজা যুদ্ধ জোরদার করার জন্য ইসরাইলকে গোপনে চাপ দিচ্ছে আমেরিকা। কী বলবেন আপনি?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

বিএনপি কার্যালয়ে তারা নিজেরা তালা মেরে রেখেছে, বললেন ডিএমপি কমিশনার-প্রথম আলো

রাজধানীর নয়াপল্টনে ২৮ অক্টোবরের সংঘাতের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি অফিসের সামনে সতর্ক অবস্থান নিয়েছে। তবে পুলিশ বিএনপির কার্যালয়ে তালা দেয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

বিএনপির অবরোধের মধ্যে যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধদের দেখতে আজ মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান ডিএমপি কমিশনার। তিনি দগ্ধদের দেখার পর সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

২৮ অক্টোবর সংঘর্ষের মধ্যে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর পুলিশ নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এর পর থেকেই কার্যালয়ের কলাপসিবল গেটে তালা ঝুলছে। নেতা-কর্মীরাও কেউ কার্যালয় আর আসছেন না।

আজ এ বিষয়ে প্রশ্ন করা হলে হাবিবুর রহমান বলেন, ‘বিএনপি কার্যালয়ে তারা নিজেরা তালা মেরে রেখেছে। এবং তারা তাদের কার্যালয়ে আসে না। কেন আসে না, তারাই ভালো বলতে পারবে। আমাদের পুলিশ সেখানে সব সময় থাকে। নিরাপত্তার জন্য বারো মাস থাকে। এখনো আছে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘তারা যদি অফিস খুলে (বিএনপি কার্যালয়) কোনো কার্যক্রম করে তাতে কোনো আপত্তি নেই, কখনো ছিলও না।’

বিএনপি কার্যালয়ে তালা দেওয়ার বিষয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যের বিষয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ প্রথম আলোকে বলেছেন, পুলিশ ২৮ অক্টোবর মহাসমাবেশের পর থেকেই কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে রেখেছে। কার্যালয়ে কেউ গেলেই গ্রেপ্তার করা হচ্ছে। এখন পুলিশ যে বক্তব্য দিচ্ছে, এটা তাদের আরেকটি ফাঁদ।

তফসিল বুধবার, ভোট হতে পারে ৬ জানুয়ারি-ইত্তেফাক

আগামীকাল বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। তফসিল ঘোষণার লক্ষ্যে কাল বিকাল ৫টায় কমিশন সভা আহবান করেছে ইসি।

ডোনাল্ড লু-জাহাংগীর আলম

অপর এক খবরে লেখা হয়েছে, তফসিল ঘোষণায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠি কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলম। তিনি বলেন, কমিশনের প্রস্তুত করা রোডম্যাপ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এদিকে, সবাইকে ঐক্যবদ্ধ করে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমিরেটাস সভাপতি এবং সংবিধান রচয়িতা ড. কামাল হোসেন। এ সময় তিনি জাতীয় সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানান।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

ইন্ডিয়া জোটে ফাটল?-সংবাদ প্রতিদিনসহ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে, ইন্ডিয়া জোটের মধ্যে ফাটল নিয়ে গুঞ্জন ফের বাড়ল রাহুল-অখিলেশ বিতণ্ডায়। জাতিগত জনগণনাকে কেন্দ্র করে দুই নেতার মধ্যে শুরু হয়েছে বিতর্ক। রাহুলকে এর আগে বলতে শোনা গিয়েছিল, জাতিগত জনগণনা এক্স রে-র মতো। সেই মন্তব্যের জবাবে কংগ্রেসকে ‘বিশ্বাসঘাতক’ বলে তোপ দাগলেন সমাজবাদী পার্টির প্রধান।

ভোটমুখী পাঁচ রাজ্যের সব জনসভাতেই কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) জাতিগত জনগণনা করার প্রতিশ্রুতি দিচ্ছেন। বস্তুত পাঁচ রাজ্যের ভোট এবং আগামী লোকসভায় কংগ্রেসের প্রধান এজেন্ডাই হতে চলেছে এই জাতিগত জনগণনা। এই পরিস্থিতিতে কদিন আগেই রাহুলকে বলতে শোনা গিয়েছিল, ”যখন কোনও ব্যক্তি আহত হন, আমরা তাঁকে এক্স রে করাতে নিয়ে যাই, হাড় ভেঙেছে কিনা জানতে। একই ভাবে আমি জাতিগত জনগণনাকেও এক্স রে বলি। যা ওবিসি, দলিত ও আদিবাসীদের জনসংখ্যার অনুপাতকে তুলে ধরবে এবং সরকারে তাদের অংশগ্রহণকে নিশ্চিত করবে।”

রাহুল গান্ধী ও অখিলেশ যাদব

রাহুলের মন্তব্যের জবাবে এবার কংগ্রেসকে খোঁচা দিলেন অখিলেশ। মধ্যপ্রদেশের সাতনায় এক জনসভায় তাঁর প্রশ্ন, ”কেন এক্স রে করতে হবে, যেখানে এমআরআই কিংবা সিটি স্ক্যানের মতো আধুনিক প্রযুক্তি হাতে আছে?” এর পরই উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ”যারা এক্স রে নিয়ে কথা বলছে, তারাই স্বাধীনতার পর থেকে জাতিগত জনগণনা হতে দেয়নি। যখন লোকসভায় সব দলই জাতিগত জনগণনার দাবি তুলেছিল, ওরা তা করেনি। আজ কেন তাহলে ওরা এটা চাইছে? কারণ ওরা জানে ওদের চিরাচরিত ভোট ব্যাঙ্ক ওদের সঙ্গে আর নেই। দলিত, আদিবাসী-সহ সমস্ত অনগ্রসর শ্রেণির মানুষই জানেন ওরা (কংগ্রেস) কীভাবে ওঁদের সঙ্গে স্বাধীনতার পর থেকেই বিশ্বাসঘাতকতা করেছে।”

অখিলেশের এহেন মন্তব্যের পরই ইন্ডিয়া জোটের দুই দলের মধ্যে বিবাদের ছবিটা স্পষ্ট হয়ে উঠেছে। লোকসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি। তার আগে অখিলেশের এহেন খোঁচা যে জোটের একতার পক্ষে ভাল নয়, সে ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহলের একাংশ।

গাজায় শিশুমৃত্যুর হাহাকার চিকিৎসকের কণ্ঠে-সংবাদ প্রতিদিনের শিরোনাম এটি।

বিস্তারিত খবরে লেখা হয়েছে,  আল শিফা হাসপাতালে তিন সদ্যোজাতের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। পরিস্থিতি যা, বাকি শিশুদের অবস্থাও বিপণ্ণ। সাতটি শিশুকে একসঙ্গে বেঁধে রাখা হয়েছে যাতে তাদের শরীর উষ্ণ থাকে। কিন্তু এতদসত্ত্বেও তাদের বাঁচানো যাবে কিনা তা নিয়ে সংশয়ের কালো মেঘ ক্রমেই ঘন হচ্ছে। এহেন পরিস্থিতিতে হাসপাতালে শিশু বিভাগের প্রধান ড. মহম্মদ তাবাশা মুখ খুলেছেন।

তাঁর কথায় ঝরে পড়েছে হাহাকার, ”গতকাল আমার ৩৯টি শিশু ছিল। আজ ৩৬। তারাও কতক্ষণ টিকে থাকবে বলতে পারছি না। আজই হয়তো আরও দুজনকে হারাতে হবে। হয়তো এক ঘণ্টার মধ্যেই।” গাজা (Gaza) ভূখণ্ডে ইজরায়েলের হামলায় ধ্বংসের ছবিটা কত করুণ, তা যেন পরিষ্কার হয়ে উঠছে এই চিকিৎসকের অসহায় বিবৃতিতেই। পাশাপাশি শিশুগুলিকে একসঙ্গে রাখায় তাদের মধ্যে সংক্রমণও ছড়াতে পারে বলে আশঙ্কা।

আর এক চিকিৎসক হাম্মাম আল্লো। তিনি ওই হাসপাতালেরই নেফ্রোলজিস্ট ছিলেন। ইজরায়েলি সেনার আক্রমণে মৃত্যু হয়েছে তাঁর। এক নিউজ পোর্টালকে তিনি জানিয়েছিলেন, হাসপাতাল ছেড়ে চলে যেতেই পারেন। কিন্তু সেক্ষেত্রে তাঁর রোগীদের কী হবে। হাম্মাম বলেছিলেন, ”ওঁদের তো যথাযথ চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে।” এর পরই ইজরায়েলি হানায় মৃত্যু হয়েছে তরুণ চিকিৎসকের।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইজরায়েলে (Israel) হামলা চালায় জঙ্গি গোষ্ঠী হামাস (Hamas)। তার পর থেকেই জঙ্গিদের নিঃশেষ করার ডাক দিয়ে লাগাতার অভিযান চালাচ্ছে ইজরায়েলি সেনা। গাজার হাসপাতালগুলোতে অসুস্থ মানুষকে ঢাল হিসাবে ব্যবহার করে হামাস জঙ্গিরা ঘাঁটি গেড়েছে, এমনটাই ধারণা ইজরায়েলের। আগেই গাজার বিদ্যুৎ সরবারহ বন্ধ করা হয়েছিল। এখন জ্বালানির অভাবে কার্যত আঁধারে ডুবছে হাসপাতাল-সহ অন্যান্য এলাকা। হাসপাতালের ইনকিউবেটরে থাকা অসহায় শিশুদের সামনে তাই কার্যতই মৃত্যুর হাতছানি।

সেমিফাইনাল মানেই ব্যর্থতা! ওয়াংখেড়েতে কি ইতিহাস বদলাতে পারবেন রোহিত-বিরাট?

চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) কথা বলছে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাট। ৯টি ইনিংসে কোহলির রান ৫৯৪। সমসংখ্যক ইনিংসে রোহিতের সংগ্রহ ৫০৩ রান। ২০২৩ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে এই মুহূর্তে কোহলি। রোহিত রয়েছেন চার নম্বরে।

বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। শেষ চারের লড়াইয়ের আগে দেশের ক্রিকেটমহলে প্রশ্ন ঘোরাফেরা করছে, কোহলি এবং রোহিতের ব্যাট নক আউটে গর্জে উঠবে তো?

চলতি বিশ্বকাপে দুই তারকা ব্যাটার যে ফর্মে রয়েছেন, যে ভাবে প্রতিপক্ষ বোলারদের মাঠের যত্রতত্র ফেলছেন, তাতে এমন প্রশ্ন ওঠাই উচিত নয়। তবুও উঠছে। কারণ তাঁদের অতীত পরিসংখ্যান। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের সেমিফাইনাল এলে কোহলি ও রোহিতের ‘গাণ্ডীব’ থমকে যায়। বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে দুই তারকার পরিসংখ্যান মোটেও তাঁদের নামের প্রতি সুবিচার করে না। সেই কারণেই দেশের ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জাগছে, সেমিফাইনালে কোহলি ও রোহিত রান পাবেন তো? 

১২ বছর আগে বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত। সেবার রোহিত শর্মা ভারতীয় দলে ছিলেন না। বিরাট কোহলি ছিলেন। কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে কোহলি মাত্র ৯ রানে ফিরে যান প্যাভিলিয়নে।

চার বছর পরে ২০১৫-র বিশ্বকাপে কোহলি হয়ে ওঠেন দেশের প্রাণভোমরা। মহেন্দ্র সিং ধোনির দলের ব্যাটিংয়ের ‘তুরুপের তাস’। কোহলির চওড়া ব্যাট গর্জে উঠলেই ভারত জিতবে, এমন একটা ধারণা তৈরি হয়ে যায় কাশ্মীর থেকে কন্যাকুমারী। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপ সেমিফাইনালেও কোহলি ব্যর্থ হন। মাত্র এক রানে জনসন তুলে নেন কোহলিকে। রোহিতও বেশি দূর এগোতে পারেননি। ৩৪ রান করার পরে জনসনের ঘাতক ডেলিভারির কাছে নতিস্বীকার করেন মুম্বইকর। অস্ট্রেলিয়ার পাহাড়প্রমাণ ৩২৮ রান তাড়া করতে নেমে ভারত থেমে যায় ২৩৩ রানে।

২০১৯-এর বিশ্বকাপে রোহিত শর্মা পাঁচ-পাঁচটি সেঞ্চুরি করে সাড়া ফেলে দিয়েছিলেন। প্রতিপক্ষ বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন ‘হিটম্যান’। কিন্তু আসল সময়ে রোহিত শর্মার ‘রথ’ থেমে যায়। শেষ চারের লড়াইয়ে কিউয়িদের বিরুদ্ধে মাত্র ১ রানে ফিরতে হয় রোহিতকে। অধিনায়ক কোহলিও ১ রানে এলবিডব্লিউ হন ট্রেন্ট বোল্টের ডেলিভারিতে।

আগের তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে দুই তারকার ব্যর্থতাই নতুন করে প্রশ্ন তুলছে দেশজুড়ে। এবার কি ইতিহাসের অভিমুখ বদলাবে? রোহিতের ছেলেবেলার কোচ দীনেশ লাঢ আশাবাদী। হাতের তালুর মতো চেনা ওয়াংখেড়েতে ব্যাট হাতে রোহিত নামার আগে দীনেশ বলছেন, ”এবারের বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচেই রোহিত আর কোহলি পারফর্ম করেছে। সেমিফাইনালেও ওরা দুজন রান পাবে।”

পুরুষশূন্য জয়নগর

না আছে রান্নাঘর, না চাল, খোঁজ নেই স্বজনদেরও! পুরুষশূন্য জয়নগরের গ্রামে শুধু মহিলাদের কান্নার রোল-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, সোমবার সকালে মসজিদে নমাজ পড়তে যাওয়ার পথে খুন হন জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর। তার পরেই তাণ্ডব শুরু হয় বামনগাছির দোলুয়াখাঁকির গ্রামে। চলে ভাঙচুর, লুটপাট। আগুন ধরানো হয় বাড়িঘরে। খবরটিতে বলা হয়েছে, বেলা গড়িয়েছে। কিন্তু এখনও হাঁড়ি চড়েনি উনুনে। অবশ্য উনুনই বা আর কোথায়! ভাতের হাঁড়ি দুমড়েমুচড়ে পড়ে আছে যেখানে সোমবার সকাল পর্যন্ত সেখানে একটা রান্নাঘর ছিল। দক্ষিণ ২৪ পরগনার বামনগাছির দোলুয়াখাঁকি গ্রামের একের পর এক বাড়িতে এমনই ছবি দেখা গেল মঙ্গলবার দুপুরে। মহিলারা অঝোরে কেঁদেই চলেছেন। পেটে দানাটুকু পড়েনি বাচ্চাদের। অনেকে ঘরের কর্তাদের খোঁজও পাচ্ছেন না।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১৪

ট্যাগ