নভেম্বর ১৫, ২০২৩ ১৬:৩৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১ নভেম্বর বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর অনলাইন ভার্সন ও ই পেপারের বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।

বাংলাদেশের শিরোনাম:

  • নয়াপল্টনে পুলিশের সতর্ক পাহারা, পাঁচজন আটক-প্রথম আলো
  • বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতিতে জাতিসংঘ বিশেষজ্ঞদের উদ্বেগ-ইত্তেফাক
  • অলআউট প্রস্তুতি সকল বিরোধী দলের-মানবজমিন
  • নির্বাচনে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ, ঢাবির ৮ শতাধিক শিক্ষকের উদ্বেগ-যুগান্তর
  • তফসিল ঘোষণা / ‘রাজনৈতিক পরিস্থিতি জটিল হলে সব দায় ইসির’-ডেইলি স্টার বাংলা
  • আল জাজিরার রিপোর্ট-বাংলাদেশে ভঙ্গুর অর্থনীতিতে রাজনৈতিক অস্থিরতা বড় ঝুঁকি–মানবজমিন অনলাইন

কোলকাতার শিরোনাম:

  • পাখির চোখ ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানার জনজাতি ভোট -সংবাদ প্রতিদিন
  • মোদীর বেলায় নীরব কমিশন, নোটিস প্রিয়াঙ্কা,কেজরিওয়ালকে-গণশক্তি
  • আরও এক বন্ধু হারাল আমেরিকা? সাত বছর পর হঠাৎ চিনে হাজির বাইডেনের জোটসঙ্গী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ!-আনন্দবাজার পত্রিকা

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

বাংলাদেশের রাজনৈতিক  উত্তপ্ত পরিস্থিতি, আন্দোলন সংঘাত, এবং গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়-এই দুটি বিষয় সম্পর্কিত খবরই আজকের জাতীয় দৈনিগুলোর অনলাইন এবং প্রিন্ট ভার্সনের প্রধান খবর হিসেবে পরিবেশিত হয়েছে। প্রথম আলোর রাজনীতি বিষয়ক খবরে লেখা হয়েছে,  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন আর সংলাপের কোনো সুযোগ নেই।

আজ বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সচিবালয়ে দেখা করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে। এ সময় যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সংলাপের আহ্বান-সম্পর্কিত চিঠি  হাস তুলে দেন ওবায়দুল কাদেরের হাতে। তাঁর চিঠি পেয়ে ওবায়দুল কাদের পরে সাংবাদিকদের বলেন, ‘কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল, যারা গণতন্ত্র চর্চা করে, তারা সংলাপ চায় না, এমন কথা বলতে পারে না। কিন্তু একটা সময় আছে। তিনি এক সংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘এখন আর সংলাপের কোনো সুযোগ নাই।’

তবে চিঠির বিষয়টি নিয়ে তিনি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে আলাপ করবেন বলে জানান ওবায়দুল কাদের। দৈনিকটি লিখেছে, আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করবেন ইসি। আমাদের এ  অনুষ্ঠান যখন চলবে তখন তফসিল ঘোষণা হয়ে যাবে। মানবজমিনের খবরে লেখা হয়েছে, ডিবি হারুন বলেছেন, তফসিল ঘোষণার পর বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেয়া হবে। অন্য একটি শিরোনাম এরকম, তফসিল পরবর্তী পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগে সতর্কতা। এদিকে, একতরফা নির্বাচনের তফসিল ও সরকার পতনের দাবিতে অলআউট আন্দোলনে নামছে সকল বিরোধীরা।

উপযুক্ত পরিবেশ আছে বলেই তফসিল: ইসি সচিব-ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগ যখন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানাতে প্রস্তুত তখন বিএনপিসহ বিরোধী দলগুলো তফসিল ঘোষণা না করতে হুঁশিয়ারি দিচ্ছে। এদিকে বিএনপি-জামায়াতের ডাকে অবরোধও চলছে। এমন পরিস্থিতিতে তফসিল ঘোষণা হবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় থাকলেও নির্বাচন কমিশন জানিয়েছে, বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সেখানেই তফসিল ঘোষণা করবেন। নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, উপযুক্ত পরিবেশ আছে বলেই তফসিল দেওয়া হচ্ছে।

এদিকে, নয়াপল্টনে পুলিশের সতর্ক পাহারা, পাঁচজন আটকের খবরটি প্রথম আলোসহ প্রায় সব দৈনিকে এসেছে।

বিএনপি অফিসের সামনে

অন্যদিকে, ইত্তেফাকসহ প্রায় সব দৈনিকে লেখা হয়েছে, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়ে জাতিসংঘ বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভে দমন–পীড়ন চালানো হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজনৈতিক কর্মীদের আন্দোলনেও চলছে দমন–পীড়ন।এ ছাড়া সাংবাদিক, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের নেতাদের বিচারিক হয়রানি করা হচ্ছে। এমনকি বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা দমনকারী আইন সংস্কারে ব্যর্থতা গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশে অবাধ-সহিংসতামুক্ত নির্বাচন হওয়া উচিত।

তবে যুগান্তরের একটি গুরুত্বপূর্ণ খবরে লেখা হয়েছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে একটি আন্তর্জাতিক মহলের অযাচিত হস্তক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আট শতাধিক শিক্ষক।

গাজায় বর্বর ইসরাইলি হামলা নিয়ে যুগান্তরের কয়েকটি শিরোনাম এরকম, আল-শিফা হাসপাতালে তাণ্ডব চালাচ্ছে ইসরাইল।অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের ‘গণহত্যা’ বন্ধে ব্যর্থতা এবং এই বর্বরতায় উল্টো প্ররোচনা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।  একইসঙ্গে আসামি করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকেও।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত

আজ ভারত-নিউজিল্যান্ডের বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল হয়েছে  মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে এই মাঠের যে পিচে খেলা হয়েছে তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য এসেছে বিশ্ব মিডিয়ায়। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইনে লেখা, আইসিসির অনুমতি ছাড়াই সেমিফাইনালের উইকেট পাল্টে ফেলেছে স্বাগতিক ভারত। এমনকি ফাইনালে উঠলে সেখানেও একই কাজ করা হবে বলে জানায় তারা।মেইলের প্রতিবেদন অনুযায়ী, ভারত-নিউজিল্যান্ডের জন্য আজ মুম্বাইয়ের ৭ নম্বর উইকেট চূড়ান্ত করা হয়। যেখানে গ্রুপ পর্বে কোনো ম্যাচ হয়নি। কিন্তু বিসিসিআই আইসিসিকে না জানিয়ে ৬ নম্বর উইকেটে খেলা ম্যাচ আয়োজন করেছে। শুধু এই ম্যাচ নয়, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড প্রথম ম্যাচটি পূর্বনির্ধারিত ৬ নম্বর উইকেটে অনুষ্ঠিত হলেও পরের তিনটি ম্যাচ পূর্বনির্ধারিত উইকেটে খেলা হয়নি। আর সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, সেমি যুদ্ধের ওয়াংখেড়েতে নাশকতার হুমকি দেয়া হয়েছে। ফলে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আর সংবাদ প্রতিদিনের আরেক খবরে লেখা হয়েছে, কিউয়ি বধে পিচ বদলাচ্ছে ভারত! বিতর্ক উড়িয়ে আইসিসি জানাল অসঙ্গতি নেই বাইশ গজে।

মোদীর বেলায় নীরব কমিশন, নোটিস প্রিয়াঙ্কা,কেজরিওয়ালকে-গণশক্তি পত্রিকার এ খবরে লেখা হয়েছে, নির্বাচনের মধ্যেই কেন্দ্রের সরকারের প্রধান একের পর এক প্রতিশ্রুতি বিলি করছেন। বাধা দেয়নি নির্বাচন কমিশন। সেই কমিশনই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের দায়ে শো-কজের নোটিশ ধরালো বিরোধী দুই নেতানেত্রীকে।

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং ‘আপ’ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে এদিন নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণার পর আদর্শ নিরবাচনী আচরণবিধি জারি করে দেয়। ছত্তিশগড়ে প্রচারের মধ্যেই কেন্দ্রীয় প্রকল্প ‘পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা’ পাঁচ বছর বাড়ানোর ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কংগ্রেস বলেছে, আদর্শ আচরণবিধি অনুযায়ী প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়ার মাঝে এমন ঘোষণা করতে পারেন না। কংগ্রেস নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেয়। ফের জনসভায় মোদী বলেন, তিনি জনতার দরবারে বিচারপ্রার্থী।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১৫

ট্যাগ